তুমি_আমার?Part_07

0
2000

তুমি_আমার?Part_07
#Written_By_Samia_Islam

দাদু:: আজকাল কার পোলা পাইনের গো কাম দেখলে চক্ষে ভর ধরেনা,,??

রিধি:: দাদু আপনি ভাষা গুলা তো বুঝতে পারতেছিনা,,, ??বাংলায় বলেন,,,

দাদু:: এই ছ্যামড়ি তুই আমারে কি কইলি,,,??

দাদুটা যেই লাঠি দিয়ে রিধিকে মারতে লাগলো ওমনি রিধি এক দৌড়ে চলে গেল,,, ?

সন্ধ্যায় রিধিকে সবাই মিলে সাজিয়ে দিচ্ছে,,, হলুদের হলুদ শাড়ি,,,, রিধির তো শাড়ি পড়ার অভ্যাস নেই তাই আনইজি লাগছে,,

রিধিকে সাজিয়ে স্টেজে নিয়ে যাওয়া হলো,,, সবাই রিধির হাতে মুখে হলুদ লাগিয়ে দিচ্ছে,,,রিধি নিজের কাছে নিজেকেই এলিয়েন মনে হচ্ছে,,,কারণ যে যা করছে সবকিছু তাকে মেনে নিতে হচ্ছে,,,অন্য সময় হলে সবাইকে কেলিয়ে পটল বানিয়ে দিতো,,,,

নাহিদ আর শান্তর কিছু কাজিন এসেছে,,, নাহিদ তো নিরাকে নিয়ে ব্যস্ত,,,দুজনে চোখে চোখে কথা বলছে,,, ইশারাতে সবকিছু বলছে,,, রিধি বসে বসে সব কিছু দেখছে,,, নাহিদ আর শান্তর কাজিন রা রাতেই চলে যায়,,,

পরের দিন,,,,

রিধি সকাল থেকেই আনমনা হয়ে কিছু ভাবছে,,, সবাই কত কি বলছে কিন্তুু রিধি কোনো কিছুই কানে নিচ্ছে না,,, নিরাও নানা রকম প্রশ্ন করে কানের ১২ টা বাজাচ্ছে,,, কিন্তুু রিধি আজ এক্কেবারে চুপচাপ হয়ে বসে বসে কিছু একটা ভাবছে,,,

দুপুর ১ টা,,,,

বরযাত্রী চলে এসেছে আর রিধিকেও সাজানো শেষ,,, রিধিকে পার্পেল কালারের শাড়িটা পড়ানো হয়েছে,,, আর সাথে মেচিং করা জুয়েলারি,,, সবকিছুতে রিধির পারফেক্ট লাগছে বাট রিধির মুখে হাসিটা থাকলে আরো সুন্দর লাগতে,,, বাট রিধিতো গুমড়া মুৃখ করে বসে আছে,,,

অন্যদিকে শান্তকে দেখে বিয়েতে আসা সব মেয়েরাই হার্টএ্যাটার করছে,,, শান্তও সেইম কালালের শেরোয়ানি পড়েছে,,, তারপর পাগড়ী,,, শান্তর দিকে অনেক মেয়েই ড্যাবড্যাব করে তাকিয়ে আছে,,, আর নাহিদ তো নিরাকে পটানোর কাজেই ব্যস্ত,,, এটা ওটা নানা বাহানা নিরার কাছাকাছি থাকছে,,,

যখন কাজি সাহেব বিয়ে পড়াতে আসলো,,, রিধিকে বারবার বলছে সাইন করার জন্য,,,বাট অনেকবার বলার পরও রিধি সাইন করে না,,,, নিপা এসেও রিধিকে বলে বাট কারো কথায় রিধি কোনো রেসপন্স করেনা,,, প্রায় সবাই এক কথা জেনে যায়,,, শান্ত ও এই কথা শুনে রিধির কাছে আসে,,, শান্ত রিধির পাশে রিধিকে টেনে তার সামনে নিয়ে আসে,,,,

শান্ত:: রিধি এটা কোন ধরনের মজা??

