অব্যক্ত ভালোবাসার গল্প writer : Lovely khanom part : 8

0
2751

অব্যক্ত ভালোবাসার গল্প
writer : Lovely khanom
part : 8

উনি আমার হাতটা নিয়ে আমার বা হাতের আঙ্গুলে আংটি পড়িয়ে দিলেন,,,,,,
আংটি পড়ানোর সাথে সাথে মানে যখন উনার স্পর্শ আমার শরীরে লাগে যেনো শকড খেয়েছি,,,,
কারেন্টের ঝটকা লেগেছে এমন অনুভূতি হলো,,,,,,,
.
আপুনি আমার হাতে একটা বক্স দিয়ে বললো এটা ওকে পড়িয়ে দে,,,,
আমি মুর্তির মতো দাড়িয়ে আছি,,,
আপু আংটি নিয়ে আমার হাতে দিলো,,,
পড়িয়ে দে বলছি,,,,
জানি এই মুহূর্তে কিছু করলে সিন ক্রিয়েট হয়ে যাবে,,,,,
যা আব্বু আর দুলাভাইয়ের মান সম্মানের পক্ষে খুব বাজে প্রভাব ফেলবে,,,,,
তাই ভালো মেয়ের মতো আপুনির হাত থেকে আংটি নিয়ে উনাকে পড়িয়ে দিলাম,,,,
.
উনার সাথে যতবার আমার স্পর্শ হচ্ছে আমার শকড লাগছে,,,,,,
সবাই অনেক খুশি,,,,
এবার যে মেয়েটা আমায় চেইন পড়িয়ে দিয়েছিলো সে বললো,,,,
সানিয়া,,,,
ইনি হচ্ছেন আমাদের ফুফি,,,,,
আর ইনি বড় মামি আর ছোট মামি,,,
.
আর আমি হচ্ছি তোমার বড় আপু,,,,,
আর ও হচ্ছে ফুফির একমাত্র ছেলে সাব্বির,,,,,,
তারপর ঐ গাধাটাকে ডেকে আমাকে দেখিয়ে বললো,,,,
কি তোর ভাবীর সাথে কথা বলবি না,,,
.
সাব্বিরটা দাতঁ দেখাচ্ছে,,,,
মানে হাসছে,,,,
কেমন আছেন ভাবী???
.
আমি ::::::::: ভালো আছি,,,,আর আপনি???
.
জ্বি আমিও ভালো,,,,
.
আমি এতোক্ষণ তাকে নিয়ে কত আজেবাজে কথা বলছিলাম,,,,
কথা শুনে মনে হলো খুব ভদ্র ছেলে,,,,
আর লাজুক টাইপের,,,,
.
যে মেয়েটা বললো সে বড় আপু,,,,,,,,তিনি হচ্ছেন সাইফের ইয়ে মানে যিনি আমায় এখন রিং পড়ালেন,,,,,,
উনার বড় আপু,,,,,,
পরে ফুফুর কাছ থেকে জানলাম উনারা একবোন আর একভাই,,,,,
বাবা মা দুজনেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন,,,,,
.
তারপর আপুর থেকে শুনলাম,,,,,,
উনাদের ফুফা আর ফুফু নাকি ছোটবেলা থেকেই উনাদের বাবা মায়ের আদর দিয়ে বড় করেছেন,,,,,,
বড় আপুর তো বিয়ে হয়েছে,,,,
উনার হ্যাজবেন্ড চীনে থাকেন,,,,
বিয়ে হয়েছে প্রায় ৭,,,,,,,,৮ বছর হলো
কিন্তু এখনো পর্যন্ত সন্তানের মুখ দেখেনি,,,,,,,,
উনার বাচ্ছা হচ্ছে না,,,,
.
দেশের বড় বড় ডাক্তার আর দেশের বাইরেও ডাক্তারদের দেখানো হয়েছে,,,
কিন্তু কোনো লাভ হলো না,,,,,
আপুটা নয়ন আর এহসানকে খুব আদর করছেন,,,,,,
.
আপুটা বললো,,,,,
ওদেরকে কি একটু একা করে দিলে ভালো হতো না,,,,
দুজনে কথা বলতো আর কি,,,,
কি বলেন আপনারা,,,
.
আপুনি :::::::: হুম আপু,,,আপনি একদম ঠিক বলেছেন,,,,,
ওদের কিছুক্ষণ সময় দিলে ভালো হবে,,,,
.
আমার বুকটা আরো বেশি ধুকপুক করছে,,,,,,,,
খুব ভয় লাগছে,,,,,
উনার সাথে কি কথা বলবো,,,
আম্মু আমাকে টেনে এক পাশে নিয়ে বললো,,,,
সানিয়া যা হচ্ছে তা হতে দে,,,,
খবরদার কোনো উল্টা পাল্টা কাজ করবি না,,,,,
তুই তো জানিস তোর আব্বুর খবর,,,,
তোর আব্বু আর দুলাভাইয়ের মান সম্মান কিন্তু এখন তোর হাতে,,,,,
ছেলে যা যা বলে শুধু তারই উত্তর দিবি,,,,
খুব ভদ্র বিহেভ করবি,,,,
.
