তোমাতে_আমি ৫ম পর্ব

0
3715

তোমাতে_আমি
৫ম পর্ব
,
হুট করে রিদ কে বিয়ের কথা বলে চলে যায়, কিরন।
এদিকে রিদে আর রনো খুশিতে ডান্স করতে লাগলো রাস্তার মোড়ে।
প্লান সাকসেসফুল এবার কি করবি, রিদ কে রনো বলল৷
কি আর করবো আপাতত বিয়েটা করি, তারপর দেখা যাবে কি করব আর কি করব না, তবে যা করবো সে তো আমার জন্যই করবো তাই না? শয়তানি হাসি দিয়ে বলল রিদ।
এই মাল টাকে তো সময় মত দেখেই নিবো কিন্তু ওই টাকে কি করবি? (রনো)
আরে ঈশান তো, মালটাকে গোডাউনে আটকে রাখ, ভাগ্যিস ঠিক সময় মোবাইল টা কেড়ে নিয়েছি, নাহলে তো আমার প্লান বানচাল হয়ে যেতো, (rid)
ঈশান কে একটা গোডাউন এ বেধে রাখলো দুজনেই, মুখ, হাত, পা সব বাধা ছটফট করতে লাগলো ঈশান।
এই রিদ এই শুয়োর টা তো মোচড়া মুচড়ি করছে (রনো)
কিহ? আরে ধুর মনে হয় বাচ্চা হবে , কথাটা বলেই হাসতে হাসতে মুখের কাপড় টা সরিয়ে দিলো রিদ।
খোলা পেয়ে বড় বড় শ্বাস নিতে লাগলো ঈশান।
এসব কি হচ্ছে রিদ তুই আমাকে এভাবে, এখানে এনেছিস কেনো? (ঈশান)
আরে তোকে দেখতে ইচ্ছে করছিলো তাই আনলাম আমার জান (রিদ)
আমি না তোর ক্লাস মেট আর তুই আমার সাথে এসব করছিস? (ঈশান)
আরেএ ইয়ার, তুই তো শুধুই ক্লাস মেট মা বাবা তো নস? আর বাবা মা হলেও একই কাজ করতাম, (রিদ)
কি চাস তুই? (ঈশান)
আপাতত চাই তুই এখানে এভাবে সাতদিন থাক, কাজ শেষ হলে ছেড়ে দিবো (রিদ)
তাতে তোর লাভ কি? (ঈশান)
আমার আমারি তো সব, তুই এখানে থাকবি আর ওইদিকে তোর রাধাকে, ওহ মেসেজে করা বউ কে বিয়ে করব, কি যেন বলিস মহারানী হাহহাহা, মুটকি আবার রানী মহারানী হয় ক্যামনে রে? (রিদ)
আরেএ ওতো একটা মাল, (রনো)
রনো ভালোভাবে কথা বল, চিৎকার করে বলল ঈশান।
ধুর চুপ, চিৎকার করিস না আগে ছাড়া পাওয়ার চেষ্টা কর, দেখলি তো তোর ম্যাসেজ বউ কিভাবে বিয়েতে রাজি হয়েছে, তাতে বুঝতে পাচ্ছিস তো তোর কোনো যায়গা নেই ওর মনে (রনো)
এটা কখনই হতে পারে না, কিরন ঠিকি জানতে পারবে, ওর অজানা লাভার কে (ঈশান)
জানবে তো, তবে সেটা বাসর ঘরে, তুই খালি দেখে যা আমি মুটকিকে দিয়ে কি করাই (রিদ)
চেয়ারে বেধে রেখেই চলে গেলো, রিদ আর রনো।
এদিকে কিরন রুমে আসার পর ঘুমাতে পাচ্ছেনা সব সময় কেমন যেন শুন্যতা লাগছে এদিকে সেদিকে করে যাচ্ছে।
রিদ কে কল দিলো,
কি ব্যাপার জান মিস করছো নাকি?(রিদ)
হু মিস তো করবই আচ্ছা রিদ যা বলার জন্য কল দিয়েছি (কিরন)
হুম বলো,, (রিদ)
বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব সেরে ফেলতে চাই, (কিরন)
বাবাহ এতো দেখছি আরো এক কাঠি উপরে ,তুমি চাইলে কালকেই রেজিস্ট্রি করতে পারি, (রিদ)
না রিদ আমরা বিয়ের দিনেই রেজিস্ট্রি করতে চাই, আসলে আমি চাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব করতে সেটা তিন চারদিন হলেই হবে (কিরন)
ওকে, আমি বর সেজে আসব তুমি রেডি থেকো (রিদ)
কলটা কাটার পরই কিরন মায়ের রুমে ছুটে গেলো, এমনিতেও দরজা লক করে ঘুমায় না, রুমে গিয়ে দেখে মা জেগে আছে,
একিই মা তুমি ঘুমাওনি?
