অব্যক্ত ভালোবাসার গল্প writer : Lovely khanom part : 47

0
4111

অব্যক্ত ভালোবাসার গল্প
writer : Lovely khanom
part : 47

সানিয়া নিজের প্রতি খেয়াল রাখবে,,,
পাসতা যদি গরম হতো তাহলে তো তুমি পুড়ে যেতা,,,,,
ইটস ওকে বেখেয়ালী ভাবে হয়েছে আগে থেকে একটু কেয়ারফুল থাকবা,,,,,
খুব মিষ্টি একটা হাঁসি দিয়ে আমার ভুলটাকে সংশোধন করে দিলো,,,,,,
আর মিহাদ ভেংছি কেটে,,,,,, যত্তসব ন্যাকামো বলে নিজের শার্ট পরিস্কার করতে লাগলো,,,,,,,
.
হা মিহাদ এমনি,,,কিন্তু কিছুই করার নেই,,,,
এর আগেই মিহাদের সাথে রেস্টুরেন্টে এমন হয়েছিলো,,,,
কিন্তু মিহাদের এমন রিয়েক্টে আমি কষ্ট পেয়েছিলাম,,,,
আমিতো আর ইচ্ছে করে ফেলিনি,,,
তারপরও মিহাদ আমাকে এটা সেটা বলে রাগ দেখিয়ে ওখান থেকেই চলে যেতো,,,
একবার তো আমি পুরো কান্নায় করে দিয়েছিলাম,,,,,
রেস্টুরেন্টের বিলটা কিন্তু আমাকেই দিতে হতো।
.
কিন্তু আজ সাইফের আমার প্রতি কেয়ারিংটা দেখে অনেক বেশি ভালো লাগলো।
.
আমরা রেস্টুরেন্ট থেকে বের হলাম আর সাইফ ব্যাগগুলো গাড়ির পিছনের বক্সে রাখছিলো,,,
এমন সময় হঠাৎ বৃষ্টি শুরু হলো,,,,
সময়টা এমনি আচমকাই বৃষ্টি চলে আসে,,,,
মিহাদ মাথায় হাত দিয়ে দৌড়ে মলের ভেতর চলে যায় আর আমাকে ডাকতে থাকে,,,,,,
এদিকে ঝাপিয়ে বৃষ্টি আসায় আমি তো ভিজে একাকার হয়ে যাচ্ছি,,,,
সাইফ ছাতা একটা নিয়ে দৌড়ে এসে আমার মাথার উপর ধরলো,,,,
বাতাসে ছাতাটাও উড়িয়ে নিয়ে যাচ্ছে,,,,
সানিয়া চলো ভেতরে,,, বৃষ্টিতে ভিজছো কেনো,,,,,
.
আমি ছাতাটা সরিয়ে দিয়ে,,,,
আজ ইচ্ছামতো বৃষ্টিতে ভিজবো,,,,
.
সাইফ :::::: ছাতাটা আবার মাথার উপর ধরে,,,,
পাগলীটা বলে কি,,,,
ঠান্ডা লেগে যাবে তো,,,,
এই বৃষ্টির পানিতে অসুখ করবে,,,,
তখন তো আমারই কষ্ট,,,,,
আমি অভিমানের সুরে,,,,
কি আপনার কষ্ট হবে তাই আমাকে বাধা দিচ্ছেন,,,,
যান আপনার কষ্ট করা লাগবে না,,,
.
সাইফ ছাতাটা ছুড়ে ফেলে নিজেও ভিজতে লাগলো,,,,
হুম কষ্ট আমি একা কেনো করবো তুমিও করবা,,,,
তোমার অসুখ হলে আমি কষ্ট করবো আর আমার হলে তুমি করবা,,,
দুজনে একসাথে ভিজবো,,,
ওদিকে মিহাদ চোখ বড় বড় করে আমাদের দেখছে,,,,,
আর সানিয়া সানিয়া করে ডাকছে,,,,
.
