ভোরের ছোয়া ২য় পর্ব

0
2490

ভোরের ছোয়া
২য় পর্ব
নিলাঞ্জনা রহমান
অতীত…….

গাড়ির কাচে টোকা দিয়ে
এই যে মিস্টার ….. জানাল খুলেন??
প্রহর দরজা খুলে
…এই যে আপনার সাহস তো কম না। কীভাবে গাড়ি চালান।বড়লোক বলে আমাদের মানুষ মনে হয় না??আপনার জন্য আমার ফুলটুসি ব্যাথা পাইসে??(কোমরে হাত দিয়ে কথাগুলো বলছে তিথি)

প্রহর একটা জরুরি মিটিং এর জন্য অফিসে যাচ্ছিলো দেরী হয়ে যাচ্ছিলো তাই একটু জোরে গাড়ি চালাচ্ছিলো।হঠাৎ গাড়ির সামনে তিথি চলে আসে। আর গাড়ির সামনে এসে জানালাই টোকা দে। গ্লাস খোলার সাথে সাথে প্রহর অবাক কারন তার সামনে একজন পরীর মতো কিউট মেয়ে দাড়িয়ে আছে। বলতে গেলে একদম হুর পরী। কালো ফতুয়া গলায় scarfজরানো, চুল খোলা, ঠোট এ গেলাপি লিপস্টিক নাকি ওর ঠোট ই গোলাপি বুঝতে পারছেনা প্রহর।তিথির প্রহর এর মুখের সামনে তুড়ি বাজালো আর প্রহর এর ধ্যান ভাঙলো।
তিথি ঃকি হলো এভাবে তাকিয়ে আছেন কেনো আামাকে কি আলিফ লায়লার জিন লাগতাসে।
প্রহরঃ ওহহহ সরি। আমি আসলে…
তিথিঃ দেখেন ভাই রাখেন আপনার সরি টরি আমার ফুলটুসি আপনার জন্য ব্যাথা পাইসে?
প্রহর অবাক হয়ে বললো ফুলটুসি কে???
…কে আাবার আামার জান ঐ যে
।…প্রহর তাকিয়ে টাসকি খেলো কারন ফুলটুসি হলো একটা সাইকেল। এটা আপনার জান??

……হুমমম (গর্বের সাথে)
এটা শুনার সাথে সাথে প্রহর খুব জোরে হাসতে লাগলো।????এটা দেখে তিথি রেগে বললো
এই আপনি এভাবে দাত কেলাইতাসেন কেনো??????
…..না এমনেই (বাবা যে মেয়ে এখন যদি বলি ওর সাইকেল দেখে হাসছি তাইলে আমি শেষ)
….এখন আপনি আমাকে বলেন আপনার জন্য আমার ফুলটুসির যে এমন হলো আপনি বলেন আমি কি করতাম
….. আম সরি আসলে একটু দেরি হচ্ছিলো তাই সরি।আপনার সরি দিয়ে আমি কি করবো আজকে আমার ইন্টারভিউ ছিলো এখন আমার কি হবে????
.…..কি বলেন।।আচ্ছা প্লিজ আপনি কান্না করবেন না। আমি আপনাকে নিয়ে যাব।চলেন।
…তিথি কিছুক্ষন ভেবে বললো ঠিক আছে চলেন।
এরপর সাইকেল ঠিক করে রেখে চলে গাড়িতে বসলো।

