তুমি_আমার?Part_22
#Written_By_Samia_Islam
রিধি:: কিছু বলছেন না কেন??? কি করেছি আমি?? কাল থেকেই আমার সাথে এমন করছেন কেন?? কোনো ভুল করলে আমাকে শাস্তি দিন,,তবুও প্লিজ এভাবে চুপ করে থাকবেন না,, ????
শান্ত:: No response……
রিধি:: এখনো চুপ করে আছেন,,,? কিছু তো বলেন,,,???
শান্ত::No response……
শান্তর নিরবতা রিধির বুকে তীরের মতো আঘাত করছে,,, রিধি কাঁদতে কাঁদতে শান্তর সামনে ফ্লোরেই বসে যায়,,,
শান্ত রিধিকে পাস করে চলে গেল,, রিধি চোখ মুছে নিল,,কারণ নয়ন আর নিপা রিধিকে এই অবস্থায় দেখলে খুব কষ্ট পাবে,, তাই রিধি এখন একটু স্বাভাবিক থাকার চেষ্টা করছে,, ডিনার করার সময় শান্ত সবার সাথে হাসিমুখে কথা বলছে কিন্তুু রিধির দিকে একবারের জন্যও তাকায় নি,,, রিধিও কিছু না বলে চুপচাপ খেতে থাকে,,, খাওয়া শেষ করে সবাই বসে গল্প করতে লাগল,, কিছুক্ষণ পর শান্ত উঠে রুমে চলে আসল,,, তাই নিপা রিধিকেও যেতে বলল,,, কিন্তু রিধির একদম মন চাইছে না যেতে তবুও নিপা যদি কিছু সন্দেহ করে তাই বাধ্য হয়ে যেতে হল,, রিধি রুমে গিয়ে দেখে শান্ত অন্যদিকে ফিরে শুয়ে আছে বেডের মাঝখানে একটা বালিশ ও দিয়ে রেখেছে,, রিধি দরজা অফ করে রেগে গিয়ে বালিশটা ফ্লোরে ফেলে দেয়,, শান্ত কোনো রেসপন্স করে না,,, রিধির রাগটা আরো বেড়ে যায়,,, রিধি রেগে শান্তকে টেনে বসিয়ে দেয়,,,
শান্ত:: কি হয়েছে?? ( বিরক্তিকর ভাব নিয়ে)
রিধি:: কি হয়েছে মানে?? কাল থেকেই আমার সাথে কোনো কথা বলছেন না কেন,,,???
শান্ত:: কি বলব??
রিধি:: কি বলবেন মানে?? কোনো কিছু বলার নাই??
শান্ত:: অনেক রাত হয়েছে এখন ঘুমাও,,,
রিধি:: কি হয়েছে প্লিজ বলুন আমাকে,,,,??
শান্ত:: রিধি এসব কি শুরু করছ? ? নিজেও ঘুমাবে না আর আমাকেও ঘুমাতে দিবে না,,,
রিধি:: এমন করে কথা বলছেন কেন??
শান্ত:: তো কিভাবে কথা বলব বল?? ঘুমাতে আসলাম আর তুমি উল্টা পাল্টা কথা বলে মাথাটাই পাগল করে দিচ্ছো,,,,
রিধি:: আমি উল্টা পাল্টা কথা বলছি,,,?
শান্ত:: তো কি?? ? কাল সকাল সকাল আমিকে বেরুতে হবে সো প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি. ?
