অব্যক্ত ভালোবাসার গল্প
writer : Lovely khanom
part : 6
মিহাদ ছোটখাটো কোনো চাকরি করতে চাই না,,,
বলে বড় কিছু করবে,,,,
চাকরি করে কারো শিকলে বন্ধি হয়ে থাকার চেয়ে বেকার থাকাটাই শ্রেয়,,,,
.
আমার তখন খুব রাগ লাগে,,,,
এমনিতেই আমার পরিবার যাকে তাকে পছন্দ করে না,,,,
আমার বড় আপুর হাজবেন্ড মানে আমার বড় দুলাভাই খুব বড় বিজনেস ম্যান,,,,,,,
উনার বাবার অনেক সম্পত্তি,,,,,
দুই দুইটা কোম্পানির Owner,,,,,
বড় ঘর আর স্টাব্লিশ যোগ্য পাত্র দেখেই তো আপুকে বিয়ে দিয়েছেন,,,,
.
সব বাবা মা চাই তার মেয়ের বড় ঘরে বউ হয়ে যাক,,,,,
মেয়ে সুখে থাকুক,,,,
মেয়ের যেনো কোনো কিছুতে কমতি না থাকে,,,,,
আমার বড় আপুও ঠিক তাই,,,,
দুলাভাই সাহেব আমার আপুনিকে প্রচুর ভালোবাসে,,,,,
আপুর বার্থডে,,,,ম্যারেজ ডে,,,,ভ্যালেনটাইনস ডে সব সব ডে পালন করে,,,,,
আপুকে সারপ্রাইজ দেয়,,,,,,
.
হানিমুনে যায় প্রতি বছর,,,,,,
প্যারিস,,,,ইটালি,,,,ফ্রান্স,,,,
এই বছর তো মালদ্বীপ গেলো,,,
আপুর দুইটা বেবিও আছে,,,,
.
একটা মেয়ে,,,,আর একটা ছেলে,,,,
নয়ন আপুর বড় মেয়ে,,,যে এখন ক্লাস সেভেনে পড়ে,,,,
আর এহসান আপুর ছেলে,,,যে ক্লাস ফোরে পড়ে,,,,,
.
আমার আপু অনেক সুখে আছে,,,,,
ভালোবাসায় আর সুখে তার জিবন ভরপুর,,,,
তাই আমার আম্মু চাই আপুর মতো কোনো বড় ঘরে আমার বিয়ে হোক,,,,,,
.
আম্মুকে একবার দুষ্টুমির ছলে বললাম যে আমি প্রেম করে বিয়ে করবো,,,,
কিন্তু আম্মু আমার এই কথায় প্রচন্ড রেগে গেলো,,,,
তারপর বললো,,,,
খবরদার,,, এমন চিন্তা মাথায় ও আনবি না,,,,,,,
প্রেম টেম এসব আমি বুঝি না,,,,,
তোর আব্বু আর আমি যার সাথে বিয়ে দেবো তুই তাকেই বিয়ে করবি,,,,
নয়তো কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেবো,,,,
যে মেয়ে মানসম্মান মাটির সাথে মিশিয়ে দিবে এমন মেয়ে আমাদের দরকার নাই,,,,,,,,
.
আমি ::::::::: আম্মু তুমি এতো সিরিয়াস হচ্ছো কেনো,,,
আমিতো জাস্ট ফান করেছি,,,
.
আম্মু ::::::::::: এমন ফান আর কখনো করবি না,,,,,,,
এসব ফালতু ফান আমি মোটেও পছন্দ করি না,,,,
বাব্বাহ আমার আম্মুর কত্ত রাগ,,,,,
সত্যিই আম্মু যদি জানে মিহাদের কথা,,,,,,,,,
তাহলে তো আর নিস্তার নেই,,,,,
.
আমার বড় আপুর একটাই উপদেশ,,,,
আর এই উপদেশটা সে দুইদিন পর পর ফোনেও আমাকে মনে করিয়ে দিবে,,,,
.
সানিয়া,,,,তুই তো জানিস আব্বুকে আশে পাশের কত মানুষ চিনে,,,,
সবাই কত সম্মান করে,,,,
সাবধান করে দিচ্ছি,,,
আব্বু মানসম্মান নষ্ট হয় এমন কাজ কখনো করবি না,,,,
আব্বুর মাথা নত করে দিবি না,,,,,
.