আমি দাতেঁ দাতঁ চেপে,,,,, ঠিকাছে,,,
যদি পারি তো ছেলেকে কোলে বসিয়ে রাখবো,,,,,
আরো কিছু করা লাগবে কি না বলো,,,
.
পিছন থেকে আপু এসে বললো,,,
সানিয়া খুব অতিরিক্ত কথা বলছিস,,,,,
মুখে হাসিঁ রেখে সুন্দর ভাবে থাকলেই হলো,,,,,
.
চলো আম্মু,,,,, এরা সবাই আমাকে একা রেখে বাইরে চলে যাচ্ছে,,,,,
আমি আম্মু বলে ছোট করে ডাক দিলাম,,,
আম্মু পিছনে তাকিয়ে চলে গেলো,,,,,
আর উনার বড় আপুটা দরজা অনেকটা বন্ধ করার মতো করে দিয়ে চলে গেলো,,,
.
রুমে আমি আর উনি,,,,
আর কেউ নেই,,,
আমার গলাটা শুকিয়ে যাচ্ছে,,,,,
ব্যাটা যদি লুচু টুচু হয়,,,,
কি করবো এখন আমি,,,,
.
পাশ থেকে কন্ঠস্বর শোনা গেলো,,,,,,
দাড়িয়ে আছো কেনো,,,,
বসো,,,
.
ওয়াও উনার ভয়েসটাতো উনার মতোই সুন্দর,,,
খুব মিষ্টি,,,,
.
আমি উনার দিকে এক পলক তাকিয়ে নিলাম
উনি তো আমার দিকেই তাকিয়ে আছেন,,,,,,
কেমন জানি লজ্জা লজ্জা করছে আমার,,,,,,
বসলাম তার বিপরীত পাশে,,,,,
এবার সে আমাকে অবাক করে দিয়ে আমার পাশে এসে বসলো,,,,
.
লেগে বসেনি,,,,
একটু ফাক ডিসটেন্স রেখেই বসেছে,,,
.
এই বিয়েতে কি তোমার অমত আছে??
তোমাকে কি জোর করা হয়েছে???
আর তোমার কি কোনো পছন্দ বা রিলেশন আছে???
তুমি আমায় সব খুলে বলতে পারো,,,,
.
আমার খুব নার্ভাস লাগছিলো,,,,
অস্বস্হিবোধ হচ্ছে,,,,,
কি বলবো উনাকে,,,,
মিহাদের কথা কি বলে দিবো,,,,
বলবো যে আমাকে জোর করা হয়েছে,,,,
আমার কারো সাথে রিলেশন আছে,,,,
.
বলার সিদ্ধান্ত নিলাম,,,,
ততোক্ষণই কানে বেজে উঠলো আম্মু কথা গুলো,,,,,
তোর আব্বু আর দুলাভাইয়ের মানসম্মান সব এখন তোর হাতে,,,,,,
না না আমি মিহাদের কথা বলতে পারবো না,,,,,
.
আংটিটা এদিক ওদিক ঘুরাচ্ছি,,,,
এমন আংটি আমার খুব পছন্দ,,,,
মিহাদকে বলেছিলাম গোল্ডের উপর ডায়মন্ড এমন আংটি যেনো সে আমায় দেয় ইনগেইজমেন্টে,,,,,,
.
কি হলো কিছু বলছো না যে,,,
আমাকে কি তোমার পছন্দ হয়নি???
.
আমি তার দিকে তাকিয়ে মুচকি হেসেঁ আমতা আমতা করে বললাম,,,,
জ্বি আপনাকে আমার খুব পছন্দ হয়েছে,,,,,,,,
আমাকে কোনো প্রকার জোর করা হয়নি,,,,,
আমার ইচ্ছাতেই হচ্ছে সব,,,,
আর আমার কোনো রিলেশন নেই,,,
.
দাতেঁ দাতঁ চেপে এক নিশ্বাসেই কথা গুলো বললাম,,,,
উনি আমার দিকে তাকিয়ে মুচকি হাসিঁ দিলো,,,,
ওহহহ তাই নাকি,,,
ভালো তো,,,,
আসলে কি জানো,,,
.
এখনকার সুন্দরী মেয়েরা কখনো রিলেশন ছাড়া হয়না,,,,,
এটা তো ভাবাই ইম্পসিবল,,,
তাই জিঙ্গেস করলাম,,,,
.
আমি মনে মনে বলছি,,,,
তুই তো হেব্বি চালাকরে,,,,,,,
বাহ ভাবনাটাও খুব জটিল,,,,
চমৎকার ভাবনা,,,,
সত্যিটাই ধরে নিয়েছে,,,,,
.
তুমি কিছু জিঙ্গেস করবা না???
চুপ করে থাকবা নাকি???
বোবা নাকি আবার???
আমার প্রচন্ড রাগ হলো,,,,
.
আমি ::::::::: আপনি কয়টা প্রেম করেন????
আর আপনাকে কি কেউ জোর করেছে??????
আপনার কি আগে বিয়ে হয়েছিলো???
কলেজে বা ভার্সিটিতে ম্যাডামের প্রেমে টেমে পড়েছিলেন????