একটু ভিজার পর সাইফ আমার মাথার উপর দুহাত মেলে দিয়ে,,,,
মাথায় পানি বেশি পড়লে সমস্যা,,,
অথচ তার নিজের মাথাও বৃষ্টির পানি পড়ছে সেই খেয়াল নেই,,,,
একটু পর আমার হাচি আসতে লাগলো,,,,,,,
আর সাইফ আমাকে জোর করে টেনে মলে ঢুকলো,,,,
সাইফ এদিক ওদিক দেখে বললো,,,
ওয়েট আমি আসছি,,,
বলেই মলের ওদিকটা চলে গেলো,,,,
.
মিহাদ চোখ লাল করে,,,,
বাহ খুব দারুণ সিনেম্যাটিক দৃশ্য দেখলাম,,,,,
ওয়াও,,,,
এতো ন্যাকামো করার কি দরকার ছিলো হা,,,,
কেন বাচ্ছাদের মতো বৃষ্টিতে ভিজতে গেলা,,,,,
সবার ফোকাস তোমাদের দিকেই ছিলো,,,,,,,,
কি দরকার ছিলো বৃষ্টিতে ভিজার,,,,
.
আমি হাচি দিতে দিতে,,,,,
মিহাদ তুমিতো জানোই বৃষ্টি আমার কত পছন্দ,,,,,
আর বৃষ্টি হলেই আমি ভিজি,,,
এটাতো নতুন ব্যাপার না,,,,
সেই প্রথম থেকেই করছি,,,,,
.
মিহাদ ::::::: হুম তাতো জানি,,,
কিন্তু সেই ব্যাপার গুলোই যে আমার বড্ড অপছন্দ,,,,,
তোমাকে কতবার বলেছি এসব করোনা,,,,,,,
একটু সিনসিয়ার হও কিন্তু না ন্যাকামো না করলে তোমার যায় না,,,,
অদ্ভুত সব কান্ড,,,,,,
খুব বিরক্তি ভাব নিয়েই বললো মিহাদ,,,,
.
আমি ::::::: তুমি আমাকে ভালোবাসো????
.
মিহাদ ::::::: অফকোর্স বাসি,,,
তাইতো তোমায় নিয়ে যেতে চাই,,,
.
আমি :::::: যদি ভালোবেসেই থাকো তাহলে পালিয়ে এলে কেনো,,,
আমার সাথে বৃষ্টিতে ভিজলা না কেনো????
.
মিহাদ ::::::: ভ্রু কুচকে,,,,
পাগল নাকি,,,
ভালোবাসলেই কি বৃষ্টিতে ভিজতে হবে,,,,,,,,
সানিয়া জাস্ট চিল,,,,
এসব দিয়ে কি প্রমাণ করতে হয় ভালোবাসি কিনা,,,,
আরে বৃষ্টিতে ভিজলে আমার অসুখ করবে,,,,,
তো আমি এমনি ফাউল কেন ভিজবো,,,
সানিয়া তুমি কি নিজেকে এখনো বদলাতে পারোনি,,,,
বদলে ফেলো নিজেকে,,,,
আর মনকে পাত্তা দিওনা নিজের বিবেককে বুঝো,,,,,
মনতো এমনি,,,,
.
সাইফ আসলো হাতে প্যাকেট,,,,
প্যাকেট থেকে একটা বড় টাওয়াল নিয়ে আমাকে দিয়ে বললো,,,
সানিয়া মাথাটা ভালো করে মুছে নাও,,,,,
আর পানি গুলাও মুছে ফেলো,,
নয়তো চলো চার তলায় পার্লার আছে চুলটা শুকিয়ে নিতে পারবে,,,,
.
মিহাদ :::::: এতো কাহিনী করা লাগে,,,
একটু ভিজলে কিছু হয়না,,,
আমার আবার লেইট হয়ে যাবে,,,
.
আমি দুজনের কথা শুনেই চুপ করে রইলাম,,,,
না সাইফ এত কিছুর দরকার নেই,,,
টাওয়ালটা হাতে নিয়ে বললাম,,,
বাসায় গিয়ে শাওয়ার নিলে হবে,,,
.
