অব্যক্ত ভালোবাসার গল্প part : 3

0
4214

অব্যক্ত ভালোবাসার গল্প part : 3
writer : Lovely khanom

ডান্সের শেষের দিকে হঠাৎ মিহাদ আমায় তার বুকের সাথে জড়িয়ে ধরলো,,,,,
আমি এমনিতেই তার প্রতিটা ছোয়াতে নিজেকে বারবার হারিয়ে ফেলছিলাম,,,,,,,,,,
এখন তার বুকে নিজেকে আবদ্ধ দেখে ঠেলে সরিয়ে দিয়ে জলদি করে স্টেজ থেকে নেমে সোজা বাসায় চলে এলাম,,,,,,,,,,
সেই প্রথম ছোয়াতেই শরীরটা কাঁপছিলো,,,,,,,
আর সেই কাপুঁনিটা এখনো থামেনি,,,,,,
.
বারবার চোখের সামনে শুধু মিহাদের চেহারা ভেসে উঠছে,,,,,,
তারপর দিন থেকেই আমাদের দেখা হলে মিহাদ কেমন শান্ত টাইপের হয়ে যায়,,,,,
আমার সাথে ঝগড়া করে না,,,,,
আমি ঝগড়া করলেও সে চুপ মেরে যায়,,,,,,,,
.
ওয়াচটা আমাকে দিলে আমি নিইনা,,,,
আমি :::::::: আপনার কাছ থেকে কেনো আমি এটা নিবো???
আর আপনি আমার কে হোন যে এটা আমায় দিচ্ছেন???
.
মিহাদ :::::::::: এটা তোমার পছন্দ তাই দিতে চাইছি,,,,,
আর হয়তো এখন কেউ না তবে তুমি চাইলে তো কিছু একটা হতে পারি,,,,
.
আরে নাও ওয়াচটার কোনো দাম দিতে হবে না,,,,ফ্রিতে দিচ্ছি,,,
কোনো একটা কিছু ভেবেই নিয়ে নাও,,,
.
আমি অবাক হয়ে,,,,
তাকে এতো বড় বড় কথা বলছি,,,
বকাও দিচ্ছি,,,,খোচা মেরে মেরে কথা বলছি অথচ সে কিছুই গায়ে মাখছে না,,,,,,,
উল্টো আমাকে জিতিয়ে দিচ্ছে,,,,
.
বজ্জাতটার কান্ড দেখে আমি রিতিমতো অবাক হচ্ছি,,,,,
.
তিহার শুশুর বাড়িতে ডিনারের জন্যে ইনভাইট করলো,,,,,
আম্মুর থেকে অনেক কষ্টে পারমিশন নিয়ে বাসা থেকে বের হলাম,,,,
এমনি এমনি পারমিশন দেয়নি,,,,
তিহা আর ওর বরও ফোন করে আম্মুকে অনেক করে বলাতে আম্মু রাজি হয়,,,,,
.
বাসায় তারাতারি ফিরতে বলে,,,
যেনো লেইট না হয় নয়তো আর কখনো পারমিশন দিবে না,,,,
.
খুব সুন্দর করে সেজে গুজেই তিহার বাসায় এলাম,,,,,
ওর বাসা একটু ছোট হলেও খুব সুন্দর,,,,
তিহাকেও অনেক সুন্দর লাগছে,,,
ওর বর ইশতিয়াক আমার সাথে খুব দুষ্টুমি করছে,,,,,,
ইশতিয়াক ভাইয়াও অনেক ভালো,,,,
উনার মা বাবা দুজনেই দেশের বাড়ি থাকেন,,,,,
বিয়েতে এসেছিলেন,,,,,,
বিয়ের দু সপ্তাহ পরই গ্রামে চলে গেছেন,,,,
বাসায় শুধু তিহা আর ইশতিয়াক ছাড়া আর কেউ নেই,,,,,,
.
অনেকক্ষণ গল্প গুজব করার পর কলিং বেল বেজে উঠে,,,,,
ইশতিয়াক ভাইয়া গিয়েই ডোর খুলে দিলো,,,,,
তারপর যাকে দেখলাম আমি,,,,,
চোখ বড় বড় করে তাকিয়ে আছি,,,,
একবার ইশতিয়াক ভাইয়ার দিকে,,,একবার তিহার দিকে তারপর ঐ আগান্তুকের দিকে,,,,,
আগান্তুক তো আমার দিকেই তাকিয়ে আছে,,,,,
চোখ সরাচ্ছেই না,,,
.
