অব্যক্ত ভালোবাসার গল্প
writer : Lovely khanom
part : 10
মিহাদের কাছে কল দিতে ওর নাম্বারটা আনলাম,,,,,,,
টাচ করবো এমন সময়ে কোনো এক আননোয়ান নাম্বার থেকে কল এলো,,,,
ধরবো কি ধরবো না ভাবছি,,,,
দুই বার কল কেটে যাবার পর আবারো কল এলে রিসিভ করি,,,,
.
হ্যালো আসসালামু আলাইকুম,,,,
কে বলছেন???
.
ওপাশ থেকে একজন মেয়ে কন্ঠ বললো,,,,,,,,,
ওয়ালাইকুমুস সালাম
আমি তোমার আপু বলছি,,,
.
আমি বিষ্মিত হয়ে,,,,
আমার আপু বলছেন,,,,
কোন আপু???
.
ওপাশ ::::::::: আমি সাইফের বড় আপু,,,জেসিয়া বলছি,,,,,
কেমন আছে সানিয়া???
.
আমি :::::::: চিনতে পেরে,,,,জ্বি আপু ভালো আছি,,,,,,আপনি কেমন আছেন????
.
আপু :::::::::: আমিও ভালো আছি,,,
তবে মোটামুটি,,,
.
আমি ::::::: মোটামুটি কেনো????
দুলাভাইয়ের সাথে কথা হয়নি???
.
আপু ::::::::: দুলাভাইয়ের সাথে সারাদিন কথা হয়,,,
তবে দুলাভাইয়ের জন্যে না,,,,
.
আমি :::::::::: তবে কার জন্যে???
.
আপু ::::::::: আমার একমাত্র ভাইটার জন্যে,,,,,
.
আমি :::::::: ওহহহ,,,,
.
আপু :::::::: ভাইটার জন্যে কেন জিঙ্গেস করবা না???
.
আমার জানতে ইচ্ছে করছিলো না তারপরও বললাম কেনো???
.
আপু ::::::::: যতোক্ষণ পর্যন্ত না তোমাকে তার কাছে তার বউ করে এনে দিতে না পারি ততোক্ষণ আমি ভালো থাকবো না,,,,,,,,
.
আমি চুপ করে আছি,,,
.
আপু :::::::::: এই সানিয়া,,,,
তুমিকি আমার ভাইটার সাথে কথা বলবা না????
ও রুমে একা একা বসে কি যেনো ভাবছিলো,,,,
আমি জানি ও তোমার কথাই ভাবছিলো,,,,,,,
বোধহয় তোমার সাথে কথা বলতে চাইছিলো,,,
আমাদেরকে লজ্জায় বলতে পারছেনা,,,,
.
তাই আমি ফোন দিলাম,,,,,
এইটা সাইফের নাম্বার,,,, যখন মন চাইবে কথা বলবে ঠিকাছে,,,
লজ্জা পাওয়ার কোনো প্রয়োজন নেই,,,
আর ওকে আমি বলে দিবো তোমায় কল দিতে,,,,,
ভালো থেকো আর নিজের প্রতি খেয়াল রেখো,,,,,,,
সাইফকে দিচ্ছি আমি কথা বলো,,,,
.
সাইফ ::::::::: হ্যালো,,,,,
উনার ভয়েসটা সরাসরি যতটা মিষ্টি ফোনে তার চাইতেও মিষ্টি লাগছে,,,,
বেশি মিষ্টি খেলে আমার ডায়বেটিকস হয়ে যাবে,,,,,
.
আমি ::::::::: আসসালামু আলাইকুম,,,,,
.
সাইফ ::::::::: ওয়ালাইকুমুস সালাম,,,,,
কেমন আছো???
.
আমি :::::::: আলহামদুলিল্লাহ ভালো আর আপনি???
.
সাইফ ::::::: এইতো আছি কোনোরকম,,,
.
কেনো সেইটা আর জিঙ্গেস করলাম না,,,,
যদি বলে তোমার জন্যে,,,,
তখন কি বলবো আমি,,,,
আমি চুপ করে আছি,,
.
সাইফ :::::::::::: কি করছো???
.
আমি :::::::::::: কিছু না,,,বসে আছি,,,
আপনি???
.