সাইফ আমার হাত থেকে টাওয়ালটা নিয়ে বললেই হলো নাকি,,,,
ঠান্ডা লেগে যাবে তো,,,
আমার চুল মুছে দিচ্ছে মিহাদের সামনে,,,
এমনকি মলের ভেতর বৃষ্টিতে আটকে পড়া মানুষগুলোও আমাদের দেখছে,,,
তাতে সাইফের কোনো মাথা ব্যাথা নেই,,,,,,,,
কেউ কেউ তো ভিডিও করছে,,,,
.
এদিকে মিহাদ এদিক ওদিক তাকিয়ে খুব বিরক্তি প্রকাশ করছে,,,,
ওর মুখ দেখেই বুঝা যাচ্ছে,,,,
.
মিহাদ ::::::: সানিয়া আমার যেতে হবে এখনি,,,
ওকে তাহলে আমি আসি বলেই মিহাদ আমাকে জড়িয়ে ধরতে আসলে আমি হাত দিয়ে থামিয়ে দিই,,,,
হুম যাও,,,
.
তারপর মিহাদ জোর পূর্বক হাঁসি ফুটিয়ে চলে গেলো বাইক নিয়ে,,,,
ততক্ষণে বৃষ্টিটা থেমে গেছে,,,,
হঠাৎ বৃষ্টিটা কেনো এলো,,,
কারো মুখোশ উন্মোচন করে দিতে নাকি আমার ভেতরের বিবেকটাকে জাগিয়ে দিতে,,,,,
.
আমি শুধু এটাই ভাবছি মিহাদের সাথে মিট করলে বা সাইফের ফোন দিয়ে কথা বললে সাইফ অনেক কষ্ট পায় কিন্তু তারপরও আমাকে কিছুই বলেনা,,,,
সব কষ্ট সহ্য করে চুপ করে থাকে,,,,
মানুষটা এমন কেনো??
আমার এতো কেয়ার করে কেনো??
কেনো সে আমাকে নিয়ে এত ভাবে??
আমার সব কিছুর প্রতি যত্ন নেয়,,,,
আমার মাথায় কিছুই ঢুকছে না,,,,
কি করবো কিছুই বুঝতে পারছি না,,,
.
আরো কয়েকটা দিন কেটে গেলো,,,,
আজ রাতে মিহাদের বাসায় পার্টি,,,
আমাকে ইনভাইট করা হয়েছে,,,,
কিন্তু রাতে সাইফের একটা জুরুরী মিটিংয়ে এটেন্ড করতে হয়েছে,,,,
উনাকে বলেও ছিলাম কিন্তু উনি আজ মুখের উপরেই নিষেধ করে দেয়,,,,
বলে রাতে পার্টিতে যাবার দরকার নেই,,,
.
কিন্তু উনি নিজেই বলেছিলেন মিহাদের সাথে আমার মিল করিয়ে দিবেন,,,,
কারণ যাকে আমি ভালোবাসি তার কাছেই নাকি আমি সুখী হবো,,,,
এদিকে মিহাদ কত কাকুতি মিনুতি করছে,,,,,,,
না বলতেও পারছিনা,,,,,
তারপরও সাইফকে ফোন দিয়ে আবারো জিঙ্গেস করলাম,,,,
কিন্তু সে তখনো মিটিংয়ে ছিলো,,,,
ফোন ধরছেনা,,,
বোধহয় সাইলেন্ট মুডে রাখা,,,,,
মেসেজ করে দিলাম,,,,
সবসময় উনাকে বলে যায় বা সাথে নিয়ে যায় আজ না বলে যেতে মন চাইছে না,,,,,,,,,
.
আমি একাই চলে গেলাম মিহাদের বাসায়,,,,
বেল বাজাতেই মিহাদ দরজা খুলে দিলো,,,,,,
মিহাদ আমার মাথা থেকে পা অব্দি পরখ করে নিলো,,,
ঠোটেঁর কোণে বাকা হাঁসি দিয়ে বললো,,,,
এসেছো জান,,,,
তুমিকি একা এসেছো মানে সাইফকে আবার আনোনি তো??
