তুমি_আমার?Part_14

0
1807

তুমি_আমার?Part_14
#Written_By_Samia_Islam

বিকাল থেকে এখন পর্যন্ত নিরা ও নাহিদ রিধিকে পুরু এরিয়ায় খুজেছে কিন্তুু পেলো না,,, নিরা কান্না করতে করতে চোখ ফুলিয়ে ফেলছে,,,, নাহিদ অনেকবার রিধিকে ফোন করার ট্রাই করছে বাট ফোন সুইচ স্টপ,,, এইদিকে নয়ন বারবার নিরাকে ফোন করছে কিন্তুু রিসিভ করে কি বলবে তাই নিরা সাইলেন্ট করে রাখছে,,,

পরের দিন,,,,

বিকালে সবাই চলে যাবে,,, কিন্তুু এখনো রিধিকে খুজে পেলনা,,, শান্তকে দেখে তো মনে হচ্ছে ওর মধ্যে কোনো টেনশন নেই,,, একবার এটাও জিঙ্গাস করেনি রিধিকে পাওয়া গেছে কিনা,,

হঠাৎ করেই নিরার ফোনটা বেজে উঠে,,নিরা তাড়াহুড়া করে ফোনটা নিয়ে দেখে রিধির ফোন,,, নিরা চোখের পানি মুছে তাড়াতাড়ি রিসিভ করে,,,

নিরা:: হ্যালো নিরা,,, কোথায় তুই??? কাল থেকে তোকে খুজতে খুজতে আমি পাগল হয়ে যাচ্ছি,,, এভাবে না বলে কি করে তুই কোথায় চলে গেলি,,জানিস আমার অবস্থাটা কেমন হইছে,,,কেন এমন করিস????

রিধি:: আমি বাসায় আছি,,,

নিরা:: বাসায় চলে গেছিস? আর আমাদের জানানোর প্রয়োজন মনে করলি না,,, অন্তত আমাকে বলে যেতি,,, কাল রাতটা আমি কি করে পার করছি আমি নিজেও জানিনা,,,

রিধি:: আসলে দেখা হবে এখন রাখছি,,,

নিরা:: রাখছি মানে কি রিধি,,, তুই কি কখনো আমার কথা চিন্তা করবি না,,,

রিধি:: নাহিদ ভাইয়া তো তোর পাশে আছে,,, এখন আমাকে আমার মতো থাকতে দে,,,

নিরা:: আমি তোকে কি জিঙ্গাস করছি আর তুই কি উত্তর দিচ্ছিস??

রিধি:: তোরা তো বিকালে বের হবি,,, সাবধানে আসিস,,,,

নিরা:: রিধি এখন কিন্তুু সিরিয়াসলি রাগ হচ্ছে,,,,

রিধি:: আচ্ছা এখন রাখছি,,,আমি রেস্ট নিব,,,

নিরা:: আমি আসি তারপর তোর ব্যবস্থা করবো,,,

রিধি:: ok,,, আসলে বলিস,,,

নিরা:: হুম,,

রিধি:: এখন টাটা,,,

রিধি ফোনটা কেটে শুয়ে পড়ে,,, রিধি গতকালের কথাগুলো ভাবতে থাকে,,,,

কাল যখন নিরা রুম থেকে বের হয়ে গেল তখন রিধি উঠে জামাকাপড় রেডি করে বের হয়ে গেল,,, রিধি একাএকা কখনো কোথাও যায়নি,,, কিন্তুু শান্তর কথাগুলো রিধির বুকে তীরের মতো গেঁথে গেছে,,,

রিধি কিছুতেই এসব মেনে নিতে পারছে না,,, রিধি তাই কাউকে কিছু না বলে হোটেল থেকে বেরিয়ে গেল,,,, তারপর ফোন সুইচ স্টপ করে রাখলো যাতে কেউ ফোন দিয়ে কোথায় আছে এটা জিঙ্গাস করতে না পারে,,,

রিধি সকাল সকাল বাসায় আসলে নিপা নয়ন দুজনেই অভাক হয়ে যায়,,, তারা রিধিকে অনেক কিছু জিঙ্গাস করলো বাট রিধি কিছু না বলে নিচের দিকে তাকিয়ে রুমে চলে আসে,,,,