রিধি তার সামনে থাকা রেজেস্ট্রি লেটার টা নিয়ে সেটাকে টুকরা টুকরা করে ছিঁড়ে শান্তর মুখের উপর ছুঁড়ে ফেলে দেয়,,, রিধির এরকম বিহেভ এ সবাই হা করে তাকিয়ে আছে,,, কারো মুখ দিয়ে কোনো কথা বলছে না,,, কারণ তারা সবাই মনে হয় এই ফাস্ট এরকম কোনো দৃশ্য দেখছে,,,,

শান্ত:: রিধি তুমি এটা,,,

রিধি:: হ্যাঁ আমি এটা করেছি,,, আপনি কি ভেবেছিলেন মি. শান্ত?? আপনি সবাইকে রাজী করাবেন আর আমিও বাধ্য হয়ে বিয়েটা করে নিবো,,, আপনি ভুল ভেবেছেন রিধি চৌধুরী এত সহজে চ্যালেঞ্জ হারার পাএী নয়,,,

শান্ত:: তাহলে এতদিন ওসব কি ছিল???

রিধি:: এসব তো নাটক মি. শান্ত,,, আপনি কতদূর যেতে পারেন সেটা দেখছিলাম,,, কিন্তুু মানতে হবে আপনিও কম না,,, অনেক ট্যালেন্ট আপনি,,, বাট রিধি চৌধুরীকে হার শিখানোর ট্যালেন্ট টা আপনার এখনো হয়ে উঠেনি,,,

শান্ত:: রিধি তুমি নিশ্চই মজা করছো তাই না?? হয়তো আমার উপর কোনো কারণে রেগে আছো তাই এমন করছো,,, আচ্ছা রিধি আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে sorry প্লিজ এসব। মজা বন্ধ করো,,,??

রিধি:: না মি. শান্ত,,, মজা আমি এতদিন করেছি বাট এখন যেটা করছি এটাই বাস্তব,,,,

নয়ন:: রিধি এসব কি বলছো?? রিধি এখন এসব বলার সময় নয়,,, বাসা ভর্তি মেহমান সবাই কি ভাববে,,, রিধি বোন আমার তুমি মনে হয় ভাইয়ার উপর রাগ করেছো,,, দেখ বোন আমি তোমার কোনে দিন খারাপ চাইবো না,,, আচ্ছা কথা দিচ্ছি বিয়ের পর তোমার যত দিন ইচ্ছা ততদিন আমাদের কাছে থেকো তবুও প্লিজ এমন করো না,,,,

নিপা:: হ্যাঁ রিধি ,,,,,

রিধি:: আমি যা বলেছি তাই হবে,,,, তোমরা কেউ আমাকে জোর করতে এসো না,,, না হলে কিন্তুু আমার নিজের ক্ষতি করে ফেলবো,,,?

নয়ন::: কি বলছো এসব??? এসব অলক্ষুণে কথা বলতে নেই,,,

শান্ত:: রিধি,,, তুমি আমাকে যা শাস্তি দেওয়ার বিয়ের পর দিও,,, প্লিজ এসব উল্টা পাল্টা কথা ভুলে যাও,,,

রিধি:: আমি আমার ডিসিশন চেন্জ করবো না,,,

শান্ত:: রিধি বিলিভ মি. আমি তোমাকে হয়তো রাগের মাথায় বিয়ে করবো বলে চ্যালেঞ্জ করেছি বাট এই কয়েকটা দিনে তোমাকে মন থেকে মেনে নিয়ে,,, আই ওয়ান্ট টু ইউ ইন মাই লাইফ এট এনি কস্ট,,,

রিধি:: কিন্তুু আমি আপনাকে আমার লাইফে কেন স্বপ্নেও দেখতে চাইনা,,, আপনার জন্য আমার মনে এক বিন্দু জায়গাও নেই,, যা আছে সব আপনার জন্য ঘৃণায় ভরা,,,

