গল্পঃ প্রতিশোধ পর্বঃ ১২

0
2173

গল্পঃ প্রতিশোধ
পর্বঃ ১২
লেখাঃ #Mst_Liza
,
সব অশান্তির মূলে তুই।আই আমার সাথে,, সোহাগ জড়িনার হাত ধরে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে যায়।জড়িনাকে বের করে দিয়ে দরজাটা বন্ধ করে একটা স্বস্থির নিশ্বাস ছাড়ে।তারপর মিরার সামনে এসে দাড়ায়।

সোহাগ মির্জাঃ এবার খুশি হয়েছো তো তুমি?

মিরাঃ ,,,,,

সোহাগ মির্জাঃ কি হলো কথা বল?

মিরাঃ কি বলব?

সোহাগ মির্জাঃ মেয়েটিকে বের করে দিয়েছি।দেখতে পেয়েছো?

মিরাঃ আমাকে দেখানোর জন্য কি বের করেছেন?

সোহাগ মির্জাঃ নাহ

মিরাঃ তাহলে আমাকে কেন বলছেন?

সোহাগ চুপ করে থাকে।কারণ সে ভালো করেই যানে, এখন কিছু বললেই মিরা আবার ঝগড়া শুরু করে দেবে।মিরা একটু আড় চোখে সোহাগের দিকে তাকিয়ে পাশ কেটে চলে যায়।
সোহাগ বুঝতে পারে মিরা তার উপর ভীষণ রেগে আছে।তাই দুশ্চিন্তায় পরে থাকে।সোহাগ অফিসে না গিয়ে বসে বসে ভাবে কিভাবে মিরার রাগ ভাঙাবে! ওদিকে মিরাও মুখ ফুলিয়ে বসে আছে।সোহাগ আর মিরার কাছে আসছে না দেখে।

দুপুরে সোহাগ রান্না করছে হঠাৎ দেখে মিরাকে কিচেনের বাইরে থেকে উঁকি ঝুঁকি দিতে। সোহাগ মিরাকে টেনে এনে পাশে দাড় করিয়ে রান্না করতে থাকে।রান্না করতে করতে সোহাগ মিরার সাথে অনেক কথা বলে কিন্তু মিরা সোহাগের সাথে একটাও কথা বলে না। সোহাগ রেগে মিরাকে কিছু বলতে গেলেই মিরা তখনও ঝগড়া শুরু করে দেয়।
রাইশা খাবার টেবিলে বসে তার শাশুড়ী মায়ের সাথে ফোনালাপ করছিল।ভাইয়া, ভাবীর ঝগড়া শুনে ফোনটা রেখে দৌড়ে এসে দেখে ভাইয়ার মাথার উপর ময়দার কৌটা।আস্তে করে ময়দার কৌটা’টা মাথা থেকে তুলতেই ভাইয়ার সারা শরীরে ময়দার গুড়া লেগে ভুতের মতো দেখতে লাগছে।আর ভাবী হাসছে।

সোহাগ মির্জাঃ এটা কি করলে?

মিরাঃ বেশ করেছি! আমার উপর চিল্লাচ্ছিলেন কেন?

সোহাগ মির্জাঃ আমি তোমার উপর চিল্লাচ্ছিলাম?

মিরাঃ হুমম।সব সময় নিজের অধিকার খাটাবেন সেটা হবে না।

সোহাগ মির্জাঃ তাই নাকি?
সোহাগ মিরাকে ময়দা মাখা অবস্থায় জড়িয়ে ধরে।দুজনের খুনসুটি মূলক রোমাঞ্চ দেখে রাইশার মনটা খারাপ হয়ে যায়।রাইশা রাইসূলের কথা ভাবতে ভাবতে সেখান থেকে চলে আসে। আর তো মাত্র কটাদিন! তারপর রাইসূলও এমন ভাবেই রাইশার কাছে থাকবে!

