তুমি_আমার??Part_02
#Written_By_Samia_Islam
রিধি::: আল্লাহ আমি নাই,,,,
রিধি এক দৌড়ে কলেজ থেকে বেরিয়ে গেল,,, নিরাও রিধির পিছন পিছন দৌড় দিল,,, তারপর দুজনেই তাড়াতাড়ি করে একটা CNG নিয়ে রিধির বাসায় চলে গেল,,,
শান্ত::: আমার বউ হয়ে সবাইকে ভয় দেখানো,,, এবার তো তুমি বুঝবে শান্ত চৌধুরীর নাম বলে এসব বলার পরিণাম কি হয়,,,এত তাড়াতাড়ি তোমাকে ছাড়ছিনা মিস রিধি,,,,,,
রিধি নিরা সহ বাসায় গিয়ে রুমের দরজা লক করে দুজনেই বেডের মাঝখানে গালে হাত দিয়ে বসে আছে,,, নিপা অনেক্ষণ ধরে দুজনকে ডেকে যাচ্ছে,,,কিন্তুু ওরা দরজা খুলে না,,, রিধির তো কান্না করে দেওয়ার মতো অবস্থা,,,,
নিরা::: এখন গোমড়া মুখ করে বসে থেকে কি করবি?? তখন বারবার করে বারণ করে ছিলাম বাড়িয়ে না বলতে,,,
রিধি:: কাটা গায়ে নুনের ছিটা দিচ্ছিস??? ?
নিরা::: আচ্ছা এখন কি করবি বল??
রিধি:: চল ঐ শান্তকে খুন করে চলে আসি,, ?
নিরা::: মাথা থেকে শয়তান গুলাকে বের করে ভালো কিছু ভাব,,,
রিধি:: এই ছাড়া আর কোনো উপায় দেখছিনা,,,, ? ঐ শয়তান টা তো আমার কলেজও চিনে গেছে,,, যখন তখন চলে আসতে পারে,,, ধুররর কেন যে মিথ্যাটা বলতে গেলাম,,, নিজের পায়ে নিজেই কুড়ালটা মারলাম,,,
নিরা::: যাই বলিস,,,, ছেলেটা কিন্তুু সেই,,?
রিধি:: ঠিকি তো,,, যেমন লম্বা তেমনি ফর্সা, খোচা খোচা দাড়ি, রাগী ভাব, হাটার স্টাইল, কথা বলার স্টাইল, শার্টের বুকের ২ টা বোতাম খোলা শার্টের মধ্যে সানগ্লাস ঝুলানো,,, আর সবচেয়ে বেশি সুন্দর হেয়ার স্টাইল,,,
নিরা::: বাব্বাহ তুই এতকিছু দেখেছিস???? ?
রিধি:: হুম,,, যতি পুলিশ না হতো তাহলে শান্তকে আমার জীবনসঙ্গী বানাতাম,,,,,
নিরা::: পুলিশ হলে প্রবলেমটা কি?? ?
রিধি:: আরে জানিস না,,, পুলিশ বলতেই তো সব ঘুষখোর,,,,
নিরা::: সবাই এক না,,, কিছু কিছু সৎ পুলিশ অফিসারও আছে,,, তাই তো আমাদের সমাজ এখনো চলতে পারছে,,,
রিধি:: হুম বাট তাদের মধ্যে যে শান্ত সৎ এটা কিভাবে জানবো??? আর এসব জেনে আমি কি করবো?? আমি এখন এটা ভাবছি ওর হাত থেকে নিজেকে কিভাবে বাঁচাবো,, আমাকে আর একবার ফেলে নিশ্চই কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে,,,,??
নিরা::: আচ্ছা একটা আইডিয়া দিই??? ?
রিধি:: না,,, পোস্টার বানিয়ে আমার গলায় ঝুলিয়ে দে,,,?
