অব্যক্ত ভালোবাসার গল্প writer : Lovely khanom part : 40

0
1947

অব্যক্ত ভালোবাসার গল্প
writer : Lovely khanom
part : 40

সেই তখন থেকেই সাইফের চেহেরাটা মলিন হয়ে আছে,,,, বাসায় ফুফা ফুফির সাথে স্বাভাবিক আচরণ করলেও রুমেও তার চেহেরাটা মলিন ছিলো,,,,
সাইফের এই বিষন্নতা আমাকে খুব কষ্ট দিচ্ছে,,,,,,
.
এদিকে মিহাদ পাগল করে দিচ্ছে,,,,,
সাইফকে নাকি সব বলতাম,,,,,
তবে মিহাদের কিছু কথা শুনতে মোটেও ভালো লাগেনা আমার,,,,,
সাইফকে নিয়ে বাজে কথা বলে,,,,,
বলে কতোটা সুখ দিচ্ছে তোমায়???
সব ঠিকটাক তো,,,,
আজব এসব কোনো কথা,,,,
তাইতো ইগনোর করি,,,
ইগনোর করলে বা ফোন না ধরলে হুমকি দেয় বাসায় চলে আসবে,,,,
.
বিয়ের কয়েকদিন পরেই জেসিয়া আপি আর মামুন ভাইয়া তাদের বাসায় আমাদের ইনভাইট করেন,,,,
.
ফুফা ফুফিকে বললে তারা যেতে রাজি হয়না বলো তোরা যা,,,,
নতুন বৌকে নিয়ে কদিন ঘুরে আয়,,,,
তাই সাইফ আর আমিই চলে গেলাম আপুর বাসায়,,,,,
আপুর বাসাটা অনেক বড় আর সুন্দর,,,,,,,,,
পেছনের দিকে বড় একটা লেক আছে,,,,,
লেকের ধারে আছে সরু একটা রাস্তা,,,,,
পাশে পাশে সব ছোট বড় গাছ,,,,
আপু আমাদের জন্যে হরেক রকমের আইটেম করে টেবিল ভর্তি করে ফেলেছেন,,,,,,
.
আপু আমাকে জোর করে করে এটা ওটা নিয়ে দিচ্ছেন,,,,,
আমি এতো খেতেও পারছি না,,,,,
মামুন ভাইয়া ও আমাদের সাথে জয়েন করেছেন,,,,
তবে উনি শুধু সাইফকে খোচা দিয়ে কথা বলছেন,,,,,,
আপুর বাসায় একটা রাত থাকলাম পরের দিন জেসিয়া আপি আমাকে মলে নিয়ে শপিং করে দিলো,,,,,
তারপর আপু আর মামুন ভাইয়া সহ আমরা বেরিয়ে পড়লাম,,,,,
কিন্তু কোথায় যাচ্ছি সেটা জানিনা,,,
.
অনেক্ষন গাড়ি চলার পর কোথাও এসে গাড়িটা থামলো,,,,
সাইফ পিছনে ফিরে বারবার আমাকে বলছে,,,,
তুমি কিছু খাবে???
বা কিছু লাগবে???
.
মামুন ভাইয়া দুষ্টুমি করে বললো,,,,
বাহ শালা সাহেবতো দেখি বৌয়ের কত কেয়ার করে,,,,
.
বিচের পাড়ে এসেছি,,,
খুব ভালো লাগছে,,,,,
বাতাসে চুল গুলো এলো মেলো হয়ে যাচ্ছে,,,,,
আমি বারবার চুল ঠিক করছি,,,,
অনেক্ষণ সমুদ্রটাকে প্রাণভরে দেখলাম,,,,,,,,
যখনি সাইফের দিকে তাকালাম অমনি সাইফ আমার থেকে চোখ সরিয়ে অন্যদিকে তাকালো,,,
এতোক্ষণ আমার দিকেই তাকিয়ে ছিলো মনে হয়,,,,
.
