#অব্যক্ত ভালোবাসার গল্প
writer : Lovely khanom
part : 24
তোমায় ছাড়া কেমনে থাকবো আমি,,,,,,,,,
আম্মু তোমায় অনেক বেশি ভালোবাসি,,,,
অনেক মিস করবো তোমায়,,,,,
মিস করবো তোমার বকা গুলোকে,,,,,,
.
এদিকে বিয়ের কার্ড নিয়ে,,,, আত্নীয় স্বজন সবাইকে ইনভাইট করা আর সব ডেকোরেশনের কাজ নিয়ে আব্বু আম্মুরা খুব বিজি,,,,
এতো তারাতারি বিয়ের ডেট পড়াতে তারা খুব ঝামেলায় পড়ে গেছেন,,,,,
জেসিয়া আপি তো আমাকে নিয়ে আর সাইফকে নিয়ে বিয়ের জন্যে সব শপিং করলেন,,,,,,
.
আমার জন্যে ব্লু আর সাদার উপর ভারী কাজের লেহেঙ্গা তারপর সাইফের জন্যে ব্লু কালারের সেরোয়ানি,,,,,,
অবশ্য লেহেঙ্গার কাপড় আর সেরোয়ানির কাপড় জেসিয়া আপির হাজবেন্ড ফরেন থেকে নিয়ে এসেছেন,,,,,
.
খুব এক্সক্লুসিভ বিয়ের জন্যে মেকআপ বক্স আর কসমেটিকস ও সাথে এনেছেন,,,,,
উনি এসব দুবাই থেকে নিয়ে এসেছেন,,,,
দুলাভাই ও অনেক ভালো মানুষ,,,,
উনার নাম মামুন,,,,
দেখতে শুনতে বেশ ভালো,,,,
হ্যান্ডসাম ও আছেন,,,,
আমাকে অনেক আদর যত্ন করছেন,,,
বোন ছাড়া কথাই বলছেন না,,,,
উনি আমাকে ডায়মন্ডের সেট গিফট করেছেন,,,,
.
জেসিয়া আপুর কাছে শুনেছি,,,,
মামুন ভাইয়া নাকি বিয়ের শপিং করতে আমাকে,,,, সাইফকে আর আপুকে দুবাই যেতে বলেছিলেন,,,,
কিন্তু জেসিয়া আপি মানা করে দেয়,,,,,
বলে বিয়ের পর হানিমুনে যাবে,,,
এখন টাইম নাই,,,,
মামুন ভাইয়া আমাকে আর সাইফকে ডিনার ট্রিট দেন,,,,
শুধু সাইফ আর আমি,,,,
.
সেদিন আমার খুব লজ্জা করছিলো,,,,
কারণ সাইফের দেওয়া ব্লাক শাড়িটা পড়েছিলাম,,,,,,
এক কালারের সফট শাড়ি আমার খুব পছন্দ,,,,,,,,,
উনি আমাকে পিক করতে এসেছেন নিচে ওয়েট করছেন,,,,
উনাকে জানালা দিয়ে এক পলক দেখে নিয়েছি,,,,,
ব্লাক শার্ট এর সাথে ব্লাক প্যান্ট,,,,
সব ব্লাক,,,,
ব্লাক কালারে উনাকে আরো বেশি হ্যান্ডসাম লাগছে,,,,,,
এ কদিনে খোচা খোচা দাড়ি উঠেছে,,,,
বোধহয় শেইভ করেনি,,,
নাকি ইচ্ছে করে রেখেছেন,,,,
তবে দাড়ির কাটিংটা উনাকে বেশ মানিয়েছে,,,,,
প্রথমদিন কিন্তু দাড়ি ছিলোনা,,,,,
.
আমরা যেই রেস্টুরেন্টে ডিনার করতে গেলাম সেখানকার জায়গাটা খুব নিরিবিলি,,,,,,
অনেকটা ফাকা ফাকা,,,,,
হালকা ধিমি আলো জ্বলছে,,,,
তবে ব্রেকগ্রাউন্ড মিউজিকটা জাস্ট ওয়াও,,,,,,,
.
Naino ki to baat naina jaane hai
Sapno ke raast rena jaane hai
Dil ki baatein dhadkan jaane hai
Jispe guzari woh dil jaane hai..
Hum deewane ho gaye hai aapke
Hum to bas itna jaane hai
Tu mera hai sanam
Tu mera hum dum..
Tere sang jeena ab sathon janam,,
.