শান্ত:: রিধি প্লিজ আই রিয়েলী লাভ ইউ,,, তুমি এভাবে আমাকে ফিরিয়ে দিতে পারো না,,,

রিধি:: এটাই চ্যালেঞ্জ ছিল,,, এখন আপনি আসতে পারেন,,, গেইট খোলা আছে,,,

শান্ত:: রিধি প্লিজ একবার আমার কথাটা বুঝার চেষ্টা করো,,,

রিধি:: আমি কোনো কিছু শুনতে বা বুঝতে চাইনা,,, আমি যেটা বলেছি ওটাই ফাইনাল,,,

নাহিদ রিধির কাছে এগিয়ে গিয়ে রিধির দুহাত ধরে কাঁদতে থাকে,,,

নাহিদ:: প্লিজ ভাবি এমন করোনা,,, তুমি ভাইয়ার সাথে এমনটা করতে পারো না,,, আচ্ছা আমি তো তোমার ভাইয়ের মতো আমার কথাটাও কি শুনবে না,,,,, আচ্ছা যা হয়েছে সবকিছুর জন্য ভাইয়ার হয়ে আমি ক্ষমা চাইনি??

রিধি:: হ্যাঁ মানছি আপনি আমার ভাইয়ার মতো,,, আমি আপনাকে রেসপেক্ট করি,,,কিন্তুু আপনি যেটা বলছেন এটা মেনে নেওয়া আমার কাছে পসিবলনা,,,

রিধি উপরে চলে যেতে লাগলে শান্ত রিধির হাত ধরে তার দিকে ঘুরিয়ে নেয়,,,

শান্ত:: রিধি লাস্ট বার বলছি সবকিছু ভুলে যাও,,,,

রিধি শান্তর কাছ থেকে নিজের হাতটা ছাঁড়িয়ে নিলো,,,,

রিধি:: আমি যা বলার আগেই বলে দিয়েছি ,,,,,,

রিধি চলে যেতে লাগলে শান্ত রিধিকে আবার ডাক দেয়,,,

শান্ত:: দাড়াও,,?

রিধি:: আমি যা বলার সব তো বললাম,,,,

শান্ত:: কিন্তুু আমার সবকিছু এখনো বলা হয়নি,,,

রিধি::এরপর আর কি বলার আছে আপনার?? ?

শান্ত:: অনেক কিছুই আছে,,,ফাস্ট এটাই যে আজ তুমি আমাকে সবার সামনে ছোট করলে একদিন তুমি ঠিক এই ভাবে সবার সামনে আমাকে তোমার লাইফে ফিরে আসার জন্য বলবে,,,,

রিধি:: এটা কখনোই হবে না,,,

শান্ত:: আমার কথা এখনো শেষ হয়নি,,,? তুমি চুপ থাকো,,, ?আর আমার কথার মাঝে কথা বলতে এসো না,,, সবকিছু মন দিয়ে শুন,,,,

রিধি::??

শান্ত:: আজ তোমাকে আমি যেভাবে রিকুয়েস্ট করেছি একদিন এই একই ভাবে তুমি আমাকে রিকুয়েস্ট করবে,,, আমি এই মুহূর্তে তোমাকে যতটা ভালোবাসি এর থেকে হাজার গুন বেশি তুমি আমাকে ভালো বাসবে,,,

তুমি সবার সামনে বলেছো আমার জন্য তোমার মনে আমার জন্য এক বিন্দু ভালোবাসা ও নেই যা আছে সব ঘৃণা ,, তুমি একদিন বলবে যে তোমার মনে আমার যত এতটুকু জায়গা নেই যেখানে ভালো বাসা নেই,,, তোমার মনের পুরুটা জায়গা জুড়ে আমি থাকবো,,,