৭ দিন পর,,,,,

আজ রাইসা আর শান্তর এনগেইজমেন্ট,,,নিপা নয়ন নিরা সবাই এসেছে রিধি আসতে চাইছিলো না কিন্তুু নয়ন রিধিকে একা বাসায় রেখে আসেনি,,, রিধির অনেক কষ্ট লাগছে,,ভাবেবি কখনো এমন সিচুয়েশন আসবে,,, এই সাতটা দিনে রিধি পুরুপুরি বুঝে গেছে যে ও শান্তকে ভালোবেসে ফেলেছে,, রিধি অনেকভাবে শান্তকে বুঝানোর চেষ্টা করেছে কিন্তুু শান্ত রিধিকে বারবার অপমান করে ফিরিয়ে দিয়েছে,,,

রিধি রাইসার রুমে বসে আছে,, রাইসাকে সবাই সাজাতে ব্যস্ত রিধি চুপচাপ সবকিছু দেখছে,, কারণ এটা ছাড়া তো এখন আর কোনো রাস্তাই খোলা নেই,, রাইসাকে নীল কালারের একটা গ্রাউন পড়ানো হয়েছে,,, রাইসা এমনিতেও অনেক সুন্দর কালারটাও অনেক মানিয়েছে ,,,,,

রাইসাকে সাজানো শেষ এখন নিচে যাওয়ার পালা,,, রিধি যেতে চাইছিলো না,,,কারণ শান্তকে অন্য কারো সাথে দেখার মতো মন মানসিকতা রিধির নেই,,,তারপরও নিরার জোরাজোরিতে রিধি নিচে গেল,,, রিধি শান্তকে দেখে পুরাই অভাক,,,দিনদিন যেন শান্তর সৌন্দর্য টা বৃদ্ধি পাচ্ছে,,,, রিধি এক পাশে গিয়ে দাড়িয়ে আছে,,,

শান্ত আর রাইসাকে পাশাপাশি দাড় করানো হলো,,, শান্তকে নাহিদ একটা রিং এগিয়ে দিল,,, শান্ত মুচকি হেসে রাইসার দিকে হাত বাড়িয়ে দিলো,,,রাইসা শান্তর হাতের উপর হাত রাখে শান্ত রাইসার হাতে রিং পরিয়ে দেয়,,,, রিধি চোখ বন্ধ করে পেলে সাথে সাথে রিধির চোখ থেকে পানি গড়িয়ে পড়ে,,, এরপর রাইসাও শান্তকে রিং পড়িয়ে দেয়,,,,

এরপর মিউজিক চলতে শুরু করে,,, সবাই ডান্স করতে থাকে,,, রাইসাও শান্তকে টেনে এনে সবার সাথে জয়েন করে,,,,,,

??????????

Sajda Tera kar Na Sakoon
Tou Bandagi kay Bandagi

Tere Bina Jeena pade
Tou Bandagi kay Bandagi

kya Rang Laaya Dil ka Lahaana,,,,,

kya Rang Laaya Dil ka Lahaana,,,,,

Gooonje Hawaa Meni
Bichhde dilaan Diyaan Duhaiyaan,,,

??Vey Badi LAMBIYAAN SI JUDAIYAAN??

??????????

Tere Nihsaan Yaadon Meni Hain
Tu Kyun Nahi Taqdder Mein

Nadden Dil Hai Dhoondta
Qurbat Tere Tasbeer Mein

Mumkin Nahin Hai Tujko bolaana
Mumkin Nahin Hai Tujko bolaana

Dekha Khudaya Do Aashiqaan
Diyaan Tabahiyaan

?Vey Badi LAMBIYAAN SI JUDAIYAAN??

Naraaz Ho Chaahe Kodha
Duniya Bhale Raqeeb Ho
Uff Na Karun Hothon Se Mein
Bas To Agar Qareeb Hu

??Badi LAMBIYAAN SI JUDAIYAAN
Vey Badi LAMBIYAAN SI JUDAIYAAN??

