সিক্রেট_গ্যাংস্টার❤️
পর্ব_১৭
#লামিয়া_রহমান_মেঘলা
আমি হতভাগ হয়ে দাঁড়িয়ে আছি ওর কথার কোন উত্তর পশ্চিম আমার কাছে নেই।
আমি চুপচাপ গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি চোখ ভরা আমার পানি।
আমাকে এভাবে দেখে একটা নিশ্বাস ছেড়ে আমার হাত ধরে নিয়ে গাড়িতে বসালেন।
সত্যি বলতে ভয়ে আমি এটাও ভুলে গেছি ঠিক কি জন্য এসেছিলাম আমি।
কিছু সময় পর আমরা বাসায় পৌছালাম।
বাসায় যেতে ভেতরে যেয়ে দেখি বাবা বসে আছেন।
তার মুখেরও চিন্তার ছাপ এই নিশ্চিত আমার জন্য।
আমাকে দেখে বাবা উঠে এলেন,
–মা তুই ঠিক আছিস কই গিয়েছিলি বল তো চিন্তায় চিন্তায় আমাদের তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল।
বাবার কথায় আমি কোন উত্তর দিতে পারছি না শুধু কান্না পাচ্ছে।
বাবা আবার বললেন,
–তোর গাল এমন লাল হয়ে আছে কেন কি হইছে।
আমি এখনো চুপ।
আমান বলল,
–মেরেছি।
বাবার চোখ বড়ো বড়ো হয়ে গেল।
–মেরেছিস মানে তুই আমার মেয়ের গায়ে হাত তুলার সাহস কই পাইলি (রেগে)
–তোমার মেয়ে হাতের মধ্যে ফোন গুঁজে আমার ফোন এবোয়েট করে।
ভার্সিটির বাগানে গিয়ে বসে ছিল।
কেন তোমার মেয়ের কাছে প্রশ্ন করো ত আমার ফোন কেন তুলে নি ওখানে বসে ছিল ভালো কথা বলে কেন যায় নি।
(প্রচন্ড রেগে)
–বুঝলাম ও ভুল করেছে হ্যাঁ মানছি তাই বলে তুই ওকে মারবি এটা কোন ধরনের কথা।
–ইচ্ছে তো ছিল সুন্দর করে আরো দুইটা দেয়।
–এই তুই ঘরে যা তো এখনে তোর কাজ নেই
বাবার কথায় আমান হন হন করে উপরে চলে গেলেন
আর আমি ঠাই হয়ে দাঁড়িয়ে আছি,
–এদিকে আয় মা।
বাবার আমাকে নিয়ে বসালেন।
নিজে আমার পাশে বসে আমার মাথায় হাত বুলাতে লাগলেন,
,–ওর আচরণের জন্য আমি ক্ষমা চাইছি আসলে কি বল ত ছেলেটা তোকে বড্ড ভালোবাসে রে।
তোকে না পেয়ে এই ২ ঘন্টা ওর কি অবস্থা ছিল তা আমি দেখেছি।
মুখটা ওর দেখার মতো ছিল না।
বড্ড ভয় পায় হারানোর।
মা মরা ছেলেটা আমার তার মায়ের চলে যাবার পর থেকে আমি ওর দুনিয়া তার পর আমাদের বাপ ছেলেট ছোট্ট দুনিয়ায় সামিল হলি তুই।
তোকে ও ঠিক কতোটা ভালোবাসে তা তুই কল্পন করতে পারবি না।
আমি মাথা নিচু করে বললাম,
–সরি বাবা আর এমন হবে না।
বাবা মলিন হেসে বললেন,
–ঠিক আছে মা যা উপরে যা ফ্রেশ হয়ে নে
আমি উঠে উপরে এলাম।
রুমের মধ্যে উকি দিলাম কেউ নেই।