আমারকে পাওয়ার জন্য তুমি মরতেও রাজী থাকবে,,, আমাকে দেখার জন্য তুমি দিনের পর দিন অপেক্ষা করবে,,, আমাকে স্পর্শ করার জন্য হাজার যুগ বাঁচতে ইচ্ছে করবে,,,,

আর আজকের দিনটার জন্য মৃত্যুর আগে পর্যন্ত আপসোস করবে,,,, ভেবোনা এটা শুধু মুখে বলছি,,, সময় সাথে মিলিয়ে নিও,,,

শান্ত কথাগুলো বলে ওখান থেকে বেরিয়ে আসে,,,, শান্তর সাথে সাথে সবাই আস্তে আস্তে করে চলে যেতে লাগে,,, রিধি এখনো একই জায়গায় দাড়িয়ে থাকে,,,,,,, সবাই চলে যাওয়ার পর রিধির কাছে নয়ন আর নিপা আসে,,,,নিপা রিধিকে কিছু না বলে চুপচাপ রুমে চলে যায়,,, নয়ন রিধির মাথায় উপর হাত রাখে,,,,

নয়ন:: তুমি কি জন্য এমন করেছো জানিনা,,, কেন করেছো তাও কিছু জিঙ্গাস করবো না,, শুধু এটা মনে রেখো কাউকে কষ্ট দিয়ে নিজে কখনো সুখে থাকতে পারবে না,,, কারো মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা সমান,,,, অনেক বড় ভুল করেছো তুমি,,,, জানিনা এর শেষ পরিণাম কি হয়,,,,

শান্তর মতো ছেলে আর দ্বিতীয় টা কোথায় পাবে না,,, আজ তাকে ফিরিয়ে দিলে,,, একটা ছেলের চোখের পানি সহজে আসেনা,,, আর যখন আসে তখন বুঝতে হবে তার চোখের পানিটা হাজারো কষ্ট সহ্য না করার প্রমাণ,,, হয়তো শান্তর বলা কথাগুলো কোনো একদিন সত্যি হয়ে যাবে,,, লাইফটা তোমার,,, তুমি যদি নিজের ভালো মন্দ বুঝ এটা তে আমরা কি করতে পারি???

নয়ন রিধির মাথায় হাত বুলিয়ে দিয়ে নিজেও চোখের পানি মুছে নিল,,, হ্যাঁ নয়ন এতক্ষণ কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিল,,, নয়ন রুমে চলে আসলে,,, রিধির মাথাটা ঝিমঝিম করছিল,,, রিধি বুঝতে পারছিল না কি করবে,,,,, রিধি এমনি ছোটবেলা থেকে যখন যা বলেছে তাই করেছে,,,

রিধি যেমন বলবে সবাইকে সেটাই মেনে নিতে হতো,,, আর আজ তো জীবনের সবচেয়ে বড় পদক্ষেপটা নিতে ভুল করে ফেলল,,,, রিধির পড়ে যেতে লাগলে রেলিং ধরে ফেলল,,, তারপর আস্তে আস্তে রেলিং ধরে উপড়ে এসে নিজের রুমে এসে দরজা লক করে আয়নার সামনে দাঁড়ালো,

রিধিকে নিজেকে নিজে আয়নায় দেখে চিনতে পারছে না,,, এটা কি সেই আগের রিধি যে কাউকে কখনো কষ্ট দিলে তাকে খুজে কের করে সরি বলে আসতো,,, রিধির নিজেকে আজ কোনো হিংস্র পশু মনে হচ্ছে ,,,,, রিধি একএক করে অর্নামেন্স গুলা খুলতে লাগলো আর আয়নার নিজের চেহারাটাকে নিজেইই দেখছে,,, রিধি শাড়ি চেন্জ করে ওয়াশ রুমে গিয়ে ঝর্নার নিচে দাড়িয়ে থাকলো,,,

চোখ বন্ধ করে কতক্ষণ দাড়িয়ে ছিলো জানা নেই,,, নিপার ডাকে ঘোর কাটলো,,, রিধি জামা পড়ে বেরিয়ে আসলো,,, দরজা খুলে দেখলো নিপা এসেছে সাথে নিরাও আছে,,, রিধি কিছু বলার আগেই নিপা চলে গেল,,, নিরা ভিতরে এসে বেডে বসলো,,, নিরা মাথানিচু করে আছে,, রিধি ও নিরার পাশে বসলো,,,, নিরা কোনো কথা বলছে না,,,

রিধি::: চুপ কেন?? কিছু বলবি??