মিউজিকের তালে কালে রাইসা আর শান্ত এমন ভাবে ডান্স করছে মনে হচ্ছে রিধিকে দেখানোর জন্য এত ক্লোজ হচ্ছে,,, এই দিকে রিধির চোখ দিয়ে অনবরত পানি পড়েই যাচ্ছে,,,

রিধি চোখের পানি মুছে অন্যদিকে যেতে লাগলে হঠাৎ একটা ছেলে এসে রিধির সামনে দাড়ায়,,,,

ছেলেটা:: Hlw,,,আমি শিহাব,,,

রিধি:: জ্বী বলেন,,,

শিহাব:: তোমার নামটা তো বললে না,,,

রিধি:: আমি রিধি,,,

শিহাব:: ওহ নাইস নেইম,,,

রিধি:: জ্বী থেক্স,,,,,

শিহাব:: কখন থেকে দেখছি তুমি একা একা দাড়িয়ে আছো,,, সবাই অনেক এনজয় করছে আল তুমি এভাবে একা বসে আছো,,, আচ্ছা তোমার পার্টনার নাই তাই তো!!!!

রিধি:: না এমনি,,,

শিহাব:: এমনি মানে কি?? চলো আমি তো আছি,,,

রিধি:: মানে??

শিহাব:: ডান্স পার্টনার এর কথা বলছি,,,,

রিধি:: নো থেক্স,,, আমার এসব ভালো লাগেনা,,,

শিহাব:: প্রবলেম নেই,,, আমিও একা তুমিও একা ,,,,,,

রিধি:: বললাম তো আমার এসব পছন্দ না,,,,?

শিহাব:: আরে রেগে যাচ্ছো কেন??

রিধি:: আপনাকে বললাম না এসব আমার ভালো লাগে না,,

শিহাব:: ok তাহলে চলো একা একটু কথা বলি,,

রিধি:: আমাকে দেখে আপনার কি মনে হয়?? কেন বিরক্ত করছেন আমাকে,,,,

শিহাব:: এটা কে বিরক্ত বলে??

রিধি:: আপনি প্লিজ এখান থেকে যান আমার জাস্ট অসহ্য লাগছে,,,

শিহাব:: আমার কথাটাতো শুন,,,( রিধির হাত ধরে,,)

রিধি তাড়াতাড়ি হাতটা সরিয়ে নিলো,,,

রিধি:: আমাকে স্পর্শ করার সাহস কি করে হয় আপনার,,?

শান্ত দূর থেকে এতক্ষন রিধি আর ছেলেটার দিকে নজর রেখেছে,,, মিউজিকের কারণে কথাগুলো শুনতে পায়নি কিন্তুু ছেলেটা রিধির দিকে খারাপ নজরে দেখছে এটা শান্ত খুব ভালো ভাবেই বুঝতে পারছে,,, শান্ত রাগী মুডে ছেলেটার দিকে এগিয়ে গেল,,, রিধি কিছু বলবে তার আগেই শান্ত ছেলেটাকে মারতে শুরু করে,,, সাথে সাথেই মিউজিক অপ হয়ে গেল,,,,,

সবাই একেবারে চুপচাপ একপাশে গিয়ে দাড়িয়ে যায়,,, শান্তকে থামানোর মত সাহস কারোর নেই। কারণ যে থামাকে যাবে তার কপালেই দুঃখ আছে,,,, তাই কেউ শান্তকে বাঁধা দেয়নি,,, এদিকে রিধির কাছে সবকিছু স্বপ্নের মতো লাগছে,,, ছেলেটা প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা নাক মুখ দিয়ে রক্ত পড়ছে,,, শান্ত তবুও থামছে না অকাতরে একের পর এক মেরেই যাচ্ছে,,,,

রিধি দৌড়ে শান্তর দিকে গেল,,, অনেক সাহস নিয়ে শান্তর হাত টা ধরলো,,, শান্ত অন্য কেউ ভেবে রিধির গায়ে হাত উঠালো কিন্তুু রিধিকে দেখতে পেয়ে আবার নামিয়ে ফেলল,,,

রিধি:: অনেক হয়েছে এবার তো থামেন,,,

শান্ত:: ঐ চুপ,,, তোমাকে এখন বলতে হবে আমি কি করবো না করবো,,, ওর সাহস কি করে হয় তোমার গায়ে হাত দেওয়ার,,?

