অব্যক্ত ভালোবাসার গল্প part : 4

0
3648

অব্যক্ত ভালোবাসার গল্প part : 4

writer : Lovely khanom

ইশতিয়াক :::::::::::::: কোনো কিন্তু টিন্তু শুনছি না,,,,,
বাসায় যেতে হলে মিহাদের সাথে যাবে আর নাহয় এখানে থেকে যাও,,,,,
সকালে বাসায় চলে যেও,,,
.
আমি ::::::::: না,,,,আসলে,,,,ইয়ে মানে,,,
.
মিহাদ ::::::::: এতো ফোর্স করার কি দরকার,,,,,
ইশতিয়াক আমি চললাম,,,,
মিহাদ চলে যাচ্ছে,,,,
.
যদি মিহাদ চলে যায় তাহলে আজ রাতটা আমাকে এখানে কাটাতে হবে,,,,
বাসায় ছাড়া আমার অন্য কোথাও ঘুম হয় না,,,,,,
তাই আমি আর সাত পাঁচ না ভেবেই তিহাকে জড়িয়ে ইশতিয়াককে বাই বলে মিহাদের পিছনে পিছনে দৌড়ে চলে এলাম,,,,,,
.
বাইকের কাছে আসতেই আমি পুরো হাফিয়ে গেছি,,,,
বড় বড় নিশ্বাস নিচ্ছি,,,
.
মিহাদ বাইকে স্টার্ট দিয়ে,,,,
কি হলো ম্যাডাম,,,,
কি ডিসিশন নিলেন????
.
আমি :::::::::: আগে দম নেওয়ার সময় তো দিবেন,,,,,
আমায় বাসায় পৌছে দেন,,,,,
আমি বাইকে উঠতে যেতেই মিহাদ হাত বাড়িয়ে দিলো,,,,,
.
আমি তার হাত না ধরেই উঠে বসলাম,,,,,
মিহাদ ::::::::: এই যে ম্যাডাম যদি ধরে না বসেন পড়ে গেলে যে আরেক কেলেঙ্কারি বাধবে,,,,,,
.
আমি ::::::::::: জ্বি আমি ধরেই বসেছি,,,,
তবে আপনাকে না,,,, আপনার বাইকের কেরিকে,,,,,
.
মিহাদ :::::::::: কিন্তু পড়ে টড়ে গেলে আমার কোনো দোষ নাই,,,
.
দরজার পাশ থেকে ইশতিয়াক চিৎকার করে বললো,,,,,
মিহাদ সানিয়াকে সাবধানে বাসায় পৌছে দিস,,,,,
একটু খেয়াল রাখিস আমার শালীটার,,,
.
তারপর দুজনে হেসে দিলো,,,,
মিহাদের হাসিঁ দেখে আমার রাগ লাগছে,,,,,,,
.
তাদের হাসির কারণটা আমি বুঝতে পারলাম না,,,,
.
মিহাদ বাইক খুব স্পিডে চালাচ্ছে,,,,
খুব স্পিডে চলার কারণে সামনে ট্রাক থাকায় ব্রেক করতেই আমি মিহাদের সাথে খুব জোরে ধাক্কা খায়,,,,,
পড়ে যাবার ভয়ে চোখ বন্ধ করে মিহাদকে আকড়ে ধরি,,,,,,,,
.
মিহাদ হেসেঁ বললো,,,
আহহহ করছোটা কি সানিয়া,,,,,,
মানুষে দেখলে কি ভাববে,,,,,
ছাড়ো আমায়,,,,
এভাবে কেউ পাবলিক প্লেসে জড়িয়ে ধরে,,,,,,,
.
মিহাদের কথা শুনে আমি চোখ খুলে চট করে তাকে ছেড়ে দিলাম,,,,
ছি এসব হচ্ছে কি আজ আমার সাথে,,,,,
যা করতে চাইছি না তাই ভুল করে হয়ে যাচ্ছে,,,,,,,
.
মিহাদ ::::::::: দেখলে তো মুরব্বিদের কথা না শুনলে কি হয়,,,,,
.
মিহাদ লুকিং গ্লাসে আমাকে দেখছে,,,,
আমি ভেংচি কেটে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলাম,,,,
.
আমি বাসা থেকে একটু দূরেই নেমে পড়লাম,,,,,
যদি আম্মু আব্বু দেখে তবে সমস্যা হবে,,,,,,,,,
মিহাদ ::::::::::::: এখানে নামলে যে,,,,,
সামনে যেতে হবে না,,,
.
আমি :::::::::::: অনেক কষ্ট করেছেন,,,আর কষ্ট করতে হবে না,,,,
এই একটু খানি পথটা আমি হেটে যেতে পারবো,,,,
.