নিরা:: কেন এমন করলি??? শান্ত ভাইয়া সত্যি তোকে ভালোবাসতো,,, তুই কিভাবে এতটা নিষ্টুর হতে পারলি?? কিভাবে উনাকে সবার সামনে অপমান করতে পারলি??? ??

রিধি:: এটা উনার সাথে হওয়া উচিত ছিল,,,

নিরা:: ভাইয়া ইচ্ছা করে তো তোকে বিয়ে করতে রাজী হয়নি,,,,তোর ভুলের কারণে উনার ফ্যামেলি উনার উপর চাপ দিচ্ছিলো,,,, আর তোর যদি এতই উনাকে বিয়ে করতে প্রবলেম ছিল একই যখন ঘৃণা করতি তাহলে এতদিন বললি না কেন??? কেন আজ সবার সামনে উনাদের ছোট করলি,,, ?

রিধি:: জানিনা,,,, আমি কিচ্ছু জানিনা,,, কেন তখন এটা করলাম কিভাবে করলাম আমি কিচ্ছু বুঝতে পারছি না,,?

নিরা:: প্লিজ এখন গিয়ে তুই ভাইয়াকে সরি বল,,, হয় তো ভাইয়া এখনও তোকে ক্ষমা করে দিবে,,,????

রিধি:: আমি পারব না নিরা,,,?

নিরা:: সত্যি করে একটা কথা বলবি???

রিধি:: কি?? ?

নিরা:: তুই কি ভাইয়াকে ভালোবাসতি না???

রিধি:: না,,,, আমি কখনো ওভাবে উনাকে দেখিনি,,,যতবার দেখেছি ততবার ভেবেছি যে কিভাবে চ্যানেঞ্জ এ জিতবো,,, আর যা কিছু করেছি সব উনাকে দেখানোর জন্য ছিলো,,,

নিরা:: তোকে সেই ছোট বেলা থেকে দেখে আসছি,,, কখনো আমার কাছ থেকে কিছু লুকিয়ে রাখতি না,,, যা কিছু করতি আমাকে সবটা না বললেও হিংস দিতি বাট আজ দেখ,,,,

রিধি:: sorry নিরা,,,

নিরা:: এখনো অনেক সময় আছে,,,প্লিজ আমার সাথে চল,,, আমিও না হয় ভাইয়াকে বুঝিয়ে বলবো,,,

রিধি;: নিরা তোর কি মাথা খারাপ?? আমি কখনো যাবো না,,,

নিরা:: তুই তো ভাইয়ার রাগ সম্পর্কে জানিস,,, ভাইয়া যদি উল্টা পাল্টা কিছু করে ফেলে,,,,,, তুই নিজেকে কখনো ক্ষমা করতে পারবি???

রিধি;: এমন কিছু করবে বলে মনে হয়না,,, কারণ ছেলেরা মুখে যা বলে তার উল্টুটাই করে,,,

নিরা:: সবাইকে এক মনে করিস??

রিধি;: জানিনা,,, আমি উনার ব্যাপারে আর কিছু বলতে চাইনা,, আমি মনে করি যা হয়েছে তা ভালোই হয়েছে,,,☹️

নিরা::ok Fine,,,, আর কিছু বলতেও হবেনা,,, যখন নিজের ভুলটা বুঝতে পারবি তখন শুধরানোর সময় থাকবেনা,,,??

নিরা উঠে চলে গেলো,,, রিধি এখনো একি জায়গায় বসে আছে,,,,

চলবে,,,,,,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here