মামাতো_বোন_যখন_বউ part_2

0
4205

মামাতো_বোন_যখন_বউ part_2
#writer_মুজাহিদুল_ইসলাম

#collected
অনেক বিরক্তি ভাব নিয়ে বিছানা থেকে উঠে দরজার কাছে গেলাম,তারপর দরজা খুলতেই তো আমার চোখ কপালে উঠে গেলো….!

বাইরে তাকিয়ে দেখি রাস্তায় যে মেয়েটার সাথে ঝগড়া করে আসছি সে দাড়িয়ে আছে,মেয়েটতো আমাকে দেখে বহুগুনে অবাক হইছে,
আমিও তো কিছুই বুঝতে পারছি না, আমিও অবাক হয়ে তাকিয়ে আছি মেয়েটির দিকে?

মেয়েটা, ওই ছেলে তুই এখানে আমার বাড়িতে কি করছিস..?

মাহফুজ, তোর বাড়ি মানে টা কি..! এইটা আমার নিজের মামার বাড়ি,কই থেকে উড়ে এসে জুড়ে বসছে এখানে..!?

মেয়েটি, আমি উড়ে এসে জুড়ে বসছি..?আম্মু এই আম্মু..! এই ছেলেটা এইখানে কি করছে..?

মামি, এই জারা কি শুরু করলি তুই বলতো,এতো চিল্লাচ্ছিস কেন..?

জারা, আম্মু এই বাজে ছেলেটা এখানে আমার রুমে কি করছে..? আর ও এই বাড়িতে কেন?

মামি,খারাপ ছেলে মানে..? ওতো তোর জাহিদ ফুপার ছেলে মাহফুজ,আজ এতো দিন পরে আমাদের বাড়িতে এসেছে আর তুই কি শুরু করলি..?

জারা,ওওও তাহলে এই সেই জাহিদ ফুপার বান্দর পোলা..? জানো আম্মু আজকে রাস্তায় ও আমাকে চড় মারছে আর পেতনি বলছে?

মাহফুজ, মামি তাহলে এইটায় আমার মামার পেতনি মেয়ে..? হি হি হি তবে পেতনি হলেও চেহারাটা ভালো হয়েছে?

মামি,অনেক ঝগড়া হইছে তোদের? এখন খেতে আয় দুজনেই, আমি খাবার দিচ্ছি তোদের,আর মাহফুজ তো তোকে চিনতো না বলেই হয়তো ওইরকম করছে..? এখন দুজনেই খেতে আয়..! আর মাহফুজ পাশের রুমে তোর বিছানা তৈরি করা আছে,তুই ওইখানে থাকবি,

তারপর আমি জারার দিকে তাকালাম,আমাকে মুখ ভেংচি কেটে রুমে চলে গেলো? তারপর আমিও খাবার খেতে টেবিলে চলে গেলাম,

টেবিলের কাছে গিয়েই তো অবাক হয়ে গেলাম,পুরো টেবিল জুড়ে সব আমার পছন্দের খাবারগুলো সাজিয়ে রাখা,তবে সবথেকে বেশি পছন্দ করি মুরগির মাংস আর পোলাও,

আমার তো এসব খাবার দেখে প্রচন্ড ক্ষুদা লেগে যায়,তখনই মামি আসলো,

মাহফুজ,মামি এতো কিছু কার জন্য রান্না করছো তুমি..?

মামি,কেন রে সব তো তোর জন্যই রান্না করছি,তোর পছন্দ হয়নি..?

মাহফুজ,কিযে বলো মামি সবগুলোই আমার প্রিয় খাবার,অনেক পছন্দ হইছে আমার?

মামি,হুমম এখন খেতে বস,

তারপর খেতে বসলাম আর তখনই জারা আসলো,সাথে মামাও আসলো, সবাই মিলে খেতে লাগলাম,ওহহ খাবার টাও অনেক ভালো রান্না হইছে,মুখে লেগে থাকার মতো?

সবাই মিলে খেতে খেতে অনেক গল্প করলাম,মামা আমার পড়াশোনার বিষয় সহ আরো অনেক কিছু জানলো,তারপর খাবার খাওয়া শেষ করে নিজের রুমে চলে গেলাম,

তারপর বিছানায় শরীরটা এলিয়ে দিলাম,ক্লান্ত থাকার কারনে চোখের উপর ঘুম এসে নাড়া দিলো,তারপর ঘুমিয়ে গেলাম,

ঘুম ভাংলো বিকাল বেলায়,বিছানা থেকে উঠে ফ্রেস হয়ে নিলাম,তারপর রুম থেকে বাইরে বের হলাম,দেখি মামা মামি সোফায় বসে গল্প করতেছে,

মাহফুজ, মামি জারা কোথায় গো..?

