Deewana (A crazy lover)Part:1

0
15688

Deewana (A crazy lover)Part:1

Writer: urme prema (sajiana monir)

Bangladesh….

সকাল ১০ টা

মা:সায়রা ,সায়রা

সায়রা:ঘুম

মা:সায়রাাাাাাাাাাা (চিৎকার করে)

লাফ দিয়ে উঠে বসে।ঘুম ঘুম চোখে ভাঙ্গা ভাঙ্গা কন্ঠে বলতে লাগলো

সায়রা:হুম আম্মু কি হয়েছে সকাল সকাল এমন করছো কেন?

মা:এখনো সকাল রয়েছে?তুমি জানো এখন কয়টা বাজে?এখন দশটা বাজে রিদ্ধি বাড়ির সামনে গাড়ী নিয়ে দাড়িয়ে আছে ।

সায়রা:কি দশটা বেজে গেছে আর রিদ্ধি দি ও এসে গেছে (বড় চোখ করে )

মা:হুম

সায়রা:আমার তো কোনো হুশই ছিল না।(বিছানা থেকে নামতে নামতে)

মা:হুস থাকবে কি করে এতো পরে পরে ঘুমালে কোন হুস থাকে ?(রেগে দাতঁ কট কট করতে করতে)

সায়রা:মা প্লিজ তুমি দি কে একটু মেনেজ কর আমি ২০ মিনিটে ফ্রেস হয়ে আসছি।প্লিজজজজজ মা মেনেজ কর

মা:ওকে আমি মেনেজ করছি ।তারাতারি রেডি হয়ে নিচে আসো।

সায়রা :ওকে মাাাাাাা(মায়ের গালে চুমু দিয়ে ফ্রেস হতে চলে গেল)

উর্মি আহমেদ সায়রা দেখতে অসম্ভব সুন্দরী ।গায়েঁর রং হলুদ ফর্সা । বড় বড় চোখ আর চোখের মনি বাদামী । লম্বা ৫ ফিট ২ ।গালের তিলটা যেন সুন্দরর্যকে আরো শতগুন বাড়িয়ে দেয় । কমর পর্যন্ত লম্বা চুল ।যে একবার দেখে তাকে সে তার প্রেমে পড়ে যায়। ঠোঁটের মিষ্টি হাসি যেন তার সুন্দরর্যকে আরো বাড়ায় । বাবা মা ছোট ভাই বোন দাদা দাদী ২ চাচা চাচী আর অনেক গুলো কাজিন নিয়ে তার পরিবার ।জয়েন ফেমিলি তাদের ।কিন্তু এছাড়াও তাদের আরো একটি পরিবার আছে তাদের সাথে রক্তের সম্পর্ক না থাকলেও তার চেয়ে বেশি ।আর তারা হলো সায়রার বাবার দুই বন্ধুর পরিবার নিলয় চৌধুরী আর আফনাফ খাঁন ।তাদের সাথে এক অন্যরকম সম্পর্ক যা রক্তের সম্পর্কের চেয়েও অনেক বেশি ।রিদ্ধি সায়রার বাবার বন্ধু নিলয় চৌধুরীর বড় মেয়ে ।

সায়রা রেডি হয়ে নিলো সাদা লং কামিজ সাদা প্লাজু সাদা ওড়না কানে এনটিকের ঝুমকা চোখে গাঢ় কাজল ঠোটেঁ হালকা গোলাপী লিপস্টিক কোমড় পর্যন্ত লম্বা চুল গুলো ছেড়ে দিলো ।পার্স টা নিচে চলে গেল।

নিচে….

সায়রা নিচে গিয়ে দেখে মুন পাখি পিয়াস টেবিলে বসে ব্রেকফাস্ট করছে।

সায়রা :গুড মর্নিং এভরিওয়ান(মুচকি হেসে)

মুন:গুড মর্নিং বালিকা বধূ (শয়তানি হাসি দিয়ে)

সায়রা:তুই আবার ও শুরু করেছিস ?তোকে কত বার না করেছি এই নামে ডাকতে না করেছি(রেগে আগুন হয়ে)

মুন:এখন তুই যা তোকে ত তা বলবোই (হেসে)

সায়রা:তোর সাথে কথা বলাই বেকার ।কেন যে তোর সাথে কথা বলি আমিই পাগল(মুখ ভেংচি দিয়ে)

মুন:তুই পাগল তা নতুন কি (শব্দ করে হাসতে হাসতে)

সায়রা :এখন তোর সাথে ঝগড়া করার মত আমার সময় নেই।আমি রিদ্ধি দির সাথে শপিং এ যাচ্ছি ।কিন্তু বাসায় এসে তোর ক্লাস নিবো চুড়েল (মুখ ভেংচি দিয়ে)

মুন:ওকে দেখা যাবে ।(মুখ ভেংচি দিয়ে)

সায়রা :আম্মু আমি আসছি (চিৎকার দিয়ে)