-ঠাসসসস
-আপু
-একটা কাজ দিয়েছিলাম সেটাও করতে পারলি না?
– আমি আবার যাব আপু!
-আবার যাবি? কি করতে যাবি?
-সরি আপু!
– তুই না চলচ্চিত্রের একজন ভালো অভিনেত্রী? কেমন অভিনয় করলি যে একটা ঘন্টাও সোহাগ মির্জার বাড়িতে থাকতে পারলি না?
-আমাকে আর একটাবার লাস্ট সুযোগ দাও আপু।আমি ঠিকমতই অভিনয়টা করছিলাম কিন্তু এমন ভাবে বের করে দেবে সেটা বুঝতে পারি নি।
-বের করে দিলেই চলে আসতে হবে?
-আমি অনেক বার কলিং বেল বাজিয়ে ছিলাম।কিন্তু কেউ দরজাটা খুলছিল না!
-তাই চলে আসবি? তুই অপেক্ষা করতিস? যানিস না সোহাগ মির্জা আমাদের সাথে কি কি করেছে?
-সব যানি আপু! তুমি আমাকে আরেকটা সুযোগ দাও।
-তোকে যেটা বলেছিলাম করেছিস?
-হ্যা আপু, আমি সোহাগ মির্জার বাড়ির নানা জায়গায় সিসি ক্যামেরা লাগিয়ে এসেছি।
-গুড।একটা কাজ অন্তত করেছিস।চল গিয়ে দেখি কি করছে!

মির্জা প্যালেস,,,,
দুপুরের খাওয়া-দাওয়া শেষ।এটোঁ থালা-বাসন পরিষ্কার করে সোহাগ মিরাকে কোলে তুলে রুমে নিয়ে যায়।

মিরাঃ কি হলো? এখানে নিয়ে আসলেন কেন?

সোহাগ মির্জাঃ কাল কি বলেছিলে মনে নেই?

মিরাঃ কি বলেছিলাম?

সোহাগ মির্জাঃ মনে পরছে না?

মিরাঃ নাহ

সোহাগ মির্জাঃ বলেছিলে,,,,সকালে ঘুম থেকে উঠেই রাইশা আর আমার জন্য চা করে দিবেন।তারপর সকালের নাস্তা বানিয়ে আমাদের সাথে ব্রেকফাস্ট করে অফিসে যাবেন।দুপুরে জাস্ট বারোটা বাজলেই বাড়িতে চলে আসতে হবে।নিজের হাতে রান্না করে আমাদের সাথে লান্স করবেন।তারপর এঁটো থালা-বাসন পরিষ্কার করে দু’ঘন্টা আমার শরীরের যেখানে যেখানে এতোদিন আঘাত করেছেন সেখানে সেখানে ম্যাসার্চ করে দিবেন।

মিরাঃ আপনি কি এখানে আমার শরীরের ম্যাসার্চ করতে এনেছেন?

সোহাগ মির্জাঃ বুঝেছো তাহলে?

মিরাঃ যান করা লাগবে না।আপনার এই শাস্তিটা মওকুফ করে দিলাম।

সোহাগ মির্জাঃ তা বললে তো আমি শুনছি না।সারাদিন ধরে এতো খাটা-খাটনি করে সংসারের সব কাজ করেছি।আর তুমি কি ভাবো এখন এটুকু কাজ করতে পারবো না? সোহাগ মিরাকে নিয়ে বিছানায় উঠিয়ে বসায়।এবার বলো তো তোমার শরীরের কোথায় কোথায় আঘাত করেছি আমি! কি হলো তারাতাড়ি দেখাও। তুমি যদি না দেখাও আমি ম্যাসার্চ করা কখন শুরু করব?

মিরা বিছানার থেকে উঠে যায়।

মিরাঃ আপনার এসব ন্যাকামো দেখতে আমার ভালো লাগছে না।

সোহাগ মির্জাঃ তাই নাকি? বেশি কথা না বলে চুপচাপ বিছানায় আসো।

মিরাঃ নাহ

সোহাগ আবার মিরাকে বিছানায় বসিয়ে দেয়।মিরা আবার উঠে যায়।সোহাগ আবার বসিয়ে দেয়।মিরা আবার উঠে যায়।তারপর সোহাগ নিজেই উঠে দাড়ায়।

