Deewana (A crazy lover)Part:46

0
4377

Deewana (A crazy lover)Part:46

Writer: urme prema (sajiana monir)

ভিডিও অফ হতেই সবাই অবাক হয়ে একবার আরসালে দিকে তাকাচ্ছে আবার রিসার দিকে তাকাচ্ছে ।সায়রার চোখ থেকে পানি ঝড়ছে মাথা নত করে নিজের চোখের জল ফেলছে রিসা আরসালের দিকে তাকিয়ে আছে সে বুজছেনা কি হচ্ছে ।আরসাল সবার উদ্দেশ্য হাতে মাইক নিয়ে বলতে লাগে

আরসাল:জানি আপনাদের সবার এই ভিডিও দেখে মনে হচ্ছে আমি আর রিসা রিলেশনশীপে আছি সায়রাকে ধোকা দিচ্ছি ।সবার মনে একই প্রশ্ন তাহলে কেন আমি এই ভিডিও এখানে দেখাচ্ছি তাই তো ? হ্যা আমি অভিনয় করেছি কিন্তু তা সায়রার সাথে না রিসার সাথে প্রেমের অভিনয় করেছি

সায়রা এত সময় মাথা মত করে সব শুনছিল আরসালের প্রত্যেকটা কথা তার বুকে যেয়ে ছুড়িঁর মত আঘাত করছিল কিন্তু আরসালের শেষ কথা শুনে সে মাথা তুলে আরসালের দিকে অবাক চোখে তাকায় ।আরসাল আবার বলতে শুরু করে

আরসাল:কেন করেছি তাই তো ? কিছু দিন আছে রিদ্ধির বিয়েতে আমরা গাজিপুর জমিদার বাড়িতে যাই সেখানে রিসা ও ছিল ।রিসা আমাকে পছন্দ করতো আর সে যেভাবেই হোক আমাকে হাসিল করতে চেয়েছে আমি সায়রাকে সবসময় ভালোবেসে এসেছি আমাকে পাবার জন্য গাজিপুর রিদ্ধির মেহেদীর দিন সে সায়রাকে kidnap করায় ওর লোক দিয়ে কিন্তু ওর লোক সায়রাকে কিডনাপ করতে এসে মাওয়াকে ভুলে কিডনাপ করে নিয়ে যায় আর মাওয়াকে বাঁচানোর জন্য সিফাত আর সায়রা জঙ্গলে যায় কিন্তু সেখানে গিয়ে সায়রা নিজেই আটকা পড়ে যায় ।আর গুন্ডারা সায়রাকে পেয়ে তাকে মারার জন্য হামলা করে ভাগ্যক্রমে আমি আর সিফাত সেখানে ঠি ক সময়ে পৌছিয়ে যাই ওদের দুজনকে বাচাঁই ।গুন্ডাদের পুলিশের কাছে দেই আর তারা সিরিয়াল কিলার হওয়ায় তারা কিছু স্বিকার করেনা অনেক চেষ্টার পর ও ।সায়রার সেফটি নিয়ে টেনশনে পড়ে যাই কে করেছে তা আমার কাছে অজানা ছিল তাই নিজেই খুজঁতে শুরু করলাম আরো ইনফর্মার লাগালাম এদিকে রিসা সায়রার একের পর এক ক্ষতি করছিল আমার কাছে কোন প্রমান ছিলো না তা প্রুভ করার জন্য।এর মাঝে আমার আর সায়রার মাঝে ভুলবোঝাবুঝি তৈরী করার আর ও সফল ও হয়ে যায় আমি সায়রাকে অমিতকে নিয়ে ভুল বুঝি আর সায়রা আমার থেকে দূরে সরে যায় আর এই দূরে সরে যাওয়ার সুযোগ নিয়ে রিসা সায়রার দাদাজীর কাছে যায় সায়রা দাদাজীকে ফেক ইডিট ছবি দিয়ে বিশ্বাস করায় আমার রিসার সাথে সম্পর্ক আছে আর আমি সায়রাকে ধোকা দিচ্ছি আর সায়রার পরিবারের সবাই তা বিশ্বাস করে আর আমার আর সায়রার engagement ভেঙ্গে যায় ।এরই মাঝে আমি জানতে পারি রিসা সায়রার উপর আক্রমন করতে লোক পাঠিয়েছে যাতে ওকে মেরে ফেলে আমি ঠিক সময় পৌছিয়ে গুন্ডাদের উপযুক্ত শাস্তি দেই জানে মেরে ফেলি চাইলে আমি রিসাকে নিজের হাতে খুন করতে পারতাম কিন্তু আমি চেয়েছি ওর সত্যিটা সবার সামনে আসুক তাই সিফাত আর সায়নের সাথে মিলে প্লান করি রিসাকে নিজের মিথ্যা ভালোবাসার জালে ফাসানোর আর আমি সফল ও হয়ে যাই আমি রিসাকে বলি আমি সায়রার থেকে আর ওর পরিবার থেকে রিভেন্জ নেওয়ার জন্য সায়রাকে বিয়ে করছি আর ও তা বিশ্বাস করে নেয় ।আমি ওর সত্য সবার সামনে আনতে চেয়েছি যা এই অভিনয় না করলে পারতাম না।ওকে আমি সবার সামনে expose করতে চেয়েছি।আর আজকের চেয়ে বেস্ট সময় ছিলো না এটাই সঠিক সময় ছিলো তাই আজ সকালে রিসাকে নিজের কেবিনে আসতে বলি তারপর ওকে দিয়ে কৌশলে সব স্বিকার করাই আর তা ক্যমেরায় রেকর্ড করি তা সবার সামনে প্রকাশ করার জল্য নিজেকে নির্দোষ প্রমান করার জন্য ।আর রিসাকে তার উপযুক্ত শাস্তি দেবার জন্য ।(ফোন হাতে নিয়ে কল করে )হ্যালো ইন্সপেক্টার আপনারা ভিতরে আসেন ।

