Deewana (A crazy lover)Part:2

0
8881

Deewana (A crazy lover)Part:2

Writer: urme prema (sajiana monir)

সন্ধ্যায়….

সন্ধ্যায় সায়রা শপিং করে বাসায় ফিরে ।বাসায় ডুকেই শপিং ব্যাগ গুলে টেবিলে রেখে সোফায় হেলান দিয়ে বসে পরে ।মুন এসে বলতে শুরু করে

মুন:এই যে বালিকা বধূ সারাদিন তো শপিং করেই পার করে দিয়েছিস ।আমি তো তোর সাথে ঝগড়া করার জন্য অপেক্ষা করছিলাম।

সায়রা:সার্টআপ মুন আমি খুব টায়ার্ড তোর সাথে ঝগড়া করার মত মুডে নেই

মুন :তা দেখতেই পারছি তুই টায়ার্ড ।by the way আমার জন্য হলুদের লেহেঙ্গার সাথে মেচিং জুয়লারী পেয়েছিস ?

সায়রা:yea ঐ ব্যাগে আছে

মুন:thanks বালিকা বধূ

সায়রা:(মুনের দিকে কুশন ছুড়ে মেরে )আমাকে ঐ নামে ডাকবি না চুড়েল

পাখি:(সায়রার কাছে এসে পাশে বসে ) আমার কিউট আপি আমার জন্য কি এনেছো?

সায়রা:হয়েছে আর ড্রামা করতে হবে না ।এই নেও তোমার চকলেট বক্স ।

পাখি :thank you so much আপু তুমি অনেক ভালো ।

সায়রা:আমি জানি ।আমি ভালো (ভাব নিয়ে)

হঠাৎ সায়রার মা এসে সায়রাকে বলতে লাগলো

মা:সায়রা দিন দিন বড় হচ্ছো না কি আরো বাচ্চা হচ্ছো ?

সায়রা :কেন মা আমি আবার কি করলাম ?

মা:এই শপিং ব্যাগ জুতো সব কিছু এমন ছড়িয়ে ছিটে রেখেছো কেন?রিয়ের পর শ্বশুর বাড়িতে গিয়ে এসব করলে কে সব কিছু গুছোবে ?আমি তো আর তোমার সাথে তখন থাকবো না।(রেগে)

মুন:ও হো বড় মা তুমি শুধু শুধু এমন টেনশন করছো সায়রা কে নিয়ে ও তো আর অন্য কোথাও যাচ্ছে না তোমার বান্ধুবীর ছেলের বউই তো হচ্ছে।আর আন্টি সায়রাকে নিজের মেয়ের মত করে রাখবে।

সায়রা:হুম বড় মা (আরসালের মা)আমাকে খুব আদর করে আমি বড় মার মেয়ে হয়েই থাকতে চাই তার ডেবিল ছেলের বউ হতে চাই না(রেগে)

মুন :তুই তার আরসাল ভাইয়ার হবু বউ ।তুই কেন তাকে মেনে নিচ্ছিস না ?

সায়রা:আমি কেনই বা তাকে মেনে নিবো ?যে ৬ টা বছরে একবারের জন্য খবর নেয়নি কথা বলেনি Engagement এর পরের দিন লন্ডন চলে গেছে ।যাওয়ার পর ৬ বছরে একবার কথা বলার ও প্রয়োজন মনে করেনি ।তাকে কেন মেনে নেব?(রেগে)

মুন:সায়রা তুই তাকে বলেছিস তুই তাকে দেখতে চাস না আর তুই তাকে ঘৃনা করিস ।

সায়রা:আমি যা বলেছি রাগের মাথায় বলেছিলাম ।সেদিন উনি যা কান্ড করেছিল তার উপর রেগে আর ভয়ে বলেছি।আমি আর কোন কথা বলতে চাই না এই ব্যপারে।আমি আমার রুমে গেলাম বায়।

সায়রা রেগে উপরে নিজের রুমে চলে গেল।এতোক্ষন সায়রার মা সব কিছু শুধু শুনছিল আর নিজের মেয়েকে দেখছিল ।সায়রার এই রুপ সম্পর্কে তার মার ভালোই ধারনা আছে।সায়রা যতটা শান্ত আর ঠান্ডা মেজাজের মানুষ রেগে গেলে ততটাই ভয়ংকর হয়ে যায়।সায়রা যেতেই তার মা বলতে লাগে

মা:কাল আরসাল দেশে ফিরবে সায়রা কি সত্যি আরসালকে মেনে নেবে না?(চিন্তিত হয়ে)

মুন:বড় মা তুমি শুধু শুধু টেনশন করছো ।তুমি তোমার মেয়েকে চেনো ওর কাছে সম্পর্কের মূল্য অনেক ।ও মনে মনে ঠি কই আরছাল ভাইয়াকে ভালোবাসে ।যদি ভালোই না বাসতো তাহলে তার উপর এতো অভিযোগ অভিমান থাকতো না ।আর আরসাল ভাইয়া সায়রাকে পাগলের মত ভালোবাসে তার প্রমান আমরা সবাই ৬ বছর আগেই পেয়েছি।সে কিভাবে সায়রাকে নিজের করার জন্য পাগলামো করেছিল ।তার পাগলামো ভালোবাসার কাছে আমাদের সবাই কে হার মানতে হয়েছে।অবশেষে সায়রার সাথে সেদিন রাতেই Engagement করে তার পর শান্ত হয়েছিল।দেখবে কাল দেশে ফিরেও সে সায়রার সব অভিমান ভেঙ্গে দেবে।

মা:তাই যেন হয়

মুন :তাই হবে দেখবে (মুচকি হেসে)

সায়রার রুমে…….