না অফিসের কিছু কাজ ছিলো ওগুলোই করছিলাম এতোক্ষন,তুই এসময়? কিছু বলবি? (মা)
মা আমি কোথাও ভুল করছি, আমার মনে হচ্ছে বারবার রিদ কে নয় আমি ঈশান কে চাই, কিন্তু মন থেকে এখনো সিয়র হতে পাচ্ছিনা (কিরন)
এটাই বলতে এসেছিস? (মা)
মা আমি আজকে ওই অপরিচিত নাম্বার টার জন্য অপেক্ষা করছিলাম, আমার বারবার মনে হচ্ছিলো ঈশান কিন্তু,,,,
কিন্তু কি কিরন??
মা ওই নাম্বার থেকে কল এসেছিলো আমি রিসিভ করার পর বুঝতে পারি ঈশান, কিন্তু নিচে নেমে রিদ কে পাই, আর ও বলছে ও এতোদিন কথা বলেছে, আমার বিশ্বাস হচ্ছেনা আমি আবারো কল দিয়েছিলাম রিদ রিসিভ করে, যদি এটা রিদেরি হয় তাহলে কন্ঠ ক্যানো আলাদা আমি কোনো ভাবেই দুটো কন্ঠ মিলাতে পারছিনা (কিরন)
হুম আমারো সন্দেহ হয়, আচ্ছা দেখা যাক, অপেক্ষা করো (মা)
মা আরো একটা কথা আমার ফোনে কিছুক্ষন আগে ভয়েস মেসেজ এসেছে, সেটাও আলাদা একটা নাম্বার থেকে আর এই রেকর্ড টা আগের গলার সাথে মিলে যায় (কিরন)
কই দেখি,, (মা)
কিরন রেকর্ড টা প্লে করলো,
জানিনা কি চাও আর কিইই বা পাবে, রিদ কে বিয়ে করতে চাও ভালো কথা, তবে একবার ভালো করে ভেবে নিও তুমি কি সত্যিই রিদ কে চাও মহারানী ? আর সে কি সত্যিই তোমাকে ভালোবাসে? আমি চাই তুমি তোমার ভালোবাসার মানুষ টার সাথে থাকো,
সব তো বুঝলাম এবার তুমি বলো তুমি কি চাও কিরন (মা)
মা আমি,,,,
থামো আজ নয়, ভেবে উত্তর টা দিও আমাকে কালকে জানালেও হবে তবে মমে রেখো এটা তোমার জীবন এর ব্যাপার, শুধু তোমার নয় সাথে আরো একজন জড়িয়ে আছে (মা)
ওকে,,
হুম যাও ঘুমিয়ে পড়ো (মা)
চারদিন পর,,
পুরো বাড়ি আলোয় আলোকিত, ফুলে ফুলে সেযে উঠেছে, আজ কিরনের বিয়ে, লাল বেনারসি তে অপুর্ব সাজে সেজেছে কিরন, চারিদিকে হই চই, সানাইয়ের বাজনা, এর মধ্যেই কিছু লোকের চিৎকার বর এসেছে, বর এসেছে।
কিরন ও দৌড়ে জানালায় গিয়ে দাড়ালো বর দেখার জন্য।
গাড়ি থেকে আস্তে আস্তে নেমে আসছে রিদ,
কিরনের ম বরন করে নামিয়ে নিলো রিদ কে।
কিছুক্ষন পর শুভ লগন, মালা বদল এক নতুন দম্পতি জীবন শুরু হচ্ছে।
চলবে,
রাধিকা রাই বর্মন।
আমি জানি আজকের পর্ব টা ছোট হয়েছে আর ভালো হয়নি, তারজন্য সরি আজ কোনোভাবেই লেখাতে মন বসাতে পাচ্ছিনা, বারবার লিখছি আর ডিলিট করছি জানিনা কেনো সব এলোমেলো হয়ে যাচ্ছে৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here