মিহাদ বাইরে চারোপাশে দেখছে,,,,
.
আমি :::::: সাইফের মিটিং এটেন্ড করেছে,,,,
সো আমি একাই এসেছি,,,,
কিন্তু কেনো????
.
মিহাদ আমাকে টেনে দরজা বন্ধ করে দিলো,,,,
পেছন থেকে আমাকে জড়িয়ে ধরে আই মিস ইউ সো মাচ জানননন,,,
.
আমি বিরক্ত প্রকাশ করে নিজেকে ছাড়াতে ছাড়াতে বললাম,,,
মিহাদ ছাড়ো আমায়,,,
কই কাউকে তো দেখছি না,,,
আর তুমিনা বললে আজ পার্টি,,,,
গেস্ট আসবে,,,
কিন্তু বাসার পরিবেশ দেখে তো মনে হচ্ছেনা আজ পার্টি হবে,,,,
বাসা তো আগের মতোই আছে,,,,
সাজানো হয়নি,,,,
.
আমি নিজেকে ছাড়িয়ে নিতেই মিহাদ আবারো আমাকে কাছে টেনে নেয়,,,
নিজে সোফায় বসে আমাকে ওর কোলের উপর বসিয়ে জোর করে চেপে ধরে বললো,,,,,
আজ বাসা পুরো খালি,,,
মা আর আপু বাসায় নেই,,,
আর পার্টি তো বাহানা মাত্র,,,,,
তোমাকে দেখতে খুব ইচ্ছে করছিলো,,,
.
আমি মিহাদের হাত সরানোর চেষ্টা করছি,,,,,
মিহাদ কি করছো ছাড়ো আমায়,,,
তার মানে তুমি মিথ্যে বলে আমাকে এখানে আসতে বলেছো,,,,,
.
মিহাদ আমাকে আরো শক্ত করে চেপে ধরে,,,,,
হুম মিথ্যে বলেছি,,,,,,
কারণ তোমায় খুব কাছে পেতে মন চাইছে,,,,,
আজ দুজন দুজনাতে হারিয়ে যাবো,,,
কেউ বাধা দিতে পারবেনা,,,,
জানবেনা কেউ,,,,
.
মিহাদ আমার চুলে নাক ডুবিয়ে দিলো,,,,
আমি মিহাদের মুখটা সরিয়ে,,,
কি করছো মিহাদ,,,
ছাড়ো বলছি আমায়,,,,
তুমি আবার শুরু করলে আগের মতো,,,
তুমি জানো যে আমি এসব পছন্দ করিনা,,,,
ছাড়ো বলছি,,,,
এসব পাপ কাজে আমি সম্মতি দিইনা,,,
.
মিহাদ আমার চুল থেকে মুখ উঠিয়ে আমার গলাম চুমু দিতেই আমি ওকে ধাক্কা দিয়ে দূরে সরে দাড়ায়,,,,,
তুমি এসব পাপ কাজ করার জন্যেই আমাকে এখানে আসতে বলেছো???
তোমার সাহস কেমনে হয় আমাকে স্পর্শ করার,,,,
ভালোবাসার নামে এসব অপবিত্র পাপ করার কোনো মানে হয়না,,,,
আমি আগেও এর বিপক্ষে ছিলাম আর এখনো আছি।
.