সাইফ এতোক্ষণ আমার দিকেই তাকিয়ে ছিলো,,,,
আমি যখন তার দিকে তাকায় চোখাচোখি হয়ে যায়,,,,,,
আমার মোবাইল দুটোয় পার্সে ছিলো,,,,
পুরোনো টাকে মিহাদ কল দিচ্ছে,,,,
আমার ফোনটা অলওয়েজ সাইলেন্ট মুডে থাকে,,,,,,,
মিহাদ বারবার কল দেওয়াতে আমি খুব নার্ভাস ফিল করছি,,,,,
আসার আগে ওকে বলেছিলাম,,,,
কিন্তু তারপরও কেনো কল দিচ্ছে,,,,
.
সাইফ :::::::::: সানিয়া,,,, আর ইউ ওকে??
.
আমি :::::::::: ইয়াহ,,,আম ওকে,,,
.
সাইফ :::::::::: ওয়েটার,,,,সানিয়া অর্ডার প্লিজ,,,,,,,,
.
আমি :::::::::: আমি অর্ডার করবো,,,,
না না আপনি করুন,,,
.
সাইফ ::::::::::: আবারো আপনি???
.
আমি ::::::::: ট্রাই করছি তো,,,,
পারছি না যে,,,
.
সাইফ ::::::::::: চোখ বন্ধ করে বলে ফেলো,,,
.
আমি :::::::::::: বললাম তো ট্রাই করছি,,,,,
.
সাইফ :::::::::::: ওকে,,,,
তুমি কি খাবা???
.
আমি ::::::::: আপনি যা খাবেন,,,,
.
সাইফ ::::::::: আমি,,,,,,ওকে দুইটা থাই স্যুপ,,,,,একটা ব্রোস্ট,,,,দুইটা ফ্রেন্চ ফ্রাই,,,,,একটা মমোস আর দুইটা সফট ড্রিংস,,,,,
.
আমি :::::::: এতো কিছু???
.
সাইফ :::::::: কেন খাবেনা???
.
আমি :::::::::::: এতোগুলা কিভাবে???
.
সাইফ :::::::::: আমিতো এতোগুলাই খায়,,,,,,,
কাশোনাট সালাদ টাও খায়,,,,
ওটাতো অর্ডার করিনি,,,,
এই সামান্য গুলোকে এতো গুলা বলছো,,,,,
.
আমি ::::::::: এতোগুলা অর্ডার করার কি দরকার শুধু শুধু নষ্ট হবে,,,,
তারপর আমি ওয়েটারকে বললাম,,,,
ফ্রেন্চ ফ্রাই আর মমোসটা বাদে অন্যগুলা দিন,,,,,
.
খাওয়া শেষ করে সাইফ বিলটা দিয়ে আরো এক্সট্রা ৫০০ টাকা ওয়েটারকে দিয়ে দিলো,,,,,
আমি দেখে অবাক হলাম,,,,
এতো টাকা দেওয়ার কি দরকার ছিলো,,,,
যে রেস্টুরেন্টে সামান্য এসবে ছয় হাজার সাতশো টাকা বিল এসেছে,,,,,
শুধু শুধু এতো টাকা নষ্ট করলো,,,
.
আমি আবার একটু হিসাবি,,,
তবে শপিংয়ের বেলায় অন্যকথা,,,,
উনি আমাকে বাসায় ড্রপ করলো,,,,
বাসায় অনেক কাজিনরা এসেছে,,,
তাই উনি তাদের জন্যে আইসক্রিম,,,, আর ফ্রুটস এক গাধা নিয়ে দিলেন,,,,
আমি মানা করা সত্তেও জোর করে নিয়ে দিলেন,,,,,,
.
গাড়ি থেকে নেমে উনাকে ক্রস করে আনতে উনি আমার হাত ধরলেন,,,,
উনার হঠাৎ এমন করাতে আমি চমকে গেলাম,,,,,
হার্টবিট ফুল স্পিডে চলতে শুরু করলো,,,,,,,,
বুকের ভেতরে ধুকপুকটা যেনো থামছেই না,,,,,,,,
বারবার ঢোক গিলছি,,,,
বারবার মনে আসছে বেচারা ডিনার করিয়েছে,,,,
এতো কিছু কিনে দিয়েছে,,,,
এর বদলে যদি চুমু টুমু খেতে চায়,,,,
.
আমি,,,,আমি কি করবো,,,,
উনি আমাকে না টেনে নিজেই আমার কাছে এলেন,,,,
জানালা দিয়ে হাত ঢুকিয়ে একটা বক্স নিয়ে আমার হাতে দিয়ে বললেন,,,,
এটা তোমার জন্যে,,,,
.
