তুমি_আমার?Part_last_part
#Written_By_Samia_Islam
শান্ত:: তোমার রাগ হয়না আমার প্রতি??
রিধি:: হয়,,,কিন্তুু পরে আবার ভাবি যে কার উপর রাগ করব? বেন রাগ করবো?? রাগ ভাঙ্গানোর মত কেউ থাকলে রাগ করতাম কিন্তুু এখন তো আর তেমন কেউ নাই,,, আগে তো রাগ করতাম ভাইয়া ভাঙ্গাত কিন্তুু সবাইকে তো পর করে এখানে চলে আসলাম,,, তাই এখন কি রাগ করা আমার শোভা পাবে,,,,?
শান্ত চুপচাপ রিধির কথাগুলো শুনছে,,,কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না ,,,,,,,,,
পরের দিন,,,,
শান্ত পুলিশ স্টেশনে যাওয়ার পর নাহিদ রিধির কাছে আসল,,,
নাহিদ:: ভাবি আসব??
রিধি:: জ্বী ভাইয়া আসেন,,
নাহিদ:: ভাবি কিছু বলার ছিল,,,
রিধি:: হ্যাঁ বলেন,,,,
নাহিদ:: আসলে বলছিলাম যে,,,
রিধি:: জ্বী বলেন,,,
নাহিদ:: না মানে তুমি রাগ করবা না তো??
রিধি:: আরে না ভাইয়া রাগ করব কেন??
নাহিদ:: না মানে,,,বলছিলাম যে তুমি কি ভাইয়াকে দুই দিনের জন্য একটু বাইরে কোথাও যেতে রাজী করাতে পারবে,,,?
রিধি:: বাইরে কোথাও??? কিন্তুু কেন??
নাহিদ:: একটু ঘুরতে আর,,,
রিধি:: আর কি??
নাহিদ:: আসলে তোমাকে কি করে বলল ভেবে পাচ্ছি না,,, কিন্তুু এটা ছাড়া আমার কাছে আর কোনো অপশন নেই,,,
রিধি:: আমাকে সব কিছু বলেন,,,এভাবে বললে তো আমি কিছুই বুঝতে পারব না,,
নাহিদ:: বলছি তবে এটা সিক্রেট,,,,,
রিধি:: সিক্রেট!!!!!
নাহিদ:: হুম ভাবি,,,,******************[ সিক্রেট তাই আপনারাও শুনতে পাবেন না ?]
রিধি:: এটা কি করে সম্ভব??
নাহিদ:: ভাবি প্লিজ তুমি আমাদের শেষ ভরষা তুমি যদি এমন করো তাহলে আমাদের অন্য কিছু করতে হবে,,,
রিধি:: আরে না না,,,আমি আপনার ভাইয়াকে রাজী করাব,,, বাট নিরা কি রাজী হবে??
নাহিদ:: হ্যাঁ ভাবি ঐ দায়িত্ব আমার,,,
রিধি:: সব তো ঠিক আছে কিন্তুু কোথায় যাওয়া ঠিক হবে??
নাহিদ:: ভাবি তুমি মনে হয় জানো না,,শহরের বাইরেও আমাদের একটা পুরোনো বাসা আছে,,,আমরা ছুটি কাটাতে ওখানে প্রতিবছর দুই বার যাই,,,ভাবছি ওখানেই যাবো,,,আর আব্বু আম্মুকে বলব বেড়াতে যাচ্ছি,,,,, আর নিরার ফ্যামেলিকে ম্যানেজ করা তোমার দায়িত্ব,,,,
রিধি:: হুম,,, কিন্তুু কখন যেতে হবে???
নাহিদ:: আজ সন্ধ্যার পর চলো,,,আমি ওখানে সবকিছু ঠিক করে রাখছি,,,আর তুমি যদি শুধু ভাইয়াকে বুঝিয়ে সুজিয়ে নিয়ে যেতে পারো,,,
রিধি:: যদি রাজি না হয়,,
নাহিদ:: আমি জানি তুমি পারবে,,, প্লিজ ভাবি যে করেই হোক ভাইয়াকে রাজি করাও,,,
রিধি:: হ্যাঁ কিন্তুু উনি তো আসতে আসতে রাত হয়ে যায়,,,
নাহিদ:: তাতে কি?? তুমি ফোন করে বিকালে চলে আসতে বলবে আর আব্বু আম্মুকে আমি এখনই বলছি ,,,,,
রিধি:: ok ভাইয়া,,
নাহিদ:: Thank you my sweet ভাবি,,,
নাহিদ আব্বু আম্মুকে বলতে চলে যায় আর রিধি শান্তকে কল দেয়,,,,,
রিধি:: হ্যালো
শান্ত:: হ্যাঁ বলো,,,
রিধি:: কোথায় আপনি??