রিধি:: ও তো শুধু,,, ?

শান্ত:: শুধু কি হুম?? ? কি এত কথা বলছিলে ওর সাথে?? কে হয় এই ছেলেটা, ?

রিধি:: আমি চিনি না,,,

শান্ত:: না চিনলে ৩০ মিনিট ধরে কি এত গল্প করছিলে,,, ? আর ছেলেটা তোমার হাত ধরছে কেন??

রিধি:: ও আমাকে,,,,,

শান্ত:: একটা কথা বললে এখানেি মেরে পুঁতে ফেলবো,,,,?

রিধি:: আমি,,,

শান্ত:: চুপ করতে বললাম না,,,?

রিধি::??

রাইসা:: শান্ত এমন কেন করছো?? ছেলেটা যেই হোক আর হয়তো রিধিকে ভালো লেগেছে তাই হাত ধরছে এতে এতো রাগ করার কি আছে,,,

শান্ত:: কি বললি?? আর একবার যদি তোর মুখ থেকে এটা শুনি তাহলে তোর অবস্থা ছেলেটার থেকেও খারাপ হবে,,,,?

রাইসা:: তুমি আমার সাথে এরকম ভাবে কথা বলছো কেন?? ?

শান্ত:: আমার সামনে থেকে এক্ষুনি যা না হলে খুব খারাপ কিছু হবে,,,

রিধি:: আপুর সাথে এমন করছেন কেন? যা কিছু বলার আমাকে বলেন আপুকে এভাবে সবার সামনে তুই তোকারি করার কেনো মানেই হয়না,,,,

শান্ত:: এখন তুমি আমাকে শিখাবে কার সাথে কেমন ব্যবহার করবো?? নেক্সট যদি আর অন্যকোনো ছেলের ছায়াও দেখো তাহলে সেদিন বুঝবে শান্ত কি,, ?

রিধি:: এটা আমার পারসনাল মেটার,, আমি কার সাথে চলবো কার সাথে ঘুরবো,,কার হাত ধরে হাটবো এটা আমার ইচ্ছার উপর ডিপেন্ড করবে,,, আপনি এসব ব্যপারে না ভাবলেও চলবে,,,

রিধি শিহাবকে উঠাতে যেতে লাগলে শান্ত খুব রেগে যায়,,,

শান্ত:: এখন যতি ছেলেটাকে টার্চ করো তাহলে আমার হাত থেকে কেউ ওকে বাঁচাতে পারব না,,,?

রিধি কথাটা শুনার সাথে সাথে শিহাবের কাছ থেকে অনেকটা দূরে চলে যায়,,,কারণ রিধি জানে শান্ত একবার যেটা বলে সেটাই করে দেখায়,,

রিধি নাহিদের কাছে গিয়ে বলে শিহাবকে হসপিটালে নিয়ে যেতে নাহিদ আর কিছু লোক মিলে শিহাবকে নিয়ে যায়,,, রাইসা কান্না করতে করতে উপরে চলে যায়,,, রিধিও বাসা থেকে বেরিয়ে যায়,,, কারণ তার জন্য এত সুন্দর একটা অনুষ্টার ভেঙ্গে গেল সে কিছুতেই মেনে নিতে পারছে,,,, নিরাও রিধির সাথে চলে গেলো,,,

আস্তে আস্তে সব গেস্ট চলে যেতে লাগলো,, শান্ত এখনো একি জায়গায় দাড়িয়ে আছে,,,,, সবাই চলে যাওয়ার পর শান্ত সিড়িঁর রেলিং এর পাশে থাকা ফুলদানি টা ফ্লোরে খুব জোরে ছুঁড়ে ফেলে,,, ফুলদানিটা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যায়,,, শান্ত তবুও নিজের রাগটা কন্ট্রোল করতে পারেনা,,, হাত মুটিবদ্ধ করে বাসা থেকে বেরিয়ে যায়,,,,

