সিক্রেট_গ্যাংস্টার❤️ পর্ব_২০

0
3014

সিক্রেট_গ্যাংস্টার❤️
পর্ব_২০
#লামিয়া_রহমান_মেঘলা
বোতলটা নিয়ে এগোতে গেলে সামনে থেকে কিছু মানুষ চাঁদনি খানের পথ আটকে ধরে।
চাঁদনি খান দেখতে পায় তাদের সবার মুখে কালো কাপড় এর আবরণ।
বেশ একটা বড়ো সমস্যার পূর্বাভাস পাচ্ছে চাঁদনি খান।
এদিকে ল্যাবের দায়িত্বে পাহারায় যারা ছিল সবাই মাটিতে লুটিয়ে পড়ছে।
যার মানে হলো খুব বাজে কিছু হতে চলেছে,
চাঁদনি খান পেছতে থাকে লোক গুলো এগোতে থাকে।
পেছতে পেছতে এক দম দেয়ালের সাথে ঠেকে গেলে পাশে থাকা একটা ক্যামিকাল মাটিতে ফেলে দেয় চাঁদনি ফলে তার থেকে কিছু ধোয়া বের হয় যা পুরো ল্যাবকে আবৃত করে ফেলে।
সবাই যখন ব্যাস্ত হয়ে পরে তখন চাঁদনি সুযোগ বুঝে দৌড় দেয়।
–হে আল্লহ কোন মতে আহানার বাসায় পৌঁছাতে পারলে বাজি মাত হয়ে যাবে।
হে আল্লাহ আমাকে শক্তি দেও।
এদিকে ফোন টাও পরে গেছে।
ল্যাবের পেছনের জঙ্গলে ঢুকে গেছে চাঁদনি।
গন্তব্য আহানার বাসা।
সে প্রানপন ছুটেছে।
আশার একটা কিরন দেখতে পায় চাঁদনি খান।
সে দেখতে পায় সামনে রাস্তা আর এই রাস্তা ধরেই আহানার বাসায় পৌঁছাতে পারবে সে।
বেশ অনেকটা পথ দৌঁড়ানোর পর সে আহানার বাসায় পৌঁছে যায়।
কিন্তু এখনে এসে ও সব থেকে বড়ো ঝটকা টা খায়।
এখানে আহানা সেই কালো পোশাক পরা লেকগুলোর সাথে আছে,
যেখানে আরও আছে ইরফান।
এটা দেখে চাঁদনি খানের বুঝতে দেরি হয় না সে ভুল যায়গায় এসেছে,
কিন্তু এখান থেকে বের হবার কোন রাস্তা নেই।
চাঁদনি পেছনে দৌড়াতে গেলে তাকে ধরে বসা হয়।
চাঁদনির থেকে ব্যাগটা ওরা কেঁড়ে নেয়,
–চাঁদনি খুব বোকারে তুই তোর কষ্টের ফেল এখন আমরা উপভোগ করব কি বলিস।
–আমি সবাইকে সবটা বলে দিবো প্রমান করে দিবো সব আহান।
–সেই সুযোগ টা তুই পাবি না।
অতি দুঃখের সাথে জানানো যাচ্ছে সে তোর সন্তান আর তোকে মা বলে ডাকতে পারবে না ডাকতে পারলেও সে ডাক শোনার সৌভাগ্য তোর হবে না।
আরিফকেও শেষ বারের মতো চোখ বন্ধ করে দেখে নে।
কারন এর পর আর সুযোগ পাবি না।
চাঁদনি বুঝতে পারে ওর সময় ফুরিয়ে এসেছে তাই নিজের মনের ভেতরে থাকা সেই মাতৃত্বের ছোট্ট ইচ্ছে টা প্রকাশ করে,
–একটা শেষ ইচ্ছে আমার ছেলেটা আমার কোলে উঠতে চেয়েছিল ওকে শুধু দুর থেকে দেখতে চাই।
–পাগল পেয়েছিস আমাদের তোকে দুর থেকে দেখায় আর তুই বাজি মাত করে নে।
–ওকে এতো কথা বলার সুযোগ দেওয়াটাই উচিত নয়
ইরফান নিজের বন্দুক এর ৬ টা গুলি চাঁদনি খানের বুকে ঢুকিয়ে দেয়।