শান্ত অন্যদিকে ফিরে শুয়ে যায়,,, রিধি মূর্তির মত কিছুক্ষণ বসে থাকে,,, রিধির বিশ্বাসী হচ্ছে না যে এটা শান্ত ,,,,শান্ত তো এমন হতে পারেনা,,,,,,, রিধি শান্ত পাশেই শুয়ে যায়,, কারণ রুম থেকে বের হলে তো সবাই নানা রকম প্রশ্ন করবে,,রিধি নিঃশব্দে চোখের পানি ফেলে যাচ্ছে,,, কিন্তুু না চুপ করে থাকলো কোনো ঠিক হবেনা,, যে করেই হোক শান্তকে আগের মতো দেখতে চায় রিধি,,,রিধি চোখ মুছে নিল,,, মেয়েদের এমন আরো অনেক কিছু সহ্য করতে হয়,,, সব কষ্টের কথা সবাইকে বলা যায় না,,, তাই বুকের মাঝে হাজারো কষ্ট নিয়ে মুখে হাসি নিয়ে ভালো আছি বলার নামই মেয়ে,,, রিধি শান্তকে পিছন থেকে জড়িয়ে ধরল,,,
শান্ত:: আবার কি হলো???
শান্ত রিধির দিকে ফিরতেই রিধি শান্তর বুকের উপর মাথা রাখে,,,,,
শান্ত:: এভাবে শুয়ে থাকলে আমি ঘুমাবো কি করে,,,??
রিধি:: যেভাবে পারেন সেভাবেই ঘুমান,,, কিন্তুু আজ থেকে বেডে একটাই বালিশ থাকবে,,,আমি এখানেই ঘুমাবো,,,
শান্ত:: রিধি দেখ,,,,,
রিধি:: চুপচাপ যেভাবে আছেন এভাবেই ঘুমান না হলে বকবক করা আবার শুরু করব,,,,
শান্ত আর কি করবে জানে রিধিকে বললেও শুনবে না,, তাই ওভাবেই শুয়ে ঘুমিয়ে যায়,,,,,
সকালে,,,,
রিধি খুব ভোরে ঘুম থেকে উঠে কিচেনে গিয়ে শান্তর জন্য নাস্তা বানিয়ে রুমে নিয়ে আসে,,, শান্ত ফ্রেশ হয়ে এসে দেখে টেবিলে খাবার রাখা আর বেডে শার্ট রাখা,,, রিধি খাবার এক এক করে সাজিয়ে দিচ্ছে ,,,,,, শান্ত রেডি হয়ে চলে যেতে লাগলে রিধি শান্ত হাত ধরে টেনে এনে সোপায় বসিয়ে দেয়,,,
শান্ত:: কি??
রিধি:: খেয়ে নিন,,
শান্ত:: আমি বাইরে থেকে খেয়ে নেবো,,,
রিধি:: আমি কি বারণ করছি বাইরে থেকে খেতে?? কিন্তুু আগে এগুলা শেষ করেন,,,
শান্ত:: লেইট হয়ে যাবে,,,
রিধি:: না খেলে তো আজ পুরা দিনেও যেতে দিবো না,,,
শান্ত:: এটা বাড়াবাড়ি হচ্ছে,,,
রিধি:: বাড়াবাড়ির কি দেখছেন?? মাএ শুরু করলাম দেখতে থাকুন আরো কি কি হয়,,,,
শান্ত:: মানে,,,?
রিধি:: মানে কিছুই না,,,তাড়াতাড়ি খেয়ে নিন,,,
শান্ত:: আমার খিদা নেই,,
রিধি:: হ্যাঁ জানি আপনার খিদা নেই,,, কিন্তুু তবুও খেতে হবে,,,এত সকাল সকাল উঠে কষ্ট করে বানালাম আর আপনি না খেয়ে চলে যাবেন,,,,
শান্ত:: আমি কি বানাতে বলছি,,,?
রিধি:: বলেন নি,,,কিন্তুু আমারও তো ইচ্ছে করে আপনাকে নিজের হাতে বানিয়ে কিছু খাওয়াই,,,
শান্ত:: অনেক লেইট হয়ে যাচ্ছে,,,
রিধি:: না খেয়ে রুম থেকে বেরিয়ে দেখুন,,,তারপর বুঝবেন রিধি কি কি করতে পারে,,,
শান্ত চুপচাপ খেতে লাগল,,,রিধির মুখে হাসিফুটে উঠল,,, খাওয়া শেষ করে শান্ত চলে যেতে লাগলে রিধি আবার ডাকে,,
রিধি:: এই যে দাঁড়ান,,,
শান্ত:: আবার কি,,,,??