রিধি হসপিটালে শিহাবকে দেখতে যায়,,, আর যাই হোক ভুলটা শিহাবের হলেও মানবতার খাতিরে এটাতো করতেই পারে,,, রিধি গিয়ে দেখে নাহিদ শিহাবকে এডমিট করছে,,, ডক্টর বেড রেস্ট নিতে বলছে আর কিছু মেডিসিনও দিয়েছে,,, রিধি শিহাবকে সরি বলে,,, তারপর নাহিদ শিহাবকে ওর বাসায় পৌঁছে দিয়ে আসে,,,,

সন্ধ্যায় রিধি জবাকে দেখতে যায়,,, অনেকদিন হলো জবার সাথে কথা বলেনি,, তাই জবার জন্য মনটা খারাপ করছিলো,,, তাই রিধি জবার জন্য কিছু কিনে নেয়,,আর সন্ধ্যার দিকে জবাকে দেখতে যায়,,, রিধি জবাদের ঘরে গিয়ে দেখে সেখানে আগে থেকেই শান্ত জবার সাথে খেলছে,,, রিধি শান্তকে দেখে বেরিয়ে যেতে লাগলে জবা দৌড়ে গিয়ে রিধির হাত ধরে,,, তারপর টেনে এনে শান্তর পাশে বসায়,,,

রিধিকে দেখতে পেয়ে শান্ত উঠে যেতে লাগলো কিন্তুু জবা মন খারাপ করে আছে তাই আর উঠলো না,,,জবার আম্মু দুজন কেই নাস্তা দিলো,,, রিধি প্রথমে খেতে চায়নি,,, কিন্তুু জবা নিজ হাতে খাইয়ে দিচ্ছে,,, রিধির কাছে এটা মনে হচ্ছে যেনো রিধি পিচ্চি মেয়ে আর জবা বড়,,, রাতে জবাকে টাটা দিয়ে রিধি বের হয়ে গেল,,, রিধি অনেক্ষণ ধরে রাস্তার পাশে দাড়িয়ে আছে,,কিন্তুু CNG তো অনেক দূরের কথা একটা রিকশাও পাচ্ছে না,,,

এদিকে জবার আব্বু বলেছিলো দিয়ে আসার জন্য কিন্তুু রিধি বারণ করে দিয়েছে,,বলেছে একা যেতে পারবে,,, কিন্তুু এখন তো কিছুই পাচ্ছেনা,,,এমনিতেও রাত তাই রিধির অনেক ভয় করছে,,,, হঠাৎ করে রিধির সামনে শান্ত বাইক দিয়ে দাড়ালো,,, রিধি শান্তকে দেখেও না দেখার মত করে অন্য দিকে তাকিয়ে আছে,,,

শান্ত:: তোমাকে কি ইনভাইট করে বাইকে বসতে বলতে হবে,,,

রিধি:: ( না শুনার মত করে আছে)

শান্ত:: আমাকে রাগাতে বাধ্য করোনা,,, ক্ষতিটা তোমার হবে,,,?

রিধি:: কি প্রবলেম আপনার দেখছেন,,,,,,

শান্ত:: বাইকে উঠার জন্য বলছি,,,

রিধি:: আপনার বাইকে কেন উঠবো,,,? তাছাড়া আমি আননোন কারো সাথে কোথাও যাইনা,,,

শান্ত:: আমি আননোন??? ? তুমি উঠবে??

রিধি:: নো থেক্সস,,,,

শান্ত:: অনুরোধ করছি না অর্ডার করছি,,,

রিধি:: এই যে মি. কখন থেকে বকবক করেই যাচ্ছেন,,, আমি যাব না বলছি যে আপনার কানে যাচ্ছে না নাকি কানে কম শুনেন,,,

শান্ত:: তোমার ভালোর জন্যই বলছি,,, এত রাতে কোনো CNG বা রিকশা কিছুই পাবেনা,,,

রিধি:: না পেলে হেঁটে হেঁটে যাবো,,,,তবুও আপনার সাহায্য লাগবেনা,,,,

শান্ত:: পিছনে তাকিয়ে দেখো,,,

রিধি:: কেন??

রিধি পিছনে তাকিয়ে দেখে কতগুলা ছেলে রিধির দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়ে আছে,, এত রাতে এদের মতলব টাও রিধির বুঝতে বাকি রইলো না,,,

শান্ত:: এখন কি উঠবে,,,

রিধি:: না মানে ছেলেগুলো কি খারাপ??