চুপচাপ কাপড় নিয়ে ওয়াসরুমে গেলাম।
আয়নাতে মুখ দেখে অবাক।
কি জোরে না মেরেছে গাল খানা পুরো লাল হয়ে আছে।
কিন্তু আসল কাজটাই হলো না
নাহ আর এটার কথা ভাব্বো না আবার চড় খাবার ইচ্ছে নাই
গোসল করে বের হলাম
তখনও তিনি নেই।
কি জানি কই গেছেন
বসে রইলাম কিছু সময়
তার পর ঘুম
এ অবেলাতে নাকি ঘুমোতে নেই ব্রেন আলু হয়ে যায়, (বিঃদ্রঃ আমার টিচার বলে কথাটা)
কিন্তু আমাকে আর শোনে কে ঘুম আসলে যেখানে কাত শেখানে রাখ।
শুতেই মিষ্টি ঘুম টা চোখের দু পাতায় ছেয়ে গেল।
রাত ৯ঃ০০ টা,
নড়ে চড়ো শুতে গিয়ে ঘুম টা ভাঙলো।
চোখ মেলে তাকিয়ে দেখি বারান্দায় এক জন সুন্দর মানুষ হাত দুটো সামনে দিয়ে দাঁড়িয়ে আছে।
আমি তো জানি এই মানুষ টা শুধু আমার।
কিন্তু এখনো রেগে আছে না।
কি করে রাগ ভাঙাবো।
উঠতে তো ইচ্ছে ই হচ্ছে না কি বিপদ।
উঠতেই মন চায় না এমন সময় ঘুম টা যেন বেশ গাড়ো হয় যদিও রাত ভর চোখের পাতা বুঝে না তাও।
বেশ কষ্ট বিছনা ছেড়ে নামলাম।
বিছানা যেন আমাকে আরো কাছে ডাকছে আর আমি বলছি দুরে থাক না চাইতেও।
ওই যে চাইলেও পারবো না তোর কাছে যেতে।
ধুর কি আবল তাবল বকছি।
বিছনা ছেড়ে উঠে ওর কাছে যাবার জন্য পা বাড়াতে দেখে মহাশয় আমার সামনে।
ও মা এ কি এলিয়ান নাকি এতো জলদি চলে এলো কি করে।
তার হাত দুটো পেছনে বাঁধা।
আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম
আমাকে এভাবে দাঁড়াতে দেখে বললেন,
–বসো।
আমি চোখ তুলে তাকিয়ে বসে পরলাম।
উনি আমার সামনে একটা ঝুড়ি দিলেন,
আমি অবাক হলাম,
–এটা কি?
–দেখো।
আমি ঝুড়িটা খুলে দেখলাম মিষ্টি একটা বিড়াল ছানা।
দেখেই খুশি হয়ে গেলাম।
–আল্লাহ অনেক সুন্দর।
আমি ওটাকে বের করলাম।
কি সুন্দর ছোট্ট ছোট্ট পায়ে আমার কোলে বসে পরল।
আমি ওনার দিকে তাকলাম
উনি আমার সামনে বসে আমাকে যে গালে চড় দিয়েছে সে গালে চুমু খেলেন,
–সরি মাথা ঠিক ছিল না তাই অন্যায় করে ফেলেছি।
আমি নিরত দৃষ্টিতে তাকিয়ে রইলাম।
–আসলে তোমায় যখন পাচ্ছিলাম না তখন পাগলের মতো হয়ে গেছিলাম কোন কিছুরই হুস ছিল না।
আমি হেসে দিলাম।
আমার হাসি দেখে সে আমাকে জড়িয়ে ধরতে গেলে বিড়াল ছানা টা মিউ করে উঠলো।
উনি ধরলেন।
আমি ওনার অবস্থা দেখে আবার হেসে দিলাম
আর বিড়াল ছানা টাকে হাতে নিলাম,
–কি নাম রাখা যায় বাচ্চা টার?