একহাতে চকলেটের বক্স আর অন্য হাতে ফুলের তোড়া,,,,
আমার দিকেই এগিয়ে আসছিলো,,,,
আমি তার দিকে দেখেও না দেখার ভান করছি,,,,
কিন্তু এ আমার দিকে কেনো আসছে,,,,
তাহলে কি চকলেট আর ফুলগুলো আমার জন্যে,,,,
.
সে যখন পুরোপুরি আমার সামনে চলে এলো আমি বসা থেকে দাড়িয়ে গেলাম,,,,
সে জিনিস গুলো আমার দিকে এগিয়ে দিতেই আমি হাত বাড়িয়ে নিতেই যাচ্ছিলাম কিন্তু একি সে তো আমাকে ক্রস করে জিনিস গুলো তিহার হাতে দিলো,,,,,,
.
মিহাদ ::::::::::: ভাবী এগুলা তোমার জন্যে,,,,কাউকে দিবানা কিন্তু,,,,
বলে দিলাম,,,
তারপর আমার দিকে তাকিয়ে চোখ টিপ মেরে ইশতিয়াককে জড়িয়ে ধরলো,,,,
.
আমি রাগে ফুসছি,,,,বজ্জাতটা আমার সাথে এমন করলো কেন,,,,
আমিকি জিনিস গুলো নেওয়ার জন্যে পাগল হয়ে গেছি নাকি,,,,
এটা মানলাম যে আমার চকলেট খুব পছন্দ তাই বলে,,,,,
.
মিহাদ সোফায় বসে,,,,
তো কেমন আছিস দোস্ত প্লাস ভাই,,,
.
ইশতিয়াকও মিহাদের পাশ বসলো,,,,
ভালো আছি,,,
তুই কেমন আছিস???
.
মিহাদ ::::::::: কি আর বলবো,,, ভালো থাকা যায় নাকি,,,, ইদানিং স্বপ্নে কে যেনো এসে সব উলোট পালোট করে দিয়ে যায়,,,,,,,
সারাক্ষণ শুধু ডিস্টার্ব করে,,,,,,
কথাগুলো আমার দিকে তাকিয়েই বলছে,,,
.
মিহাদের সাথে আমার চোখাচোখি হলে আমি ভেংচি কেটে অন্যদিকে ফিরে যায়,,,
তারপর সে মুচকি হাসেঁ,,,,
.
তিহা :::::::::: এতোই যখন ডিস্টার্ব করে,,,তাকে ধরে নিয়ে এসো,,,,
তারপর টুপ করে বিয়ে করে ফেলো,,,,
.
মিহাদ :::::::::::: ধরতে তো চাই তবে ধরতে পারিনা,,,,,শুধু পালিয়ে যায়,,,
কেনো দূরে দূরে থাকে বুঝি না,,,,
.
তিহা ::::::::::: আচ্ছা তোমরা গল্প করো আমি টেবিলে নাস্তা দিচ্ছি,,,,
সানিয়া তুই মিহাদ আর ইশতিয়াকের সাথে গল্প কর,,,,,,
আমি কিচেনে যাচ্ছি,,,,
.
আমি ::::::::::: না না,,,,আমি ছেলেদের সাথে কি গল্প করবো একা একা,,,তার চেয়ে বরং তোর হাত বাটাই চল,,,,
.
ইশতিয়াক :::::::::::: সানিয়া তুমি প্রথম আমাদের বাসায় এসেছো,,,,
তুমি আমাদের গেস্ট,,,,, তোমার কিচেনে যাওয়া লাগবে না,,,,
তুমি বসো,,,,
.
আমি ::::::::::: গেস্ট বলেই পর করে দিলেন তো,,,,
সমস্যা নাই,,,,
আমার ওসব অভ্যেস আছে,,,,
.
মিহাদ ::::::::::::: ইশতিয়াক মানা করছিস কেন,,,,,
যাক না কিচেনে,,,
ভাবীর সাথে একটু আধটু কাজ করুক,,,,
আর মেয়েদের তো এমনিতেই কাজ শিখতে হয়,,,,,
.
আমি :::::::::::::: জিজু প্লাস ভাইয়া,,,,,
আমাকে কি শিখতে হবে আর কি শিখতে হবে না সেইটা আপনার ভাইকে বলতে হবে না,,,,,
উনাকে নিজের দিকে ধ্যান দিতে বলুন,,,,,
.
আর কিছু না বলেই কিচেনে চলে এলাম,,,,,,,
তিহার সাথে কাজ করতে লাগলাম,,,
আমি তেমন কিছু করছি না,,, শুধু প্লেট সাজাচ্ছি ,,,,,,,,
এদিক ওদিক তাকিয়ে তিহাকে ফিসফিস করে বললাম,,,,,
.