সোহাগ মির্জাঃ বসবে না তো?? ঠিক আছে!!
সোহাগ মিরাকে একটানে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়।হাত দুটো মিরার কোমড়ে গুজে থুতনিটা মিরার মাথার সিঁতিতে ঠেকায়।আস্তে আস্তে মিরার চুলের কাছে নাকটি নিয়ে আসে।তারপর মিরার চুলে নাক ডুবিয়ে কিছুক্ষণ পর ঠোঁটের পরস দিতে মিরার গলাতে এসে থেমে যায়।মিরার পিঠে সোহাগের হাত পরতেই মিরা আহ্ করে ওঠে। তখন সোহাগ মিরাকে ছেড়ে দিতে চাই কিন্তু মিরা সোহাগকে শক্ত করে ধরে রাখে তাই সোহাগ আবার মিরাকে কাছে টেনে নিয়ে পিঠে আলতো ভাবে হাত বুলায়।

সোহাগ মির্জাঃ মিরা?

মিরাঃ উমম

সোহাগ মির্জাঃ আমি তোমার প্রতি খুব অন্যায় করেছি তাই না?

মিরাঃ হুমম

সোহাগ মির্জাঃ আর করবো না দেখো! এখন থেকে প্রচুর আদর দেব। তোমাকে আমি সবসময় ভালোবাসায় মুড়িয়ে রাখব।

হঠাৎ সোহাগের ফোনটা বেজে ওঠে।সোহাগ তাকিয়ে দেখে আন-নন নাম্বার। ফোনটা কাটতে যাবে মিরা বলে আজ অফিসে যান নি ইমপ্রোটেন্ট ফোনকল হয়তো।রিসিভ করন।সোহাগ রিসিভ করতেই,

ওপাশ থেকেঃকি সোহাগ মির্জা বউকে আদর করা হচ্ছে?

সোহাগ মিরাকে ঠেলে দূরে সরিয়ে দেয়।কন্ঠস্বরটা খুবই পরিচিত লাগছে।

সোহাগ মির্জাঃ কে বলছেন?

ওপাশ থেকেঃ আমাকে আপনি খুব ভালো করেই চেনেন। আপনাকে বলেছিলাম না? প্রতিশোধটা তোলা থাকলো।ধরে নিন আজ থেকেই শুরু।

সোহাগ মির্জাঃ মানে???

ওপাশ থেকেঃ মানেটা সময় হলেই বুঝতে পারবেন।আজ এটুকুই যেনে রাখুন “আমি আসছি সোহাগ মির্জা খুব শিগগিরই আসছি।”

সোহাগ মির্জাঃ হ্যালো হ্যাল….

টুট টুট টুট……

কলটা কেটে যায়।সোহাগের আর বুঝতে বাকি থাকে না কলটা কে করেছিল! তাই দেরী না করেই ওয়াশরুমে গিয়ে খুব দ্রুত রেডী হয়ে বেরিয়ে আসে।

মিরাঃ একি?? কোথাও যাচ্ছেন?

সোহাগ মির্জাঃ,,,,,

মিরাঃ কি হলো কথা বলুন?

সোহাগ মির্জাঃ এখন আমি তোমাকে কিছু বলতে পারছি না।ফিরে এসে সব বুঝিয়ে বলব।

মিরাঃ কখন ফিরবেন?

সোহাগ মির্জাঃ রাতে।

মিরাঃ বেশি রাত করবেন না কিন্তু।

সোহাগ মির্জাঃ ঠিক আছে। রাইশা আর তুমি সাবধানে থেকো।কলিং বেল বাজলেই দরজা খুলে দিও না।আমি আসলে ফোন করব তখন খুলো।

মিরাঃ কেন খুললে কি হবে? এমন ভাবে বলছেন যেন ডাকাত আস….

সোহাগ মির্জাঃ উসসসস!
বড্ড বেশি কথা বল তুমি! যা বলেছি তাই করো।মনে থাকবে?

মিরাঃ হুমম

মিরার কপালে একটা চুমু এঁকে দিয়ে বেরিয়ে যায় সোহাগ।

চলবে…..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here