স্বামী
পর্ব-১৫
#Nirzana(Tanima_Anam)
বারান্দায় পেছন ফিরে দাড়িয়ে আছে অনু।আর অনুকে পেছন থেকে জড়িয়ে রেখেছে নির্ঝর।
তখন হুট করেই অনুর হাত থেকে ফোনটা কেঁড়ে নেয় নির্ঝর।
-আপনি তখন আমার হাত থেকে ফোনটা ওভাবে নিয়ে নিলেন কোন??
অনুর কথা নির্ঝরের কানে যাচ্ছেই না সে তো অনুর ঘাড়ে নাক ঘষতে ব্যস্ত।
(তখন নির্ঝরের ফোনে সায়ন নামটা দেখে অনু প্রথমে একটু ভড়কে গেলেও পরে মানিয়ে নেয় হতে পারে এটা অন্য কেউ)
-(..)
-কি হলো বলুন???
-এমনি
-এমনি না অন্য কিছু??
-বললাম তো এমনি।ইশ্ এতো নড় কেন একটু চুপটি করে দাড়াতে পারো না??
-ছাড়ুন তো সব সময় ভালো লাগে না….ঐসব!!
কথাটা বলেই অনু নির্ঝরের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে একটু দূরে সরে দাড়ায়।নির্ঝর কিছুই বলে না।
অনুর দুচোখ এখন আকাশে ওঠা বড় চাঁদটার দিকে….
আর নির্ঝরের চোখ অনুর দিকে।অনুর চুল থেকে পায়ের নখ পর্যন্ত চোখ বুলাচ্ছে নির্ঝর…।।আজ বোধয় অনুকে একটু বেশিই সুন্দর লাগছে।
-এভাবে ড্যাব ড্যাব করে কি দেখছেন টা কি হুম্ম??
-তোমাকে!!
-এমন করে দেখছেন যেন এক্ষুনি গিলে খাবেন!!
-খাবোই তো
অনু নির্ঝরের দিকে দু কদম এগিয়ে এসে দু হাত দিয়ে নির্ঝরের গলা জড়িয়ে ধরে।নির্ঝর অনুর কোনড় জড়িয়ে একটু উঁচু করে তুলে ধরে…..
-জানেন তো আমি খাওয়ার জিনিস না!!
-তো তুৃমি কিসের জিনিস??
-ভালোবাসার জিনিস
-তাই বুঝি???(মুচকি হেসে)
-হুম্ম!!
-আমি তো ভালোবাসিই কিন্তু তুমি???
-জানি না!!
-জানতে হবে না!!
দুজন বেশ কাছাকাছি।নির্ঝরের গরম নিঃশ্বাস অনুর চোখে মুখে আঁচড়ে পরছে…অন্যরকম অনুভূতি
“কোই খারাপ তো লাগছে না ভালোই লাগছে নিজেকে কোমন বর সোহাগী মনে হচ্ছে”
নির্ঝর হটাৎই অনুর ঠোটে ঠোট মিলিয়ে দেয়।দুজন পাড়ি দেয় অন্য জগতে!!
বেশ কিছুক্ষন পর অনু নিজেকে ছাড়িয়ে নেয়।
-অনু তুমি সায়নকে এখনো ভালোবাসো তাই না??
-জানি না!!
-ওওও
-হুম্ম্
-জানতে হবে না কারণ তুমি আমার শুধুই আমার।
চলবে,