তোরা যে ঐ বজ্জাতটাকেও ইনভাইট করলি আমাকে তো একটাবারও জানালি না,,,,,,,
.
তিহা ::::::::::::::: কেনো জানালে কি আসতি না?????
.
আমি ::::::::::: কখনোই না,,,,ঐ তো একটা বজ্জাত,,,,,,,
.
তিহা :::::::::::: আচ্ছা বলতো তোরা এতো ঝগড়া করিস কেনো,,,,,
মিলেমিশে থাকতে পারিস না,,,,
সবসময় শুধু খোচা মেরে কথা বলা,,,
.
আমি :::::::::::: এ্যাহহহহ কি বললি তুই,,,,
ঝগড়া করি আমি,,,,
ঝগড়া আমি করি না করে তো ঐ বজ্জাতটা,,,,,
সবসময় শুধু যেখানে সেখানে সবাইকে জ্ঞান দিতে আসে,,,,,,,,
.
হঠাৎ পিছন থেকে কেউ এহেম এহেম করে উঠলো,,,,
আমি আর তিহা দুজনেই পিছনে তাকালাম,,,,,,
বজ্জাতটা পানির গ্লাস নিয়ে দাড়িয়ে আছে,,,,,,,
আমাদের দুজনের সব কথা শুনেছে বোধহয়,,,,,,,
কখন এসেছে টেরই পেলামনা,,,
.
তিহা :::::::::: আরে দেবরজি তুমি এখানে যে???
.
মিহাদ ::::::::::: কেনো আমিকি এখানে আসতে পারি না,,,,
পানি নিতে আসলাম,,,
.
তিহা :::::::::: না না তা বলিনি,,,,আসতে কেনো পারবে না,,,,,
তোমার ভাইয়ারই তো বাসা,,,,
তবে আমায় বলতে,,,,
আমি পানি দিতাম,,,,
নয়তো সানিয়াকে বলতে,,,,
.
মিহাদ :::::::::::: ওরে বাবা,,,,আমার এতো জলদি মরার শখ নাই,,,,
যদি পানিতে বিষ বা ইদুঁরের ঐষুধ মিশায় দেয়,,,,,দরকার নাই বাবা,,,,
.
আমি :::::::::: আমার আর খায় দায় কাজ নাই বুঝি,,,,
যার তার জন্যে জেলের ভাত খাবো নাকি,,,,,
.
মিহাদ :::::::::: ভাবী তোমাদের এখানে আসাতে বোধহয় কেউ একজন অস্বস্হি বোধ করছে,,,,,
বরং আমি চলেই যাই,,,,
.
আমি বিড়বিড় করে বললাম,,,,
হুহহহহহ আরো কত ঢং যে দেখবো,,,
.
তিহা :::::::: ছি কি বলছো তুমি এসব,,,,
কেনো অস্বস্হিবোধ হবে,,,,,
তেমন কিছু না,,,,
সব রেডি করে ফেলছি,,,,
যাও টেবিলে গিয়ে বসো,,,,
ইশতিয়াক কই ওকে ও ডাকো,,,
.
মিহাদ চলে গেলো,,,,
আমি তিহার পাশে বসলাম,,,,,
আর মিহাদ ইশতিয়াকের পাশে,,,,,
খেতে খেতে হঠাৎ এক সময় তিহা মুখ চেপে বেসিনে গিয়ে বমি করতে লাগলো,,,,,,,
.
আমিও তিহার পিছনে পিছনে গেলাম,,,,
তিহা বমি করে খুব টায়ার্ড় হয়ে গেছে,,,,
আমি ঘাবড়ে গেলাম,,,,
.
ইশতিয়াক আর মিহাদও পিছন পিছন এলো,,,,,
অস্হির হয়ে খালি বলতে লাগলাম তিহা তোর কি হয়েছে???
পেট খারাপ হয়নি তো,,,
তুই কেন বমি করলি???
এখন কি হবে,,,,
তিহা তুই বমি করলি কেন???
লবণ কি কম দিয়েছিস???
নাকি ভুল করে লবণের জায়গায় চিনি দিয়েছিস???????
.
পিছনে তাকিয়ে দেখি মিহাদ আর ইশতিয়াক মিটিমিটি হাসছে,,,,
আবার তিহাকে দেখি সেও হাসছে,,,,
.
মিহাদ ::::::::::: সানিয়া তুমি একটু এদিকে আসো,,,
কিছু কথা আছে,,,,
.