রাস্তায় মেয়েদের দিকে হা করে তাকিয়ে থাকেন????
মেয়েদের দেখলে শিষ বাজান???
বা গান করেন????
.
যা এবার হলো তো,,,,বোবা নাকি কি সেইটা দেখিয়ে দিলাম,,,,,
উনি জাস্ট হা করে আমার দিকে তাকিয়ে রইলেন,,,,,,
মনে মনে বলছেন বোধহয়,,,,,
এইটা কি মেয়েরে বাবা,,,,,,,
.
উনি ::::::::::: একটাও প্রেম করিনি,,,,,তবে ক্রাশ ছিলো,,,,,একাউন্টিক ম্যাডাম,,,,
আর বিয়ে,,,,
ওটাতো প্রথম করবো,,,,
তাও তোমাকে,,,,
আমাকে আবার কে জোর করবে,,,,
তোমায় দেখে খুব ভালো লেগেছে তাই,,,,,,,,,
রাস্তায় হাটলেই তো মেয়ে দেখবো,,,,
গাড়ি করে অফিসে যায়,,,,আসি,,,
অফিসের অনেক কাজ,,,
টাইম পাই না,,,,,
.
আমি :::::::::: ওহহহ আচ্ছা,,,,
তার মানে টাইম পেলে অবশ্যই দেখতেন,,,,,,
বাহ চমৎকার,,,,,,,
.
উনি :::::::::::: তোমাকে শাড়িতে আশ্চর্য রকমের সুন্দর লাগছে,,,,,,
.
আমি :::::::::: সেটাতো আমি জানি,,,,
তাইতো বাছা তুমি জলদি করে নিশানা দিয়ে দিলে,,, মানে ইনগেইজমেন্টটা করে নিলে,,,,,,
.
আমি :::::::::: আপনিকি হরোর মুভি দেখেন????
আপনিকি রাধতে জানেন???
কাজ টাজ সব পারেন তো নাকি???
আমি আবার কাজ টাজ পারিনা কিন্তু,,,,,,,,,,
আম্মু সব কাজ করে আর আমি খায় এন্ড টিভি দেখি,,,,,,
.
উনি ::::::::::: হরোর মুভি দেখি না,,,,
যদি তুমি দেখো একসাথে নাহয় দেখে নিবো,,,,,,,,
তবে রোমান্টিক মুভি দেখি,,,,,,
রান্নাও তেমন একটা পারি না,,,,
আপুর থেকে কিছু কিছু শিখেছি,,,,,
আর যাই পারি বা না পারি কিন্তু অফুরন্ত ভালোবাসা দিতে পারবো,,,,,
সারাটা জিবন ভালোবেসেই যাবো,,,,
যার সাথে সারাজিবন থাকবো তার মতোই যদি নিজেকে মানিয়ে নিতে না পারি তাহলে কি হবে,,,,,
ভালোবাসায় সেক্রিফাইস করতে হয়,,,,,,
দুজনকেই,,,,,
যতি তুমি না করো তবে আমি করবো,,,,
তোমার মতোই বানিয়ে নিবো নিজেকে,,,,,
.
আমার বুকে কাপুনি দিয়ে উঠলো উনার কথাটা শুনে,,,,,
উনাকে আমি ঐসব উদ্ভট প্রশ্ন করেছিলাম আমাকে রিজেক্ট করার জন্যে,,,,,
কারণ সবাই এসব পছন্দ করে না,,,,
.
কিন্তু উনার সব কথাই আমাকে কাপিয়ে রাখলো,,,,
এমনকি আমার মনটাকে এক ভালোলাগায় আচ্ছন্ন করে দিলো,,,,
এতো সুন্দর করে কথা বলে,,,,,,
আর কথাগুলোর তীরটাও একদম মনে গিয়ে গেতে গেলো,,,,,,,
.
উনার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছি,,,,,,
ঠিক মিহাদ তার উল্টো,,,,
সে বলে আমার মতো সে কখনোই হতে পারবে না,,,,
এডজাস্ট করতে পারবে না,,,
আমাকেই তার মতো হতে হবে,,,,
কিন্তু উনি,,,,,
এতটুকু বুঝতে পারলাম,,,
মানুষটা প্রচন্ড ভালো,,,,
তার কাছ থেকে কিছু লুকানো বোধহয় ভালো হবে না,,,,,
সব বলে দিলেই ভালো হবে,,,,
.
এমন ভালো মানুষকে ঠকালে আল্লাহ আমায় কখনো ক্ষমা করবে না,,,,
.
আমি :::::::::: ইয়ে আপনাকে কিছু কথা বলতে চাই,,,,
.
উনি :::::::: অফকোর্স বলো,,,,
পারমিশন নেয়ার কি দরকার,,,,
যা বলার বলে ফেলো,,,
যা বলতে মন চায় বলতে পারো,,,,,
.
আমি ::::::::::: একচুয়েলী,,,,,
আমার,,,,, আমার
হঠাৎ দরজা ঠেলে কেউ প্রবেশ করলো
উনার আপুটা,,,,,,,,,,,,,

চলবে,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here