আমি ন্যাকামো করে জেনেও না জানার ভান করি,,,,
আবার জিঙ্গেস করি,,,
কি বলতে চাইছিস আপু,,,,
আমিতো কিছুই বুঝলাম না,,,,
.
আপুনি :::::::::: না বুঝার মতো কিছুই তো বলিনি,,,,,,
বলেছি প্রেম টেম করিস না আবার,,,,
যার তার সাথে প্রেম প্রেম খেলা করলে আব্বু মানসম্মান যাবে,,,,
.
তখন আমিও আপুর সাথে দুষ্টুমি করে বলি,,,,,,,,,,
আপু তাহলে কি আমি খুব বড় টাকা ওয়ালা ছেলের সাথে প্রেম করতে পারবো?????
বা ইমরান ভাইয়ের সাথে???
.
আপু :::::::: সানিয়া সব কিছু নিয়ে ফান করা আমার ভালো লাগে না,,,,,
প্রেম মানে প্রেম সেটা গরিব ছেলে হোক আর ধনী ছেলে হোক,,,,,
.
ইমরান ভাইয়া হচ্ছে আমার আব্বুর পার্টনার,,,,,
তবে উনি সম্পর্কে আব্বুর কাকা হোন,,,মুরব্বি মানুষ,,,,
বয়স্ক হলেও অনেক টাকার মালিক,,,,
দুইটা মেয়ে একটা ছেলে,,,,
ছেলেটা ক্লাস ফাইভে পড়ে,,,,,,
.
যদি ছেলেটা বড় হতো তবে পটানোর চিন্তা করতাম আর কি,,,,
কিন্তু এখন আর লাভ নাই,,,
আর ইমরান ভাইয়া উনি আমার দাদা হবেন,,,,,
কিন্তু ভাইয়া ডাকি,,,,,
আমি মাঝে মাঝে ফান করে বলি,,,,
ইমরান ভাইয়ের তো প্রচুর টাকা উনাকে বিয়ে করলে কেমন হয়???
.
মজা করি আরকি,,,,
আপুর বাসায় ঢুকার সাথে সাথে নয়ন এসে আমাকে আন্টি আই মিস ইউ সো মাচ বলে জড়িয়ে ধরলো,,,,
.
আমিও নয়নকে জড়িয়ে ধরলাম,,,,
.
নয়ন :::::::::::: আন্টি তোমাকে খুব সুন্দর লাগছে,,,,,,,,
ওয়াও আন্টি তুমি অনেক সুন্দর হয়ে গেছো
নয়নের কথায় আমি অনেক খুশি হলাম,,,,,,,,
আমাকে নাকি সুন্দর লাগছে হেহে,,,
আমি নয়নের গাল টেনে,,,,
তোমাকেও সুন্দর লাগছে,,,,
.
তারপর আপুর সাথে দেখা করে আপুর রুমে বসলাম,,,,
একটা জিনিস বুঝতে পারছি না,,,,
কিচেনে খুব জড়সড় কাজ হচ্ছে,,,,,
.
দুলাভাই অনেক বাজার এনেছে,,,
আপু নানা রকমের নাস্তা রেড়ি করছে,,,,,
আর পুরো বাসা তো খুব সুন্দর ভাবে সাজিয়েছে,,,,,
নিউ টিভিও কিনেছে,,,,
.
আমি কিচেনে গিয়ে আরো অবাক,,,,
আপু যা যা করছে মনে হয় খুব স্পেশাল গেস্টরা আসবে,,,,,
আম্মুও আপুর সাথে নাস্তা বানাচ্ছে,,,,,
.
আমি :::::::::: ওমা,,,,এতো কিছু,,,
আপুনি আজ কি কেউ আসবে নাকি???
এতো জিনিস কার জন্যে???
.
আপুনি ::::::::: হুম খুব স্পেশাল গেস্ট আসবে,,,,,
তুই কি খাবি খেয়ে নে,,,,
আর এসব কি সেজেছিস,,
অন্য কোথাও গেলে তো খুব সুন্দর ভাবে সাজিস,,,,
যা মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে নে আমি আসছি,,,,
.
আমি :::::::::: মুখ হাত কেন ধুবো,,,,,,
আমিতো ভালোভাবেই সেজেছি,,,,
আর কিভাবে সাজবো,,,
.