শান্ত:: গার্লস স্কুলের সামনে পুচকা বিক্রি করছি,,,,
রিধি:: কি?? ??
শান্ত:: জানো তো এই মুহুর্তে কোথায় থাকার কথা তাহলে আবার জিঙ্গাস করছো কেন?? ?
রিধি:: ধুররর কেন যে রাগিয়ে দিলাম,,,(মনে মনে)
শান্ত:: কি জন্য ফোন করছো??
রিধি:: বলছিলাম যে আপনি আজ বিকালে একটু বাসায় আসতে পারবেন??
শান্ত:: কাজ আছে পারব না,,,
রিধি:: প্লিজ প্লিজ,,,
শান্ত:: বললাম তো কাজ আছে,,?
রিধি:: আসলে আমার কেমন কেমন লাগছে তাই ভাবলাম ডক্টর কাছে যাবো,,,আপনি তো আসতে পারবেন না,,,তাহলে থাক,,,
শান্ত:: কেমন কেমন লাগছে মানে?? ?
রিধি:: জানি না,,,কি রকম বমি বমি পাচ্ছে,,,
শান্ত:: What!!!!! ?
রিধি:: হুম,,?
শান্ত:: দেখ রিধি,, তুমি কি বলছো তুমি যানো???
রিধি:: কি??
শান্ত:: পাগল হয়ে গেছো তুমি,,,কি সব বলছো তুমি?? আমি তোমাকে টার্চ পর্যন্ত করিনি আর তুমি?? ?
রিধি:: ঐ জন্যই তো বলছি ডক্টর দেখাতে হবে,,,?
শান্ত:: ok,,,তুমি রেডি হও,,,আমি এখন আসছি,,,
রিধি:: আরে না না বিকালে গেলেই চলবে,,,,,,,
শান্ত:: এখনই যাবো,,,তুমি তাড়াতাড়ি রেডি হও,,,
রিধি:: আরে শুনেন,,,,
শান্ত:: তোমাকে যা বলছি সেটাই করো?
রিধি:: Ooook ?
রিধি ফোনটা রেখে ভয়ে কাঁপতে লাগল,,, শান্ত এখন এলে কি বলবে কিছুই বুঝতে পারছে না,,,,
রিধি::: আল্লাহ মিথ্যা বলতে গিয়ে খুব বড় ভুল করলাম না তো,,,রাক্ষস টা এলে এখন কি বলবো?? না না রিধি তুই একদম ভয় পাবি না সব কিছু বুঝিয়ে বললে রাক্ষস টা তোকে নিশ্চই বকা দিবে না,,,,,
প্রায় ২০ মিনিট পর শান্ত বাসায় আসল,,,,, রিধি বেলকনিতে চেয়ারের উপর বসে পা দুলাতে দুলাতে গান গাইছিল,,, শান্তর আসার আওয়াজ শুনে দৌড়ে রুমে আসল,,,
রিধি:: আপনি চলে এসেছেন??
শান্ত:: হ্যাঁ এখন চলো,,,
রিধি:: না মানে বলছিলাম কি,,,
শান্ত:: কি বলছিলে হুম?? ? রেডি হতে বললাম না?
রিধি:: আসলে সকালে এরকম লাগছিল কিন্তুু এখন ঠিক আছি,,,?
শান্ত:: একদম চুপ থাকো,,,আর এখন আমার সাথে চল,,,?
রিধি:: আরে শুনেন,,,
শান্ত:: রিধি,,,?
রিধি:: আমি আপনাকে মিথ্যা বলেছি,,,?
শান্ত:: কি মিথ্যা??