রিধি শান্তর সামনে গিয়ে শান্তর পায়ের উপর ভর দিয়ে শান্তর গলা জড়িয়ে ধরল,,,তারপর অভাক করে দিয়ে শান্তর ঠোটে কিস করে,,,রিধি এরকম কিছু করবে শান্ত এটা ভাবতেও পারেনি,,,
শান্ত:: এসব,,?
রিধি:: এই দেখেন,,, একদম রাগ দেখাবেন না,,,দেওয়ার কথা আপনি কিন্তুু লজ্জা শরমের মাথা খেয়ে আমাকেই দিতে হচ্ছে,,,কোথায় একটু খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরবেন তা না উল্টা আমার উপর রাগ দেখাচ্ছেন ?
শান্ত:: রিধি তুমি,,,,,
রিধি:: হ্যাঁ আমি,,, আপনার বউ,,,কেন কোনো সন্দেহ আছে??? প্রুভ করে দেখাব,,,?
শান্ত:: না না লাগবে না,,,,
রিধি:: না লাগলে আপনাকে একটা কাজ করতে হবে,,,,,পারবেন??
শান্ত:: কি কাজ??
রিধি:: আমি যেটা দিলাম ওটার রিপ্লে চাই,,,
শান্ত:: তোমার মাথা পুরাই গেছে,,,
রিধি:: রিপ্লে দিতে বললাম,,,??
শান্ত:: তোমার লজ্জা করেনা,,,
রিধি:: লজ্জা করবে কেন?? আমি পর পুরুষের কাছ গিয়ে বলছি?? আমার বিয়ে করা বর কে বলছি,,, এখন বলেন দিবেন কি না??
শান্ত:: ইমপসিবল,,,
শান্ত চলে যেতে লাগলে রিধি আবারো শান্তর সামনে গিয়ে দাড়াঁয়…..
রিধি:: আপনি না দিলে আপনার দাদার কাছ থেকে নিয়ে নেবো,,,,মনে রাখবেন আমার নামও রিধি,,,,?
শান্ত:: হুম যাও,,,আমার দাদা তোমাকেই খুজছে,,, ?
শান্ত হাসতে হাসতে চলে গেলো,,আসতে রিধি কখন কি বলে ও নিজেই জানে না,,
রিধি:: বেক্কল ছেলে তোকে আমি দেখে নিবো,,, তুই দিবিনা তের চৌদ্দগোষ্টি দিবে,,, ?
নিরা:: কি দিবে??( রিধির দিকে আসতে আসতে)
রিধি:: ঐ ক……..
নিরা:: কি বল??
রিধি:: কিছুনা,,
নিরা:: তাহলে বললি যে ভাইয়ার চৌদ্দগোষ্টি ও দিবে,,,
রিধি:: ওটা তো এমনি উনাকে বকা দিতে দিতে বলছিলাম,,, এখন বল কেমন কাটল রাত???
নিরা:: এটা তো তোকে জিঙ্গাস করার কথা,,,, হুম বল বিয়ের আগেও তো কম রোমান্স করিস নাই,,,এখন না জানি কি করিস,,,,
রিধি:: এখন বসে বসে জানালা দিয়ে আকাশের তারা গুনতে হয়,,
নিরা:: কেন???
রিধি:: আচ্ছা বাদ দে পিচ্চি মেয়ে এসব বুঝবি না,,,
নিরা:: কি বললি?? ??
রিধি:: বললাম যে তুই তো বুড়ি হয়ে এক্কেবারে ১০০ পার করে দিয়েছিস ডজন খানেক নাতি নাতনীও আছে তোকে নতুন করে এসব কি বলব??
নিরা:: তুই আস্ত একটা ইয়ে মানে কি জানি বলে ঐ যে লম্বা লম্বা নখ থাকে,,
রিধি:: পেতনী তাই না??