মিহাদ নেশা ভরা চোখে আমার কাছে এসে আমার হাত ধরে বললো,,,,
সানিয়া আগের কথা বাদ দাও,,,তখন নাহয় তুমি সিঙ্গেল ছিলে,,,
তাই সরাসরি না করে দিয়েছিলে,,,
কিন্তু এখন তো তুমি সিঙ্গেল না,,,
মিঙ্গেল,,,
মানে তোমার বিয়ে হয়েছে,,,
সো তুমি এখন না করতে পারোনা,,,
সমস্যা কোথায় দুজন একান্তু মুহূর্তটা ইনজয় করতে,,,,
আনফরচুনেটলি তুমি তো সাইফকে প্রথম মোমেন্টটা দিয়ে দিয়েছো সেকেন্ড মোমেন্টটা নাহয় আজ আমাকে দাও,,,,,
মিহাদ আমার হাতে আঙ্গুল বুলিয়ে বাহু পর্যন্ত এনে আমাকে ওর দিকে ঘুরিয়ে ওর মুখটা কাছে আনলেই আমি খুব জোরে ওকে ধাক্কা দিয়ে ওর গালে চড় বসিয়ে দিই,,,,,,
আর মিহাদ চোখ বড় বড় করে আমার দিকে তাকায় গালে হাত দিয়ে,,,
ওর চোখে আগুন দেখা যাচ্ছে,,,
.
ছি মিহাদ ছি,,,
আমার ভাবতেও ঘৃন্না হচ্ছে আমি তোমার মতো নিচু মনের একটা মানুষকে ভালোবেসেছি,,,,,,
তুমি এতোটা নিচ কিভাবে হতে পারলে,,,,,
আমি ভেবেছিলাম তুমি বদলে গেলো,,,
ভালো হয়ে গেছো,,,
হয়তো ভালোবাসা কি সেটাও বুঝতে পেরেছো,,,
কিন্তু তুমি সেই আগের মিহাদই রয়ে গেছো,,,,,,
তোমার মতে ভালোবাসার মানে হচ্ছে এসব,,,,,
কিন্তু এসব ভালোবাসার মধ্যে পড়েনা,,,
এগুলা নিতান্তই পাপ ছাড়া আর কিছুই না,,,,,,
.
ছি মিহাদ,,,,
তুমি আমার কাছে এটাই চাইবে,,,,
যে আমি সাইফের সাথে বিয়ে হওয়ার পরও তাকে একটা দিনও নিজের কাছে আসতে দিইনি,,,
তাকে আপন করে নিইনি,,,
শুধু কষ্টই দিয়েছি তাকে,,,,
অথচ সাইফ সব জেনেও দিনের পর দিন চুপ করে থেকেছে,,,,
সহ্য করেছে আমার সব কষ্ট,,,,
তার সাথে তো আমি ভালো করে একটু কথাও বলিনি,,,,,
কিন্তু সে চাইলে পারতো জোর করে তার অধিকার নিতে,,,,
কিন্তু সে তা করেনি,,,,
সে আরো আমার সাথে তাল মিলিয়েছে,,,,,,,
তোমার কথা বলার পরও সে চুপ ছিলো,,
তোমার সাথে মিট করাতে সেই আমাকে ড্রপ করে দিতো,,,,
.
জাস্ট তোমাকে ভালোবাসি বলেই তাকে এতোটা কষ্ট দিচ্ছি,,,,,
নয়তো সাইফের মতো এতো মহৎ মানুষ হয়না,,,,
লাখেও পাওয়া যাবেনা এমন মানুষ,,,,
সবসময় আমার কেয়ার করে,,,
আর তুমি শুধু নিজের স্বার্থই খুজেছো,,,,,,,,,
কখনো আমার মন বুঝার চেষ্টা করোনি,,,,
তোমাকে আমি ঘৃর্ণা করি মিহাদ,,,
ঘৃর্ণা করি,,,
মিহাদকে কিছু বলেত না দিয়েই দৌড়ে ওর বাসা থেকে বেরিয়ে গেলাম,,,,
খুব কষ্ট হচ্ছে আমার,,,
চোখ দিয়ে অনবরত পানি পড়ছে,,,
চোখের পানি মুছতে মুছতে রাস্তা দিয়ে দৌড়াচ্ছি,,,,,
হঠাৎ কারো গাড়ির সামনে পড়লাম,,,
তবে গাড়ি ঠিক সময়ে ব্রেক করাতে বেচে গেছি একটুর জন্যে,,,,
নয়তো সোজা গাড়ির নিচে গিয়ে পড়তাম,,,,,,,,,,,,

চলবে,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here