রিধি:: ঐ যে ডক্টর কাছে যাওয়ার নাম দিয়ে যেগুলা বললাম,,, আসলে সত্যি টা বললে তো আপনি আসবেন না তাই??
শান্ত:: আমাকে বাসায় আনার জন্য তুমি ?
রিধি:: হ্যাঁ,,,, Sorry ??
শান্ত:: Sorry My foot,,,,,,, ?
রিধি::আপনি যত খুশি আমাকে বকা দেন,,, কিন্তুু আজ আমার কথাগুলো আপনাকে শুনতেই হবে,,,?
শান্ত:: আমি যাচ্ছি,,,,
রিধি:: আপনি যদি এখন চলে যান,,, তাহলে আমিও বলে রাখছি আমি চিরজীবনের জন্য এই বাসা থেকে চলে যাবো,,,?
শান্ত:: কি বললে?? ?
রিধি:: আপনি আমার কোনো কথা শুনছেন না কেন?? ??
শান্ত:: কি বলবে বলো,,,?
রিধি:: আজ সন্ধ্যার পর আমি আপনাদের শহরের বাইরে যে পুরুনো বাসাটা আছে ওখানে যাব,, কেন যাব এটা জিঙ্গাস করবেন না,,,গেলেই সবকিছু দেখতে পাবেন,,, আর হ্যাঁ নাহিদ আর নিরাও যাবে,,,
শান্ত:: আর কিছু বলার আছে??
রিধি:: শুনবেন না তো আমার কথা??? ok,,,, আপনি এখন যান,,,,
রিধি ওয়ারড্রপ খুলে ওর জামা কাপড় বের করতে লাগল,,,
শান্ত:: জামা বের করছো কেন??
রিধি:: যখন এখানে আমিই থাকব না,, আমার জামা থেকে কি করবে,,,,
শান্ত:: ok,,,,আমি রাজি,,, বাট কালকের মধ্যেই ফিরে আসতে হবে,,,
রিধি:: সত্যি???? ?
শান্ত:: হুম,,,,
রিধি:: আপনি সত্যি অনেক ভালো রাক্ষস,, ??
শান্ত:: কি?? ?
রিধি:: ধুররর মুখ ফসকে সত্যি কথাটাই বের হয়ে গেল,,, (মনে মনে)
কিছুনা,,, ?
সন্ধ্যায় রিধি,শান্ত রেডি হতে লাগল,,,নাহিদ আর নিরা বাইরে অপেক্ষা করছে,,,
রিধি নিরার ফ্যামিলিকেও রাজি করিয়ে নিয়েছে,,, আর নিরার আব্বু আম্মু কখনো নিরাকে রিধির সাথে যেতে বারণ করেনা,,,
শান্ত রিধি দুজনেই রেডি হয়ে আব্বু আম্মুকে বাই বলে বাসা থেকে বের হয়,,, নাহিদ ওদের জন্যই অপেক্ষা করছিল,,, নাহিদ ড্রাইবিং সিটে বসে আর শান্ত ওর পাশে,,, রিধি নিরা একসাথে বসেই গল্প জুড়ে দেয়,,,, গল্প করতে করতে নাহিদ রেজেস্ট্রি অফিসের সামনে গাড়ি থামায়,,,
শান্ত:: এখানে কেন??
রিধি:: ভিতরে গেলেই দেখতে পাবেন,,,চলেন,,,
রিধি শান্তকে টেনে টেনে ভিতরে নিয়ে গেল,,, নিরা নিরা মাথা নিচু করেই নাহিদের সাথে গেল,,, ভিতরে গিয়ে রিধিকে শান্তকে বুঝিয়ে বলে নাহিদ আর নিরার বিয়ের কথা,, শান্ত প্রথমে চায়নি বিয়েটা ওভাকে হোক,,, কিন্তুু রিধি শান্তকে বুঝিয়ে বলেছে যে বিয়ের পর দুই ফ্যামেলিকে মানিয়ে নেওয়া ওর দায়িত্ব,,,, এরপর শান্তও রাজি হয়,,,আর তখনি নিরা আর নাহিদের বিয়েটা হয়ে যায়,,, রেজেস্ট্রি অফিস থেকে বেরিয়ে তারা আবার গাড়িতে বসে,,,
নাহিদ:: ভাবি তোমাকে কি করে যে বুঝাবো তুমি আজ আমাদের জন্য কত বড় একটা দায়িত্ব নিলো,,,
রিধি:: বুঝাতে হবেনা,, এখন চলেন কোনো রেস্টুরেন্ট এ যাই প্রচুর খিদা পেয়েছে,,,
এরপর সবাই মিলে একটা রেস্টুরেন্ট এ গিয়ে ডিনার করে নেয়,,,, রাত ১১ টায় তারা শহরের বাইরের বাসাটায় পৌছায়,,,
শান্ততো দেখে পুরাই অভাক,,, গেইট থেকে শুরু করে বাসার দরজা পর্যন্ত নানা রকম এর লাইট সেট করা হয়েছে,,,
শান্ত::: এসব কে করল???