আমি :::::::::: আমি কোনো কথা শুনবো না,,,,,
আপনারা কেমন মানুষ,,,,
এদিকে তিহার অবস্হা খারাপ আর আপনারা কিনা মুখ টিপে টিপে হাসছেন,,,,,,,
.
মিহাদ ::::::::::::: ইসতিয়াক তুই ভাবীকে রুমে নিয়ে যা,,,,,
ভাবীর খুব উইক লাগছে,,,,
.
আমি কিছু বলতে চাওয়ার আগেই দেখি হাতে টান পড়ছে,,,,
মিহাদ আমাকে টেনে অন্য রুমে নিয়ে গেলো,,,,
.
আমি :::::::::: আমাকে এখানে কেনো আনলেন,,,,,
কি মতলব আপনার???
সরেন আমি তিহার কাছে যাবো,,,,
.
আমি রুম থেকে বেরিয়ে যেতে চাইলে মিহাদ জোর করে আমাকে আটকে রেখে দরজা বন্ধ করে দারজার সামনেই দাড়িয়ে পড়ে,,,,,,
আমি অবাক হয়ে,,,,
.
আমি কিন্তু এখন চিৎকার করবো,,,
আপনার কি সমস্যা???
দরজা বন্ধ করেছেন কেনো???
কি মতলব আপনার????
.
মিহাদ ::::::::::: এতো ভয় পাচ্ছো কেনো,,,
আমি কি বাঘ নাকি ভাল্লুক,,,
আর এই মেয়ে তুমিকি কচি খুকি,,,,
যে কিছু বোঝনা,,,,
.
আমি :::::::: মানে???? কি বলতে চাইছেন আপনি???
.
মিহাদ ::::::::::: তিহার কাছে এখন তোমার যাওয়া লাগবে না,,,,,
ওদের একটু একা থাকতে দাও,,,
.
আমি :::::::::::: কিন্তু তিহা যে অসুস্হ,,,,
ওযে একা,,,
.
মিহাদ :::::::::::: কে বললো একা,,,,,
ইশতিয়াক আছে না,,,,
এমন সময় দুজনের একসাথে থাকা উচিৎ,,,,,
তাইতো ওদেরকে সুযোগ দেয়ার জন্যে তোমায় ডাকছিলাম বাট তুমি বুঝলাই না,,,,,,,
.
আমি :::::::::: কিন্তু কেনো???
.
মিহাদ :::::::::: কারণ তিহা প্রেগন্যান্ট,,,,
.
আমি শুনেই হা হয়ে গেলাম,,,,,
তিহা প্রেগন্যান্ট কিন্তু আমি বুঝতেই পারলাম না,,,,,,
আর মিহাদের মুখ থেকে কথাটা শুনে খুব লজ্জা পেলাম,,,,,,,
আমি কেমন গাধী,,,,
.
মিহাদের সাথে চোখ মিলাতে পারছি না,,,,
খুব লজ্জা লাগছে,,,,,,
একটু পরেই ইশতিয়াক এলো,,,,
তারপর আমাকে অনেক করে বলে তাদের বাসায় থেকে যেতে কিন্তু আমি না করে দিলাম,,,,,
তিহা বলছে ইশতিয়াক যেনো আমাকে বাসায় পৌছে দেয়,,,,,
কিন্তু আমি একা যেতে পারবো বললাম,,,
.
তারপরও ওরা আমায় ছাড়ছে না,,,,
হঠাৎ মিহাদ বলে উঠলো,,,,
আমি নাহয় সানিয়াকে পৌছে দিবো বাসায়,,,,,
কি বলিস ইশতিয়াক???
.
আমি ::::::::::: না না,,,,,কোনো প্রয়োজন নেই,,,,,,
আমি একা যেতে পারবো,,,,
আপনি কেনো শুধু শুধু কষ্ট করবেন আমার জন্যে,,,,
.
তিহা ::::::::: মিহাদ ঠিক বলেছে,,,,
সানিয়া তুই ওর বাইকে করে চলে যা,,,,
জলদি বাসায় যেতে পারবি,,,,
আর নাহয় গাড়ির জন্যে ওয়েট করতে করতে লেইট হয়ে যাবি,,,,
.
আমি ::::::::::: কিন্তু,,,,,
.
ইশতিয়াক :::::::::::::: কোনো কিন্তু টিন্তু শুনছি না,,,,,
বাসায় যেতে হলে মিহাদের সাথে যাবে আর নাহয় এখানে থেকে যাও,,,,,
সকালে বাসায় চলে যেও,,,,,,,,,,

চলবে,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here