অব্যক্ত ভালোবাসার গল্প part : 1

1
10549

অব্যক্ত ভালোবাসার গল্প part : 1
writer : Lovely khanom

ঘুম থেকে উঠতে না উঠতেই আম্মু এসে ডাকাডাকি শুরু করে দিলো,,,,,
ঘুম থেকে উঠতে একটু দেরি হয় বুঝলাম,,,,,,
তাই বলে এমন করার কোনো মানে হয় না,,,,,,
দুই তিন বার ডেকে চলে গেলে একটু পর আবার আসে ডাকতে,,,,
আমি একটু উঠে আবার শুয়ে পড়ি,,,,,
.
আম্মু :::::::: সানিয়া জলদি উঠ,,,,
আর কতো ঘুমাবি,,,,
রাজ্যের সব ঘুম কি তোকেই দিয়ে দিয়েছে,,,,,,,
সবার ঘরে গিয়ে দেখে আয়,,,
কার মেয়ে দিনের ১১টা পর্যন্ত ঘুমুচ্ছে,,,,
শুধু এক তুই,,,,
উঠ বলছি নয়তো পানি ঢেলে দিবো,,,
.
আমি ::::::: আম্মু আরেকটু ঘুমুতে দাওনা প্লিজ,,,,,
মাত্রই তো শুলাম,,,,
.
আম্মু ::::::: দেখেতো মেয়ের কান্ড,,,,,
দাড়া তোর ঘুম আমি ছুটাচ্ছি,,,,,
আম্মু পাশে রাখা জগ থেকে পানি নিয়ে আমার মুখে ছিটিয়ে দিলো,,,,
.
আমি :::::::::: শুয়া থেকে বসে পড়লাম,,,,
উফফফফ আম্মু,,,,,
এসব কি করলে,,,,,
আমার একদম এসব ভালো লাগে না,,,,,,,,,,
সবসময় আমাকে বিরক্ত করো কেনো,,,,
.
আম্মু ::::::::::: ঘুম থেকে এতো দেরি করে উঠলে বিরক্ত অবশ্যয় করবো,,,,
আমি দেখেই তোর বাবার সংসারটা করছি তোদের নিয়ে,,,,,,
নয়তো তোদের মতো মেয়েদের কি যে হতো আল্লাহই ভালো জানেন,,,,
.
আমি :::::::::: ব্লা ব্লা করা ছাড়া বুঝি আর কোনো কাজ নেই,,,,,
আব্বুর জিবনটাতো নষ্ট করেছো সাথে আমাদের টাও নিয়ে টানাটানি করছো,,,,,,,,,,,
হুহহহ,,,,
.
আমার আম্মুটা এমন কেন হ্যা,,,,,
ঘুম থেকে না উঠলে বুঝি মেয়েকে স্কেল দিয়েও মারে,,,,,
হুম মারে আমার আম্মাজান মারে,,,,
.
আবারো আম্মু এসে বলে গেলো,,,,
জলদি শাওয়ার করে রেড়ি হতে,,,,
.
কিন্তু আমি কিছু জিঙ্গেস করলে চুপ করে থাকতে বলে,,,,,
যা বলেছি তাই কর,,,,
যখন যা হবে সব দেখবি,,,,,
.
গিয়ে শাওয়ারটা সেরে নিলাম,,,,,
টাওয়াল পেছিয়ে রুমে এসেই দেখি আম্মু আমার আলমিরা থেকে সব কাপড় বের করে ত্যাচন্যাচ করে দিচ্ছে,,,,
আহহহহ আমার কলিজায় গিয়ে লাগছে,,,,,,
অনলাইন থেকে অর্ডার করে আনা আমার পছন্দের সব জামা উলোট পালোট করে ফেলেছে,,,,,,,
.
আম্মু তুমি এসব কি করছো,,,,
সব কাপড় তো বিছানায় পড়ছেও না,,,, কিছু কিছু নিছে পড়ে যাচ্ছে,,,,
আমার কাপড়ের এমন হাল দেখে আমার হাট এ্যাটাক হওয়ার উপক্রম,,,,,,
.
নিজে ফ্লোর থেকে কাপড় উঠিয়ে নিচ্ছি,,,,,,,
আম্মু তুমি করছো টা কি??
আমার সব কাপড় অগোছালো করেছো কেনো???
.
আম্মু কোনো জবাব না দিয়ে,,,,,
আমার ঈদের ড্রেসটা নিয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো,,,,,
উফফফ পেয়ে গেছি,,,,,
এমন ভাবে কেউ কাপড় রাখে,,,
আর এগুলাকে তুই গুছানো বলিস,,,,,
.
আম্মু তুমি একটা কাপড়ের জন্যে আমার সব কাপড় কেন ফেলে দিলা,,,
জানোই তো কত কষ্ট করে আব্বুকে ম্যানেজ করে টাকা নিয়ে অনলাইন থেকে কাপড় গুলো কিনেছি আর তুমি,,,,,
আমার সব ফেবোরিট ড্রেস ত্যাচন্যাচ করে দিলা,,,,,,
দিস ইজ নট ফেয়ার আম্মুনি,,,,
.
আম্মু ::::::::: হয়েছে হয়েছে আর ন্যাকামো করতে হবে না,,,,,
জলদি এটা পড়ে নে,,,,
আর খুব সুন্দর ভাবে সাজবি,,,,
.
আমি :::::::::: সুন্দর ভাবে সাজবো মানে,,,,
আমিকি কালা ভূত নাকি যে আটা ময়দা মেখে সুন্দর করে সাজবো,,,,
.
আম্মু :::::::::::::: তোকে আটা ময়দা মাখতে বলিনি বলেছি সুন্দর করে সাজবি,,,,