নাহিদ:: ভাবিকে সারপ্রাইজ দেওয়ার ছিল,,,,
রিধি::: সত্যি ভাইয়া অনেক অনেক অনেক সুন্দর হয়েছে,,,
সবার এক পা একপা করে এগিয়ে যেতে লাগল,,, রিধি সবার আগে আগে হাটছে তারপর শান্ত আর নাহিদ আর নিরা একসাথেই আসছে,,, রিধি মেইন ডোর খোলে দুইপা বাড়াতেই কতগুলা গোলাপের পাঁপড়ি এসে রিধির উপর পড়ল,,, রিধির তো নিজেকে কোনো পরী পরী মনে হচ্ছে,,, মনে হচ্ছে পরীদের রাজ্যে তাকে সবাই বরণ করে নিচ্ছে,,,শান্ত রিধির খুশি দেখে অপলক ভাবে রিধির দিকে তাকিয়ে আছে,,, রিধি ভিতরে গিয়ে প্রত্যেকটা রুম ভালোভাবে দেখতে লাগল,,
একটা রুমে গিয়ে রিধি নিরাকে ইশারাতে অনেক কিছু বুঝিয়ে দেয়,,,নিরাও লজ্জায় মুখ লুকায়,,, রিধি আর পাঁচ ছয় পা বাড়াতেই অন্য রুমটা দেখে বেশ অভাক হয়,,, কারণ এই রুমটাও পাশের রুমটার মতো একই ভাবে সাজানো,,, মানে দুইটা রুম ঠিক একই ভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে,,, রিধি নাহিদের দিকে ভ্রু কুচকে জিঙ্গাসা দৃষ্টিতে তাকাল,,,, নাহিদ রিধিকে একটু আলাদা নিয়ে গেল,,,
রিধি:: ভাইয়া এসব কি?? ফাস্ট নাইট তো আপনাদের তাহলে রুম দুইটা একই রকম সাজালেন কেন??
নাহিদ:: বললাম না তোমাকে সারপ্রাইজ দেওয়ার ছিল,,,
রিধি:: কিন্তুু,,,,
নাহিদ:: ভাবি তোমাদের বিয়েতে তো তেমন ভালোভাবে সাজাতে পারি নাই,,,তাই তখন কার ইচ্ছাটা এখন পূরণ করলাম,,,?
রিধি::আল্লাহ কি যে বলেন,,,?
রিধি নিরার কাছে গিয়ে নিরাকে একটা রুমে নিয়ে গেল,,,
নিরা:: রিধি আমার খুব ভয় করছে,,,?
রিধি:: ধুর পাগলী ভয় কেন করবে?? তোর তো খুশি হওয়া উচিত যে ভালোবাসার মানুষকে আজ অনেকটা কাছে পাবি,,
নিরা:: হুম?
রিধি:: ok তুই অপেক্ষা কর,,,ভাইয়াকে পাঠিয়ে দিচ্ছি,,,,
রিধি রুম থেকে বের হয়ে নাহিদকে রুমে পাঠিয়ে দেয়,,,
নাহিদ রুমে ডুকে দরজা বন্ধ করার শব্দে নিরা কেঁপে উঁঠে,,, নাহিদ আস্তে আস্তে বেডের দিকে এগিয়ে যায়,,, নিরা বেডের মাঝে গুটিশুটি মেরে বসে আছে,,, নাহিদ নিরার পাশে বসতেই নিরা নাহিদকে জড়িয়ে ধরে,,,
নাহিদ:: ভয় পাচ্ছো??