মিহাদকে কতবার বলতাম যে বিচে যাবো,,,হাত ধরে হাটবো,,,
কিন্তু ও বলতো,,,,
বিচে দেখার মতো কিছু নেই,,,
শুধু পানি আছে,,,,
এটা কি দেখার জিনিস,,,,
কিন্তু আমার খুব করে ইচ্ছে করতো,,,,
সমুদ্রের পাড়ে ওর হাত ধরে হাটি,,,,,
আবার দুজনে পাড়ে বসে পা লম্বা করে দিবো আর একটু পরপর একেকটা ঢেউ এসে আমাদের পাকে ভিজিয়ে দিবে,,,,,,,,,,,,
ছুটাছুটি করবো,,,,,, একজন আরেকজনকে পানি মেরে ভিজিয়ে দিবো,,,,,,,,
বালির উপর নাম লিখবো,,,,
কিন্তু সব স্বপ্নই রয়ে গেলো,,,,
মিহাদের কাছে আমার এসব স্বপ্নের কোনো মূল্যই ছিলোনা,,,,,,,
.
ওর কাছে শুধু পার্টি,,,আর ফ্রেন্ডদের সাথে ট্রিপ,,, এগুলাই সব,,,,
ভাবনার রেশ কাটলো সাইফের ডাকে,,,,,,,,,,
সানিয়া তুমি এতো কি ভাবো,,,
কি এখানে ভাল্লাগছেনা বুঝি,,,,,
.
আমি চমকে গিয়ে,,,,না না,,,কেনো ভাল্লাগবে না,,,
এটাতো মন ভালো করার জায়গা,,,
আমার খুব ভালো লাগছে,,,,
.
সামনে জেসিয়া আপু আর মামুন ভাইয়া খালি পায়ে বালির উপর হাত ধরে হাটছে,,,,,,
ঠিক আমার স্বপ্নের মতো,,,,
.
সাইফ ::::::::: তোমায় অনেক্ষণ ধরে ডাকছি,,,, কিন্তু কোনো সাড়া শব্দ নেই,,,,
কোন গভীর চিন্তায় মগ্ন ছিলে,,,,
.
আমি :::::::: না না কিছুনা,,,
এমনিতে সমুদ্রে দেখছিলাম,,,,,
জেসিয়া আপি আর মামুন ভাইয়া ডাকছে,,,,,,
বলছে আমরাও নাকি হাত ধরে হাটতাম,,,,,,,,
আমি চুপ করে আছি,,,,
হঠাৎ সাইফ আমাকে অবাক করে দিয়ে আমার হাত ধরে বললো,,,
চলো আমরাও হাটি,,,,
সাইফ আমার জবাবের অপেক্ষা না করেই হাটা শুরু করে দিলো,,,,
.
আমিও অবাক হয়ে সাইফের পিছন পিছন চলছি,,,,,
একটু হাটার পর আমি জুতো খুলে অন্য হাতে নিলাম,,,
আমার দেখাদেখি সাইফও জুতো খুলে হাতে নিলো,,,,,
এবার দুজনে পাল্লা দিয়ে সমানে সমানে হাটছি,,,,
কেনো শুধু শুধু মিহাদের কথা ভেবে কষ্ট পাবে,,,,
সুযোগ যখন পেয়েছি তার সৎ ব্যাবহারটা করে নিই,,,,
.
আমার ভেতরে খুব ভালা লাগা কাজ করছে,,,,,,
দুজন হাত ধরে পাশাপাশি হাটছি,,,,,
ফাকে ফাকে সাইফকে দেখছি,,,,
সত্যিই সাইফ খুব ভালো একটা মানুষ,,,,,,,,,
এটা আমি চোখ বন্ধ করে বলতে পারি,,,,
তবে খুব ভয় হয়,,,,,
যখন সাইফ আমার আর মিহাদের কথা জানতে পারবে তখন আমি কি করবো,,,,,,,,,
.
সন্ধ্যে নামতেই সবাই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সেরে নিলাম,,,,
যা খাবার খেলাম রাতে আর খাওয়া লাগবে না,,,,,
বাসায় এসে রুমে ঢুকতেই আমার চোখ চড়কগাছ,,,,,
রুমটাকে সাজিয়ে দিয়েছে,,,,
বিছানার উপর লাল আর সাদা কালারের বেডশীড বিছানো,,,,,
তার উপর ফুল দিয়ে নাম লিখা,,,,,
আমার আর সাইফের,,,,,
পুরো রুমেও ফ্লোরে সব ফুল,,,,,,
এমন ভাবে সে সাজালো,,,,
.
সাইফও রুমে ঢুকতেই এদিক ওদিক তাকাচ্ছে,,,,
পুরো রুমটা পরখ করে দেখে নিলো,,
তারপর মুচকি হাঁসি দিয়ে আমাকে বললো,,,,,
কি হলো এসো,,,,
.