আমি তো কি না কি ভেবেছিলাম,,,,
এটার জন্যেই হাত ধরেছে,,,,
তারপর উনি বাই জানিয়ে চলে গেলেন,,,,,
ততোক্ষণে দাড়োয়ান আঙ্কেল অন্য জিনিস গুলা বাসায় দিয়ে এসেছে,,,,
.
আমি দরজার কাছে যেতেই কেউ আমাকে টেনে বাগানের দিকে নিয়ে গেলো,,,,,
আমি যেনো চিৎকার করতে না পারি তার জন্যে মুখ চেপে ধরলো,,,,
আমি হাতাহাতি করছি নিজেকে ছাড়ানোর জন্যে,,,,,
কিন্তু আগান্তুক শক্ত করে ধরাতে পারছি না,,,,,,
.
আমার মুখ ছেড়ে দিয়ে আমাকে তার দিকে ঘুরিয়ে দিলো,,,
মিহাদ তুমি???
তুমি এখানে কেনো???
.
মিহাদ ::::::::::: বাহ বেশ তো রোমান্স করছিলে সাইফের সাথে,,,,
কেনো আমাকে দেখবে আশা করোনি বুঝি,,,
.
আমি ::::::::::::: কথা সেইটা না,,,তুমি হঠাৎ এখানে কেনো????
যদি কেউ দেখে ফেলে কি হবে বুঝতে পারছো???
বাসা ভর্তি সব মেহমান,,,,,
আমার কাজিনরা সবাই আছে,,,,,
তুমি যাও মিহাদ,,,
ফোনে কথা হবে,,,,
.
মিহাদ :::::::::: সাইফের সাথে ডিনারে যাওয়া,,,,,রোমান্স করতে পারো আর আমার সাথে মিট করতেই দোষ,,,
বাহ বাহ সানিয়া,,,
তুমি ইদানিং আমাকে খুব এড়িয়ে যাচ্ছো,,,,,,
প্রতিদিন রাতে ফোন দিলে ধরোনা,,,,
ভালোবাসো আমাকে আর রোমান্স করো সাইফের সাথে,,,,,
.
আমি ::::::::::: মুখ সামলে কথা বলো,,,,,
তুমি নিজেকে কি ভাবো,,,
সব কিছুতে ইন্টেফেয়ার কেনো করো,,,,,
সাইফ আমার স্বামি,,,,
সো উনার অধিকার আছে আমার উপর,,,,,,,
.
মিহাদ :::::::::: সাইফের জায়গায় আমার থাকার কথা ছিলো,,,,
তোমার উপর কি আমার কোনো অধিকার নেই????
শুনেছি ভালোবাসায় সবকিছু জায়েজ আছে,,,,
তাহলে,,,,
.
আমি ::::::::::::অধিকারটা তুমি হারিয়ে ফেলেছো,,,,,
ভালোবাসায় সব কিছু জায়েজ আছে বলে বলেই তো তুমি আমাকে বিছানা পর্যন্ত নিয়ে যেতে চেয়েছিলে,,,,
টাচ করতে চাইতে,,,,
তুমি জানোনা ভালোবাসা পবিত্র,,,,
.
মিহাদ :::::::::: ভালোবাসায় এসব হয়,,,
কিন্তু তুমিতো আমাকে সেসব করা থেকেও বঞ্চিত করেছো,,,,,
তোমাকে টাচ পর্যন্ত করতে দাওনি,,,
আর এখন সাইফকে না জানি কি কি করতে দিচ্ছো,,,,
.
আমি মিহাদের গালে কষে চড় বসিয়ে দিলাম,,,,
ছি মিহাদ ছি,,,
তুমি এতোটা নিচ,,,,,
তুমি আমায় এভাবে বলতে পারলে,,,,
আই হেইট ইউ মিহাদ,,,,
আই হেইট ইউ,,,
.
দৌড়ে বাসায় ঢুকতেই আমার কাজিন লুৎফার সাথে ধাক্কা খেলাম,,,,
ওকে দেখেই চোখের পানিটা লুকিয়ে মুছে ফেললাম,,,,,,
.
লুৎফা ::::::::::: সানিয়া তুই কাদঁছিস কেনো?????
আর তুই বাগানে কি করছিলি,,,
ওদিক থেকে যে দৌড়ে আসলি???
.
আমি :::::::::: ক,,,কই কাদছি,,,,
কাদছিনা তো,,,
.
লুৎফা :::::::: আচ্ছা বাদদে সেটা,,,,
কিন্তু বাগানে কেনো গেলি????
.