মিহাদ :::::::::: একা যাওয়াটা বোধহয় ঠিক হবে না,,,,
রাস্তাটাও কেমন নির্জন,,,,অন্ধকারও বটে,,,,,,
বাইকে না গেলেও আমি কিছুটা পথ তোমাকে এগিয়ে দিয়ে আসি,,,,
.
আমি ::::::::: তার দরকার নেই,,,,
বললাম তো আমি যেতে পারবো,,,,
তারপর মিহাদ চলে গেলো,,,,
আর আমি ও বাসায় চলে এলাম,,,,
.
কয়েকদিন পর,,,,,, সকালে ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি পড়ছে,,,,,
বৃষ্টিতে ভিজতে গেলেই আম্মু বকাবকি করে,,,,
তাই ভিজতে পারলাম না,,,,
.
বেলকুনি দিয়ে বৃষ্টির পানিতে মুখ ধুচ্ছি,,,,,
আর পানি নিয়ে এদিক ওদিক ছুড়ছি,,,,,,,,
হঠাৎ রাস্তার অপর পাশে চোখ পড়তেই দেকি মিহাদ দাড়িয়ে আছে,,,,,,বৃষ্টির পানিতে ভিজে টইটুম্বুর হয়ে গেছে আর এদিকেই তাকিয়ে আছে,,,,,
.
আমি তাকে দেখে একটু না খুব বেশিই অবাক হলাম,,,,,
হঠাৎ উনি আমাদের বাসার সামনে,,,,
আমি ইশারা করে বললাম কি??
.
সে বললো নিচে তার কাছে যেতে,,,,,
এতো বৃষ্টি পড়ছে,,,,সে বৃষ্টিতে ভিজছে,,,,
আবার কিনা আমাকেও ডাকছে,,,,
ব্যাপারটা কি??
.
এমন সময় মোবাইলে রিং হতে লাগলো,,,,,,,
হাতে নিয়ে দেখি আননোয়ান নাম্বার,,,,
কলটা কেটে গেলে আমি আবারো বাইরে তাকায়,,,,
মিহাদ ইশারা করে বলে ফোন রিসিভ করতে,,,,,
.
আমি ফোন রিসিভ করলাম,,,,
হ্যালো,,,,আসসালামু আলাইকুম,,,
.
মিহাদ ::::::::: ওয়ালাইকুমুস সালাম,,,
কেমন আছো???
.
আমি :::::::::: আলহামদুলিল্লাহ ভালো,,,
আর আপনি???
.
মিহাদ ::::::::::: কয়েকদিন ধরে ভালো থাকাটা পালিয়ে গেছে,,,,,,
তারপর আর কি খবর???
.
আমি ::::::::::: ওহহ আচ্ছা,,,,তো আপনি হঠাৎ আমার বাসার সামনে???
কি ব্যাপার??
.
মিহাদ :::::::::: এদিকে যাচ্ছিলাম,,,ভাবলাম তোমাকে একটু দেখে যায়,,,,,
.
আমি :::::::::: মানে কি???
.
মিহাদ ::::::::::: মানে কিছু না,,,,,
তুমি একটু নিচে আসবা???
.
আমি অবাক হয়ে,,,,,,
আপনার চোখ কি গেছে নাকি আছে???
দেখছেন না বাইরে তুমুল বৃষ্টি পড়ছে,,,,,,,
.
মিহাদ ::::::::::: তো কি হয়ছে,,,,বৃষ্টি কি তোমার ভালো লাগে না????
.
আমি ::::::::: লাগে,,,,,,, কিন্তু নিচে গেলে যে বৃষ্টিতে ভিজে যাবো,,,,তখন আম্মু বকবে,,,,,
.
মিহাদ ::::::::::::: ভালো লাগে বলছো,,,,,আবার বলছো আম্মু বকবে,,,,
আমিও তো ভিজে গেছি,,,
এসো,,,
.
আমি :::::::::: না বাবা আমি যেতে পারবো না,,,,
আর আপনি আমায় নিচে যেতে বলছেন কেনো???
তারপর ফোনটা রেখে দিলাম,,,,
.
রুমে এসে ভাবছি,,,,,
ছেলেটা হঠাৎ এভাবে বদলে গেলো কেনো????
তিহা কথায় কথায় বলেছিলো যে মিহাদ আমায় পছন্দ করে,,,,,
ধ্যাৎ কি সব আজে বাজে ভাবছি,,,,
.