নিরা::: রাগ করছিস কেন??☹️
রিধি:: তো কি করবো বল?? টেনশনে আমার পা ব্যাথা করছে আর তুই আমার মুখের দিকে তাকিয়ে জিঙ্গাস করছিস আইডিয়াটা দিবি কিনা,,,,
নিরা::: টেনশনে তোর পা ব্যাথা করে?? ?
রিধি:: মাঝেমাঝে কোমড়ও ব্যাথা করে,,,
নিরা::: আল্লাহ এই মেয়ের মাথা পুরাই গেছে,,,
রিধি:: তোরটাও যাবে যদি তুই তাড়াতাড়ি কথাটা না বলিস,,,?
নিরা::: আচ্ছা বলছি যে কাল সকালে তুই শান্ত স্যারের কাছে ক্ষমা চেয়ে আসলে কেমন হবে?? মানে উনি তো তোকে ক্ষমাও করে দিতে পারেন,,,
রিধি:: মেরে তোর নাক ফাটাই দিবো,,,? আমি ক্ষমা চাইবো ঐ শান্তর কাছে??? জীবনেও না,, ?
নিরা::: আরে শুধু Sorry বললেই তো হয়ে যাবে,,
রিধি:: পারবো না,,,☹️
নিরা::: আরে বুঝার চেষ্টা কর,,, না হলে উনি যদি কাল কলেজে এসে সবার সামনে তোকে অপমান করে,,,
রিধি:: সেটাও ভাবার বিষয়,,?
নিরা::: তাই তো বলছি উনাকে জাস্ট sorry বলে আয়,,,,
রিধি:: আমার ভয় করছে?যদি উল্টা পাল্টা কিছু করার চেষ্টা করে,,,
নিরা::: আরে ভয় পাচ্ছিস কেন?? উনি সেরকম খারাপ ছেলে না,,,
রিধি:: চেহারা দেখে ভিতরটা বুঝা যায়না,,,, আমি যেতে পারি এক শর্তে,,,,
নিরা::: কি শর্ত???
রিধি:: তুইও আমার সাথে যাবি,,,,
নিরা::: ok,,,,, যাবো,,,
রিধি:: তুই সত্যি আমার জান্টুস,,
নিরা::: আর কত কিছু শুনবো কে জানে?? ?
ঐ দিনটা কোনো রকম কেটে গেল,,, রিধি ঐ দিন নিরাকে বাসায় যেতে দেয়নি,, ওরা একসাথেই ছিল,,, সকালে উঠে দুইজনই রেডি হতে লাগলো,
রিধি:: নিরু আমার সত্যি অনেক ভয় লাগছে,,,,?
নিরা::: আরে এত ভয় পেলে হবেনা,, যা হবার তাই হবে,,
রিধি:: ঐ শান্ত যদি উল্টা পাল্টা কিছু করার চেষ্টা করে তো আই প্রমিস ওকে সেখানেই খুন করবো??
নিরা::: আচ্ছা যা ইচ্ছা তাই করিস,,, আমার জিজুও কিন্তুু চেয়ে চেয়ে দেখবে না?
রিধি:: জিজু কে?? ?
নিরা::: Sorry fun করলাম,,,
রিধি:: এমনিতেও ভয়ে হাত, পা, কান, নাক চোখ সব কাঁপছে,, আর এখানে জিজু কে নিয়ে সাপাই গাইতে আছে,,,
নিরা::: তার মানে তুই মেনেই নিলি??
রিধি:: আমি পাবনা থেকে আসি নাই,,, চুপচাপ চল,,, আমার কিছু হলে তোকে ঐ শয়তানের বন্ধুর সাথে বিয়ে দিব,,,
নিরা::: দোষ করলি তুই আর এখন এখানে আমাকে টেনে আনতেছিস কেন?? আর শান্ত স্যারের বন্ধুকে কই পাইলি,,
রিধি:: ধুরর ভয়ের চোটে মুখ দিয়ে কি বের হচ্ছে আমি নিজেও জানিনা ,,,,,, ?
