Deewana (A crazy lover)Part:52(last part)
Writer: urme prema (sajiana monir)
উনি আমার কমোড় জরিয়ে ধরে আমার দিকে কিছুটা ঝুকেঁ আমি চোখ খিচেঁ বন্ধ করে রাখি আমার শরীর থর থর করে কাপছেঁ উনার স্পর্শগুলোতে কেপে উঠছি ।অনুভব করতে পারছি উনি আমার অনেক কাছে আছে কারন তার নিশ্বাস গুলো আমার মুখের উপর পড়ছে ।আমাকে উনার বুকের সাথে মিশিয়ে আমার মুখের উপর আসা ছোট ছোট চুল গুলো আমার কানের পিছনে গুঁজে দিয়ে লো ভয়েসে বলতে লাগে
আরসাল:এখন বলো কি বলছিলে ?
আমি চোখ বন্ধ অবস্থায় কাপাঁ কাপাঁ গলায় বলতে লাগলাম
আমি:আ….আমি বা.বা..বাড়িতে চ…চলে যাবো
আরসাল:পারবে আমাকে ছাড়া থাকতে?
আমি আগের মতই চোখ বন্ধ করে চুপ করে আছি কারন আমি ভালো করেই জানি উনাকে ছাড়া আমি কখনো থাকতে পারবোনা ।উনি আবার আমার গালে হাত রেখে গালে স্লাইড করতে করতে বলতে লাগে
আরসাল:বল জান পারবে আমাকে ছাড়া থাকতে ??
আমি এবার বেশ সাহস জুটিয়ে নিচের দিকে তাকিয়ে নুচু স্বরে বললাম
আমি:হুমমমম
উনি বেশ কিছুক্ষন চুপ করে থাকে আমি স্পষ্ট বুজতে পারছি উনি আমার দিকে তাকিয়ে আছে ।উনার একহাত আমার কমোড়ে আর অন্য হাত দিয়ে আমার থুতনি ধরে আস্তে আস্তে উচুঁ করে আমি এখনো চোখ বন্ধ করে আছি উনি আমাকে বলতে লাগে
আরসাল:সত্যি ??তাহলে আমার দিকে তাকিয়ে বলো এই কথাটা
আমি চোখ বন্ধ করেই আছি উনি আমার গালে নিজের বড় আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে মাতাল কন্ঠে বলতে লাগে
আরসাল: চোখ খুলো জান
আমি আস্তে আস্তে নিজের চোখ খুললাম উনার দিকে তাকিয়ে দেখি উনি আমার দিকে নেশা ভরা চাহনি তে তাকিয়ে আছে ঠোটেঁ মিষ্টি হাসি উনি আমার কপালে চুমু দেয় আমি কেপেঁ উঠি তার পর আমাকে উনার সাথে জরিয়ে ধরে আমার চুলের ভিতরের নিজের মুখ গুঁজে চোখ বন্ধ করে তার সেই পাগল করা মাতাল কন্ঠে বলতে লাগে
আরসাল:আমি জানি তো তুমি কখনো আমার চোখে তাকিয়ে এ কথাটা বলতে পারবেনা কারন তুমি আমাকে ছাড়া থাকতে পারবেনা।আর তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাইলেও আমি কি তোমাকে যেতে দেব নাকি ?? কখনো না ! কারন তুমি আমার অভ্যাস এমন এক অভ্যাস যাকে ছাড়া নিজের অস্তিত্বের কথা চিন্তা ও করতে পারিনা ।সকালে ঘুম থেকে উঠে তোমার মিষ্টি চেহারা দেখা আর তোমার ঘুমের ঘোরে তোমার কপালে চুমু দেওয়াটা আমার অভ্যাস ।প্রতিদিন আমার থেকে শাড়ি পড়ার তোমার আবদারটা আমার অভ্যাস ।অফিসে যাওয়ার সময় আমার টাই বেধেঁ দেওয়ার জন্য তোমার জিদ করাটা আমার অভ্যাস ।তোমার কপালে চুমু দেওয়াটা আমার অভ্যাস ।রাতে তোমাকে ঘুমের ঘোরে আদর করাটা তোমার চুলের ঘ্রান নেওয়াটা তোমাকে নিজের বুকের সাথে জরিয়ে ধরে ঘুমানোটা আমার অভ্যাস ।তোমার বাচ্চামো গুলো আমার অভ্যাস ।তুমি আমার অভ্যাস এমন এক অভ্যাস যা আমার নিশ্বাসের সাথে মিশে গেছে যাকে ছাড়া আমার বেচেঁ থাকা অসম্ভব ।
উনার এমন কথায় উনার প্রতি অভিমানটা আরো বেড়ে গেল ।উনাকে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দিয়ে কান্না করতে করতে বলতে লাগলাম
আমি:তাহলে কেন নিজের থেকে এত দিন রেখেছেন ? কেন আমাকে ইগনোর করছেন ?কেন আমাকে এত কষ্ট দিয়েছে ?