মামি,জারা ওর নিজের রুমেই আছে,যা গিয়ে কথা বল,

তারপর আমি জারার রুমের সামনে গেলাম,গিয়ে দেখি জারা বই পরতেছে,আমি দরজায় নক করলাম,

মাহফুজ,আসতে পারি জারা ম্যাম..?

জারা, বাব্বাহ..! তুই আবার আমার রুমে আসার জন্য অনুমতি নিচ্ছিস..? আগেতো হুটহাট করে ঢুকে পরতি,

মাহফুজ,ধুররর পাগলি তখন তো ছোট ছিলাম তাই বুঝতাম না,এখন তো তুই বড় হয়ে গেছিস,

জারা,হা হইছে এখন রুমে আসেন?

তারপর আমি জারার রুমে ঢুকলাম,গিয়ে জারার পাশে বসলাম,

মাহফুজ, ওই জারা আমার সাথে এখন ঘুরতে চলতো,তোদের শহরটা ঘুরে দেখে আসি একটু,

জারা, ওকে চল,

তারপর জারার সাথে ঘুরতে বের হলাম,একটা রিকসা নিয়ে দুজনে একটা পার্কে গেলাম,ওখানে অনেক সময় কাটালাম,
তারপর জারা ফুসকা খেতে চাইলো,তখন ওকে ফুসকার দোকানে নিয়ে ফুসকা খাওয়ালাম,

জারার ফুসকা খাওয়া দেখে তো আমি অনেক বেশিই অবাক হয়ে গেলাম,যেখানে আমি ৩ টা ফুসকা শেষ করতে পারলাম না,সেখানে ও পুরো একবাটি ফুসকা শেষ করে ফেললো,

মাহফুজ,জারা আইসক্রিম খাবি..?

জারা,হুমম চকলেট আইসক্রিম আমার অনেক পছন্দ?

তারপর জারার জন্য চকলেট আইসক্রিম কিনলাম,জারা আইসক্রিম পেয়ে অনেক খুশি হলো,এভাবে দুইজন অনেক মজা করলাম সারা বিকাল জুড়ে,

তারপর একটা রেষ্টুরেন্টে নিয়ে গেলাম জারাকে,তারপর ওর পছন্দ মতো সব খাবার অর্ডার করতে বললাম,

জারা, কিরে আজ এতো খাওয়াচ্ছিস ব্যাপারটা কি..?

মাহফুজ, আরে কিছু না এমনি,আজ এতো দিন পর আসলাম তো তাই ট্রিট দিলাম আরকি?

তারপর দুজনে খাওয়া শেষ করে রেষ্টুরেন্টে থেকে বের হলাম,তারপর একটা রিকসা ডাক দিলাম,

রিকসা, মামা কই যাবেন..?

মাহফুজ,আমি মামার বাসার ঠিকানা দিলাম,তারপর দুজনে রিকসায় উঠে বসলাম,রিকসা তার আপন গতীতে চলতে শুরু করলো,

কিছুক্ষন পর বাসায় সামনে এসে রিকসা দাড়ালো,আমি নেমে রিকসাওয়ালা কে ১০০০ টাকার একটা নোট দিলাম,তারপর জারাও নেমে গেলো,

রিকসাওয়ালা,মামা ভাড়া তো এতো টাকা হয় নাই,

মাহফুজ,আরে মামা রেখে দেন তো,

তারপর বাসার ভিতরে চলে গেলাম,দরজার সামনে গিয়ে কলিংবেল দিলাম,মামি এসে দরজা খুলে দিলো,

তারপর সোজা আমার রুমে চলে গেলাম,বিছানায় বসে ফেসবুকিং করতে লাগলাম,এভাবে অনেকটা সময় পার হয়ে গেলো,

মামি এসে রাতের খাবার খাওয়ার জন্য ডেকে গেলো,তারপর আমি রুম থেকে বেড়িয়ে খাবার খেতে গেলাম,গিয়ে দেখি সবাই আমার জন্য অপেক্ষা করছে,তারপর সবাই মিলে খাওয়া শুরু করলাম,

মামি,কিরে তোদের ঝগড়া মিটমাট হইছে..?

মাহফুজ,হা মামি হইছে?

মামা,ওদের তো সারাক্ষন ঝগড়া লেগেই থাকে সেই ছোটবেলা থেকে?

খাওয়ার পর্ব শেষ করে রুমে চলে গেলাম,তারপর বিছানায় বসে মোবাইল টিপতেছি,এমন সময় জারা পেতনির আগমন?

মাহফুজ,কিরে পেতনি কিছু বলবি..?

জারা,হা বলতেই তো আসছি? তোর ফোন নাম্বার আর ফেসবুক আইডি দে..!

