তুমি প্রাক্তন নও আমার ভালোবাসা Part 01 শ্যামবতী নয়না

0
43

একটা চাকরির খুব দরকার শুনলাম MRI কোম্পানিতে ইন্টার্ভিউ চলছে..আজই শেষ তারিখ দেরী না করে সকাল ৮:০০ চলে গেলাম ইন্টার্ভিউ দিতে ওয়েটিং রুমে অনেক্ষন বসে থাকার পর আমার ডাক পড়লো
লোকটি : মিস ফারিয়া প্রভা কে?
আমি : জ্বী আমি।
লোকটি : আপনাকে স্যার ডাকে চলুন আমার সাথে
আমি : জ্বী চলুন

কেবিনে গিয়ে দেখি ম্যানেজার একটা স্টাফ এর সাথে কথা বলছে অন্য পাশ ফিরে আমি গিয়ে বললাম..
আমি : may i come in sir?
ম্যানেজার : yes ( বলেই দরজার দিকে তাকালেন,,,চিরচেনা মুখ দেখে আমি থমকে গেলাম,,,এ তো কেউ নয় ফারহান,,,,আমার প্রাক্তন,,,যাকে আমি এখনো ভালোবাসি কিন্তু..)আর কিছু ভাবার আগেই ফারহান বলে উঠলো
ফারহান : প্লিজ বসুন মিস ফারিয়া
আমি : স্যার জবটা আমার খুব দরকার
ফারহান : CV সহ সব কাগজ জমা দেন,,আপনাকে পরে জানানো হবে।

আমি কিছু বলতে যাবো তখনি দেখি একটা একটা মেয়ে ফারহানের কেবিনে এসেই
…hey farhan how are you? (বলে হাগ করলো)
ফারহান : well nishu..you look so pretty
নিশু : thanks farhan,,you look aslo handsome 😘

ওদের এইসব লুতুপুতু আমার মোটেও ভালো লাগলো না,,হয়তো ওর প্রেমিকা বা বউ তাই বলে এমন করতে হবে এহ ঢং (মনে মনে)

নিশু আমার দিকে তাকিয়ে,,এটা কে ফারহান
ফারহান : জব এর জন্য ইন্টার্ভিউ দিতে এসেছে
নিশু : ওহ,, এখনো শেষ হয়নি?
ফারহান : শেষ

ফারহান : মিস ফারিয়া আপনি এখনো বসে আছেন কেনো কিছু বলবেন?
আমি : না আসলে কিছু না (বলেই উঠেই আবার পিছন ফিরে
আমি : ফারহান একটা কথা বলবো,,এটা কি তোমার প্রেমিকা নাকি বউ?
নিশু : এই মেয়ে তুমি তোমার ফারহানের নাম ধরে ডাকছো কেন?
আর ফারহান ও তোমার নাম জানে কি করে আজই তো আসলো ইন্টার্ভিউ দিতে তুমি ওকে চিনো?
ফারহান : না নিশু আমি ওকে কিভাবে চিনব আজই দেখলাম,,
আমি : sorry বলেই বেরিয়ে গেলাম কেবিন থেকে

ফারহান : নিশু যাও এই ফাইলটা গুলো ঠিক আছে কিনা দেখো গিয়ে,,
নিশু : yeah sure (বলে চলে গেলো)
ফারহান : কফিল কফিল,, এদিকে এসো
কফিল : জ্বী স্যার ,, বলেন
ফারহান : একটু আগে যে মেয়েটা আসলো তার সম্পূর্ণ ডিটেলস আমার চাই,, আর তার জবটা কনফার্ম করে দাও let’s go..
কফিল : yes sir…

২ ঘন্টা পর
কফিল : স্যার আসবো?
ফারহান : come..
কফিল : স্যার মেয়েটার নাম ফারিয়া প্রভা,,,বিয়ে হয়নি একটা হোস্টেলে থেকে পড়া লিখা করে আর..
ফারহান : enough… thanks যেতে পারো
কফিল : জ্বী স্যার

ফারহান : মিস ফারিয়া তোমাকে খুব বেশি ভালোবাসতাম,,কেন আমাকে ছেড়ে চলে গিয়ে ছিলে,,, আমার কি টাকা কম ছিলো নাকি আমার ভালোবাসায় কমতি ছিলো,,, এখন তুমি নিজেই আমার কাছে আবার ফিরে আসবে মিস ফারিয়া just wait and see

অন্যদিকে,,
ফারহানের কথা শুনে খুব কষ্ট হলো সে আমাকে চিনে না,,, ঘৃনায় হয়তো আমার চেহারাও ভুলে গেছে আমি তাকে বেইমানির পরিচয় দিয়েছি কিন্তু আমার যে কিছু করার ছিলো না ,,, চোখ থেকে দু ফোটা জল গড়িয়ে পড়লো

সন্ধ্যায় অচেনা নাম্বার থেকে কল আসলো দুই তিন বার বাজার পর রিসিভ করলাম তখনি…

চলবে….

#তুমি প্রাক্তন নও আমার ভালোবাসা
Part 01
শ্যামবতী নয়না

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here