নিরা::: এখন তাহলে চল,,,
রিধি:: হুম চল,,,
রিথি আর নিরা রুম থেকে বেরিয়ে দেখে নিপা তাদের জন্য খাবার রেডি করে বসে আছে,,,
নিপা::: কাল রাত থেকে না খেয়ে আছো,,,তোমার ভাইয়া জানলে আমাকে বাসা থেকে বের করে দিবে,,,,
রিধি:: ভাইয়া এখন কোথায়???
নিপা::: অফিসের কাছে ৬ দিনের জন্য সিলেট গেছে,,,
রিধি::: তাহলেই তো আর কোনো টেনশন নেই,,, ভাবি এই সবগুলা নাস্তা তুমি খেয়ে নাও,,আমরা যাচ্ছি,,,
নিপা:: আরে হাল্কা কিছু হলেও খেয়ে যাও,,,
রিধি:: ঐ নিরু তুই খা,,,আমার তো গলা দিয়ে কিছু নামবে না,,,
নিরা::: আরে এত টেনশন করিস নাতো,,,
রিধি:: টেনশন করবো না ডান্স করবো?
নিপা::: কাল থেকেই জিঙ্গাস করছি কি হয়েছে সেটা আমার সাথে শেয়ার করো,,, তোমরাতো মুখ থেকেই কিছু বের করছো না,,
রিধি:: তোমাকে পরে বলবো ভাবি,,,, আগে দেখি আজকে কি হয়,,, ?
নিরা খাওয়া শেষ হলে রিধি নিরা দুজনেই বেরিয়ে পড়ে,,,
রিধি আর নিরা রাস্তায় গাড়ির জন্য দাড়িয়ে আছে,,, হঠাৎ নিরা দেখলো ঐ দিনের রিকশাচালক টা এদিকে আসছে,,,
নিরা::: রিধি দেখ ঐ লোকটা,,,
রিধি:: কোন লোকটা,,?
নিরা::: আরে যে লোকটাকে থানায় আটকে রাখতে গিয়ে তোর আজ এই অবস্থা,,,
রিধি তাকিয়ে দেখল রিকশাচালক টা ওদের দিকে আসছে,,, রিধি ও লোকটাকে ডাকলো,,,
রিধি:: আসলে ঐ দিনের জন্য sorry,,,, আমার মাথা খুব গরম হয়ে গেছিলো তাই কি করেছি বুঝতে পারিনি,,,
লোকটা::: আরে না আপা আমি কিছু মনে করি নাই,,,
রিধি:: আপনি তো অনেক ভালো,,? আচ্ছা আপনাকে কি ঐ দিন মারছে?? ?
লোকটা:: না আপা,,আমাদের ওসি সাহেব আছেন না উনি খুব ভালা মানুষ,, আপনারা চইলা আসার পর উনি থানায় এসেছিলেন আমি সব খুলে বলাতে আমাকে ছাইড়া দিলেন,,
রিধি:: ভালো না ছাই,,আমার জীবনটা তেজপাতা বানিয়ে ছাড়লো,,,( বিড়বিড় করে)
লোকটা:: কিছু কইলেন আপা??
রিধি:: না না কি বলবো,,, আচ্ছা আপনি তো এখন ওদিকেই যাচ্ছেন,,,আমরাও যাবো,,,
লোকটা:: আজকে কি আবার আমি কোনো দোষ করছি,,, আমারে আবার থানায় দিয়া আসবেন?? ?