এক জন মা আর সন্তানের শেষ সেই ইচ্ছে টা আর পুরোন হলো না।
ভালোবাসার দুটো মানুষের ছোট্ট সেই সংসার টা তখন অপূর্ণ থেকে গেল।
ওরা বলল চাঁদনির এক্সিডেন্ট হইছে সেই ভাবে সব কিছু প্লান করে পুলিশ কে টাকা দেওয়া হলো।
এদিকে আরিফ খানের অবস্থা তখন ভলো ছিল না তার স্ত্রী এর এই কাজটার পর হয়ত তাদের অবস্থা ভালো হতে পারত।।
সে দিন আরিফ কিছুই করতে পারে নি নিকের স্ত্রী এর জন্য।
যে পিচ্চি আমনের মায়ের কোলে ওঠার কথা ছিল সে মায়ের লাশের পাশে বসে কান্না করেছিল।
চাঁদনি খানের বানানো সেই আবিষ্কার কেন এক ভুলের কারনে তাদের হাত ছাড়া হয়ে যায়।
তার পর হাজার এক্সপেরিমেন্ট করেও তারা পারে নি সেটাকে পুনোরায় তৈরি করতে।
এটাই হয়ত সৃষ্টিকর্তা চেয়েছিল।
সেদিনের পর থেকে আমানের মুখে শুধু মা কই মা কই ছাড়া কোন কথা শোনার সৌভাগ্য আরিফ খানের হয় নি।
আমান আরও একা হয়ে যায় যখন আরিফ কাজে যায়।
বর্তমান,
ধিরে ধিরে ছেলেটা আমার বড়ো হতে লাগল।। একটা সময় তাকে এই সবটা আমি খুলে বললাম।
তখন থেকে সে তৈরি করতে চেয়েছে এমন কিছু যা দ্বারা সে আহানা এবং ইরফান কে এক সেকেন্ড এ মেরে ফেলতে পারবে।
আর তা ছিল সেই সুক্ষ্ম জীবাণু টা যা মানুষের দেহে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মাত্র কয়েক সেকেন্ড এ মানুষের মৃত্যু ঘটবে। যার ভ্যাক্সিন তোর মা তৈরি করেছিল।
কিন্তু এ ক্ষেত্রে সমাজ হলো এটা ছোঁয়াচে আমান যখন তাদের কে এটা পুশ করবে তখন পুরো দুনিয়ায় এটা মাত্র কিছু দিনে ছড়িয়ে যাবে আর সেটাই হচ্ছে।।
ওকে বলেছিলম এটা ভয়ানক কিন্তু ও শুনে নি।
ও এর নিরমল কি দিয়ে তৈরি করেছে আমার জানা নেই কিন্তু এটাকে থামাতে হবে এটাকে না থামালে সব শেষ হয়ে যাবে।
আমার ছেলেটা হয় ত নিজের মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে গিয়ে নিজেকে সেই মৃত্যুর মাঝে ঠেলে দিয়েছে।
বাবার মুখে সব কিছু শোনার পর আমার পৃথিবী যেন ঘুরতে থাকছে স্থির হয়ে এক জায়গায় থাকছে না।
কিছু বুঝতে পারছি না কি হচ্ছে।
যদি এটা খুব জলদি না ঠেকানো হয় তবে বাবার উপর প্রভাব পরবে বাবাকে পুলিশ ধরে নিয়ে যাবে আর আমানকেও ভুল ভাবা হবে।
না আমি এটা হতে দিতে পারি না।
যা করতে হবে আমাকে করতে হবে।
–বাবা আমানের ল্যাব কোথায়।
–বাসার গ্যারেজের তলে সিক্রেট রুম আছে।
–বাবা আপনি ঘরে থাকুন আমি না আসা পর্যন্ত আপনি সেভ থাকবেন আমি আসছি বাবা।
কথাটা বলে,