সায়রা আরসালের দিকে ছল ছল চোখে তাকিয়ে আছে আরসাল সায়রার থেকে চোখ ফিরিয়ে নেয় কিছুসময়ের মধ্যে পুলিশ ভিতরে আসে রিসা কোন রাস্তা না পেয়ে হঠাৎটেবিলের উপর থেকে ছুড়িটা নিয়ে সায়রার বাম হাত পিছনে মুড়িয়ে ধরে সায়রার গলায় ছুড়ি ধরে ।সবাই ভয় পেয়ে যায় ।আরসাল বলতে লাগে

আরসাল:(রিসার দিকে আগাতে আগাতে)দে…দেখ রিসা সায়রাকে ছেড়ে দেও

রিসা:খবরদার আর এক পা ও বাড়াবে না (শয়তানি হাসি দিয়ে )কখনই এই মেয়েকে ছাড়বো না।এই মেয়ে সব নষ্টের মূল এই মেয়ের কারনেই তুমি আমার কাছ থেকে দূরে সরে গেছ আমি তোমাকে পাইনি আমি এই মেয়েকেই শেষ করে দেব ।আমি তোমাকে না পেলে ওকে পেতে দেব না ।ওকে আমি মেরে ফেলবো ।

রিসা সায়রার হাত আরো শক্ত করে মোচড় দেয় হাত থেকে রক্ত বেয়ে পড়তে লাগে সায়রা ব্যাথা সয্য না করে আহ চিৎকার করে উঠে ছুড়িটা গলার সাথে শক্ত ভাবে ধরে গলায় আচর লেগে হালকা কেটে যায়।আরসাল সায়রার কষ্ট দেখে রেগে চিৎকার করে বলতে লাগে

আরসাল:আমার সায়রাকে ছাড় যদি নিজের ভালো চাস না হলে তোর লাশটা কেউ খুজেঁ পাবেনা ।খুন করে কুকুরকে খাওয়াবো ।ছাড় তুই ।

রিসাদ:রিসা তুই যা করেছিস তা ক্ষমার অযোগ্য তার জন্য তুই শাস্তি পাবি আর নিজের শাস্তির পাল্লা ভারি করিস না ।তোকে নিজের বোন বলতে আমার লজ্জা করছে ।সায়রাকে ছেড়ে দে

রিসা ছুড়িটা গলায় আরো শক্ত করে ধরে বলে

রিসা :আরসাল আমি মরার আগে ওকে মারবো ।আমার মরার কোন ভয় নেই কিন্তু তার আগে ওকে মারতে পারলে আমার শান্তি ।আমি তোমাকে না পেলে ওর ও হতে দেব না ।ওর জন্য সব আমি ওকে শেষ করে দেব ।আর ভাইয়া তুই নিজের ভালোবাসার জন্য বোনের বিপক্ষে যাচ্ছিস ?এই মেয়ের জন্য? বুঝিনা এই মেয়ের মাঝে এমন কি আছে?তুই আরসাল দুজনই এর জন্য পাগল ।কিন্তু সরি ভাই আমি এই মেয়েকে ছাড়তে পারবো না এই মেয়েকে জানে মেরে ফেলবো ওর জন্য আরসাল আমার হয়নি আমি আরসালকে পাই নি ।