আপুনি ::::::::::: কথা বেশি না বলে যা বলছি তাই কর,,,,,
টাইম নাই,,,,
এখনি ওরা চলে আসবে,,,,
.
আমি কিছুটা অবাক হয়ে,,,,
ওরা কারা???
মানে কারা আসবে???
.
আম্মু :::::::::: সানিয়া,,,,,তুই এতো কথা বলিস কেনো??
চুপচাপ গিয়ে যা বলেছে তা কর,,,
আমার মাথার মেজাজ খারাপ করিস না,,,,,,,
.
আমি হনহনিয়ে চলে আসতে আপু ডেকে বললো,,,
সানিয়া,,,,
কিছুতো খেয়ে নে,,,,
.
আমি ::::::::: খাবো না কিছু,,,,
.
কেনো যে আসলাম,,,,,
কিছুই তো বুঝতে পারছি না,,,,,
ফ্রেশ হয়ে,,,,, চুল আচড়াচ্ছি,,,,
এমন সময় নয়ন রুমে আসলো,,,,
.
নয়ন :::::::::: আন্টি তুমিকি শাড়ি পড়বা নাকি লেহেঙ্গা???
.
আমি ::::::::: মানে কি???
কেনো শাড়ি পড়বো আর কেনোইবা লেহেঙ্গা পড়বো,,,,
মাথার তার কি সব ছিড়ে গেছে,,,,
.
নয়ন মিটিমিটি হেসেঁ বললো,,,,,
কোনো একটা তো পড়তেই হবে,,,,
.
আমি :::::::::: কেনো পড়তে হবে???
আর তুই এভাবে হাসছিস কেনো,,,,
কি হয়েছে বল,,,,
.
নয়ন ::::::::: আম্মু তোমাকে কিছু বলতে নিষেধ করেছে,,,,
.
আমি বুঝতে পারছি,,,,ডাল মে কুচ কালা হে,,,,,,
কিছু একটাতো আমার কাছ থেকে লুকানো হচ্ছে,,,,,,
কি সেটা???
নয়নকে ভুলিয়ে ভালিয়ে সব জিঙ্গেস করি নিই,,,,
.
আমি নয়নকে খাটে বসিয়ে নিজেও ওর পাশে বসলাম,,,,
আচ্ছা নয়ন তুইকি আমায় ভালোবাসিস না????
.
নয়ন ::::::::::: হুম বাসি তো,,,,
কেনো?????
.
আমি অসহায় ভঙ্গিতে,,,,
তাইলে আমায় কিছু বলছিস না যে,,,,
আমার থেকে কথা লুকোচ্ছিস কেনো???
.
নয়ন :::::::::: একটু পর তুমি সব জানতে পারবে,,,,,
.
এবার মনের মধ্যে কেমন জানি ভয়টা ঝেকে বসলো,,,,,
কি হতে চলছে,,,,
যে করে হোক আমার জানতেই হবে,,,,
নয়নকে ছাড়া যাবেনা,,,,
আগে সত্যিটা বের করি,,,
.
আমি :::::::::: প্লিজ নয়ন তুই যা জানিস আন্টিকে বল,,,,
আমি আপুকে বলবো না,,,
এমনকি কাউকে বলবো না,,,
প্লিজ মামনি বল,,,,
.
নয়ন এদিক ওদিক তাকিয়ে,,,,,
আন্টি জানো আজ কারা আসবে???
.
আমি ::::::: না,,,, জানি না তো,,,
তাইতো জিঙ্গেস করছি,,,
.
নয়ন ::::::::::: আজ যারা আসবে তারা হলো আব্বুর ফ্রেন্ডের ভাই,,,,
আর ওরা তোমাকে,,,,
কথাটা শেষ করতে পারলো না,,,
আপুনিটা এসে নয়নকে ধমক দিয়ে রুম থেকে বের করে দিলো,,,,
.
উফফফ,,,, পুরো কথাটা শুনতে না পেরে আমার অবস্হা কাহিল,,,,,
কি এমন কথা যা নয়নকে বলতে দিলো না আপু,,,,,
.
আপু নিজের আলমারী থেকে নীল কালারের উপর গোল্ডেন পাইল ওয়ালা একটা শাড়ি বের করে দিলো,,,,,
বললো শাড়িটা পড়তে,,,,
.