শান্ত:: না অনেক ভালো ছেলে,, রাতে তাদের বাসায় আশ্রয় দিবে আর সকালে তোমাদের বাসায় পৌঁছে দিবে,, আচ্ছা আমি তাহলে যাচ্ছি,,,,,,,

রিধি:: এই না না দাঁড়ান আমিও যাবো,,,,?

শান্ত:: আননোন কারো সাথে যাওয়া ঠিক না,,, তার চেয়ে ভালো ওদের সাথে যাও,,,

রিধি:: আমার কথা আমাকেই রিপিট করছেন,,,,?

শান্ত:: এখন কি ডিসাইড করলে???

রিধি:: কি আর করবো,,,কপালটাই খারাপ আমার,,,? যেতে পারি একটা শর্তে,,,

শান্ত:: শর্ত তো আমার দেওয়ার কথা,,,, যেহেতু আমি তোমাকে হেল্প করছি,,,

রিধি:: না শর্ত আমি দিব,,,

শান্ত:: ok fine,,, বলো কি শর্ত??

রিধি:: আপনি আস্তে বাইক চালাবেন,,, বারবার ব্রেক করতে পারবেন না,,, আর আমি আপনার থেকে ডিসটেন্স এ থাকবো আমার সাথে লেগে বসার চেষ্টা করবেন না,,,

শান্ত:: ওরে আল্লাহ এতগুলা শর্ত,,, এক্সকিউজ মি ম্যাম আপনার সাথে বসার আমারও কোনো ইচ্ছা নাই,,,এখন মন চাইলে উঠতে পারেন, না হলে আমি যাচ্ছি,,,

রিধি উঠে বসলো,,, কিন্তুু শান্তর থেকে ১০-১৫ ইঞ্চি দূরে,,, কিছুদূর যাওয়ার পর শান্ত ইচ্ছা করেই ব্রেক করলো,,, রিধি শান্তকে জড়িয়ে ধরলো,,

রিধি:: কি হচ্ছে এসব?? ?

শান্ত খুব স্প্রিটে চালাতে লাগলো,,, রিধি চোখ বন্ধ করে ভয়ে শান্তকে জড়িয়ে ধরে আছে,,,

রিধি:: এত জোড়ে চালাচ্ছেন কেন??

শান্ত:: আমার বাইক আমি চালাবো,,,তোমার প্রবলেম কোথায়??

রিধি:: আমার ভয় করছে,,, প্লিজ একটু আস্তে চালান,,,

শান্ত:: চুপচাপ যেভাবে আছো সেভাবে থাকো না হলে স্প্রিট আরো বেড়ে যাবে,,,

রিধি:: রাক্ষস বেটা নিজেও মরবে আমাকেও মারবে,,,,( মনে মনে,,,)

শান্ত রিধিকে ওর বাসায় সামনে এনে বাইক থামালো,,,, রিধি এখনো চোখ বন্ধ করে আর শান্তকে জড়িয়ে ধরে আছে,,,

শান্ত:: এখনো জড়িয়ে ধরে আছো কেন??

রিধি:: তো কি করবো?? আপনি এত জোড়ে চালাচ্ছেন আমার তো ভয় করছে,, ( এখনো চোখ বন্ধ করে আছে)

শান্ত:: চোখ খোলে চারদিকে একবার তাকাও,,,

রিধি:: এ্যা ?? চলে এসেছি??? কখন আসলাম?? কি করে আসলাম,,,?

শান্ত:: উঁড়ে উঁড়ে এসেছো,,, এখন আমাকে ছাড়ো,,,

রিধি:: এ্যা আপনাকে ধরে রাখতে আমার বয়েই গেছে,,,☹️

রিধি বাইক থেকে নেমে চলে যেতে লাগলো,,,

শান্ত:: থেক্স কথাটা মুখ দিয়ে বের হয়না,,,

রিধি:: থেক্স কাকে দিবো?? ( পিছন দিকে তাকিয়ে)

শান্ত:: যে তোমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে,,,

রিধি:: এটা তো উনি মানবতার খাতিরে করেছেন,,,

শান্ত:: মন মানসিকতা ঠিক করো,,, উপকারির উপকার স্বীকার করাও একধরনের ভদ্রতার মধ্যে পড়ে,,,

রিধি:: কি বলতে চাইছেন?? আমি অভদ্র???