এর ভিতর আরো অনেক বার কল দিয়েছে মিহাদ কিন্তু আমি রিসিভ করিনি,,,,,
ফোন সাইলেন্ট করে রেখেছি,,,,,
.
বৃষ্টি থামার কোনো নাম নিশানা নেই,,,,
সারাটা দিন বৃষ্টি পড়ছে,,,,
মনে হয় আজ আকাশটা ফুটো হয়ে গেছে,,,,,,
একটা খুব সুন্দর ঘুম ও দিলাম,,,,
এক ঘুমেই সন্ধ্যে হয়ে গেলো,,,,,
.
এখনো বৃষ্টি থামেনি,,,,,,আম্মু এসে চা দিয়ে গেলো,,,
গরম গরম চা,,,,,
বেলকুণিতে বৃষ্টি দেখে খেলে মন্দ হয়না,,,,,,,
তাই চা টা নিয়ে সোজা বেলকুণিতে চলে এলাম,,,,,
.
কাপে চুমুক দিয়ে রাস্তার ওপাশে চোখ পড়তেই দেখি মিহাদ,,,,,,
ও এখনো দাড়িয়ে আছে,,,,
পাশে বাইক আর সে বৃষ্টিতে ভিজছে,,,,
.
সে কি এখনো যায়নি,,,,আমি হা করে সেদিকে দেখছি,,,,,
ব্যাপার কি,,,
এমন ভাবে ভিজলে তো সে মরেই যাবে,,,,,
বিছানা থেকে ফোনটা এনে দেখি আরো অনেক গুলা কল,,,,,
.
আবারো কল এলে রিসিভ করি,,,
হ্যালো,,,আপনি এখনো যাননি???
এভাবে বৃষ্টিতে ভিজছেন কেনো????
.
মিহাদ ::::::::::: তোমাকে আসতে বলেছিলাম,,,,আসোনি কেনো???
এতো বার কল দিচ্ছি রিসিভও করছো না,,,,
.
আমি :::::::::: ঘুমিয়ে ছিলাম তাই,,,,
যান বাসায় চলে যান,,,,এতো ভিজলে অসুখ করবে,,,
.
মিহাদ ::::::::::: তুমি যতোক্ষণ আসবে না আমি ততক্ষন বৃষ্টিতে ভিজতে থাকবো,,,,,,,
.
আমি :::::::::::: আজব তো,,,,,
আমার জন্যে কেনো আপনি বৃষ্টিতে ভিজবেন???
.
মিহাদ ::::::::::::: তুমি আসবে????
মিহাদের কন্ঠটা কাপঁছে,,,,,
.
আমি তাকে দেখে বুঝতে পারছি,,,তার ঠান্ডা লাগছে,,,,থরথর করে কাপঁছে,,,,
.
মিহাদ ::::::::: প্লিজ সানিয়া,,,আসো না একটু নিচে,,,,
আমি অনেক ভেবে চিন্তে বললাম,,,
ওকে আমি আসছি,,,,
বেশিক্ষণ কিন্তু থাকতে পারবো না,,,,
.
মিহাদ :::::::::: তুমি যেমনটা চাও,,,
.
প্রথমে আম্মুর রুমে গিয়ে দেখলাম আম্মু শুয়ে আছে,,,,আর আব্বু ফাইল দেখছে,,,,,,
তার মানে দুজনেই বিজি,,,
এখন কেউ বাইরে আসবে না,,,,
তাই ধীরেধীরে বাইরে বেরিয়ে এলাম,,,,,
.
খুব বৃষ্টি হওয়াতে বাইরে তেমন একটা মানুষজন নেই,,,,,
আমি মিহাদের কাছে গেলাম,,,,
এতো জোরে বৃষ্টি হচ্ছিলো যে ছাতা থাকা সত্তেও আমি ভিজে যাচ্ছি,,,
বৃষ্টির পানি বাতাসের সাথে তাল মিলিয়ে আমায় ভিজিয়ে দিচ্ছে,,,,
.
আমি ::::::::::: কি ব্যাপার,,,, আপনার সমস্যা কি??????
.
মিহাদ হাটু গেড়ে বসে পড়লো,,,,,
আই লাভ ইউ সানিয়া,,,,
.
আমি যেনো বিষ্ময়ের চরম পর্যায়ে পৌছে গেছি,,,,,,
ডিরেক্ট প্রোপজ তাও আবার এই তুমুল বৃষ্টিতে,,,,
.
আমিও মনে মনে মিহাদকে পছন্দ করি,,,,
তবে এতো তারাতারি প্রপোজটা না করলেও পারতো,,,,,
আর কদিন পর করলে কি হতো,,,
.
