লেডি_ডন পার্টঃ১

0
1606

লেডি_ডন পার্টঃ১
(একটি অন্যরকম মেয়ের গল্প)

#writer: Snigda Hossain Mona
আদিত্য,শাওন,মাহির,মনি ও লিজা সবাই ভাবছে কি ঘটে গেলো কিছুক্ষন আগে….কিভাবে সম্ভব এটা?এসব নিয়েই তারা আলোচনা করছিলো হঠাৎ করেই বাড়ির সামনে অনেক গুলি কাল গাড়ি এসে থামলো গাড়ি থেকে হুর হুর করে নেমে এলো প্রায় ২,৩ ডজন কালো পোষাক পরিহিত গার্ডস টাইপের লোক,সবার হাতেই ছিল gun (বন্দুক)। ওরা এসে আদিত্য দের ঘিরে ধরল আর কিছু গার্ডস বাসার বাইরে দাঁড়িয়ে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে যাতে কেউ আক্রমন করতে না পাড়ে। ঠিক তখনেই একটি luxury গাড়ি এসে থামলো বাসার সামনে,তা থেকে নেমে আসছে একটি অপুর্ব সুন্দরি মেয়ে গায়ে কালো রং এর লেদার জ্যাকেট হাতাগুলি ভাঁজ করে কুনুই পর্যন্ত তুলা,বাম হাতের কুনুই এর ঠিক নিচে আর ঘাড়ের ট্যাটু ২টা আজ স্পষ্ট ভাবে ফুটে উঠেছে তার ফর্সা শরীরে,পায়ে কালো শো,হাতে চামড়ার গ্লাবস,চোখে কালো সান গ্লাস এ যেনো এক অন্যরকম মেয়ে যার পোষাক আষাক এ আছে পাওয়ারের চাপ আর চেহারায় আছে মুগ্ধতা,মেয়েটা হলো রুহি…!!!
রুহির এই হঠাৎ বদলে যাওয়াটাকে যেনো কেউই সহজ ভাবে নিতে পাড়ছে না….
যে মেয়ে কোনোদিন কারোর মুখের উপড় কথা পর্যন্ত বলে নি, সে মেয়ে আজ বাইরে মারামারি করে এসেছে তাও কোন সাধারন মানুষকে মারে নি
বরং পুলিশদের মেরে এসেছে, তারাও কম চেস্টা করে নি,অনেক চেস্টা করেছে রুহিকে আঘাত করার,কিন্তু ট্রেনিং প্রাপ্ত পুলিশো রুহির সাথে পেড়ে ওঠে নি।
তাতেও রুহির শান্তি হয় নি বাসায় এসে আদিত্যকে চোখ রাঙ্গিয়ে আদিত্যের ক্রেডিড কার্ড নিয়ে গেছে আর তা থেকে বেশ মোটা অংকের টাকা তুলে নিয়েছে এরিমধ্যে,যদিও আদিত্য রুহিকে কার্ডের নাম্বার বলে নি তবু কিভাবে জানি তুলে নিয়েছে,
আদিত্য,রুহি,শাওন,মাহির,মনি ও লিজা এরা সবাই বন্ধু তারা একই বাড়িতে থাকত।
মূলত আদিত্যের বাসায় পেইন গেস্ট হিসেবে থাকতো সবাই।
রুহিও এদের বন্ধবী তবে ও গরীব হওয়ায় এদের সবার সব কাজ করে দিত বিনিময়ে শুধু থাকা খাওয়া এইটুকুই নিত।
এতদিন রুহি কারো সাথে কখনো গলা উচু করে কথা বলে নি কিন্তু আজ কি হলো তার সবকিছুই কেমন বদলে গেছে পোষাক আষাক, আচারন সবকিছুই বদলে গেছে…

রুহি গাড়ি থেকে নামার সাথে সাথেই গার্ডসদের দল ২ ভাগে ভাগ হয়ে গিয়ে মাঝখানে রাস্তা করে দিলো,
আদিত্য,মাহির,সাওন,মনি,লিজা সবাই অবাক হয়ে তাকিয়ে আছে রুহির দিকে তাদের সবার মাথায় বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে গার্ডস।
রুহি হেঁটে এসে আদিত্যের সামনে দাঁড়ালো,
রুহির হাতেও AK47 টাইপের একটি gun আছে,

আদিত্যঃঅবাক হয়ে ভাবতে লাগলো কে এই রুহি…???তবে কি এতদিন রুহি ভালো মানুষির অভিনয় করেছিল? আমাদের সবার ক্ষতি করাই কি ওর উদেশ্য ছিল…???

চলবে…???

(ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন কেমন হলো জানাবেন)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here