শান্ত:: আমি কি আর বলবো,,,,?

রিধি:: আপনাকে দেখে নিবো,,,?

শান্ত মুচকি হেসেঁ চলে গেলো,,, রিধি রাগে ফুলছে,,, শান্তর ১৪ গোষ্ঠী উদ্ধার করতে করতে বাসায় ডুকলো,,,

নিপা::: কোথায় গিয়েছিলে ফিরতে রাত হলো যে??

রিধি:: বয়ফেন্ড এর সাথে লং জার্নি করে এলাম,,?

নিপা:: বয়ফ্রেন্ড ???

রিধি:: না হাজবেন্ড,,,

নিপা:: রিধি কি হয়েছে তোমার আজ মাথা এত গরম কেন??

রিধি:: আচ্ছা ভাবি তুমিই বলো আমি কি অভদ্র???

নিপা:: ছিঃ ছিঃ এ কথা কে বললো,,,,??

রিধি:: ঐ শা,,,,,,,,, না মনে ঐ ঐ শা শা,,, ধুররর ঘুম আসছে এখন যাচ্ছি,,,,

নিপা:: ডিনার করবে না,,, তোমার ভাইয়া তোমার জন্য কখন থেকে বসে আছে,,,

রিধি:: খাব না,,, তোমরা খেয়ে নাও,,,

নিপা:: আরে হাল্কা খেও,,

রিধি:: খাবো না বলছি তো খাবোনা,,,একদম ডিস্টার্ব করতে আসবে না,,,?

নিপা:: না না একদম ডিস্টার্ব করবো না,,,

রিধি:: হুম গুট রাইত,,,,

নিপা:: কি?? ?

রিধি::Good Night,,,,,

নিপা:: ওহহহ ok….

পরের দিন,,,,,

রিধি নিরা সহ কলেজে যাচ্ছিলো,,, কতদূর যাওয়ার পর দেখলো রাইসা আর শান্ত একটা রেস্টুরেন্ট থেকে বের হচ্ছে,,,,

রিধি রিকশা থামালো,,,,

নিরা:: কি হয়েছে থামালি কেন??

রিধি:: ঐ দেখ বান্দর আর বান্দরনী একসাথে,,,

নিরা:: এটা তো ভাইয়া আর ভাবি,,,

রিধি:: এখন দেখবি কি করি???

নিরা:: কিছু করতে হবে না,,,চল,,

রিধি:: তুই চুপ থাক,,, ঐ রাক্ষসী মাইয়াকে একটু দেখিয়ে আসি,,,

নিরা:: কিছু করতে হবেনা,,, পরে আবার নিজের উপর সব পরবে,,

রিধি:: আর একটা কথা বললে মেরে তোর নাক পাঠিয়ে দিবো,,,,,

রিধি রিকশা থেকে নেমে ওদের দিকে গেল,,, রিধি শান্ত আর রাইসাকে না দেখার মতো করে ওদের দিকে যেতে লাগলো,,,শান্তর কাছাকাছি যেতেই রিধি ইচ্ছা করেই শান্তর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে লাগলো,,, ভেবেছিলো শান্ত হয়তো সিনেমার হিরোদের মতো ধরে বুকে জড়িয়ে নিবে আর রাইসাকে দেখে দেখে জ্বলবে,,, কিন্তুু রিধি যেটা ভাবলো তার উল্টোটাই হলো,,, শান্ত রিধিকে ধরল না,,, রিধি রাস্তার মাঝেই পড়ে গেল,,,

রিধি::: আল্লাহ গো গেল গো,, আমার কুমড়া টা ভেঙ্গেই গেল,,, আল্লাহ এটা কি করলে ?

রাইসা:: সে কি তুমি পড়লে কিভাবে,,,?

রিধি:: আস্ত একটা হনুমানের সাথে ধাক্কা খেলে পড়বো না কি করবো,,,?

চলবে,,,,,,,,,

[[[[[নিয়মিত গল্প দিতে পারি না,,তাই আন্তরিক ভাবে দুঃখিত,,,,]]]]]]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here