সায়রা:(ব্যাথায় কাতরাতে কাতরাতে বলতে লাগে)কেন তুমি এমন করছো রিসা ?কেন এই পাগলামী করছো ?আমি বেঁচে থাকি আর না থাকি আরসাল কখনো তোমার হবে না ।

রিসা :চুপ তুই কোন কথা বলবি না তোর জন্য সব হয়েছে ছোট থেকে সব সময় জিতেছি তোর কাছে আমি হার মানবোনা তোকে জিৎতে দিবোনা ।আরসালকে আমি না পেলে তুই ও পাবিনা ।তোকে মেরে ফেলবো

রিসা সায়রার গলায় ছুড়ি দিয়ে আঘাত করতে নেয় হঠাৎ আরসাল সামনের দিকে তাকিয়ে বলতে লাগে

আরসাল:ইন্সপেক্টার আপনি ?

রিসা পিছনে তাকায় এই সুযোগে আরসাল সায়রার কাছে এসে রিসাকে ধাক্কা দেয় রিসা নিচে পরে যায় মুন দিয়া এসে সায়রাকে ধরে আরসাল রিসার কাছে যেয়ে রিসার গালে জোরে দুটা থাপ্পর দেয় তারপর গলা টিপে ধরে ফ্লোরের সাথে আর রেগে বলতে লাগে – তোর সাহস কি করে হয় আমার সায়রার এত বড় ক্ষতি করার আমার সায়রাকে আঘাত করার ।ভেবেছিলাম তোকে পুলিশের কাছে দিয়ে দেব আইন তোকে শাস্তি দিবে কিন্তু তুই যা করেছিস তার জন্য এই আমি নিজের হাতে তোকে শাস্তি দিবো আর তোর শাস্তি হলো মৃত্যু।তোকে খুন করে ফেলবো আমি (চিৎকার করে)রিসা চোখ উলটিয়ে ফেলেছে আদমরা প্রায় ৩ জন পুলিশ আর রিসাদ এসে আরসালের কাছ থেকে রিসাকে ছাড়ায় আরসাল আবার তেড়ে যেতে নেয় সবাই এসে আটকায় রিসাদ বলতে লাগে –

রিসাদ:আইন নিজের হাতে নিও না ওর শাস্তি ওকে আইন দিবে ।আর আমার বোনের এই সব কুকৃতির জন্য পারলে ক্ষমা করে দিও (আরসালের দিকে তাকিয়ে হাত জোর করে)

পুলিশ রিসাকে ধরে নিয়ে যায়।

দাদাজী আরসালের কাছে এসে বলতে লাগে

দাদাজী :আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি পারলে আমাকে ক্ষমা করে দিও ।আমি আমার জিদের বসে ৩টা জিবন নষ্ট করতে যাচ্ছিলাম ।সায়রার জন্য তোমার থেকে বেটার আর কেউ নেই ।তুমি ওর জন্য পার্ফেক্ট আমার ভুলের জন্য পারলে আমাকে ক্ষমা করে দিও ।আমি রিসার দেখানো ছবি দেখে তোমাকে বিবেচনা করেছি তোমার চরিত্রে আঙ্গুল তুলেছি ,এরজন্য সত্যি আমি হৃদয় থেকে খুব অনুতপ্ত ।পারলে ক্ষমা কর!