আমি :::::::::: শাড়ি কেনো পড়বো???
আমি শাড়ি টাড়ি পড়তে পারবো না,,,
আর শাড়ি পড়তে পারি ও না,,,,
.
আপুনি :::::::::: পড়তে পারিস না সমস্যা নেই,,,,
আমি পড়িয়ে দিবো,,,,
তুই ততোক্ষণে চুলটা ঠিক কর,,,
আমি পুডিংটা একটু দেখে আসি,,,
.
আপু কিচেনে চলে গেলে আমি মনে মনে ভাবছি,,,,
এসব কি হচ্ছে,,,,,
আমাকে শাড়ি পড়তে হবে কেনো???
উফফফ কিছুই মাথায় ঢুকছে না,,,,,
সব মাথার উপর দিয়ে যাচ্ছে,,,,
.
আপুরা অনেক বড়লোক,,,,, প্রচুর টাকা,,,,
কিন্তু তাই বলে চার পাচঁটা কাজের মানুষ রাখবে আর তাদের হাতের রান্না খাবে এটা দুলাভাই পছন্দ করে না,,,,
সব আপুনি একাই করে,,,,
একজন দাড়োয়ান আছে,,,,,,একজন ড্রাইভার আর জাস্ট একটা কাজের মেয়ে,,,,,,,
.
দুলাভাই নিজে ড্রাইভ করে অফিসে যায়,,,,,,
আর আপুনি যখন শপিংয়ে বা আমাদের বাড়িতে আসে,,,,,
তখন ড্রাইভার নিয়ে আসে,,,,,
আর কাজের মেয়ে ভ্যাকুয়েম ক্লিনার দিয়ে পুরো বাসা পরিস্কার করে,,,,,
ওয়াশিং মেশিনে কাপড় ধোয়,,,,,
তারপর কফি মেকারে কফি,,,,,
টোস্টারে টোস্টার আর ওভেনে কেক আর নানা রকমের নাস্তা,,,,,,,
আর রান্না বান্না সব আপুনি করে,,,,,
.
আমার খুব টেনশন হচ্ছে,,,,,,
মনে মনে কোনো এক অজানা ভয় দোলা দিয়ে যাচ্ছে,,,,,,
মিহাদের কথা মনে পড়ছে,,,,,
মিহাদ খুব রাগি,,,,,
না জানি কতোটা রেগে আছে আমার উপর,,,,,
.
একটু পর আপু এসে দেখে আমি এখনো বসে আছি,,,,,
আপুনি বকছে,,,,
সাথে আম্মুও,,,,
.
তারপর আপুনি নিজে আমায় শাড়ি পড়িয়ে দিলো,,,,,,
চুল খোপা করে দিলো,,,,,
আবার সাজিয়েও দিচ্ছে,,,,,
আর আমার আম্মু সব ঠিকটাক ভাবে হচ্ছে কিনা তা পর্যাবেক্ষণ করছেন,,,,
.
আমি ::::::::::: আজব তো,,,আমাকে এভাবে সাজানো হচ্ছে কেনো???
.
এহসান :::::::::: আন্টি আমাদের এখানে কোরবানির গরুকে কত সুন্দর করে সাজিয়ে বিক্রি করে,,,,
তোমাকেও বিক্রি করে দিবে,,,,
কথাটা বলেই হা হা করে হাসতে হাসতে চলে গেলো,,,,
.
আম্মু আর আপুও হাসছে,,,
নয়ন :::::::::: দেখছো আন্টি এহসান তোমাকে কোরবানির গরু বলছে,,,
তোমাকে নাকি বিক্রি করে দিবে,,,
.
আমি ন্যাকা কান্না করে,,,, এ্যা এ্যা আম্মু দেখো ওরা কি বলতেছে,,,,
.
আম্মু :::::::::: আচ্ছা এবার চুপ,,,,
নয়ন তুমি বাইরে গিয়ে দেখো আব্বু আসছে নাকি,,,
.
আমাকে সাজানো শেষ করে আপুও নতুন ড্রেস পড়লো,,,,,
আমি নিজেকে আয়নায় দেখে চিনতে পারছি না,,,,,
আমাকে কিভাবে যে সাজিয়েছে,,,,
নয়ন দেখে বলছে নতুন বউয়ের মতো লাগছে নাকি,,,,,,,,
চলবে,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,