সাইফ :::::::: তোমার সাথে কথা বলছি,,,,
তুমি বোধহয় কিছু একটা ভাবছো,,,
জানিনা তবে কি ভাবছো,,,
কিন্তু বিয়েটা এতো তারাতারি করার ইচ্ছা ছিলো না,,,,
আমার তো কিছুই করার নেই,,,
ফুফা ছোট থেকেই আমাদের বাবার আদর দিয়ে বড় করেছেন,,,,,
উনাকে ছাড়াতো আর বিয়ে করতে পারি না,,,,,
বুঝতে পেরেছো নিশ্চয় আমার কথা,,,
.
আমি :::::::::: হুম,,,,,
.
সাইফ :::::::::: তবে সমস্যা নেই,,,,
আমরা মিট করে দুজন দুজনকে যতটা সম্ভব জানার আর বুঝার চেষ্টা করবো,,,,,,,,,
তুমি তারাতারি বিয়ে হয়ে যাচ্ছে বলে কোনো টেনশন নিওনা,,,,
আমি আছিনা সব ম্যানেজ করবো,,,
.
আমি :::::::: উনার কথা শুনে প্রাণ জুড়িয়ে যায়,,,,
আমি যে এসব কথাই ভাবছিলাম তা উনি জানলো কেমনে,,,,
উনাকে আমি তেমন জানি ও না,,,,
মিহাদ আর উনি তার উপর সপ্তাখানিকের মধ্যে বিয়ে,,,,
খুব টেনশন হচ্ছিলো,,,,,
সত্যিই সাইফ মানুষটা খুব ভালো,,,,
.
এদিকে মিহাদ কল দিতেই আছে,,,,
ওয়েটিং পেয়ে ওর মেজাজ আরো খারাপ হয়ে গেছে,,,,,
আর আমিও হুট করে লাইন কেটে দিতে পারছি না,,,,,,
আর কেনো জানি উনার সাথে কথা বলতে ভালো লাগছিলো,,,,
উনার সব কথা মনোযোগ দিয়ে শুনছিলাম,,,,,,
.
উনি এমন একজন মানুষ যে সবার মন যুগিয়ে চলে,,,,,
কারো মনে কষ্ট দিতে চায় না,,,,,
কিন্তু আমি,,,
এমন একটা ভালো মানুষকে কেমনে কষ্ট দিবো,,,,,
.
অনেক্ষণ কথা বলার পর উনি বললেন,,,,
ঠিক টাইমে ঘুমিয়ে পড়বা,,,,
রাত জাগলে শরীর খারাপ হয়,,,,
আর টেনশনও চলে আসে,,,
নিজের প্রতি খেয়াল রেখো,,,
যতি ফ্রি হয় তবে তোমাকে নিয়ে বাইরে যাবার ট্রাই করবো,,,,
ওকে বাই,,,
গুড নাইট,,,,
.
আমি :::::: গুড নাইট,,,
ফোনটা কাটার সাথে সাথেই মিহাদের কল ঢুকলো,,,,,
.
আমি রিসিভ করে চুপ করে রইলাম,,,
মিহাদ খুব রেগে আছে,,,,
বকা দিচ্ছে,,,,,
সানিয়া,,,,,হোয়াট হ্যাপেন্ড,,,,
সারা দিন কোথায় ছিলি???
এই কথা বলিসস না কেনো???
কতবার ফোন দিছি দেখছিস???
.
মিহাদ প্রচন্ড রেগে গেলে তুই তুকারি করে কথা বলে,,,,
আমি ও রেগে গেলে ওকে তুই করে বলি,,,,
মিহাদের রাগ কমানোর জন্যে বলি,,,
.
আমি ::::::::::::: মিহাদ বেইবি,,,,জাননন সোনা আমার,,,,এতো রাগ করেনা সোনা,,,,,,
.
মিহাদ ::::::::::::: রাখ তোর জান,,,,,,
সারাদিন কই ছিলি,,,,
ঐ ঐ,,,,
সারাদিন তো তোকে পাইনি,,,,আবার এখন কল দিয়ে দেখি ওয়েটিং,,,
ঐ তুই এতোক্ষণ ধরে কার সাথে কথা বলছিলি,,,,,
তুই জানোস না আমি কত টেনশনে ছিলাম,,,,,
সিগারেট কয়টা খায়ছি জানোস,,,
শুধু তোর জন্যে,,,,
তুই এতো কেয়ার লেস কেনো???
.
আমাকে কথা বলার সুযোগই দিচ্ছে না মিহাদ,,,,,
.