মা:হুম সাবধানে যেও (কিচেন থেকে চিৎকার দিয়ে)

সায়রা:ওকে মাাাাাা

সায়রা বাড়ির সামনে রিদ্ধিকে দাড়িয়ে কারো সাথে ভিডিও কলে ফোনে কথা বলতে দেখলো ।দৌড় দিয়ে রিদ্ধিকে জরিয়ে ধরলো।

সায়রা:গুডমর্নিং রিদ্ধি দি (হেসে)

রিদ্ধি :বেড মর্নিং (একটু রেগে )এই তোর আসার সময় হলো?(ফোন না কেটে ফোনের কেমেড়াটা সায়রার দিকে ঘুড়িয়ে)

সায়রা :সরি তো দি (আদুরে গলায়)আর কখনো লেট হবে না পাক্কা

রিদ্ধি:হুম হয়েছে হয়েছে এমন আরো অনেক বলেছিস ।এখন পর্যন্ত একবার ও ঠি ক টাইমে আসতে পারিসনি ।এখন গাড়িতে উঠ(মুখ ভেংচি দিয়ে)

সায়রা:(গাড়িতে উঠতে উঠতে)ওহোহো..দি তুমি জানো আমি টাইম মেনটেন আমার দ্বারা সম্ভব না এইসব আমার কাছে প্যরা মনে হয়।আমিতো পাখিদের মত থাকতে চাই ।মুক্ত খোলা আকাশে নিজের ডানা মেলে উড়তে চাই ।

গাড়িতে…….

রিদ্ধি :হুম বুজেছি বালিকা বধূ

সায়রা:উফফ দি তুমি ও ওদের মত শুরু করেছো?প্লিজ দি এ নামে ডাকবে না ।

রিদ্ধি:কেন তুই তো আমাদের সবার বালিকা বধূই (দুষ্টু হাসি দিয়ে)

সায়রা:যার হবু বউ সে কি ৬ বছরে একটা বার খবর নিয়েছে?একটা বার আমার সাথে কথা বলার চেষ্টা করেছে?(বাহিরে তাকিয়ে মন খারাপ করে)

রিদ্ধি:ও তোকে ভালোবাসে তোকে পাবার জন্য ৬ বছর আগে কি কি করেছিল তা তোর মনে নেই?

সায়রা:ঐ সব তার পাগলামী জিদ আবেগ ছিল ।যদি ভালোবাসাই হতো তাহলে সে ৬ বছরে আমার সাথে ঠি কই যোগাযোগ করতো কথা বলতো ।বাড়িতে সবার সাথে কথা বলে শুধু আমার সাথে কোন কথা বলে না।৬টা বছরে একবারের জন্যও কথা বলেনি একটাবারের জন্য দেখতে চায়নি ।এটা তার কেমন ভালোবাসা?(রেগে)

রিদ্ধি:তুই ও তো ওর সাথে কথা বলতে পারতি ?যোগাযোগ করতে পারতি ?কিন্তু তুই কেন করিসনি?

সায়রা:আমি কেন করবো ৬বছর আগে দোষ ওর ছিল ।যা করেছে ও করেছে।আমি কেন তার সাথে নিজে থেকে কথা বলতে যাবো?

রিদ্ধি:তুই জানিস ও তোর জন্য কতটা পাগল ।তোকে সে ছোট থেকে ভালোবাসে ।তোকে নিয়ে ও কতটা possessive ছোট থেকে।তোকে অন্য কোনো ছেলের সাথে কথা বলতে দেখলে সয্য করতে পারে না তাই সেদিন ও ঐসব পাগলামী করেছিল।

সায়রা:সেদিন কি আমার কোন দোষ ছিলো?সে কেন আমার সাথে ঐ রকম ব্যবহার করেছিল ?কেন ঐ ছেলেকে মেরেছিল?সেদিন আমি তাকে না আটকালে সেই ছেলে হয়তো মরে যেত।

রিদ্ধি:ও তোকে ভালোবাসে

সায়রা:সায়ন ভাইয়া ও তোমাকে ভালোবাসে তোমাদের তো কিছুদিন পর বিয়েও কই কখনো তো তাকে তোমার সাথে এমন ব্যবহার করতে দেখিনি।

রিদ্ধি :সবার ভালোবাসা একরকম হয় না ।সবাই নিজের ভালোবাসা প্রকাশ করে না তাই বলে এই না সে ভালোবাসে না।

সায়রা :দি তুমি তোমার বেস্ট ফ্রেন্ডেরই সাইড নিচ্ছ।আমার কথা টা বুজছো না।উনি আমাকে ভালোবাসে না ।৬বছর আগে আমার সাথে এংগেস্টমেন্টটা নিজের আবেগ জিদ আর পাগলামোর বসে করেছে।যদি ভলোবাসতো তাহলে না দেখে কথা না বলে থাকতে পারতো না ।(অভিমানী কন্ঠে)

