ভোরের ছোঁয়া ১০ম পর্ব

0
3347

ভোরের ছোঁয়া
১০ম পর্ব
নিলাঞ্জনা রহমান
তিথি এখনো শক হয়ে আছে।প্রহর তার পকেট থেকে চুইংগাম বের করে মুখে দিল।কিছুক্ষনপর আবার বলতে শুরু করলো।
আমি এতোদিন ইরার সাথে থাকলেও তিথির প্রত্যেকটা খবর আমার কাছে ছিলো।শুভ আমাকে সব জানাতো। এই কঠিন মহুর্তে আমার সবচেয়ে বেশি সাহায্য করেছে শুভ। আমাকে সবখান দিয়ে হেল্প করা হয়েছে।
এবার শুভ বললো আমি আর প্রহর সব কিছুই জানতাম।সেদিন পাহাড় থেকে তিথিকে আনার পর আমার কাছে প্রহর এর ফোন আসে।
অতীতঃ
শুভঃ হ্যালো প্রহর তিথিকে আমি নিয়ে এসেছি।ও তেমন ব্যাথা পায়নি জাস্ট হালকা ছিলে গেসে না হলে সি ইজ অলরাইট।কালকের মধ্যে হুশ চলে আসবে।তারপর ওকে আমি সব বলে দিব যে এসব আমাদের প্লান।
প্রহরঃ না ওকে আপাতত কিছু বলিস না।ও হইতো আমার সাথে যোগা্যোগ করার ট্রাই করবে যা এই টাইম এ আমাদের প্লান এর জন্য ভাল নয়।
শুভ ঃ কিন্তু ও তো তোকে ভুল বুঝবে।
প্রহরঃবুঝোক কিন্তু ওর জন্যই করছি।ইরা যাতে ওকে না দেখে নইলে আবার ওকে মারার ট্রাই করবে।শুভঃ তারপর এসব হয়।যেদিন ফাস্ট প্রহর আমাদের কোম্পানিতে আসে সেদিন ই ও তোমাকে বলতো বাট তুই দেখা করস নাই আর ইরাও প্রহর এর উপর নজর রাখতো আমার সাথে ও প্রহর খুব কম কথা বলতো আর যেদিন বলতো কোড ল্যাংগুয়েজ এ বলতো এটা,আমাদের স্পেশিয়াল ভাষা,যা আমরাই,বুঝতাম।এভাবে আমরা এসব করেছি আর আজকেই এই নাটকের সমাপ্তি।
প্রহরঃহুম বাইরেই পুলিশ আছে ওরা নিয়ে যাবে এদের।
ইরাঃনিচ থেকে উঠে দৌড়ে প্রহর এর হাত ধরে প্রহর তুমি তো জান আমি তোমাকে কত ভালোবাসি তুমি কেনো এমন করছো??????
প্রহর নিজের হাত টা সরিয়ে বললো শুন আমি শুধু একজনকে ভালোবাসি আর সে হলো তিথি। তোকে এতোবার বুঝানোর পর ও তোরা বুঝস নাই আমার কলিজায় হাত দিয়েছিস তাই আমি ও তোদের শাস্তি দিয়েছি।ইন্সপেক্টর নিয়ে যান এদের???
পুলিশ ওদের নিয়ে চলে যায়।
তিথি তখন ও স্তব্ধ হয়ে দাড়িয়ে আছে।
শুভঃতিথি তোর জন্য প্রহর এসব করেছে।পারলে ওকে মাফ করে দে।
তিথি তখন ও চুপ।
প্রহর তিথির দিকে এগিয়ে আসতে লাগলে তিথি হাত দেখিয়ে থামতে বলে।
তিথিঃ স্টপ (উচ্চ সরে)
প্রহর থেমে যায়।
তিথিঃ কি ভেবেছেন আপনারা যা ইচ্ছা তা করবেন ??আমার কথা একবার ও ভাবলেন না.আমি এতোদিন কি কস্ট করেছি জানেন।প্রত্যেকটা,মুহূর্ত আমি কি কস্ট করসি জানেন? নিজের সাথে লড়াই করসি আর আপনি বলছেন সব নাটক।
তিথি কান্না করতে করতে ছাদে চলে গেলো।প্রহর ও ওর পিছে গেলো।শুভ য়েতে চাইলে তারা যেতে মানা করে।
চলবে……….
আরেকটা পার্ট রাতে দিব
হেপি রিডিং
its yoo yoo nilu baby rocks

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here