এতো গর্জিয়াস না সিম্পল ভাবে,,,,
.
আমি :::::::::::: কোথায় যাবো আমরা?????
.
আম্মু ::::::::::: সানিয়া এতো বকবক না করে যা বলছি তাই কর,,,,,
আর জলদি কর,,,
.
আমি নাচোড়বান্দা,,,,,,,
আজ আম্মুকে বলতেই হবে আমরা কোথায় যাচ্ছি,,,,
আম্মুকে জড়িয়ে ধরে বললাম,,,,
বলোনা আমার লক্ষি মা,,,
আমরা কোথায় যাচ্ছি,,,,,
প্লিজ আম্মু বলো,,,
নয়তো তোমায় ছাড়বো না,,,
এভাবেই ধরে রাখবে,,,,
যতক্ষণ না বলছো আমরা কোথায় যাচ্ছি,,,,,,,
.
আম্মু বেচারি নাজেহাল অবস্হা,,,,,,
ছাড় আগে,,,,
বলছি তো,,,
তারপর আমি ছেড়ে দিলাম,,,,
.
আম্মু ::::::::::: তোর আপুর বাসায় যাবো,,,,,,,,
.
আমি :::::::::: আপুর বাসায় হঠাৎ???
.
আম্মু :::::::::::: হঠাৎ মানে,,,,
ঈদে কি আমরা গিয়েছি,,,,
আর তোর আপুটা ফোন করেছিলো,,,
আমার মেয়েটা অনেক রাগ করেছে,,,,,
সবাই নাকি গিয়েছে শুধু আমরা যাইনি,,,,,,,,,
নয়ন আর এহসান নাকি আমাদের খুব মিস করছে,,,,,
তাই যাবার সিদ্ধান্ত নিলাম,,,,
.
আমি :::::::::::: সেটাতো বুঝলাম,,,,
কিন্তু আমাকে এভাবে যাবার কি দরকার,,,,,,
.
আম্মু ::::::::::: কি দরকার মানে,,,,
আজব তো,,,
তোর আপুর বিয়ের পর তো এখন আমাদের মেয়ে বলতে শুধু তুই,,,,
তোর আপুর বাসায় যাবি তো একটু ভালোভাবে সেজে গুজে যাবি না,,,,
.
আমি :::::::::::: কিন্তু আম্মু,,,
.
আম্মু :::::::::: কোনো কিন্তু না,,,,যা তারাতারি রেড়ি হয়ে নে,,,,
এমনিতেও অনেক লেইট হয়ে গেছে,,,,
আম্মু নিজের রুমে চলে গেলো,,,
.
আমি ::::::::: ইসসসস রে যদি ঘুম থেকে তারাতারি উঠে পড়তাম তাহলে ভালোই হতো,,,,,
মিহাদের সাথে যে আজ মিট করার কথা ছিলো,,,,
রাতে তো এত্তগুলা মেসেজ দিয়ে রেখেছে,,,,,
তার সাথেই তো কথা বলতে বলতে পুরো রাত কাটিয়ে সকালের আযানের পর সানিয়া গুমিয়েছিলো,,,,,
ঈদের ড্রেস পড়ে মিহাদকে সালাম করাও হয়নি,,,,
এমনকি মিহাদ যে শাড়িটা দিয়েছে সেটা পড়েও ওকে দেখায়নি,,,,,,
এখন তো আর কোনো উপায় নেই,,,,,
.
যাবে না বললে আম্মু জোর করে হলেও নিয়ে যাবে,,,,,,
আমি তো মিহাদের কথা ভুলেই গিয়েছিলাম,,,,,
মিহাদ হচ্ছে আমার ভালোবাসা,,,,,
ও এখনো বেকার,,,,,
মিডল ক্লাস ফ্যামিলির ছেলে,,,,,,
বাবার টাকায় চলে,,,,
এমনকি আমাকেও মাঝে মাঝে গিফট করে,,,,,,
আমি অনেক নিষেধ করি তারপরও শুনেনা,,,,,
.
আর আমিও ওকে গিফট করি,,,,,,
কাজের জিনিস,,,,
যেমন শপিং করে দিই,,,,,
রেস্টুরেন্টের বিলটা জোর করে আমিই দিই,,,,,,
যখন জব পাবে সব নাকি আমায় ফেরত দিবে,,,,,,,
ও খুব ভালোবাসে আমায়,,,,
আর আমিও,,,
.
মোবাইল সাইলেন্ট থাকার কারণে বুঝতে পারিনি মিহাদের এত্ত কল আর মেসেজ,,,,,,,,
তুমি কখন আসবে???
শাড়িটা পড়ে আসবে,,,,,
টিপ দিবে কিন্তু,,,,,
এটা আমার পছন্দ না হলেও মিহাদের জন্যে পড়তে হবে,,,,,
.
আমি জাস্ট একটাই রিপ্লে দিলাম,,,,
সরি গো,,,
আজ মিট করতে পারবো না,,,,
আম্মুর সাথে আপির বাসায় যাচ্ছি,,,,
এসেই কথা বলবো,,,
ততক্ষণ পর্যন্ত ভালো থেকো,,,,
খোদা হাফেজ,,,,,,,,,,,,,,,,,

চলবে,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

1 COMMENT

  1. আমার প্রিয় লেখিকা ??
    উনার ‘ডেভিল হাজবেন্ড ‘ গল্প টা পড়েছিলাম। এত্তো ভালো লেগেছিলো কতোবার যে গল্প টা পড়েছি মোনে নেই। এখনো পড়ি মাঝে মাঝে।উনার অন্য গল্পের অপেক্ষায়ই ছিলাম এতোদিন।??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here