ভোরের ছোয়া ৩য় পর্ব

0
2127

ভোরের ছোয়া
৩য় পর্ব
নিলাঞ্জনা রহমান

তিথি তার রুম এ বসে বসে বই পরছিল এমন সময় তিথির মা রুম এ ঢুকলো
তিথির মাঃ আসবো??.
তিথিঃ আরে মা কি বলো আমার রুম এ আসতে তোমার অনুমতি লাগে??
মাঃ তা না তবে একটু নিলাম আর কি??
আচ্ছা একটা কথা বলি??.
তিথিঃ মা বলো কি বলবা

মাঃ. তোর বফ আছে??
মায়ের এমন কথায় তিথি চমকালো না কারন তিথি তার মায়ের সাথে ফ্রী। বাবা মারা যাওয়ার পর মা তাকে সামলিয়েছে। তিথি খুব অবাক হয় তার মাকে দেখে কীভাবে পারে এতো কিছু।
মাঃ কিরে বল
তিথির ধ্যান ভাঙে।।
তিথিঃ না মা এখনো পটাতে পারলাম না।
এটা শুনার পর তিথির মা অভিমানি সরে বললো কি বলস এখনো পারস নাই, ? তুই জানস তোর থেকে ২বছর ছোট থাকতে আমি তোর বাবার সাথে বিয়ে করেছি।
তিথি ঃ জানি মা
মাঃ আচ্ছা একটা কথা ছিলো, তুই কালকে অফিস থেকে ছুটি নিবি।
তিথিঃ কেনো মা
মাঃ আসলে কালকে তোকে একজন দেখতে আসছে।
তিথিঃ মা আমি বিয়ে করবো না ??
মাঃ আরে তোকে কি বিয়ে করতে বলসি?শুন তোর দারা প্রেম হবে কিনা আমার সন্দেহ । তুই আমার মেয়ে কি না আমার হযবরল লাগে।
শুন মার্কেটে গেলে আমরা কত ড্রেস দেখি তারপর একটা কিনি কালকে পাত্র আসবে তুই দেখবি সাদা, কালো নাকি নীল চয়েস করে নিবি। আর আমি তো তোর বিয়েতে কীভাবে কান্না করবো তাও প্রেকটিস করতাসি। এতে ভাবার কি আর দেখ আমার ও তো কত শখ মেয়ের বিয়েতে আমি ডিসকো দিওয়ানে তে ডান্স দিবো বল পূরণ করবো তাই না।।
তিথিঃ মা তুমি এই গানে??
মাঃ আরে আমি তো সাকি সাকি তে ডান্স দিতাম কিন্তু আমার তো আবার বয়স হয়েছে তাই পারবনা।
তিথিঃ আসলেই মা আমি আর তুমি একটা ডুইট ডান্স দিবো।
মাঃ ঠিক বলসস। আচ্ছা তাহলে তুই ছুটি নিবি
তিথিঃ ওকে মা।আমি ছুটি নিবো আর দেখবো পোলা কালো সাদা,নাকি নীল
মাঃওকে৷ আর আমি তোর শাশুড়ি দেখবো কুটনি হলে তাকে ফুস ফুস করে বাইর করবো।
তিথিঃ হুমমম।মা আমি তোমার কোলে ঘুমাবো।
মা’ ওকে আয়।
তিথি মায়ের কোলে শুয়ে পরলো।
তিথিঃ মা বাবা আর তুমি একে অপরকে খুব ভালোবাসতে তাই না??
মাঃ না তোর বাবা কে আমি ভালোবাসতাম না
কারন তাকে আমি আমার জীবন ভাবতাম জীবনকে ভালোবাসা না অনুভব করা যায়।আমি তোর বাবাকে প্রতি মহুর্তে অনুভব করি এমন কি আজ ও।
তিথি তার মাকে দেখছে এক পলকে। তার মায়ের চোখে জল জমেছে একটু পর পরবে পরবে এমন অবস্থা।
তিথির মা কিছু না বলে উঠে চলে গেলো।