নিরা:: একটু,,,
নাহিদ:: আমি তো আছি,,,
নিরা:: হুম কিন্তুু,,,, তোমার ছোট আব্বু আম্মু (শান্তর আব্বু -আম্মু) যদি আমাদের মেনে না দেয়,,,
নাহিদ:: আব্বু -আম্মুর প্রতি পুরু বিশ্বাস আমার আছে,,,তাছাড়া ভাইয়া আর ভাবি ঠিক সবাইকে মানিয়ে নিবে,,,
নিরা:: তবুও,,,
নাহিদ:: চুপপপপ( নিরার ঠোটে আঙ্গুল দিয়ে) এখন তো আমাদের এসব কথা বলার সময় না,,,
নিরা:: তাহলে??
নাহিদ:: এসব কথা বলে আজকের রাতটাকে মাটি করতে চাইনা, ?
নিরা::ম…ম…মানে???
নাহিদ:: মানে হলো,,, আজ তোমাকে নিজের করে পেতে চাই,,,?
নিরা:: যাও কি সব বলো,,,??
নাহিদ:: লজ্জা পাওয়াটা তোমার অধিকার আর ভাঙ্গানোটা আমার অধিকার,,??
নিরা নাহিদের বুকেই মুখ লুকায়,,,
এইদিকে শান্ত রুমে গিয়ে এসব দেখে খুব রেগে যায়,,, রিধিকে অনেক বকাবকিও করতে থাকে,,, রিধি চুপচাপ নিজের দিকে তাকিয়ে সব সহ্য করে,,, শান্ত রুম থেকে বের হয়ে যেতে লাগলে রিধি পথ আগলে দাড়ায়,,,,,,
রিধি:: আপনি যতকিছুই বলেন না কেন,, আমি আমার অধিকারটা চাই,,,?
শান্ত:: কিসের অধিকার??? কি অভাব আছে তোমার?? কোন দিক দিয়ে তোমাকে কষ্টে রেখেছি??? খাওয়া, দাওয়া,টাকা -পয়সা,,শফিং কোনটা কে বারণ করছি,,
রিধি:: স্বামী – স্ত্রীর সম্পর্ক শুধু ভালো খাওয়ালে বা ভালো পড়ানোর মধ্যে না,,,
শান্ত:: তাহলে এর বাইরে কি চাও,,?
রিধি:: আমি আমার মাঝে আপনার দেওয়া ছোট একটা অস্তিত্ব চাই,,,?
শান্ত:: এটা আমার পক্ষে সম্ভব না,,
রিধি:: কেন সম্ভব না??? ? মানছি ঐ দিন আমি অনেক কিছু আপনাকে বলে ফেলেছি,,,কিন্তুু এটা ছাড়া তখন আমার কোনো উপায় ছিলনা,,কারণ আমি অবৈধ কিছু চাইছিলাম না,,,,?
শান্ত:: তুমি চাইছেলে না তার মানে কি আমি এমন কিছু চাইছিলাম?? আমার উপর এই বিশ্বাস টুকু তোমার নেই,,,
রিধি:: আমি তখন বুঝতে পারি নি,, ভেবেছিলাম?
শান্ত:: কি ভেবেছিলে?? আমি মানুষ নামের পশু??
রিধি:: বিশ্বাস করুন আমি ভাবিনি আপনি এতটা কষ্ট পাবেন,,, যদি জানতাম তাহলে কখনো বাঁধা দিতাম না,,?প্লিজ ক্ষমা করে দিন,,??
শান্ত কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল,,, রিধি সব আশা শেষ হয়ে গেল,,, রিধি এক এক করে বেডের দিকে এগিয়ে যায়,,, বেডের পাশে টেবিলের উপর রাখা গ্লাসটা হাতে নেয়,, রিধি ডিচিশান নিয়ে নেয় যে সে আর বাঁচবে না,,,যেই জীবনে অবহেলা ছাড়া কিছু নেই প্রিয় মানুষটার একটু স্পর্শ নেই সেখানে বেঁচে থেকে কি করবে,, রিধি গ্লাস টা হাতে নিয়ে চোখের পানি মুছে নিল,,, রিধি যেই গ্লাসটা ভাংতে যাবে তখনি শান্ত রুমে আসে,,
শান্ত:: রিধি,,,,,,
রিধি:: (((চোখ মুছে পিছনে তাকায়)))
শান্ত রিধির সামনে দাঁড়ায় হাতে একটা শফিং ব্যাগ,,,
শান্ত:: কাঁদছো কেন?? আর হাতে গ্লাস কেন??