আমি ::::::::::: শুনো মিহাদ,,,,বেইবি রিলেক্স হও,,,,,
তোমাকে আমি টেক্সট করছিলাম তো,,,,
পাওনি তুমি,,,
বলছিলাম না আপুর বাসায় যাবো,,,
তাহলে এভাবে রেগে যাবার তো কারণ দেখছি না,,,,,
আর আমি কেয়ার লেস না,,,যদি কেয়ার লেস হতাম তবে তোমায় যাবার আগে টেক্সট দিতাম না,,,,,,
.
মিহাদ ::::::::::::: সবি তো বুঝলাম,,,কিন্তু তোর ফোন ওয়েটিংয়ে ছিলো কেন??
কার সাথে লাইন মারিস,,,,
নতুন নাগর পাইছিস নাকি??
নাকি আমাকে আর ভাল্লাগতেছে না,,,
আমি পুরান হয়ে গেছি তাইনা,,,
.
আমার এবার দৈর্য্যের বাধ ভেঙ্গে গেলো,,,,,,,
আমি :::::::::: ঐ আমিকি তোকে বলছি নাকি যে তুই পুরান হয়ে গেছোস,,,,
ঐ শয়তান,,,
তুই আমায় এতো সন্ধেহ করিস কেন??
তুই ছাড়া কি আমি আর কারো সাথে কথা বলতে পারি না,,,,
আমার কি সব রিলেটিভ মারা গেছে,,,
অনেক বলছিস,,,,
এবার অফ যা,,,
.
মিহাদ :::::::: তুই অফ যা,,,,,
উত্তর তো দিতে পারেনা আবার রাগ দেখায়,,,,
জলদি নিচে আয়,,,
.
আমি :::::::::: কেন নিচে কেন যাবো,,,,
আমিকি তোর চাকর নাকি যে তোর সব কথা শুনবো,,,,
তুই রাখ ফোন,,,,
.
মিহাদ :::::::::: ওহহহ আচ্ছা,,,তোকে ভালোভাবে কথা বললে তো তুই বুঝোস না,,,,,
তুই নিচে আসবি কিনা আগে সেইটা বল,,,,
.
আমি :::::::::::: নিচে কি তোর সাথে প্রেম করতে যাবো,,,নাকি তোর ভুতের সাথে,,,,,,,,
তোর সাথে ফালতু কথা বলে মেজাজ আর খারাপ করতে চাই না,,,,
এমনিতে মনটা ভালো নেই,,,
ফোন রাখ শয়তান,,,,,
খালি প্যারা দেয়,,,,
.
মিহাদ ::::::::: তাহলে তুই নিচে আসবি না?????,,,,,,,,
.
আমি ::::::::: বললামনা না,,,,,
.
মিহাদ :::::::::: আমি ফালতু কথা বলি,,,,আমি তোকে প্যারা দিই,,,,,
প্যারা তো তুই আমাকে দিস,,,,
জলদি নিচে আয়,,,,
নয়তো আমি উপরে আসছি,,,
.
আমি :::::::::: অবাক হয়ে মানে কি????
উপরে আসছি???
.
মিহাদ :::::::::: বারান্দায় বের হো তারপর সব বুঝতে পারবি,,,
.
আমি দৌড়ে বারান্দায় গেলাম,,,,
এমা সেকি,,,,
এই শয়তানটা দেখছি আমার বারান্দার নিচে দাড়িয়ে আছে,,,,,,
আজকেও দেয়াল টপকে এসেছে,,,,
অনেক সময় তার সাথে কোনো কারণে মিট করতে না পারলে সে রাতে বারান্দার নিচে এসে দাড়িয়ে থাকে,,,,,
.
কতবার নিষেধ করেছি তারপরও আসে,,,,,,
আমাদের দুজনের রাগ উঠলে ব্যবহার ঠিক থাকে না,,,,
আমি এসব মিহাদের কাছ থেকেই শিখেছি,,,,,
প্রথম প্রথম ও এমন করতো,,,,
আর পরে আমিও শুরু করি,,,,,
প্রেম কি আমি একা করি নাকি যে মাথা পেতে তার সব বকা সহ্য করবো,,,,,
.
এখনো তো ডিনার করা হয়নি,,,,,
কিভাবে যে মিহাদের সাথে দেখা করি,,,,
মনে মনে ভয় ও করছে,,,,
আগের চাইতে এখন ভয়টা বেশি কাজ করছে,,,,,,
.
আমি ওরে ইশারা করে বললাম যে এখন আসতে পারবো না,,,,
কাল মিট করবো,,,
কিন্তু সে নাচোড়বান্দা,,,,
কোনো কথাই শুনছে না,,,,
বলছে নিচে না গেলে সে উপরে চলে আসবে,,,,,,,,,
চলবে,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,