উনি আমাকে নিজের কাছে টেনে নিয়ে একহাত দিয়ে আমার কমোড় জরিয়ে ধরে আর হাতে নিয়ে আমার চুল গুলো কানের পিছনে গুজে দিয়ে নিজের ঠোঁট দ্বারা আমার চোখের পানি শুষে নিয়ে কপালে চুমু দিয়ে বলতে লাগে
আরসাল:কারন আমাদের সম্পর্কটা তোমাকে বোঝানোটা খুব দরকার ছিলো জান ।আমাদের সম্পর্কের বাধঁনটা বোঝানোটা খুব দরকার ছিলো ।সম্পর্কে বিশ্বাস আস্তা মূল্যটা বোঝানো খুব দরকার ছিলো তাই তোমাকে কিছুদিন ইগনোর করেছিলাম তোমার থেকে দূরে ছিলাম ।
আমি :(কান্না অফ করে)তাই বলে এতোটা ?
উনি আমার কাছে এসে উনার দু কানে হাত দিয়ে বলতে লাগে
আরসাল:সরি জান ।আর কখনো এমন করবোনা
বলেই আমাকে জরিয়ে ধরতে নেয় আমি রেগে উনাকে মারতে মারতে বলতে লাগলাম
আমি :ছোঁবেন না আমাকে পচাঁ লোক একটা !আপনি শুধু কষ্ট দেন আমাকে !সেই ছোট থেকে শুধু আমাকে কষ্ট দিয়ে এসেছেন অপেক্ষা করিয়েছেন !নিজের রাগ জিদ দেখিয়েছেন
হঠাৎ করে উনি আমাকে নিজের কোলে তুলে নিয়ে বেডে বসে পড়ে আমাকে উনার সাথে শক্ত করে জরিয়ে ধরে আমার গলায় নিজের ঠোঁটের স্পর্শ দিতে লাগে উনার স্পর্শে আমার চোখের কোন থেকে পানি গড়িয়ে পরে কিন্তু তা দুঃখের ছিলো না সুখের ছিলো ।কত অপেক্ষার ফলে আমি উনাকে আবার আমার সেই আগের আরসাল রূপে পেয়েছি আমি উনার স্পর্শ গুলো চোখ বন্ধ করে অনুভব করতে লাগি উনি গলায় চুমু দিতে বলতে লাগে
আরসাল:আর রাগ জিদ দেখাবোনা না জান ।আর আমাদের মাঝে কোন ভুল বোঝাবুঝি কোন দূরত্বে হতে দেবনা সারাজিবন তোমাকে নিজের সাথে নিজের বুকের মাঝে এভাবে জরিয়ে ধরে রাখবো ।
আমি উনার বুকে মাথা রেখে উনাকে জরিয়ে ধরি গভির ভাবে উনাকে বলতে লাগি
আমি:আমি আপনার এমন ব্যবহারে অবস্থ না প্লিজ আর এমন করবেন না
আরসাল:(কপালে চুমু দিয়ে )আর কখনো এমন করবোনা জান প্রমিজ
আমি:পাক্কা ?
আরসাল:পাক্কা
উনার বুকের মাঝে আজ বেশ শান্তি লাগছে আজ আমি আমার আরসালকে আবার ফিরে পেয়েছি ।কিছুসময় উনার সাথে চোখ বন্ধ করে এভাবেই মিশে থাকি ।বেশ কিছুসময় পর উনি আমাকে বলতে লাগলেন
আরসাল:জান
আমি:(আগের মত বুকের মাঝে মাথা রেখে )হুম
আরসাল:(লো ভয়েসে )উঠো জান
আমি:উহুমমম
আরসাল:উঠো জান তোমার জন্য সারপ্রাইজ আছে
আমি উনার বুক থেকে মাথা তুলে উনার দিকে অবাক চোখে তাকিয়ে বলতে লাগলাম
আমি :সারপ্রাইজ ????
আরসাল :হুম
তার পর উনি আমাকে নিজের কোল থেকে বেডে বসিয়ে কাবার্ড থেকে একটা ব্যাগ বের করে আমার কাছে এগিয়ে দেয় আমি অবাক চোখে উনার দিকে তাকিয়ে জিগাসা করি
আমি:এটা কি ?