রিধি:: আরে না,,, আমাদের একটু প্রয়োজন আছে তাই যাচ্ছি,,,,
লোকটা:: আইচ্ছা চলেন,,,,
এরপর রিধি নিরা রিকশায় করে থানায় চলে আসে,,, রিধি নেমে লোকটির হাতে ১০০০ টাকা ধরিয়ে দেয়,,,,
লোকটা::: আপা আমার কাছে তো এত টাকা ভাংতি হইবো না,,,
রিধি:: লাগবেনা পুরুটা রেখে দিন,,,
লোকটা:: কি বলেন আপা ২০ টাকার জন্য এতগুলা টাকা রেখে দিমু,,, তার থেইকা ভালা আপনি নিয়া যান,,অন্যদিন দেখা হইলে দিয়া দিবেন,,
রিধি:: আরে না,,,আমি পুরুটা আপনাকেই দিছি,,, আমার জন্য ঐ দিন আপনার টাইম লস হলো,,,
লোকটা:: আপা আপনিও ঐ স্যারটার মতো অনেক ভালা,,,
রিধি::?
লোকটা:: আপা আমি এখন যাই??
রিধি:: আচ্ছা যান,,,
রিকশাচালক টা চলে গেলে রিধি এখনো দাড়িয়ে আছে,,,
নিরা::: এখন চল,,,
রিধি:: আমার হার্টবির্ট বেড়ে যাচ্ছে,,,??
নিরা::: ভিতুর ডিম,,, চল ভিতরে,,,
নিরা এক প্রকার টেনেই রিধিকে ভিতরে নিয়ে আসলো,,,
নিরা::: Excuse me,,,, শান্ত স্যার এসেছে?? ( একজন পুলিশ কে জিঙ্গাস করলো)
নাহিদ:: না,,, স্যার তো আজ আসবেন না,,,, কোনো প্রয়োজন থাকলে আমাকে বলতে পারেন,,,
নিরা;:: না আসলে শান্ত স্যারকে প্রয়োজন ছিলো,,,
নাহিদ::: আপনার নামটা জানতে পারি??
নিরা::: জ্বী আমি নিরা,,, আর এ আমার ফ্রেন্ড রিধি,,,
নাহিদ::: স্যারের ওয়াইফ তাইনা?? ? বাই দা ওয়ে আমি নাহিদ,,,,
রিধি::: ??
নিরা::: আচ্ছা এখন যাচ্ছি,,,,
নাহিদ::: ok bye?
রিধি আর নিরা বেরিয়ে আসলো,,
রিধি:: এখন কি হবে??? রাক্ষস টা তো আজ আসবেনা,,,,
নিরা::: চিন্তা করিস না,,, দেখা হলে sorry বলে দিবি,,,
তারপর দুজনেই কলেজে চলে আসলো,,, ফাস্ট ক্লাসটা ভালো ভাবেই করলো,,, কিন্তুু সেকেন্ড ক্লাসেই ঘটলো মহাবিপদ,,, শান্ত একজন স্যারের সাথে ক্লাসে ডুকলো,,,, রিধির তো অলরেডি পা কাঁপা শুরু করছে,,,
রিধি:: নিরু প্লিজ বল এখন কি হবে??
নিরা::: চুপচাপ নিচের দিকে তাকিয়ে থাক,,,
রিধি:: আমাকে যদি চিনে ফেলে,,,
নিরা::: এত বকবক করলে তো চিনবেই,,,
রিধি:: মুখটা ডেকে রাখি,,,?
নিরা::: শুধু মুখ কেন কান, নাক সব ডেকে রাখ,,,,
স্যার::: এখানে রিধি চোধুরী কে??? ( স্যার হঠাৎ করেই বলে উঠলো,,,,)
রিধি:: স…স….স্যার আমি ( লাফ দিয়ে উঠে)
স্যার:: ওহহহ তুমি??
রিধি:: জ্বী স্যার??
স্যার::: এদিকে আসো,,,
রিধি::: নিরু প্লিজ কিছু একটা কর,,,( ফিসফিস করে)
নিরা::: স্যার আছে এখানে আমি কি করবো বল??? ?
রিধি:: কুত্তী তোর জীবনেও বিয়ে হবেনা,,, তোর চুলের উপর ঠাডা পরবো,,,,
নিরা:::??