আমি দুই মিনিট দেরি না করে দৌড়ে চলে এলাম।
এখানে এসে আরেক ঝটকা খেলাম।
আমানের সব মুখোশ পরা ছবি গুলো এখানে।
আর এই মানুষ টাকে আমি চিনি।
এই সে যাকে আমি প্রথম ভালোবেসেছিলাম।
সেই প্রথম আর সেই শেষ।
–আমি কিছু হতে দিবো না আমাদের ভালোবাসার নামে কোন দাগ লাগতে দিবো না।
আমি জানি তুমি ঠিক আছো তোমার কিছু হতে পারে না।
আমি ঠিক করব এই সব কিছু শুধু তুমি ফিরে এসো আমান খুব বেশি ভালোবাসি তুমি ছাড়া চমি শূন্য আমি বাঁচবো না।
অনেকটা সময় কাদার পর আমি খুঁজতে শুরু করলাম।
আর যা ভেবেছিলাম তাই ঠিক তাই হয়েছে ও এগুলার ভ্যাক্সিন ও তৈরি করেছে কিন্তু সেটা খুবই অল্প।
আমি কি করতে পারি।
আমি সেটা নিয়ে সোজা হসপিটালে এলাম। আমার এক বন্ধুর কাছে,
–আকাশ,
–কিরে তুই এখানে আরে দেখতে পাচ্ছিস এখানে ভিশন একটা ভয়াবহক অবস্থার সৃষ্টি হচ্ছে বাইরে মৃত্যুর লাইন পরেছে তুই এর মধ্যে এখনে কেন এলি।
–আমি এই মৃত্যুর লাইন কে শেষ করতে এসেছি।
–মানে।
–মানে এর ঔষধ।
–কিহ ঔষধ।
–হ্যাঁ।
–এই নে।
–তুই কি বলছিস।
–তোকে যা বলি তুই তাই কর এটা দিয়ে তুই এখানের রুগি গুলাকে বাঁচা তার পর এটার উপর রিসার্চ কর দেখ এতে কি বছে সেভাবে ভ্যাক্সিন তৈরি করবি।
–আর উ সিওর মেঘ।
–আকাশ আমি মজা করছি না প্লিজ।
প্রাশাসন জানার আগে এই কাজ তোকে করতে হবে প্লিজ।
আকাশ আমার থেকে ঔষধ টা নিয়ে বাইরে যায়।
কিছু সময় পর ফেরত আসে,
–মেঘ তুই এটা কই পেলি।
–কাজ হয়েছে
–হ্যাঁ।
–গুড এবার রিছার্জ কর এর উপর।
–হ্যাঁ,
আকাশ তার ছোট্ট ল্যাবে এটাকে রাতে ঘাটাঘাটি করতে শুরু করে।
প্রায় ১২ ঘন্টা পর সে আমার দিকে মুখ তুলে তাকায়।
রাত ৩ টা বাজে তখন,
–মেঘ।
–বল।
–এটা তোর রক্তে তৈরি করা হয়েছে।
আর যা দ্বারা আমরা সব মানুষ গুলাকে তো বাঁচাতে পরব কিন্তু তুই এতো রক্ত দিতে গেলে তোর মৃত্যু ও ঘটতে পারে।
আকাশ কথাটা খুব কষ্টের সাথে আমাকে বলল।
–আমাকে নিয়ে চিন্তা করিস না আমি শুধু চাই এই মানুষ গুলো সুস্থ হোক যার ফলে আমি আমার আমানকে বাঁচাতে পারব বাবাকে বাঁচাতে পারব এটাই আমার শেষ প্রাপ্তি হোক।
আমার কথায় আকাশ আমার দিকে তাকায়।
ওকে আমি সবটা খুলে বলি।
ও করুন দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে,
–তুই এতো ভালোবাসিস ওনাকে।
–ভিশন আকাশ তুই সময় নষ্ট করিস না।
–মেঘ তুই আমার বান্ধবী আমি কি করে তোকে যেনে শুনে মৃত্যুর দিকে ঠেলে দিবো।
চলবে,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here