গল্পঃ প্রতিশোধ
পর্বঃ ২৬
লোখাঃ #Mst_Liza
মাহির কথাটি বলে স্নিগ্ধাকে এড়িয়ে চলে যায়।থানার বাইরে গিয়ে দেখে মায়া রাস্তার এক পাশে দাড়িয়ে চোখের পানি ফেলছে।
মাহির কান ধরে হাটু নুইয়ে মায়ার পিছনে বসে পরে।মায়াকে ডাকে।
মাহিরঃ মায়া
মায়া পিছনে ফিরে অবাক হয়ে যায়।মায়া কি তাহলে স্বপ্ন দেখছে? মায়া চোখদুটো হাতদিয়ে ভালো ভাবে ডলতে ডলতে মাহিরের দিকে তাকায়। না এতো সত্যি!
মাহিরঃ সরি মায়া।
মায়া মাহিরের এমন কান্ডে অবাক হয়ে যায়।মায়া সামনে বসে মাহিরের কান ধরে রাখা হাতদুটি নামিয়ে দেয়।তারপর মাহিরকে উঠিয়ে দাড় করায়।মায়া ছলছল চোখ দিয়ে মাহিরের দিকে তাকিয়ে নিচু স্বরে বলে,
মায়াঃ এটা আপনি কি করছেন?
তখন মাহির মায়ার গালটা দু’হাতের মুঠোয় আঁকড়ে ধরে।
মাহিরঃ আমি খুব খারাপ তাই না?
মায়াঃ আপনি এভাবে কেন বলছেন?
মাহিরঃ খুব কস্ট দিয় তোমাকে আমি?
মায়াঃ নাহ
মাহিরঃ আজ কিছু কথা বলব শুনবে?
মায়াঃ হুমমম
মাহিরঃ তোমাকে
মায়াঃ কি?
মাহিরঃ তোমাকে আমি ভালোবাসি মায়া।
কথাটা বলেই মাহির থেমে যায়।মায়ার গালটা ছেড়ে দিয়ে মায়ার থেকে একটু দূরে সরে দাড়িয়ে তারপর আবার এক নিঃশ্বাসে বলতে শুরু করে।
মাহিরঃ ভালোবাসি তোমায়! সেই প্রথম দিন থেকেই।যেদিন বিয়ের পর তোমার ওই মুখটা দেখেছিলাম।বিশ্বাস কর মায়া তুমি ছাড়া আর কাউকে নিয়ে কখনও আমি ভাবি নি।আর কাউকে এতোটা ভালোবাসি নি।আমার মন শুধু তোমাকেই চেয়েছে।আমি যানি না কিভাবে আমাদের মাঝে এতো ভুল বুঝাবুঝির সৃস্টি হলো।আমি এটাও যানি না তুমি আমাকে এখন আর বিশ্বাস করবে কিনা।তবে বিশ্বাস করো, সত্যি বলছি, আমি শুধু তোমাকেই ভালোবাসি।
মায়া চুপ করে মাহিরের কথাগুলো শুনছে।কোনও কথা না বলে।মাহির মায়ার কাছে এসে মায়াকে ঝাকিয়ে জানতে চাই।
মাহিরঃ এভাবে চুপ করে থেকো না।কিছু তো বলো মায়া। তুমি কি আমার কথা বিশ্বাস করছো না?
মায়া এক ঝটকায় মাহিরের বুকে ঝাপিয়ে পরে কান্না জুড়ে দেয়।কান্না জড়িত কন্ঠে মাথাটা হালকা ঝাকিয়ে বলে,
মায়াঃ হুমমম! আমি বিশ্বাস করি।
আপনাকে আমি নিজের থেকেও বেশি বিশ্বাস করি।আপনি শুধুই আমার।আর আমাকেই ভালোবাসেন। আপনার মতোন এতোটা ভালোবাসা আমাকে কেউ দিতে পারবে না। এতোগুলো দিন অপেক্ষা করেছি, আপনার মুখে এই কথাটা শোনার জন্য।আপনি কি বোঝেন না আমার কস্ট হয়?
মাহির আর মায়ার পেছনে বেশ খানিকটা দূরে মায়ার ফ্রেন্ডরা দাড়িয়ে আছে।সাথে স্নিগ্ধা রেগে অগ্নি দৃস্টিতে তাকিয়ে দেখছে মায়া আর মাহিরকে।
মায়ার ফ্রেন্ডরা একে অপরের দিকে তাকাচ্ছে। আর বলাবলি করছে।
সজীবঃ এটা কি হলো?
আমি তো কিছুই বুঝতে পারছি না।
মিতুঃ আমিও না।এ তোরা যানিস ডা.মাহির স্যারের সাথে আমাদের মায়ার সম্পর্ক কতদিনের?
নিধিঃ হেব্বি জিনিস আমাদের মায়া ডুবে ডুবে জল খাই।অথচ আমরা কিছু জানলামই না।শুধু পার্ট নেই। মাহির স্যার ভালো না! মাহির স্যার ভালো না!
রুসাঃ আহহ। থামবি তোরা?
নিধিঃ এই থামবো কি রে? ফ্রেন্ড হিসেবে আমাদের কি জানার অধিকার নেই?