— তুমি ঠিক করো।
–ও না খুব মিষ্টি ওর নাম মিষ্টি রাখলে হয়।
–আচ্ছা মিষ্টি ই রাখা হলো।
আমান হাসলেন আমিও।
বিড়াল ছানা টা মানে মিষ্টি সত্যি কিউট।
রাতে খাবার শেষ করে মিষ্টির জন্য খাবার প্লেট। খাবার, আর শোবার যায়গা তৈরি করলাম।
বেশ মিষ্টি ও খেয়ে তার সোবার যায়গায় গিয়ে শুয়ে পরল।
আমার খুব আনন্দ হচ্ছে এটা দেখে মিষ্টি এক দম আমাদের সাথে মিসে গেছে।
পরের দিন সকালে,
বুঝতে পারলাম সকাল হয়েছে।
নামাজ পড়ে মিষ্টি কে নিয়ে বসলাম।
এটা যে কি কিউট। আমার সময় কাটানোর অন্য একটা উপায়।
আমান বাবা মসজিদ থেকে বাসায় আসে আমাকে বসার রুমের মেঝেতে মিষ্টির সাথে দেখে বললেন,
–বাহ মেয়েটা আমার নতুন বন্ধু পেয়ে দেখি বেশ খুশি।
–হ্যাঁ বাবা মিষ্টি ভিশন কিউট।
–হুম তাই তো দেখছি তোমার মেয়ে মিষ্টি কে পেয়ে আমাকেই ভুলে যাচ্ছে।।
আমি সরু চোখে আমানের দিকে তাকালাম।
ও বলল,
–মিষ্টির জন্য কিছু খেলনা নিয়ে আসব দু জন এক সাথে খেলো।
–আমার আপত্তি নেই খেলনার সাথে খেলতে।
–হ্যাঁ তা বোঝাই যাচ্ছে।
আমি হাসলাম।
কিছু সময় পর।
আমান ঘরে কাজ করছে।
–কি করছেন?
–কাজ।
–ওহ করতে থাকুন আমি একটু আসছি।
–কই যাও।
–নিচে।
–আচ্ছা।
আমি বেরিয়ে এলাম।
সোজা স্টোর রুমে ঢুকলাম।
আর সেই ছবিটা খুঁজতে লাগলাম
যেটা দেখেছিলাম আমি সে দিন।
কিন্তু মুসকিল হলো এখানে অন্ধকার আর অনেক ধুলো ময়লা।
আমার কাছে তো ফোন টাও নেই কাল ভেঙে দিয়েছে।
পাশের একটা জানালা খুলে খুঁজতে থাকলাম বেশ অনেকটা সময় খুঁজে না পেয়ে হতাশ হয়ে বেরিয়ে আসব এমন সময় দেখি পায়ের কাছে ছবিটা।
সঙ্গে সঙ্গে ওটাকে উঠিয়ে নি।
শাড়ির ভাজে লুকিয়ে বাইরে চলে আসি।
রুমে এসে দেখি আমান কাজ করছে।
মিষ্টির সোবার যায়গায় যায়।
গিয়ে ওকে তুলবার নাম করে ছবিটা লুকিয়ে ফেলি।।
আমান হটাৎ আমার দিকে ভ্রু কুঁচকে তাকায়,
–পানি খেতে গিয়ে মাথায় মাখরোসার জ্বাল বাঁধিয়ে নিয়ে এলে কেন।
আমি কিছুটা ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম,
–আব নিচে যাবার সময় লেগেছে।
–মেঘ পানি কিন্তু ঘরেই ছিল।
–তো কি হইছে।
–কিছু না।
উনি আমার দিকে এগিয়ে আমার মাথার ময়লা টা ফেলে দিলেন,
আর আমার দিকে একটা নতুন ফোন ধরে দিলেন,
–মেও নতুন ফোন। তোমার সিম কার্ড আছে দেওয়া।
আমি এটা দেখে খুশি হলাম।
কিন্তু সত্যি বলতে ওকে দেখে অবাক না হয়ে পারি না।।
আমি ওর দিকে তাকিয়ে ছিলাম এমন সময় মিষ্টি মিউ করে উঠলো।
আমার ধ্যান আসলো।
আমি সরে গেলাম,
চলবে,