আরসাল:(মুচকি হেসে)খুলে দেখ
আমি খুলে দেখি প্যকেটের ভিতর একটা লাল শাড়ি পুরোটা হোয়াইট স্টোনের কাজ আমি উনার দিকে তাকিয়ে জিগাসা করলাম -এটা কখন কিনলেন ?উনি মুচকি হেসে বলে -বিয়ের শপিং করতে গিয়ে, ভেবেছিলাম বাসর রাতে তোমাকে এই শাড়ি পড়তে বলবো তো আর হল না আজ কিন্তু আজ তোমাকে শাড়িতে দেখতে চাই ।করবে আমার ইচ্ছে পূরন! আমি মুচকি হেসে উওর দেই – হুম করবো কিন্তু আমার একটা শর্ত আছে ।উনি ভ্রু কুচকিয়েঁ বললো -কি ??আমি বললাম -আমাকে শাড়ি পড়িয়ে দিতে হবে ।উনি আমার গালে হাত রেখে চোখ মেরে বললো -হুম দিবো তার জন্য আমি একপায়ে দাড়া।তারপর উনি নিজে আমাকে শাড়ি পড়িয়ে দিতে লাগলে যদিও মাঝে অনেক দুষ্টামি করেছে।তারপর আমাকে রেডি হতে বলে উনি বাহিরে চলে গেল বললো কিছুসময়ের মাঝে ফিরে আসবে ।আমি রেডি হতে লাগলাম কানে বড় ঝুমকা ,লাল লিপস্টিক ,চোখে গাঢ় করে কাজল, কপালে কালো টি প চুল গুলো ছেড়ে একপাশে এনে রাখলাম পিছনের গলা বড় হওয়ায় পিঠ দেখা যাচ্ছে ।আজ একদম উনার মনের মত করে সেজেছি ।কিছু সময় পর উনি রুমে আসে আমাকে দেখে কিছুসময় স্থব্দ হয়ে থাকে তার পর আমার কাছে এসে আমার কপালে গভির চুমু দেয় তার পর আমার চোখে কাপড় বেধেঁ আমার কানের কাছে ফিসফিস করে বলতে লাগে – বিশ্বাস কর আমাকে জান? আমি মুচকি হেসে উওর দেই – নিজের থেকে অনেক বেশি ।তার পর উনি আমাকে কোলে উঠিয়ে নেয় আমি সাপোর্টের জন্য উনার গলা জরিয়ে ধরি উনি আমাকে কোলে নিয়ে হাটঁতে লাগে বেশ কিছু সময় পর কোল থেকে নামায় তার পর আমার চোখের বাধঁন খুলে দিয়ে সামনে তাকাতে বলে আমি আস্তে আস্তে সামনে তাকাই সামনে তাকিয়ে হা হয়ে থাকি দেখি পুরো ছাদ ডেকোরেট করা ছাদের মাঝে একটা বেড পুরো চার পাশে নেট দিয়ে আটকানো পুরো ছাদ লাইটিং করা অসম্ভব সুন্দর ভাবে ।এসব দেখে অজান্তেই চোখের কোন থেকে অশ্রু গড়িয়ে পড়ে আর তা হলো খুশির হঠাৎ উনি আমার পিছন থেকে শাড়ির মাঝে দিয়ে হাত দিয়ে আমার কমোড় জরিয়ে ধরে চুলে মুখ ডুবিয়ে দিয়ে দেয় আমি উনার দিকে হালকা ঝুকেঁ বলি -এতো ভালোবাসেন ? উনি আমার ঘাড়ে গভির ভাবে চুমু দিয়ে দিতে মাতাল কন্ঠে উওরে বলে –
Humein tumse pyaar kitna
Yeh hum nahi jaante
Magar jee nahi sakte
Tumare binaaaaaa
আমি :আই লাভ ইউ
আরসাল:আই লাভ ইউ টু জানপাখি…
(করুন ভাবে)আজ কি তোমাকে সম্পূর্ন নিজের করার অনুমতি দিবে !
আমি লাজুক হেসে শুধু মাথা নাড়ালাম
উনি আর দেরি না করে আমাকে কলে করে নিয়ে বেডের দিকে এগোতে লাগে আজ সম্পূর্ন ভাবে উনার হয়ে যাই ।আমাদের ভালোবাসা সম্পূর্ন রূপে পূর্নতা পায় …
১ বছর ১০মাস পর….
আমি :আহহহহ আরসাল আপনি কি করেছেন এটা (গলায় হাত বুলাতে বুলাতে )
আরসাল:(দুষ্টু হেসে কাছে এসে )কি করেছি জান ?