আমি ঢোক গিলে এক পা দিলাম,,,,
কেমন যেনো মনে হচ্ছে,,,,
পুরো রুম জুড়ে তাজা ফুল গুলোর সুবাস,,,,,,
সো সো করে নাক দিয়ে ঢুকতেই মনটা কেমন জানি করছে,,,,,,
সাইফ ::::::::::: সানিয়া তুমি ফ্রেশ হয়ে এসো,,,,,,
আমি কফি বানিয়ে আনছি,,,,
বলেই সাইফ চলে গেলো,,,,,
রুম সাজানোর মানেটা বুঝতে পেরেছি,,,,,,,,
এসব মামুন ভাইয়ার কাজ,,,,
আসার পথে মামুন ভাইয়া সাইফকে কি যেনো ফিসফিস করে বলছিলো,,,,,
.
কিন্তু আজ কিভাবে নিজেকে ওর কাছ থেকে দূরে রাখবো,,,,
কিসের বাহানা দিবো,,,
আমি কিছুই বুঝতে পারছিনা,,,,,
.
খুব গরমের কারণে একেবারে শাওয়ার নিয়ে নিলাম,,,,
ব্ল্যাক কালারের সিল্কের শাড়িটা পড়ে চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হলাম,,,,,,,
চুলটা মুছে সামনে পা বাড়াতেই দেখি সাইফ কফি হাতে,,,,
আমি :::::::::: ওহহহ আপনি,,,,,
.
সাইফ কফিটা আমার দিকে এগিয়ে দিয়ে,,,,,,
তুমি আবার আমাকে আপনি আপনি করে বলছো কিন্তু,,,,
.
আমি টাওয়ালটা মেলে দিয়ে,,,,,
কফিটা নিতে নিতে,,,,
কি করবো,,,
অনেক তো চেষ্টা করলাম,,,
বাট তুমিটা আসেনা,,,,
আপনি আপনি চলে আসে,,,,
.
সাইফ :::::::::: আচ্ছা ঠিকাছে তোমাকে আর ফোর্স করবো না,,,,
যখন তোমার ইচ্ছে হবে তখন তুমি করে বলো,,,,,
তোমার মুখে তুমিটা শুনতে খুব ভালো লাগে,,,,,,
.
তখনো আমার চুল থেকে টপ টপ করে পানি পড়ছে,,,,,
আমি কফিটা শেষ করে মগটা পাশে রেখে হেয়ার ড্রাইয়ারটা খুজছিলাম,,,,,
সাইফ :::::::::::: এটা খুজছো নাকি??
.
সাইফের হাতে দেখে বললাম হা,,,,
চুল গুলো ভেজা তাই,,,,
.
সাইফ ::::::::::: আমার পেছনে এসে,,,
হুম বুঝলাম,,,,
এসো আমি করে দিই,,,,
.
আমি :::::::: আ,,,আপনি করবেন মানে,,,
.
সাইফ আমার চুল ড্রাই করতে করতে,,,,,
হুম আমি করবো,,,,
আমার কেমন যেনো এক অদ্ভুত অনুভুতি হচ্ছে,,,,,
আমার চুল গুলো প্রায় শুকিয়ে গেছে,,,,
এবার সাইফ ওটা পাশে রেখে পেছন থেকে আমাকে জড়িয়ে ধরলো,,,,
আমার পেটে হাত রাখলো,,,,
ঘাড় থেকে চুল সরিয়ে ঠোটঁ বুলাতে লাগলো,,,,,,
.
আমার হার্টবিট খুব স্পিডে চলতে লাগলো,,,,,,
সাইফের স্পর্শে পাগল হয়ে যাচ্ছিলাম,,,,,,,,,,
আমাকে ওর দিকে ঘুরিয়ে সোজা কোলে তুলে নিলো,,,,,
.
আজ প্রকৃতিটা বড্ড অশান্ত হয়ে গেছে,,,,,,,
ভালোবাসার সেই স্বর্গসুখটা পেতে চাইছে,,,,,,
আমাকে খাটে শুইয়ে দিয়ে সাইফও ধীরেধীরে আমার উপর আমার ঠোটেঁর অনেকটা কাছাকাছি এলে আমি ওকে ধাক্কা দিয়ে উঠে গেলাম,,,,,,,
.