সায়রা দরজা আটকিয়ে বসে আছে ।আরসালের পড়ানো Engagement Ring টা দিকে তাকিয়ে বলতে থাকে

সায়রা:হুম এটা ঠি ক ৬বছর আগে আরসাল আমার তোমার প্রতি তেমন কোনো ফিলিংস ছিল না ।কিন্তু তোমার সাথে Engagement এর পর একটা সম্পর্কে আবদ্ধ হয়ে তোমার প্রতি এক অন্যরকম টান অনুভব করি সময়ের সাথে সাথে তোমাকে এক সময়ে ভালোবেসে ফেলেছি।ছোট থেকে আমার প্রতি করা প্রতিটি কেয়ার ,তোমার ভালোবাসা ,আমার জন্য তোমার করা পাগলামো গুলো তখন বুজতে না পারলেও তোমার সাথে সম্পর্কে আবদ্ধ হবার পর তা বুজতে পেরেছি।কিন্তু এখন হয়তো তোমার আমার প্রতি সেই আগের ভালোবাসাটা নেই তাই হয়ত ৬ বছরে ১ টা বারের জন্য কথা বলা প্রয়োজন মনে করনি ।১ টা বারের জন্য দেখতে চাও নি ।আগে তো একটা দিন না দেখে থাকতে পারতে না এখন কি ভাবে ৬ বছর না দেখে থাকতে পারছো?এখন কি আমার প্রতি তোমার সেই আগের ভালোবাসাটা নেই? ঠিক। আছে তুমি যদি এভাবে থাকতে পারো আমি ও পারবো ।

London……..

আরসাল:জান কাল তোমার কাছে ফিরছি।তোমার সকল অভিযোগ অভিমান ভেঙ্গে তোমাকে আমার ভালোবাসার রঙ্গে রাঙাতে ।৬ বছর পর তোমার কাছে ফিরছি।এই ৬ বছর তোমার থেকে দূরে ছিলাম কিন্তু এখন আর না ।

সকালে…….

৬টা ৩৫ মিনিট

সায়রার ফোন বেজে যাচ্ছে ।ঘুম ঘুম চোখেই চোখ বন্ধ করে বেডের সাইডের বক্সের উপর থেকে তার ফোনটা রিসিভ করে অপর পাশের লোককে কিছু বলতে না দিয়ে নিজেই আদো আদো ঘুম জড়ানো কন্ঠে বলতে লাগে

সায়রা:মাওয়া এতো সকালে ফোন দিয়েছিস কেন ?আমি আজ পাক্কা লেট করবো না তো।তুই সানজিদাকে নিয়ে university তে পৌছিয়ে যাস ।আমি মুন দিয়া ঠি ক সময়ে এসে যাবো ।প্লিজজজজজজ সকাল সকাল ফোন দিয়ে আমার ঘুম নষ্ট করিস না (এক দমে )

অন্যপাশে:গুড মর্নিং বউ।সরি পিচ্ছি বউ সকাল সকাল তোমার ঘুম নষ্ট করার জন্য ।তোমাকে এতোটুকু infrome করার ছিল যে তোমার দিওয়ানা তোমার ক্রেইজি লাভার তোমার কাছে আসছে কয়েক ঘন্টার মধ্যে ।সো গেড রেডি ফর মাই লাভ টর্চার ।তোমাকে নিজের ভালোবাসা স্পর্শ অনুভব করাতে আমি আসছি।লাভ ইউ জান

সায়রা ঘুম যেন মূহূর্তেই উধাও হয়ে গেল ।শেষের কথাটা শুনে লাফ দিয়ে উঠে বসে বেডে ।পুরো শরীরে যেন বিদুৎ চলতে শুরু করেছে। হাত পা কাপঁতে শুরু করেছে।

সায়রা:আ….আর..আরসাল আপ…নি (কাঁপা কন্ঠে)

অন্যপাশে: তোমার ক্রেইজি লাভার

ফোন কেটে দেয় ।সায়রা অবাক হয়ে থ মেরে কিছুক্ষন বসে থাকে ।তার পর কললিস্টে নাম্বার চেক করে দেখে প্রইভেট নাম্বার লিখা।কিছুক্ষন পর একটা মেসেজ আসে ।সায়রা মেসেজ ওপেন করে দেখে লিখা

Jan ato bashi vabte jeyo na ami k koyek gonta por tomar samne hajir hobo tokhon mon vore dhekhe niyo

Your crazy lover

মেসেজ পরে সায়রা পুরো থ হয়ে আছে।

সায়রা:এটা কি আরসাল ছিল?তাহলে কি আরসাল আসছে ?

সায়রা:না না এটা আরসাল হয় কি করে যে ৬ বছরে কোনো খবর নেয়নি যোগাযোগ করার চেষ্টা করেনি সে হঠাৎ করে কেন আমাকে ফোন করতে যাবে।হয়ত অন্য কেউ হবে ।মজা করছে।

সায়রা বেড থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে চলে যায়।নিচে ব্রেকফাস্ট করে মুন দিয়ার সাথে university তে চলে যায়।মুন দিয়া সকাল থেকে সায়রাকে দেখে মুচকি মুচকি হাসছে কিন্তু সায়রা হাসির কারন খুজেঁ পাচ্ছে না।

University তে ….

চলবে…..

Plz সবাই সবার মতামত জানাবেন???

রাতে vampire lover দেওয়া হবে insaallah ❤️❤️❤️।নিউ স্টোরিটা সবাই এতো পছন্দ করবে তা সত্যি কল্পনা করিনি thanks everyone ❤️❤️❤️ ।সরি ছোট পার্ট দেওয়ার জন্য??? next part বড় করে দিবো insaallah ❤️❤️❤️

Thanks for supporting me ❤️❤️❤️

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here