আমি :কি করেছেন জানেন না ? এই দেখেন কামোড় দিয়ে দাগ করে দিয়েছে ! অসভ্য লোক
আরসাল:(আমার দিকে তেড়ে এসে )ও আচ্ছা আমি অসভ্য ? তাহলে তো আর একটা কামড় তুমি পাওনা
আমি :দে..দেখেন আর একবার যদি কামোড় দেন তাহলে আমি সত্যি সত্যি বাবার বাড়িতে চলে যাবো
আরসাল:ইসসস বললেই হলো নাকি আমি তোমাকে যেতে দিলে তো !আর কথায় কথায় শুধু কেন বাবার বাড়িতে চলে যাওয়ার হুমকি দেও ? পায়ে শিকল বেধেঁ দিবো ।
আমি:কারন আপনি একমাত্র এই হুমকিতেই ভয় পান
আরসাল :ও আচ্ছা তাই বুঝি ? দাড়াও তোমাকে মজা বোঝাচ্ছি ।
উনি আমার দিকে ধরতে আসে আমি উনার থেকে দূরে সরে পালাতে যাই হঠাৎ উনি আমার কাছে এসে আমার হাত চেপে ভ্রু নাচিয়ে বলতে লাগে
আরসাল :এবার কোথায় পালাবে জান ?
আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে আমার ঠোঁট দখল করে নেয় আমি উনার সাথে তাল মিলাতে থাকি ।
আজ ১ বছর ১১ মাস আমাদের বিয়ের আজও উনার পাগলামো ভালোবাসা সেই আগের মতই রয়েছে গেছে একটু ও কমেনি বরং আরো বেড়েছে ।আমার ছোট ছোট বিষয় গুলোর প্রতি বেশ নজর রাখে । অফিসে গেলে ঘন্টায় ঘন্টায় ফোন ।একরাতের জন্যও বাবার বাড়িতে থাকতে পারিনা ।হঠাৎ রাতে ১২ ,১ টায় বলবে উনার মনের মত করে সাজতে আর উনার মনের মত সাজা মানে কপালে কালো টি প আর ঠোঁটে লিপস্টিক ।উনার পাগলামো ভালোবাসার মাঝে alhamdulillah দিনগুলো বেশ ভালোই যাচ্ছে ।নিজেকে খুব ভাগ্যবতি মনে হয়ে উনাকে পেয়ে ।কোন কিছু না চাওয়ার শর্তেও সব কিছু পেয়ে গেছি জিবনে ।উনাকে পেয়ে বাবা মাকে পেয়ে জিবনে পূর্নতা পেয়েগেছি ।ভালোবাসি উনাকে অনেক ।তার পাগলামো ভালোবাসা আমাকে ও তার জন্য অবশেষে পাগল করে দিয়েছে ।
ভালেবাসা পূর্নতা পাবার রাস্তায় অনেক বাধাঁ আসবে অনেক ঝড় আসবে তাই হার না মেনে লড়াই করে নিজের ভালোবাসাকে অর্জন করাটাই প্রকৃত ভালোবাসা ❤️❤️❤️
সমাপ্ত
❤️❤️❤️❤️
Plz সবাই সবার মতামত জানাবেন গল্পটা কেমন লেগেছে তা জানাবেন???।
Thank you so much রিডার্স এতো এতো ভালোবাসা আর সাপোর্টের জন্য ।গল্পটা আমার মনের খুব কাছের ।গল্পটা কাল্পনিক থ্রিমটা বাস্তব জিবন থেকে নেওয়া ।আর যারা জিগাসা করেছিলেন যে বাস্তব জিবনে আরসাল সায়রাকে পেয়েছে কিনা ?তাদের মিল হয়েছে কিনা ? উওর :হ্যা আরসাল সায়রাকে পেয়েছে ওরা engaged insaallah খুব তারাতারি তাদের বিয়ে ।❤️❤️❤️
আর নেক্সট গল্পটা হলো ❤️বিষাক্ত প্রেম❤️ অবশ্যই আমার অন্যান্য গল্পের মত এটাও রোমান্টিক হবে ।আর হিরো এবার একটু সাইকো টাইপের থাকবে + রোমান্টিক ও হবে ।বিষাক্ত প্রেমের মেইন থ্রিম থাকবে সাইকো লাভারের ভালোবাসা পাবার পাগলামো নিয়ে ❤️❤️❤️
Just wowwww ??? bolar Moto vasha khuje paiteci na je kotota shondor hoyese ❤️❤️❤️❤️❤️ shotti Onek Onek shondor hoyese golpo ta ????????thank you Apu ato shondor akta golpo dear Jonno ????? bishakto pream golper opekhai roilam ?????
thank you so for giving this kind of story…….how much i loved this story i can’t tell u in a word
love you for writing this story