আমি :::::::::::: ফুরফুরে বাতাস বইছিলো,,,,
লোভ সামলাতে পারলাম না,,,,তাই ওদিকটা ঘুরে আসলাম,,,,
.
আমি আসতে আসতে অন্যরা সবাই আইসক্রিম খেয়ে শেষ করে দিলো,,,,
মনটা খুব খারাপ হয়ে গেছে,,,,
মিহাদ কেনো আমায় বুঝেনা,,,,
আমি কিইবা করবো,,,,
.
ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিলাম,,,,,,,,,,,
ফ্যানটা ঘুরছে তার সাথে আমার মনটাও,,,,,,
এই মনটা যে কি চাইছে কিচ্ছু বুঝতে পারছি না,,,,
মিহাদকে ভালোবাসি,,,,
আর সাইফের প্রতি উইক হয়ে যাচ্ছি,,,,
সাইফকে আমার প্রচন্ড ভালোলাগতে শুরু করেছে,,,,,,
আকদের পর থেকে একটা টান অনুভব করছি সাইফের জন্যে,,,,
আমিকি দুই নৌকায় পা দিচ্ছি,,,,,
.
মিহাদকেও কিছু বলতে পারছি না,,,,
বললেই কিছু একটা করে বসবে,,,,
কি যে করি আমি,,,,
তবে আমি এটা বুঝতে পারছি যে সাইফ আমার মনে ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে,,,,,,,
উনি আমাকে বুঝে,,,
আমার না বলা কথাও বুঝে ফেলে,,,,
চোখের ভাষাও বুঝতে পারো,,,,
কিন্তু কিভাবে???
উনিকি যাদুকর???
.
আর অন্যদিকে মিহাদ,,,যে আমায় একটুও বুঝে না,,,,,
আমায় বুঝতেও চাইনা,,,,
উফফফ এসব ভাবতে ভাবতে আমি পাগল হয়ে যাবো,,,,
হে আল্লাহ তুমি আমাকে সঠিক পথ দেখাও,,,,,,,,,
.
বিয়ের দুইদিন আগে থেকে ফুফি,,, চাচি,,,, খালামনিরা সবাই আসতে লাগলো,,,,,,
আপুনিও চলে আসলো,,,,
.
গায়ে হলুদ দুই দিন করা হবে,,,
একদিন আমাদের বাসায় করবে তখন সাইফরা আমাদের এখানে চলে আসবে,,,,,,,
তারপরদিন সাইফের ওখানে হবে
কিন্তু আমাকে নিবে না তবে সবাই যাবে,,,,,,,
এটাই নিয়ম আমাদের এখানের,,,
তারপর দিন সংগীত মানে সেদিন রাতে কেউ ঘুমাবে না,,,
সেদিন ও সাইফরা আমাদের এখানে আসবে,,,,,,
ছেলে পক্ষ আর মেয়ে পক্ষ ডান্স প্রতিযোগিতা দিবে,,,,,
যে পক্ষ জিতবে তারা শর্ত দিলে অন্য পক্ষকে তা করতে হবে,,,,,,
আর তারপর দিন মেহেদীরাত,,,,,
সেদিন বরপক্ষ থেকে মেয়ের জন্যে মেহেদী আর কেক আনা হবে,,,,,
মেহেদী পড়িয়ে আর কেক খাইয়ে তারা চলে যাবে,,,,,,,
আর তার পর দিন হবে বিয়ে,,,,,
ঠিক আমার আর সাইফের বিয়েটাও হবে এই স্টাইলে,,,,,,,,,,,,,,,,
.
সাইফ সন্ধ্যের দিকে ফোন দিয়ে বললো বাইরে বের হতে,,,,
কোথায় নাকি যাবে,,,,
আমি বললাম আজ হলুদ একটু পরেই ফাংশান শুরু হবে তাহলে,,,, কেমনে কি???????
.
কিন্তু সাইফ নাচোড়বান্দা,,,,,, কোনো কথাই শুনছে না,,,,
বলছে ফাংশানের আগেই বাসায় দিয়ে যাবে,,,,,
বোরকা পড়ে নাকি লুকিয়ে বের হতাম যেনো কেউ না দেখে,,,,,
সাইফ খুব করে বলাতে আমি আর না করতে পারলাম না,,,,,
উনার কথামতোই বোরকা পড়ে মুখ ঢেকে অপরিচিতদের মতো চুপিচুপি বাসা থেকে বেরিয়ে এলাম,,,,
এমনকি আম্মুকেও জানাতে নিষেধ করলো,,,,,,
তাই কাউকে জানালাম না,,,,,,,,,,,,,,
চলবে,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,