হাপাতে লাগলাম আর বড় বড় নিশ্বাস ফেলছি,,,,,
সাইফ ও উঠে বসলো,,,,
সানিয়া কি হলো???
এনি প্রবলেম,,,
.
আমি জানালার পাশে চলে গেলাম,,,
কেনো জানি খুব অপরাধবোধ কাজ করছে,,,,,,
কেনো দিতে পারছিনা আমি সাইফকে তার অধিকার,,,,,,,,,
আমিকি ভুল করছি,,,,
কিন্তু মিহাদ যে আমার অপেক্ষায় আছে,,,,,,
.
সাইফও আমার পিছনে এসে দাড়ালো,,,,
আমার কাধে হাত রেখে আমাকে ওর দিকে ঘুরিয়ে নিলো,,,,
.
সাইফ খুব নম্রস্বরে বললো,,,,
ভয় করছে বুঝি,,,,
আমি আছিনা,,,,
আমার হাত নিজের হাতের সাথে শক্ত করে নিলো,,,,
আবারো আমার ঠোটেঁর কাছে আসার চেষ্টা করলে আমি মুখ ঘুরিয়ে নিয়ে বলে ফেলি,,,,,,
প্লিজ স্টপ সাইফ,,,,
.
সাইফ আমার হাত ছেড়ে দিয়ে,,,,,
কি হলো সানিয়া???
.
আমি ::::::::: আমাকে ক্ষমা করুন প্লিজ,,,,
আমি আপনাকে আপন করতে পারছি না,,,,,,
.
সাইফ :::::::::::: এসব কি বলছো সানিয়া,,,,,,,,
আমরাতো স্বামি স্ত্রী,,,,
সো আপন করতে পারবেনা কেনো??
.
আমি ::::::::::::: আমি আপনার কাছে অনেক বড় একটা সত্য লুকিয়েছি,,,,
আপনাকে মিথ্যে বলেছি,,,,,
.
সাইফ চোখ বড় বড় করে,,,,
মানে????
আমি কিছুই বুঝতে পারছি না,,,,,
.
আমি :::::::::::: জানিনা আপনি কি ভাববেন আমায়,,,,
তবে যা ভাবার ভাবতে পারেন,,,,
আমি দোষি,,,,,,
খুব বড় অন্যায় করেছি আমি আপনার সাথে,,,,,
.
সাইফ ::::::::::: উফফফ সানিয়া,,,,,
তুমি কি বলছো এসব আমি বুঝতে পারছি না,,,,,,
কি অন্যায় করেছো তুমি???
মানে কি এসবের????
.
আমি :::::::::::: সাইফ আমি আমি,,,,অন্য একজনকে ভালোবাসি,,,,,
আর সেও আমাকে ভালোবাসে,,,,,
.
সাইফ ::::::::::: চোখ মুখ বাকিয়ে,,,,
হোয়াট,,,,,,
.
আমি :::::::::: হে আমি অন্য কাউকে ভালোবাসি,,,,,
.
সাইফ ::::::::::::: সানিয়া,,,তুমি আমাকে আগে বলোনি কেনো,,,,
আমি তোমার কাছে জিঙ্গেসও করেছিলাম বাট তুমি বলেছিলা না,,,,
তাহলে এখন এসবের মানে কি,,,,
নিশ্চয় তুমি আমার সাথে মজা করছো,,,,
তাইনা??
.
আমি ::::::::::: না সাইফ,,,, আমি আপনার সাথে মজা করছি না,,,,
আমি সত্যি বলছি,,,,,
আর আমি আপনাকে অনেকবার বলার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি,,,,,
.
সাইফ ::::::::::::: ওকে ওকে,,,, রিলেক্স সাইফ,,,,,
বড় বড় কয়েকটা শ্বাস নিয়ে,,,,,
ঠিকাছে মানলাম বিয়ের আগে এমন রিলেশন হয়ে থাকে,,,
কিন্তু এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে,,,,,
তুমি আগের সব ভুলে এসো আমরা নতুন করে সব শুরু করবো,,,,
সাইফ আমার হাত ধরলো,,,,
.
আমি এক ঝটকায় নিজের হাত সরিয়ে নিয়ে,,,,,,
এটা হতে পারেনা,,,,
নতুন করে কিভাবে শুরু করবো,,,
আমিতো আপনাকে ভালোবাসিনা,,,
মিহাদকে ভালোবাসি,,,,,,,,,,

চলবে,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here