সায়রার মা:আমি মা হয়ে নিজের ছেলেকে ভুল বুজেছি ক্ষমা করে দিও বাবা (কান্না জরিত কন্ঠে )

আরসাল সায়রার মায়ের কাছে যেয়ে বলতে লাগে

আরসাল:দাদাজী ছোটমা আপনারা কি করছেন ?আমি আপনাদের ছোট আপনারা আমার কাছে কেন ক্ষমা চাচ্ছেন !আপনাদের জায়গায় অন্য কেউ হলে তাই করতো আপনাদের ক্ষমা চাওয়ার কোন দরকার নেই ।

দিয়া:ভাইয়া সরি তখন আমি আপনাকে উলটা পালটা অনেক কিছু বলে ফেলেছি সত্যতা যাচাই না করে আমাকে ক্ষমা করে দিন

আরসাল:আরে না তুমি আমার ছোট বোনের মত তুমি যা দেখেছো তা বিশ্বাস করেছো নিজের বোনের জন্য যা ভালো মনে করেছো তা করেছো ।(সায়রার দিকে তাকিয়ে)কিন্তু যার আমার উপর বিশ্বাস রাখার কথা ছিলো সে তা করেনি কোন কিছু অর্ধেক দেখে যাচাই করা ঠি ক না পুরোটা দেখে নিতে হয় কারন অনেক সময় নিজের চোখের দেখা ও ভুল থাকে ।

সায়রা স্পষ্ট বুজছে কথা গুলো আরসাল সায়রাকে বলছে ।সায়রার ও নিজের উপর ঘৃনা হচ্ছে যে সে আরসালকে কি করে ‌অবিশ্বাস করলো ।আরসালের সাথে কথা বলার সাহসটুকু সে পাচ্ছেনা সায়রা জানে আরসাল তার সকালে করা ব্যবহারে বেশ কষ্ট পেয়েছে ।সায়রা আজ প্রথমবার আরসালের সাথে এত বাজে ব্যবহার করেছে তুই তুকারি করেছে ।সায়রা মাথা নত করে নিজের চোখের জল ফেলছে আরসালের দিকে তাকালোর তার সাহস নেই ।আরসালের ভালেবাসার উপর সে আঙ্গুল তুলেছে যা আরসালকে বেশ কষ্ট দিয়েছে।

রিসার পরিবার সায়রার পরিবার আর সায়রা আরসাল থেকে ক্ষমা চায় ।তাদের মেয়ের কাজের জন্য ।ফাংশন এখানেই শেষ করে দেয় গেস্টরা সবাই চলে যায় ।আরসাল সায়রার হাত ধরে তার সাথে সায়রাকে পাশে রুমে নিয়ে যায়

রুমে…..

রুমে নিয়ে সায়রাকে সোফায় বসিয়ে দেয় নিজে ফাস্ট এইড বক্স এনে সায়রা হাতার বোতাম খুলে কাপড় কিছুটা উপর তুলে সেখানে ক্লিন করে আবার বেন্ডেজ করে দেয় ।সায়রা আরসালকে শুধু দেখছে তারপর আরসাল সায়রার গলায় সেভলন তুলাতে বিজিয়ে লাগাতেই সায়রা ব্যথায় কুকঁড়িয়ে উঠে ব্যথায় আরসাল একবার সায়রার দিকে তাকিয়ে আবার ফু দিতে দিতে সেভলন দিয়ে পরিষ্কার করতে লাগে যেন ব্যথা সে নিজে পেয়েছে ।সায়রার কষ্টগুলো সে অনুভব করছে ।সায়রা আরসালকে দেখছে মন ভরে আরসালের চোখে ভালেবাসা রাগ কষ্ট যন্ত্রনা স্পষ্ট দেখতে পাচ্ছে ।আরসাল গলায় ওয়ানটাইম বেন্ডেজ লাগিয়ে উঠে যেতে নেয় ।হঠাৎ সায়রা আরসালের হাত ধরে আটকায় আরসাল পিছনে ফিরে দেখে সায়রা করুন চোখে আরসালের দিকে তাকিয়ে আছে চোখ গুলো টল টল করছে পানি ঝড়তে দেরি শুধু আরসাল সায়রার এই চাহনি উপেক্ষা করে রুম থেকে চলে যায়…..

চলবে…..
❤️❤️❤️❤️

Plz সবাই সবার মতামত জানাবেন ???

রিডার্স don’t worry আরসাল সায়রার বিয়ে হবে ???আর সরি পার্ট গুলো ছোট হয় আমি আগেই বলেছি আমি এখন একটু busy আছি ????বড় পার্ট চাইলে একদিন পর পর স্টোরি দিতে পারবো বড় করে লিখে???এখন লিখার সময়‌ই পাচ্ছিনা তারপর ও সবাই অপেক্ষা করেন তাই পার্ট গুলো ছোট হলেও রেগুলার দেওয়ার চেষ্টা করি ??সরি রিডার্স ???

Thanks for supporting me ❤️❤️❤️

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here