রিধি:: আমাকে ক্ষমা করছেন তো?? ?
শান্ত:: এটার জন্য কাঁদছো?? আরে পাগলী তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি অপেক্ষা করছিলাম তুমি নিজ থেকে কখন আমাকে এটা বলবে,,
রিধি:: সত্যি তো??
শান্ত:: একদম সত্যি,,, এখন যাও এটা পড়ে আসো,,,( হাতের ব্যাগটা এগিয়ে দিয়ে)
রিধি:: কি এটা?? ?
শান্ত:: খুলেই দেখ,,,
রিধি শান্তর হাত থেকে ব্যাগটা নিয়ে খুলে দেখে একটা নাইটি,,,
রিধি:: এটা কখন কিনলেন?? ?
শান্ত:: অনেক আগেই,,, শুধু দেওয়ার সুযোগ আর সময়টা খুজছিলাম,,,
রিধি:: এখানে কিভাবে আনলেন??
শান্ত:: এখানে আমার একটা রুম আছে সেখানেই রেখেছিলাম,,, আর যখন সুযোগটা পেয়ে গেলাম তাই সৎ ব্যাবহার ও করে ফেললাম,,,?
রিধি:: কিন্তুু আমিতো এসব পড়িনা
শান্ত:: পড়ো না কিন্তুু আজ আমার জন্য পড়বে,,,
রিধি:: ছিঃ ছিঃ আমার লজ্জা লাগবে ,,??
শান্ত:: এখানে তো শুধু আমি দেখব লজ্জার কি আছে?
রিধি:: জানিনা,,,
শান্ত:: ok যতপার লজ্জা জমিয়ে নাও,,, আজকের পর আর লজ্জা পেতে হবেনা,,,
রিধি:: কি যে বলেন?? ?
শান্ত:: সত্যিটাই তো বললাম,,,
রিধি:: আচ্ছা যদি কখনো হারিয়ে যাই,,,
শান্ত:: হারাতে দিবো না,,, কারণ #তুমি_আমার আর আমারই থাকে,,,
রিধি:: আমিও এটাই চাই,,,
শান্ত:: তাহলে চলো,,,
রিধি:: কোথায়??
শান্ত:: সবাই তো অপেক্ষা করছে আন্টি / আংকেল বলে ডাকবে এমন কেউ যাতে আসে,,,?
রিধি শান্তর বুকে ঝাপিয়ে পড়ে,,, শান্তও রিধিকে নিজের করে নিতে ব্যাস্ত,,,,
এভাবে ওদের ভালোবাসাটা যেনো সারা জীবন থাকে সেজন্য সবাই দোয়া করবেন,,,
??? সমাপ্ত ????
[[[[ গল্পটার জন্য আপনাদের অনেক দিন অপেক্ষা করতে হয়েছে সেজন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত,,, আর এই গল্পটার মতোই আমার লেখাও এখানে সমাপ্তি,,, জানিনা আর কখনো আপনাদের মাঝে এভাবে আসতে পারব কিনা,,, আপনাদের ভালোবাসা পেয়ে বারবার ইচ্ছে করে ছুঁটে যাই নতুন এক অধ্যায় শুরু করতে,,, কিন্তুু পরিস্তিতির কাছে আমি হার মেনে গেছি,,, চাইলেও পারব না ফিরে আসতে,,, আর কখনো আপনাদের কাছ থেকেও শুনতে পাবো না “” সামিয়া আপু গল্প দাও “”” খুব মিস করবো সবাইকে,,, আমার জন্যও দোয়া করবেন,,, আমার পক্ষ থেকে সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল,,, যেতে তো মন চাইছে না,, কিন্তুু তবুও চলে যেতে হবে,,, ফিরে আসবো ২ বছর পর কোনো নতুন গল্প নিয়ে,, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন,,,
??আল্লাহ হাফেজ ??]]]]]