সিক্রেট_গ্যাংস্টার❤️ পর্ব_২২

0
3961

সিক্রেট_গ্যাংস্টার❤️
পর্ব_২২
#লামিয়া_রহমান_মেঘলা
ঋতু তাদের তিন জনের মুখের দিকে তকিয়ে আছে তখনি দরজা দিয়ে ঋতুর বয়সি একটা সুন্দরী মেয়ে প্রবেশ করলো,
–কি রে কার গল্পের কথা হচ্ছে শুনি।
–মাম্মাম দেখো না মা একটা গল্প বলছিল হুট করে থেমে গেল এমন একটা যায়গায় কি বলব। (আদ্রিয়ান)
মেয়েটা হেঁসে দিলো,
তখনি রুমে কিরনের সাথে একটা ছেলে প্রবেশ করে,
–আমি বাইরে থেকে শুনে বুঝতে পারলাম কিসের গল্প।
কো মিস সলিকা কই থেমেছেন বাকি গল্প না হয় আমি পুরোন করে দেয় (ছেলেটা)
–আরে ভাইয়া মেয়েটির চারিদিকে যখন অন্ধকার ছিল,
ঋতুর কথা শুনে ছেলেটা মুচকি হেসে মেয়েটার পাশে বসে তার হাতটা ধরে বলে,
–চলো গল্পটার বাকি যে অংশ সেটা আমি বলি,
অতিত,
হসপিটালের মধ্যে ছুটে এসেছে আমান সারা হসপিটাল সে শুধু মেঘকে খুজতেছে।।
এমন সময় একটা কেবিনে নিথর শরীরে শুয়ে থাকা মেঘকে দেখতে পেল আমান।
ফ্যাকাসে হয়ে আছে ধবধবে সাদা বর্ণের হয়ে যাচ্ছে ধিরে ধিরে।
আমান দৌড়ে গিয়ে মেঘের হাতের ক্যানলা টা খুলে দেয়।
–মেঘ তুমি এগুলা কি করছো আমাকে একটু সময় দিতে তুমি এটা কি করেছো।
ডক্টর ওকে এমারজেন্সি ব্লাড দেবার ব্যাবস্থা করুন এক্ষুনি।
আমানের চিৎকারে কেঁপে উঠেছে সবাই।
মেঘের এমন অবস্থা থেকে আমান নিজেকে মোটেও ঠিক রাখতে পারছে না।
বুঝের মধ্যে জড়িয়ে রেখেছে মায়াবী কে।
এতোটা কষ্ট তার আগে কখনো বোধ হয় নি আজ যেমন কষ্ট হচ্ছে তার।
বুকের মাঝে হাজারটা ছুড়ি গেথে দেওয়া হয়েছে তার।
আমানের চিৎকারে পুরো হসপিটাল নিস্তব্ধ হয়ে গেছে।
ডক্টর রা কেঁদে দিছে আমানের পাগলামি দেখে।
–মি.খান আপনি মিসেস.খান কে ছেড়ে এদিকে আসুন আমি ওকে রক্ত দিবো আমার সাথে ওর রক্তের ম্যাচ আছে কিন্তু এই এন্টিডিউট টা শুধু ওর রক্তেই হতো এটা আপনি জানেন।
আপনি প্লিজ খোদার কাছে দোয়া করুন আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব মেঘকে বাঁচিয়ে তোলার
ডক্টের কথায় ডক্টরের দিকে তাকায় আমান,
–ও আমাকে এতো ভালোবাসে আমাকে বাঁচানোর জন্য আমি যেন কারোর সামনে খারাপ না হই তার জন্য এমন একটা ডিসিশন নিয়ে নিলো এক মুহুর্তে ওকে ছাড়া আমার পৃথিবী অচল ডক্টর।
আমি ওকে ছাড়া বাঁচবো না সত্যি বাঁচবো না আমার মেঘকে ফিরিয়ে দিন ডক্টর।
আমি সত্যি আর কিছু চাই না।
আমান পুরা বাচ্চাদের মতো কান্না করছে।
তা দেখে সত্যি সবাই স্তব্ধ এমন কেউ নেই যা চোখে পানি নেই।
আজ সবাই কাঁদছে।
এমনও হয় ভালোবাসা সত্যি এমন হয়।
আমানের অস্থিরতা দেখে ডক্টর তাকে সরে যেতে বলল,
আমান মেঘকে রেখে সরে আসলো,
এই মুহুর্তে আমানের কাছে ডক্টরের বলা প্রতিটি কথা যেন বহু মুল্যবান।
–মি.খান আমি আকাশ মেঘের বন্ধু ও আমার কাছেই এসেছিল সব কিছু নিয়ে
আমি চাইছিলাম না এটা করতে কিন্তু ওর কথায় আর ওই সাধারণ মানুষ গুলার মুখের দিকে তাকিয়ে করতে হয়েছে।
দেখুন আমার রক্ত আর ওর রক্তের গ্রুপ সেম
আসলে আমি এতোটাই ভেঙে পড়েছিলাম।
আমার মাথায় তখন কিছুই আসছিল না।
আমি ভুলেই গেছিলাম ওর আর আমার ব্লাড গ্রুপ এক
আপনি বাইরে গিয়ে বসুন আমরা দেখছি আল্লাহকে ডাকুন।
আকাশ আমানকে বাইরে এনে বসিয়ে দেয়,
আমান ঠায় হয়ে বসে আছে চোখের সামনে শুধু মেঘের সেই ফর্সা মুখটা দেখতে পাচ্ছে সে।