রিদ্ধি:কে বলেছে যে তোকে দেখছে না ?তোর খোঁজ নিচ্ছে না ? হয়ত সে সবই করছে তোর আরালে ।এখনো হয়তো তোকে দেখছে(রহস্যময় হাসি দিয়ে)

সায়রা :দি প্লিজ টপিক চেন্জ করো ভালো লাগছে না(অন্যদিকে তাকিয়ে মন খারাপ করে)

রিদ্ধি:তোকে একটা কথা বলার ছিল

সায়রা:হুম বলো

রিদ্ধি:এই week এ আরসাল দেশে ফিরছে

সায়রা রিদ্ধির দিকে অবাক চোখে তাকালো মূহূর্তেই চোখে মুখে হাসির জলক ফুটে উঠলো।যেন অনেক অপেক্ষার পর কোনো কিছু ফিরে পেতে যাচ্ছে।তার পর নিজের খুশি রিদ্ধিকে সায়রা বুজতে না দিয়ে বলতে লাগলো

সায়রা:সে আসবে ভালো ।তাতে আমার কি?(মুখটা অন্যদিকে ঘুরিয়ে)

রিদ্ধি :কেন আরসাল আসবে শুনে খুশি হোসনি?(দুষ্টু হাসি দিয়ে)

সায়রা কথা ঘুরানোর জন্য আবার বলতে লাগলো

সায়রা:তোমার বেস্টফ্রেন্ডের কথা বাদ দেও।এখন বলো তোমার আদরের বোন রশ্নি কই?ওর কি তোমার হলুদের জন্য কোন কিছু কেনা কাটা নেই?আর তুমি বা এত সকাল সকাল শপিং এর জন্য বের হলে কেন?

রিদ্ধি :ওয়েল রশ্নি ওর ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছে দেখা করাটা ইমার্জেন্সি ছিল। হলুদের জন্য সবকিছু আমাকে আর তোকে চুজ করে কিনতে বলেছে।আর এত তারাতারি বের হবার কারন হলো ভেবেছি দুজন একসাথে handi তে ব্রেকফাস্ট করে শপিং এ যাবো।

সায়রা:ও আচ্ছা

রিদ্ধি:জি মেম

London………

আফরাজ খানঁ আরসাল এতোক্ষন সায়রাকে দেখছিল ভিডিও কলে ।রিদ্ধি আর সায়রার সব কথা শুনছিল ।ভিডিও কলটা কেটে দেয়।

আফরাজ খানঁ আরসাল আফনাফ খানেঁর একমাত্র সন্তান ।খানঁ industry র একমাত্র উওরাধিকারী ।লন্ডনে নিজের পড়াশোনা শেষ করে নিজেদের কম্পানি দেখাশোনা করছে।আরসাল ( hero) 6 ফুট লম্বা brown color চুল ।গায়েরঁ রং ফর্সা ।নিচের ঠোটেঁ তিল আর বাম গালে তিল পুরো হিরোদের মত ।কোন খুদ নেই masallah।প্রচুর রাগি টাইম মেনটেন ডিসিপ্লিন এসব ব্যপারে খুব কঠোর সবসময় পুরো ফরমাল লুকে থাকে।সব মেয়েদের crush।কিন্তু তার মনে প্রানে শুধু একজনই আর সে হল সায়রা ।আরসাল চেয়ারে হেলান দিয়ে বসে সায়রার ছবির ফ্রেমটা হাতে নিয়ে বলতে লাগে

আরসাল:জানি আমার অভিমানী আমার প্রতি তোমার অনেক অভিমান জমে আছে ।অনেক রাগ আছে আমার উপর ।কিন্তু তোমাকে একান্ত নিজের করে পাবার জন্য তোমার ভালোর জন্যই তোমার সাথে যোগাযোগ করিনি।কিন্তু এখন তোমার কাছে আসছি।তোমাকে আমার করতে ।আমার ভালোবাসার পাগলামোতে তোমাকে রাঙাতে।তোমাকে আমার ভালোবাসার প্রতিটি স্পর্শের অনুভব করাতে ।খুব তারাতারি তোমার সাথে দেখা হবে love you jan খুব তারাতারি আসছি তোমার কাছে আমার পিচ্ছি বউ(সায়রার ছবিতে কিস করে বুকে জরিয়ে ধরে মুচকি হেসে চোখ বন্ধ করে দু লাইন গান গায়)

Tere hi liye tujhse hu judaa

Jannatein kahan….bin hue fanna

চলবে …….

Plz সবাই সবার মতামত জানাবেন???

একসাথে দুটো গল্পই continue করবো।কাল vampire lover দেওয়া হবে insaallah ❤️❤️❤️।নিউ স্টোরি কেমন হয়েছে প্লিজ জানাবেন।

Thanks for supporting me ❤️❤️❤️

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here