মিহাদ ::::::::::: সানিয়া কি হলো চুপ করে আছো যে,,,,
কিছুতো বলো,,,
ঝগড়া করতে করতে কখন যে তোমার প্রেমে পড়ে গেছি বুঝতেই পারিনি,,,
.
মিহাদের ঠোটঁ জোড়া কাপঁছে,,,,,
আরো কিছুক্ষণ ভিজলে মিহাদের বড় কোনো সমস্যা হতে পারে,,,,
.
আমি কি জবাব দেবো বুঝতে পারছি না,,,,,,,
মাথা নাড়িয়ে বললাম হুম,,,
.
মিহাদ ::::::::::: এভাবে বললে হবে না,,,
আমার হাতে হাত রেখে বলতে হবে,,,
.
মিহাদ হাত বাড়িয়ে দিলো,,,,
আমি মিহাদের হাতে হাত রেখে চোখ বন্ধ করে বললাম,,,,
আই লাভ ইউ টু,,,,
খুব লজ্জা করছিলো,,,
মিহাদের দিকে তাকাতে,,,,
মিহাদ দাড়িয়ে হুট করে আমাকে টেনে তার বুকের সাথে জড়িয়ে ধরলো,,,,
.
দুজনেই বৃষ্টিতে ভিজে একাকার হয়ে যাচ্ছি,,,,,
আমার ছাতাটা যে কখন বাতাসের সাথে উড়ে গেছে আমি নিজেও জানি না,,,
আমার মনে পড়লো,,,,, আরে আমিতো আমার বাসার সামনে,,,
আর আব্বুও বাসায়,,,
.
মিহাদকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম,,,
করছো কি তুমি,,,,
.
মিহাদ :::::::::: কি হলো,,,হঠাৎ এমন করলে যে,,,
.
আমি ::::::::::: তুমি কি ভুলে গেছো,,,তুমি যে আমার বাসার সামনে,,,,
আর খুব বৃষ্টি হওয়াতে আব্বু অফিসে যায়নি,,,
আব্বুও বাসায়,,,,,
যদি কেউ দেখে ফেলে তাহলে সর্বনাশ হবে,,,
সব শুরু হবার আগেই শেষ হয়ে যাবে,,,,
.
মিহাদ :::::::::: ওহহ সরি,,,,আমি বুঝতে পারিনি,,,,
তোমার মুখ থেকে আই লাভ ইউ টু শুনার পরে নিজেকে কন্ট্রোল করতে পারিনি,,,,
.
আমি ::::::::::: আচ্ছা ঠিকাছে,,, এবার বাসায় যাও,,,
ফাস্টে ডাক্তারের কাছে গিয়ে মেডিসিন নিবা,,,,,
তারপর বাসায় গিয়ে মাথা ভালোভাবে ধুয়ে কিছু খাওয়ার পর মেডিসিন নিবা,,,
তারপর একটা ডিপলী ভাবে ঘুম দিবা,,,
.
মিহাদ :::::::::::: কিভাবে ডিপলী ঘুম দিবো,,,,,
তুমি যে স্বপ্নে এসে ঘুমের বারোটা বাজিয়ে দাও,,,
.
আমি ::::::::: হয়েছে অনেক,,,এবার যাও,,
নয়তো ব্রেকাপ করবো,,,
.
মিহাদ :::::::: শুরু হতেই না হতেই ব্রেকাপ,,,,
.
আমি ::::::::: হুম,,,,আমার সব কথা শুনতে হবে,,,,,
আচ্ছা পরে কথা হবে,,,এখন আমি যাই আর তুমিও যাও,,,
.
মিহাদ আমার দিকে অপলক ভাবে তাকিয়ে আছে,,,,
আমি ওকে ঠেলে দিলাম বাইকের দিকে,,,
যাও বলছি ,,,
.
ও বাইকে বসতে বসতে বললো,,,
লাভ ইউ সানিয়া,,,,,
.
আমি বাসার দিকে যেতে পিছনে ফিরে বললাম,,,,
লাভ ইউ টু গাধা,,,,
মিহাদ বুঝতে পারেনি,,,,
তাই ভ্রু কুচকে বললো কি???
.
আমি একটা রোমান্টিক হাসিঁ দিয়ে বাসায় চলে এলাম,,,,,,
দরজা বন্ধ করেই দরজার সাথে হেলান দিয়ে বড় বড় নিশ্বাস ফেলতে লাগলাম,,,,,,,,
কি যে লজ্জা করছিলো,,,
মিহাদটা না কি,,,,,
এভাবে কেউ হুট করে জড়িয়ে ধরে,,,,,
একটু একটু মুচকি হাসছি,,,,,,,,

চলবে,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here