তিথি কিছু বললো না থাক না একটু একা তার অনুভব নিয়ে। তিথি শুয়ে পড়ল।কালকে সকালে প্রহরকে বলবে ছুটির কথা।
সকালে…….
কিরে তিথি এখনো আসলো না কোথায়,ও।
প্রহর ভাবছে। একটা কল করে দেখি।
অনেক ভেবে চিন্তে প্রহর কল দিলো। তিথি রিসিভ করলো।
প্রহরঃ কোথায় তুমি এখনো আসনি কেনো?
তিথিঃ সরি আজ আমি আসতে পারবনা স্যার।
প্রহরঃ কেনো তুমি ঠিক আছো তো??
তিথিঃ আমি একদম ঠিক আছি। আসলে আজকে আমাকে দেখতে আসছে তাই আসতে পারবনা সরি স্যার। আসছি আম্মু স্যার পরে কথা বলছি আম্মু ডাকে বাই।
প্রহরঃ তি…. কিছু বলতে পারল না।এটা হতে পারে না তিথি আর বিয়ে না।বলে মেবাইল টা ছুড়ে,মারলো। আমি আসছি প্রহর বলে বেরিয়ে গেলো।
তিথির,মা মাএ বাজার করে ঘরে ফিরলো।
মাঃ জানিস তিথি আজকে ফুলকপি সস্তা পেলাম তাই নিয়ে আসলাম ভালো করসিনা ভাবছি ফুলকপির ভর্তা বানানো শিখবো।
তিথিঃওকে মা
এমন সময় প্রহর আসলো দরজা খোলা ছিলো তাই ঢুকে পড়লো।
মাঃ আপনি কে??।
আমি তিথির বস তিথি আমার কিছু কথা আছে?
মাঃযা বলবা এখানে বলো।
ওকে তিথি আই লাভ ইউ। অনেক আগে থেকে ভালোবাসি কিন্তু বলা হয় নি। আজ বলছি।। মাঃঐ ছেলে কাউকে প্রোপস করতে ফুল দিতে হয়,জানো না
প্রহর ঃ আসলে মনে নাই
মাঃ আমি জানি না আমার মেয়েকে ফুল দিয়ে প্রপস করতে হবে।
প্রহর ভেবে পাচ্ছে না কি করবে তাই সামনে থাকা ফুলকপি দিয়ে প্রপজ করলো।
তিথি তো টাসকি খাইলো।
মাঃ হায়,আল্লাহ কি পোলা ফুললকপি দিয়া প্রপোজ। উফফ তিথি ইজ্জত এর ফাটা ত্যানা করে দিলো। আমি পাশের বাসার ভাবিদের কি বলবো আমার মেয়েকে ফুলকপি দিয়া প্রপজ করা হইসে?হায় রে পেয়াজ দিয়ে করলে ও এতো খারাপ লাগতোনা দামি জিনিস।।আর তুই তোর বাচ্চা দের কি বলবি আমাকে ফুলকপি দিয়ে প্রেম নিবেদন করা হয়েছে।কি হবে তোর।
প্রহরঃ আল্লাহ কি মা এটা আগে মাইয়া পটামু নাকি মা।।(মনে মনে)
তিথি এখনো শক কি হচ্ছে । এমন টাইম এ মা এর কল আসে।
মাঃ হ্যালো কে? ওহহ আপানারা। শুনেন আপনারা আপাতত ওয়েটিং লিস্ট এ আমার মেয়েকে তার অফিসের বস ফুলকপি দিয়ে প্রপজ করেছে। এখন ভাবনা চিন্তা চলছে। সিউর হয়ে আপনাকে জানাবো বাই।
তিথি কি বলবে তার মাথা ৩৬০ ডিগ্রিতে ঘুরছে।
প্রহর এখনো হাটু গেড়ে বসা মনে মনে ভাবছে উফফ প্যানট টা মনে হয় ফেটে যাবে।আর পারছিনা আগে জানলে ঢিলা কিছু পরতাম।
তিথির মা ভাবছে ফুলকপি নিয়ে………
চলবে….
অবশ্যই কমেন্ট করবেন
হেপি রিডিং
its yoo yoo nilu baby rocks

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here