মাহির একটা রিক্সা ডেকে মায়াকে নিয়ে রিক্সায় উঠে চলে যায়।মায়ার ফ্রেন্ডরা হা হয়ে আছে।তাদের পাশ কেটে রিক্সাটা চলে যায় কিন্তু মায়া, মাহির তাদের দেখেই না।
রিক্সায় বসে মায়ার হাতের আঙুলে নিজের হাতের আঙুলগুলো চেপে রেখে মায়াকে নিজের বুকের সাথে জড়িয়ে রেখেছে মাহির।এতো কাছ থেকে মায়ার সিল্কি চুলের গন্ধ মাহিরকে আরও মাতাল করে তুলছে।মাহির মায়ার চুলে নাক ডুবিয়ে মায়াকে পরম আদরমাখা কন্ঠে ডাকে,
মাহিরঃ মায়া
মায়াঃ বলুন
মাহিরঃ স্নিগ্ধা ওই ছবিগুলো
মায়াঃ প্লিজ! আপনি আর কক্ষণও আমার সামনে স্নিগ্ধা ম্যামের কথা বলবেন না।আমার ভালো লাগে না আপনার মুখে ওই নামটা শুনতে।
কথাটা মাহিরের মুখের দিকে তাকিয়ে বলে মায়া।
মাহিরঃ আমার কথাটা তো শুনবে? আসলে সেদিন…
মায়াঃ কিচ্ছু শুনতে চায় না আমি।আপনি যে আমার হয়েছেন এতেই আমি খুশি।
মাহিরঃ তবুও!
মায়াঃ বললাম তো শুনবো না।
রিক্সা এসে মাহিরের বাড়ির সামনে থামে।মাহিরের বাবা মা মাহিরকে দেখে খুব খুশী হয়।
।
ওদিকে, রুমা মিরাকে নিয়ে কিছু রিপোর্ট হাতে হসপিটাল থেকে বের হচ্ছে।
রুমাঃ আমার মনে হয় মায়াকে কথাটা যানানো উচিৎ
মিরাঃ না রুমা।তার আর দরকার নেই।আমার মেয়েটাকে কিছু যানিয়ে টেনশনে ফেলতে চাই না।আমার যা হয় হবে।মেয়েটা ওখানে সুখে থাকুক।
রুমাঃ কিন্তু মিরা তুই মায়াকে কিছু বলবি না? পরে যদি জানতে পারে কতটা কস্ট পাবে জানিস?
মিরাঃ ভাগ্যের সাথে আমি আপস করে নিয়েছি।এই জীবনে উনিই যখন নেই তখন আর বেঁচে থেকে কি লাভ।শুধু মেয়েটাকে নিয়ে চিন্তা ছিল।আজ ওর বিয়ে হয়েছে।স্বামী, সংসার নিয়ে সুখে থাকুক আমার দায়িত্ব শেষ।এখন আমি শান্তিতে মরতেও পারবো।শুধু একটাবার জীবনের এই শেষ সময়টাতে উনাকে দেখার খুব ইচ্ছে হচ্ছে। যানি না কখনও সেটা সম্ভব কিনা। তবুও চাইবো উনি সব সময় ভালো থাকুক।
রুমাঃ এতোই যখন ভালোবাসিস একটাবার তো ফিরে গিয়ে দেখতে পারতি।হতেও পারে সে তোকে ভালোবাসে!
মিরাঃ বাসে না রুমা।সে কখনোই আমাকে ভালোবাসেনি।পর নারীতে আশক্ত ছিল সে।তবুও সবকিছু মেনে নিয়ে আমি তার সংসারে পরে ছিলাম দিন শেষে একটাবার তার মুখটা দেখবো বলে।তার মুখে ভালোবাসি কথাটা শুনবো বলে।ভিক্ষা চেয়েছিলাম প্লিজ আমাকে আপনার সাথে থাকতে দিন।কিন্ত দিল না।তারিয়ে দিল সে আমাকে।তবুও আমি তো তাকেই চেয়েছিলাম।মা, রাইসূল আর রাইশা পার্টির দিন বাড়িতে ছিল না।আমি পরে আর তাদের সাথে যোগাযোগও রাখতে পারি নি। লজ্জায়, ঘৃণায় আমার ভেতরটা খুঁড়ে খুঁড়ে খাচ্ছিলো।সকলের সামনে উনি আমার জীবনটাকে হাসি, ঠাট্টা, তামাশা বানিয়েছে।তাতেও আমার কোনো আপত্তি ছিল না।কিন্তু তুই বল রুমা সে যদি আমায় ভালোইবাসতো তাহলে কি পারতো ওইভাবে নোংরা অপবাদ দিতে? আমাদের পবিত্র ভালোবাসার সন্তানকে অস্বীকার করতে? পারতো না! পারতো না এমনটা করতে!
কথাগুলো বলতে বলতে মিরা কেঁদে দেয়।
রুমাঃ শান্ত হ মিরা।প্লিজ উত্তেজিত হোস না।
তখনই মিরার ফোনটা বেজে ওঠে।মায়া মিরার জন্য সারপ্রাইজ গিফট পাঠিয়েছে সেটা বলতে ফোন করেছে।মায়ার সাথে কথা বলে মিরা বাড়ি ফিরে মেয়ের পাঠানো সারপ্রাইজ গিফটের জন্য অপেক্ষা করতে থাকে। বিকালের দিকে কুরিয়ারে একটা পার্সেল এসে মিরাকে দিয়ে যায়।পার্সেলটা ছিল মায়ার পাঠানো সারপ্রাইজ গিফট।মায়ার পাঠানো সারপ্রাইজ গিফটটা খুব খুশী মনে খুলতে থাকে মিরা।তারপর গিফটটা দেখেই মিরা শকট।
চলবে….