স্যার::: রিধি তোমাকে এখানে আসতে বলছি,,,, ☹️
রিধি::: জ্বী জ্বী স্যার আসছি,,,
রিধি এক দৌড়ে স্যারের সামনে চলে গেলো,,,
স্যার::: রিধি তুমি উনার সাথে যাও,, ( শান্তকে দেখিয়ে দিয়ে)
রিধি::: কি?? ??
শান্ত::??( মুচকি মুচকি হাসছে,,,,)
রিধি::: না স্যার আমি উনার সাথে যাবো না,,,, ?
স্যার::: কেন??? উনি তো তোমার হাজবেন্ড,,,
রিধি::: কি?? ?
শান্ত::: তুমি হয়তো সবার সামনে লজ্জা পাচ্ছো,,, আচ্ছা আমরা এখন আসি,,,,
স্যার::: ok স্যার,,,
শান্ত রিধির হাত টেনে নিয়ে যেতে লাগলো,,, রিধি হা করে তাকিয়ে আছে,,,
শান্ত রিধিকে হল রুমে এনে দরজা অপ করে দিল,,,
রিধি:: স্যারকে কি বলেছেন?? ?
শান্ত:: তুমি সবাইকে যেটা বলেছো,,,
রিধি:: আমি আপনার বউ???
শান্ত:: সেটা তো আমারো প্রশ্ন,,, তুমি তো আমার বউ না তাহলে সবাইকে কেন এটা বললে,,,
রিধি:: আমি ভুল করেছি,,আর সেটার জন্য সকালে আপনাকে sorry বলতেও গেছিলাম কিন্তুু
শান্ত:: কিন্তুু আমি ছিলাম না তাই তো??
রিধি:: হ্যাঁ,,,,
শান্ত:: কিন্তুু sorry বললেই কি সব সমস্যার সমাধান হয়ে যায়??
রিধি:: তাহলে আমাকে এখন কি করতে হবে??
শান্ত:: শুরুটা যখন তুমি করেছো শেষটা আমি করবো,,,,
রিধি:: কি করবেন আপনি??? মানছি যে আমি ভুল করেছি কার জন্য sorry,,,, তাই বলে আপনি স্যারকেও মিথ্যা বলবেন??? এখন আমার সব ক্লাস ফ্রেন্ড আমাকে কি মনে করবে আপনি বুঝতে পারছেন?? ?
শান্ত:: এটা তোমার প্রাপ্য,,,,
রিধি:: এটা আমার প্রাপ্য তাই না??? ?শুনুন মি. শান্ত আপনাকেও আমি ছাড়ছি না,,, আপনি কার সাথে পাঙ্গা দিতে এসেছেন জানেন না,,, ? ( শান্তর শার্টের কলার ধরে)
শান্ত:: আমার নাম শুনলে ক্রিমিনাল রা ভয়ে এক জায়গায় দাড়াতে পারেনা আর তুমি সেই শান্তকে থ্রেট দিচ্ছো???
রিধি:: কি করবেন আপনি??? কেন ভয় পাবো আপনাকে?? ?
শান্ত:: কি করবো দেখবে??? ? ( রিধির দিকে এগিয়ে যেতে যেতে)
রিধি:: দ…দ..দেখুন এটা ঠিক না,,,
শান্ত:: আমিও জানি এটা ঠিক না,,, বাট বউয়ের সাথে তো এটা করতেই পারি,,,?
রিধি একেবারে দেওয়ালের সাথে মিশে গেল,,, শান্ত রিধির খুব কাছে চলে গেলো,,রিধির দুপাশে দুহাত রেখে দাড়ালো,,যাতে রিধি পালাতে না পারে,,, রিধির হার্টবির্ট ফুল স্প্রিটে উঠানামা করছে,,,,
রিধি:: স..স…স্যার প্লিজ এমন কিছু করবেন না,,,?
চলবে,,,,,,,,