তারপর জারার কাছে ফোন নাম্বার আর ফেসবুক আইডি দুইটায় দিলাম,তখনই আমার ফোন বেজে উঠলো,তাকিয়ে দেখি আননোন নাম্নার,

জারা,ওইটা আমার নাম্বার সেইভ করে রাখ,

মাহফুজ,ওকে

তারপর জারা রুম থেকে চলে গেলো,আমিও ফ্রেন্ডের সাথে চ্যাট করতে লাগলাম,একটু পর মিষ্টি মেয়ে নামে একটা আইডি থেকে ফ্রেন্ড রিকুয়েষ্ট আসলো,

আমি একসেপ্ট করার সাথে সাথে মেসেজ আসলো,ওই আমি জারা..!

মাহফুজ,ওহহ পেতনি তাহলে এইটা তোর আইডি?

জারা,ওই হারামি তুই আমাকে কি বললি?

মাহফুজ, কই কিছু বলি নাই তো,আমি এখন ঘুমিয়ে গেলাম হা?

জারা,ওকে গুড নাইট

মাহফুজ,হুমম গুড নাইট?

তারপর ফোনটা রেখে ঘুমিয়ে পরলাম,হঠাৎ দেখি একটা মেয়ে আমার সামনে হাটু গেড়ে ফুল নিয়ে আমাকে প্রপোজ করছে? মেয়েটাকে দেখতে অসাধারন,
আমিও মেয়েটার প্রেমে পরে গেছি,

তারপর আমি মেয়েটাকে জরিয়ে ধরলাম,মেয়েটাও আমাকে জরিয়ে ধরলো,আহহ তখন কিযে একটা অনুভূতি হচ্ছিলো?
তখনই আমার পুরো শরীর পানিতে ভিজে গেলো,

আরে এখানে আবার পানি আসলো কই থেকে? তখনই আমার ঘুম ভেঙে গেলো,চোখ খুলে দেখি জারা বালতি হাতে নিয়ে পাশে দাড়িয়ে আছে,

তার মানে এতোক্ষন সবকিছু সপ্ন ছিলো? কতো সুন্দর একটা সপ্ন দেখতেছিলাম ওই পেতনি এসে সবকিছু শেষ করে দিলো?

মাহফুজ,ওই পেতনি তুই আমার গায়ে পানি দিলি কেন..? কতো সুন্দর একটা মেয়েকে জড়িয়ে ধরেছিলাম,তুই এসে সব ভেস্তে দিলি?

জারা, তোকে কতোক্ষন ধরে ডাকতেছি উঠোস না কেন,তাই তো পানি মারলাম,আম্মু খেতে ডাকতেছে খেতে আয় বলে জারা চলে গেলো..!

মাহফুজ,সারা শরীর পানিতে ভিজে গেছে,তাই উঠে ওয়াসরুমে গেলাম ফ্রেস হতে,তারপর ফ্রেস হয়ে খেতে চলে গেলাম,সবাই আমার জন্য টেবিলে বসে ওয়েট করতেছে,

তারপর সবার সাথে খেতে বসলাম,আজকেও মামি আমার সব পছন্দের খাবার রান্না করছে,অনেক মজা করে খেলাম,

খাওয়ার পর সবাই মিলে আড্ডা দিতে বসলাম,গতকাল আসার পর থেকে সবার সাথে বসা হয়নি,সবাই আড্ডা দিতে লাগলাম,
জারার খারাপ লাগছে বললো,তাই ও নিজের রুমে চলে গেলো,

তখন আমি মামা আর মামি কথা বলতে লাগলাম,আমার মামা বড়ই মিশুক মানুষ, সবার সাথেই অতি সহজে মিশে যেতে পারে,আমাকে দুইজনেই অনেক ভালোবাসে, তাই তাদের কথায় যেন শেষ হতে চাইছে না,

মামা,মাহফুজ জারার ব্যবহারে কিছু মনে করিস না,মেয়েটা একটু রাগি হলেও মনটা অনেক ভালো,

মাহফুজ,হা মনটা তো অনেক ভালোই,আর চেহারাটাও তো মাশাল্লাহ..! একদম মামির মতোই সুন্দরী হইছে?

মামা,তাহলে জারাকে তোর পছন্দ হইছে..?

মাহফুজ,মানে কি বলতে চাইছো তুমি..?

তারপর মামা যা বললো তা শুনে তো আমার মনের ভিতর লাড্ডু ফুটতে লাগলো?

চলবে…..
ভুলত্রুটি গুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

#part_3
https://m.facebook.com/groups/459470204903112?view=permalink&id=691492005034263

#part_1
https://m.facebook.com/groups/459470204903112?view=permalink&id=691174885065975

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here