নিরা:: হ্যাঁ হ্যাঁ পেতনী,,,,
রিধি:: হ্যাঁ রে জানু,,, আমিও না তোকে এটাই বুঝাতে চাই,,,, যাক বাবা অবশেষে নিজেকে ঠিক জায়গায় এনেছিস,,,
নিরা:: এই আমি তো তোকে বললাম,,,
রিধি:: সুনাম করিয়া লজ্জা দিবেন না,,, এখন চল নিচে যাই,,
নিরা:: হুম চল,,
ঐ দিনটা রিধির খুব ভালোভাবেই কেটে যায়,,, বিকালে নিরা, নয়ন নিপা চলে যায়,,,,যাওয়ার সময় রিধি গোমড়া মুখ করে রেখেছিল,,,কিন্তুু শান্ত আম্মু বলেছে কাল শান্ত সহ রিধিকে ওদের বাসায় পাঠাবো,,, তাই রিধি গোমড়া মুখটা হাসিতে ভরে যায়,,, নয়ন, নিপা, নিরা চলে গেলে রিধি ভাবতে থাকে শান্তকে কিভাবে জ্বালানো যায়,,, কিন্তুু কিছুই মাথায় আসছে না,,, হঠাৎ করে রিধির মাথায় একটা বুদ্ধি চলে আসল,,,,, এখন শুধু শান্ত আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে,,,,
সন্ধ্যায় থেকে রিধি বেলকনিতে দাড়িয়ে আছে,,,শান্তকে মেইন গেইড দিয়ে ডুকতে দেখেই রিধি একদৌড়ে রুমে চলে আসল,,,তারপর আলমারির ভিতর ডুকে আলমারির দরজাটা একটু ফাঁক রাখল যাতে শান্ত কি কি করে সব দেখতে পায়,,, কিছুক্ষণ পর শান্ত রুমে এসে পুরু রুমটা ভালো ভাবে দেখে,,,তারপর বেলকনিতে গিয়েও দেখে আসে,,,ওয়াশ রুমো দেখে কিন্তুু কোথাও রিধিকে দেখতে পায়না,,,রিধি আলমারির ভিতর মুখ চেপে ধরে হাসছে,,,শান্ত রুম থেকে বেরিয়ে গেল,,, রিধি ঠিক ভেবে নিল যে নাহিদ অথবা আম্মুকে জিঙ্গাস করতে গেছে,,,
কিছুক্ষণ পর শান্ত আবার রুমে ডুকে শার্ট খুলে ফ্লোরো ছুঁড়ে মারে,,,, তারপর বেডে বসে,,, রিধি আস্তে আস্তে দরজাটা খুলে আলমারি থেকে বেরিয়ে আসে,,, তারপর গুটিগুটি পায়ে হেঁটে হেঁটে শান্তর দিকে যেতে থাকে,,, আচমকা এসে রিধি ধাক্কা মেরে শান্তকে বেডে শুইয়ে দিয়ে নিজেও শান্ত উপর উঠে যায়,,, শান্ত প্রথমে তো চমকে যায়,,,কিন্তুু রিধিকে দেখে স্বস্তির নিশ্বাস ফেলে,,,,
শান্ত:: কোথায় ছিলে??
রিধি:: কেন??? খুজছিলেন??
শান্ত:: না,,, আমি কেন খুজবো??
রিধি:: হ্যাঁ তাইতো আপনি কেন খুজবেন?? কিন্তুু জানেন একটা ছেলে আমাকে রুমে বেলকনিতে ওয়াশ রুমে না পেয়ে আম্মুর কাছেও গিয়েছিল আমি কোথায় জিঙ্গাস করতে,,,
শান্ত:: তুমি কি করে জানো?? কোথায় ছিলে তুমি??
রিধি:: আলমারিতে লুকিয়ে বসে ছিলাম,,,,
শান্ত:: তুমি লুকিয়েছো??
রিধি:: হুম,,,আপনার কাছে আমি কতটা ইনর্ফটেন্ট সেটা দেখতে চাইছিলাম,,,
শান্ত:: ও তাই,,,দেখা হয়েগেছে এখন আমার উপর থেকে উঠো,,
রিধি:: কেন?? আমি কি খুব ভারি??