…….আপনি কোথায় যাবেন??
…..PC company limited
…… ওহহহহ(আমার কোম্পানি তে) হালকা হেসে।
……প্রহর তিথিকে পৌছানোর তিথি গাড়ি থেকে নেমে..
ব্যাগ থেকে কিছু বের করলো এরপর প্রহর কে বললো হাত পাতেন প্রহর কিছুটা অবাক হয়ে হাত পাতলো।
তিথি প্রহরকে ৭৯ টাকা দিলো আর বললো
সরি একটাকা নাই।
প্রহর তো অবাক ??
….কি হলো আপনি এতো অবাক ওহহহহ বুঝতে পারছেন না তো আমি বলি আসলে রাস্তায় আমার ফুলটুসি পামচার হয়ে যায় এরপর আমি কি করবো অনেকক্ষন দারিয়ে ছিলাম কিন্ত গাড়ি পেলাম না আর লেট হয়ে যাচ্ছিলো তাই আপনার গাড়ি দেখলাম আর এতো কিসু করলাম বাট দেখেন আমি কিন্তু ভাড়া দিসি ৯ টাকা বেশি দিসি যেহেতু এসি গাড়ি তাই????আপনার ভাল্লুক এর মতো ফেস দেখে বুঝতে পারলাম আপনি বুঝসেন আমি কি বলসি। আসলে এমন করতাম না কি করবো বলেন এখানে আসার আগে শুনেছি এখানকার বস টা না অনেক পাজি খালি বকা দে খারুস গর্ধব তাই এমন করসি তার জন্য সরি।বাই
প্রহর এখনো শক। এটা কি হলো প্রহর এর মনে হচ্ছে সে একটা বোকা না না বোকা না গর্ধব সুন্দর মেয়ে দেখে ফেসে গেলো। প্রহর তুই এতো ছ্যাচরা কখন হলি।আর ও কি বললো আমি খরুস দাড়াও তুমি তোমাকে দেখাব আমি কি জিনিস।
তিথি অফিসে গেলো এবং চাকরি ও পেলো।
পরেরদিন…….
তিথি অফিসে আসলো
নিতাঃ তুমি এসেছো এতো লেট কেনো(অফিসের কর্মী এবং তিথির সাথে ভালো বন্ধু ও হয়েছে প্রথমদিন)
তিথিঃ সরি আসলে কালকে “পিছনে তাকাও ভুত আসছে” ছবিটা দেখছিলাম
…এমন কোনো ছবি আছে??
….হুমমম অনেক সুন্দর কাহিনি হলো.…
…..থাক থাক আগে যাও স্যার রেগে ফায়ার। তোমার যে কি হবে….
…কেনো স্যার,কি সেনাবাহিনী নাকি সিমান্ত রক্ষী বাহিনী যে আমি গেলে ঠুস ঠুস ঠুস করে গুলি করবে
….তা গেলেই বুঝবা
তিথি কিছু না বলে কেবিনের সামনে গেলো
আল্লাহ আজকে বাচাই দাও তাহলে ওভার ব্রিজ এর,উপর যে আল্লাহ গো বলে কান্না করে করে টাকা চাই তাকে ২টাকা দিবো।সাহস করে রুম এ ঢুকলো
মে আই কাম ইন
ইয়েস
..সরি স্যার আসলে জ্যাম ছিলো তাই লেট
….তো মিস তিথি আপনি লেট কারন জ্যাম ছিলো তাই (মুখ অন্যদিকে ছিলো তাই তিথি দেখেনি)
আওয়াজটা কেমন চেনা চেনা)জি স্যার
এবার প্রহর মুখ ঘুরিয়ে দু হাত টেবিলে ভর করে বললো তাহলে কালকে রাত এ ছবি দেখার কারনে আপনি লেট হন নাই ???।
তিথি প্রহর কে দেখে আল্লাহ গো মাটি ফাক করো আমি ঢুকে যামু
আপনি……???
হুমমম আমি??
স্যার এক গ্লাস পানি হবে??
প্রহর তিথিকে পানি দিলো।
তিথি এক নিশাসে পুরো গ্লাস পানি খেলো।
তো,মিস তিথি আপনি যেনো কি বলেছিলেন স্যার প্লিজ মাফ চাই আর এমন করবো না। প্রমিজ আর করবো না???
প্রহর এর খুব হাসি পেলো তিথির এমন অবস্থা দেখে।
…ওকে ওকে কান্না করো না আমি কিছু করবোনা। আমি রাগ করিনি এটা ঠিক কালকে রাগ হয়েছিলো পরে ভাবার পর আমার রাগ চলে গেলো।????
সত্যি?? আপনি বকা দিবেন না তো??.
আরে না কি বলো।
টিংকু স্যার।
ওকে এবার কাজ এ যাও। এই নাও ফাইল।
ওকে স্যার। আপনি কত ভালো ??
হুমমম,যাও
তিথি চলে গেলো।
প্রহর এর হাসি পেলো।তোমাকে আামা র কাছে যখন পেয়েছি।আর ছাড়ছিনা। ☺☺
নিতাঃ কিরে স্যার বকা দিলো??
…আরে না।স্যার কত ভালো
নিতাঃকি বলস
…হুমমমম রে।
কি জানি আচ্ছা তুই কাজ কর বাই

তিথি কাজে মন দিলো।
এভাবে প্রায় ৩মাস হলো। প্রহর আর তিথি খুব ভালো বন্ধু হয়ে গেছে।
সব ঠিক হচ্ছিলো বিপওি হলো এরপর…….

কমেন্ট করবেন নইলে ভালো হবে না বলে দিলাম।
হেপি রিডিং
its yoo yoo nilu baby rocks

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here