ভালোবাসায় পাগলামি
part:7
#writer:Maliha Islam Tafsi
আচমকা আফরান সাবিহার চুলের মুঠি ধরে সাবিহা কে টেনে ওর কাছে নিয়ে আসল
-আ আ আ,,,,,,লাগছে খুব । প্লিজ ছাড়ুন ।
-আর আমার যে বুকে লাগছে।(রেগে)
-মানে??
-মানে তুই বুঝছ না?
-আপনি কি বলছেন কিছু বুঝতে পারছি না।
-না বুঝার ভান ধরছ তুই। তোর সাহস হলো কি করে সোহরাব এর সাথে হাত মিলিয়ে কথা বলার????
-আপনি কি ভাবছেন আমি জানি না কিন্তু ও আপনার ফুফাতো ভাই তাই ভাবি হিসেবে একটু পরিচয় হয়েছি। আর আপনার চিন্তা এত নিচুতে? ছিঃছিঃ ।
আফরান কে ধাক্কা দিয়ে সরতে গেলে আফরান সাবিহা কে আরো শক্ত করে চেপে ধরল।
–
-আমি তোকে ভালোবাসি । আর তুই আমার বউ। তুই শুধু আমার। অন্য কেউ তোর সাথে কথা বলা দূরের কথা তোর দিকে নজর দিলেই আমি তার চোখ তুলে ফেলব।
কথা টা বলেই আফরান সাবিহার চুলের মুঠি আরও শক্ত করে চেপে ধরল আর সাবিহার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। খুব জোরে সাবিহার ঠোঁটে কামড়াতে লাগল। কিছুক্ষণ পর সাবিহা কে ছেড়ে দিয়ে ফ্রেশ হতে চলে গেল।
সাবিহার আয়নার সামনে গিয়ে দেখল তার ঠোঁট দুইটা রক্তাক্ত হয়ে আছে। সাবিহা ঠোঁটে হাত বুলিয়ে বলতে শুরু করল,,
-কেমন রাক্ষস ছেলে। আমার ঠোঁট দুইটা কামড়িয়ে খেয়ে ফেলছিল ।
-খাই নি। কিন্তু বেশি করলে খেয়ে ফেলব।
আফরান এর কথায় চমকে উঠল সাবিহার। আর কেমন যেন লজ্জা লাগছিল । কথাটা ভেবে মনের অজান্তেই হাসতে লাগল সাবিহা।
আফরান এর ডাকে ঘোর কাটল তার। তাড়াতাড়ি করে লাল কালার লিপস্টিক দিল ঠোঁটে যেন কেউ দেখলে বুঝতে না পারে। নিচে নেমে এসে দেখল আফরান তার মায়ের সাথে কথা বলছে।
।
।
।
সাবিহা সবাই কে ডাকল খাবার খাওয়ার জন্য । সবাই এসে দেখল টেবিলে অনেক খাবার আর খুব সুন্দর করে সাজানো। খাবার গুলো থেকে খুব সুন্দর স্মেল আসছিল ।
-এত খাবার কে রেঁধেছে? (আফরান )
মা তুমি রেঁধেছ?
-না। আমি তো এসেই উপরে রেস্ট নিতে চলে গেলাম। নিশ্চয়ই বউ মা রেঁধেছে ।
আফরান সাবিহা কে জিনিস করল।
-তুমি রেঁধেছ?
-হুম ।
-আচ্ছা খেতে বসো।
-ওকে।
আফরান এর মা বলে ওঠল সোহরাব কোথায়?
-এইতো আমি মামি।
-আচ্ছা আই খেতে বস এখন।
আফরান আর সাবিহা পাশাপাশি বসেছে আর সোহরাব সাবিহার মুখোমুখি বসেছে।
ইসসসস,,,,লাল লিপস্টিকে তোমার ঠোঁট গুলো খুব সুন্দর লাগছে। তোমার মুখ টা ও খুব মায়াবী দেখাচ্ছ । কী এমন মায়া আছে তোমার মধ্যে যে আমি আজকে প্রথম দেখেই তোমাকে তোমার মায়ায় ডুবে গেছি।(মনে মনে বলল সোহরাব )
অপরদিকে আফরান লক্ষ করল সোহরাব না খেয়ে সাবিহার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে।
রাগে দুচোখ ফেটে যাচ্ছিল আফরান এর। ইচ্ছে করছিল সোহরাব কে মেরে ফেলতে। এখন সে এমন কিছুই করতে পারবে না কারণ তার মা ব্যাপার টা বুঝতে পারলে খুব কষ্ট পাবে।
খাওয়া শেষে সবকিছু গুছিয়ে সাবিহা তার শাশুড়ির রুমে গিয়ে অনেকক্ষণ তার শাশুড়ির সাথে কথা বলল। তারপর রুমে এসে দেখল আফরান ল্যাপটপে অফিসের কাজ করছে বিছানায় বসে।
সাবিহা বিছানায় একপাশে গিয়ে শুয়ে পড়ল খুব ক্লান্ত লাগছিল তাই।
-সাবিহা, ,,,,,,,
-বলেন?
-বিকালে রেডি থেকো।
-কেন?কোথায় যাব?
-বিকালে তোমাকে নিয়ে একটু ঘুরতে বের হব ।
-ওকে।
(কেন যে সাবিহার খুব ভালো লাগছিল আফরান এর সাথে ঘুরতে যাওয়ার কথা শুনে)
চলবে,,,,,,