শান্ত:: হ্যাঁ আমার নিশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে,,,,
রিধি:: আমি ভারি এই জন্য নিশ্বাস বন্ধ হচ্ছে নাকি আমাকে দেখে কন্ট্রোল করতে পারছেন না এজন্য নিশ্বাস বন্ধ হচ্ছে???
শান্ত:: মোটেও না,,,
রিধি:: হুম বুঝি,,,,,, সব বুঝি,,,,,,
রিধি শান্তর উপর থেকে উঠে বসল,,,শান্ত উঠে গেল,,, শান্ত রিধির দিকে তাকিয়ে দেখে রিধি শুধু একটা টপস্ আর জিন্স পড়ছে,,, এতক্ষণ শান্ত এসব খেয়াল করেনি কিন্তুু এখন দেখে শান্ত খুব রেগে গেল,,,
শান্ত:: এসব কি পড়ছো??
রিধি:: কেন? দেখতে পাচ্ছেন না???
শান্ত:: হুম বাট এগুলা পড়তে কে বলছে?? ?
রিধি:: কেউ বলে নাই,,, নিজ থেকেই পড়ছি,,,
শান্ত:: নিজ থেকে পড়ছ মানে??? কেউ দেখলে কি ভাববে??
রিধি:: এখানে আপনি আর আমি ছাড়া তো আর কেউ নেই,,, আর যদি আপনি চান সবাইকে দেখাবেন তাহলে চলুন ডিনার করতে কোথাও যাই,,,,?
শান্ত:: আবার বলোতো কথাটা??
রিধি:: কেন?? আপনি কি একবার বলছি যে শুনতে পান নি??
শান্ত:: চেন্জ করে আসো,,,
রিধি:: না,,,করব না,,,
শান্ত:: আমি বলছি চেন্জ করতে সো চেন্জ করবা,,,
রিধি:: তাহলে আপনি করিয়ে দিন,,,,?
শান্ত:: কি?? ?
রিধি:: জ্বী স্যার,,,,?
শান্ত:: রিধি প্লিজ চেন্জ করে আসো,,,
রিধি:: ok যাচ্ছি বাট কালকের জন্য প্রস্তুুত হয়ে নিন,,,কাল যদি আপনাকে পাবনা না পাঠাই আমার নাম রিধি না,,,,
রিধি চেন্জ করে এসে নিচে যায়,,আর শান্ত হাপ ছেড়ে বাঁচে,,, রিধিকে পাশে দেখলে শান্ত নিজেকে কন্ট্রোল করতে পারে না,,, কিন্তুু ঐদিন রিধিকে প্রমিজ করেছিল যতদিন রিধি নিজ থেকে শান্তকে না চাইবে মুখ ফুটিয়ে না বলবে ততদিন শান্ত রিধিকে টার্চ করবে না,,,
এইদিকে রিধি শান্তর আম্মুর সাথে ডিনার তৈরি করে নিল,,,,তারপর সবাই একসাথে মিলে ডিনার করল,,,,,,
রিধি রুমে এসে কালকের মতোই শান্তর বুকে শুয়ে যায়,,,
শান্ত:: আজও??
রিধি:: হুম,,,,, প্রতিদিন এটাই রুলস হয়ে গেছে,,,
শান্ত:: তোমার রাগ হয়না আমার প্রতি??
রিধি:: হয়,,,কিন্তুু পরে আবার ভাবি যে কার উপর রাগ করব? বেন রাগ করবো?? রাগ ভাঙ্গানোর মত কেউ থাকলে রাগ করতাম কিন্তুু এখন তো আর তেমন কেউ নাই,,, আগে তো রাগ করতাম ভাইয়া ভাঙ্গাত কিন্তুু সবাইকে তো পর করে এখানে চলে আসলাম,,, তাই এখন কি রাগ করা আমার শোভা পাবে,,,,?
শান্ত চুপচাপ রিধির কথাগুলো শুনছে,,,কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না ,,,,,,,,,
চলবে,,,,,