জান পাখি আমানের ভেতরে নেই বললেই চলে,
এরি মধ্যে আরিফ খান চলে এসেছে,
ছেলেকে এভাবে বসে থাকতে দেখে দৌড়ে তার কাছে আসে,
–বাবা আমার মেয়ে কই। তুমি কই ছিলা আমান।
–বাবা আমি ওদের মারার পর যখন দেখলাম তুমি সত্যি বলেছিলে ওদের থেকে এক মিনিটের মধ্যে সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে জীবাণু গুলো তখন আমি আমাদের বান্দরবানের বাংলো বাড়িতে চলে যাই ওখানে আমার তৈরি করা অন্য পদ্ধতির অনেক গুলো ভ্যাক্সিন ছিল।
আমি সেখান থেকে ফিরে আমার গার্ড দের কাছে সবটা শুনতে পাই।
মেঘের কথা।
আর তখনি ছুটে হসপিটালে এসে দেখি আমি অনেক দেরি করে ফেলেছি।
বাবা ও না শুধু আমার জন্য এতো কিছু করেছে।
শুধু আমাকে বাঁচানোর জন্য ও নিজেকে কুরবানী করতে একট মুহুর্ত ভাবলো না।
আমানের ভেঙে পড়া দেখে আরিফ খান কি বলবে ভাষা পাচ্ছে না।
আসলে তারি ভুল আমানের উপর আস্থা রেখে মেঘকে আটকানো উচিৎ ছিল।
আরিফ খান মেঘের মা বাবাকে বলে দেয় ওদের বলা হয় মেঘের এক্সিডেন্ট হয়েছে।
এদিকে ঋতু আর কিরন ও উপস্থিত হয়।
–ভাই জান এমন টা কি করে হলো আমার মেয়ের সাথে (মেঘের মা কান্না করতে করতে বলল)
–কিছুই বুঝতে পারি নি সব কিছু না হটাৎ করেই হয়ে গেল।
আরিফ খানের কথায় ঋতু তাকে শান্তনা দিতে লাগলো।
কিন্তু ঋতুর মনেও ভিশন ভয় চেপেছে।
যে যেভাবে পারছে ঠিক সেভাবে নিজের সৃষ্টিকর্তা কে ডাকছে।
আমানের অবস্থা দেখে কেউ সহ্য করতে পারছে না।
সত্যি কি ভিশন করুন অবস্থায় পরে আছে এক কোনে চুপচাপ।
বিন্দু বিন্দু পানিকনা সমানে ঝড়ছে তার চোখের কোন দিয়ে।
হয় ত আজ সব সৃষ্টিকর্তার হাতে।
,
,
,
,
,
রাত ১ঃ০০ টা।
চারিদিক পিনপিন নিরবতা।
আমান পাথরের মূর্তির মতো বসে আছে চুপচাপ করে।
সবাই নিরবে চোখের পানি ফেলছে।
মৃত্যু যেন আসে পাশে কোথাও লুকিয়ে আছে।
এই বুঝি হুট করে চলে আসে।
ডক্টর বেরিয়প আসে,
ডক্টর কে বেরোতে দেখে সবাই তার দিকে এগিয়ে যায়,
–ডক্টর আমার স্ত্রী। (আমান)
–ওনার শরীরের সভাবিক বর্ন এখানো ফিরে আসে নি।
যে রক্ত দিয়েছে তাকেও তো বেঁচে থেকে রক্ত দিতে হবে
আর আনফরচুনেটলি মিসেস.খানের শরীর থেকে মাত্রাতিরিক্ত রক্ত বের হয়ে গেছে।
সকাল পর্যন্ত অপেক্ষা করছি আমরা। বাকি আল্লাহর ইচ্ছে।
ডক্টরের কথা শুনে আমান মেঘের কেবিনের দিকে তাকায়।
কাচের এপাশ থেকে ভেতরে প্রানহিন মেঘকে দেখা যাচ্ছে।
,,,,,
–আরে বাবা তুমি চিন্তা করো না আমার মেয়েকে আমি তোমার সাথে বিয়ে দিবো দেখো তুমি বতুন বৌ পাবে আমার প্রথম মেয়েই হবে। (মেঘ)
–ওহো তাহলে তো আমার আর দুঃখই থাকবে না (আরিফ খান)
–পিচ্চি মেয়েটা এখন মা হতে চায় (আমান)
মেঘ আমানকে দেখে ভিশন লজ্জা পেলো।।
এই লেকটা যে সামনে ছিল তা তো মেঘ ভুলেই গেছিল।
,,,,,,,,
কিছু স্মৃতি যা মেঘের সাথে কাটানো মিষ্টি মুহুর্তের জন্ম দিয়েছিল।
মেয়েটা ছিল খান বাড়ির আলো।
সব সময় নিজের কথায় আর কাজে ঘরটাকে আলোকিত করে রাখতো।
আমানের যে জানটা মেঘের ভেতর আছে

ওর দিছু হয়ে গেলে তো আমন বাঁচবে না।
এটা সবাই জানে।
আমান উঠে ওজু করে নামাজ পড়তে বসে।
যে যার সৃষ্টিকর্তাকে ডাকছে।
আমানের চোখের সামনে শুধু আসছে মেঘের নিথর শরীর যা ওই বেডে পরে আছে।
চলবে,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here