বৃষ্টি মাখা রোদ্দুর?,part:01

0
9518

বৃষ্টি মাখা রোদ্দুর?,part:01
Writer:TanjiL Mim?

“হুট করেই বিয়ে বাড়ির মাঝখানে “রিয়াদ” ভাইয়া আমায় কোলে তুলে নিয়ে হাঁটা শুরু করল’!!আচমকা এমনটা হওয়াতে আমি ঘাবড়ে গিয়ে ভাইয়ার শার্টের হাতা খামচে ধরে নিলাম’!!কিছু বলতে যাবো তার আগেই ভাইয়া দমক দিয়ে বলে উঠলঃ

———-“একটা কথাও বলবি না “তানজু” চুপ একদম…….

“ব্যস ভাইয়ার একটা কথায় পুরো চুপ হয়ে গেলাম’ আমি’!!উপস্থিত সবাই অবাক চোখে তাকিয়ে আছে আমাদের দিকে’!!সেদিকে ভাইয়ার কোনো হুস সে তার মতো হাঁটছে’!

“কিছুক্ষণ আগে…….

“আজকে আমার কাজিন আফরিন আপুর গায়ে হলুদ’!!তাই সব কাজিনরা মিলে ঠিক করেছি সবাই একসাথে শাড়ি পরবো’!!কিন্তু শাড়ি কন্ট্রোল করা কি একটু খানি ব্যাপার,তারওপর উচু হিল পড়েছি,সব মিলিয়ে পায়ের অবস্থা যাচ্ছে তাই হয়ে গেছে’!!একটু আগে হাঁটতে গিয়ে ধরাশ করে পড়ে যাই আমি’!!দেন পায়ের অবস্থা এতটা খারাপ হয়ে গেছে যে আমি উঠে হাঁটতেই পারছিলাম না’!!এমন সময় হুট করে রিয়াদ ভাইয়া’ এসে কোলে তুলে নিয়ে হাঁটা শুরু করল আমায়’!!

“বর্তমানে লজ্জায় মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার’!!ইসস!কি বিচ্ছিরি একটা ব্যাপার’!!……

__________

“রিয়াদ ভাইয়া আমায় কোলে তুলে রুমে নিয়ে এসে বিছানায় বসিয়ে দিল’!!আমি কিছু বলবো তার আগেই বলে উঠলঃ

———–“তোকে চুপ করে থাকতে বলেছি না…..

———-“আমি চুপ!কি আশ্চর্য আমায় কিছু বলতেই দিচ্ছে না……

||

“ভাইয়া রুমের ভিতরে থাকা ড্রয়ার থেকে স্যাভলন আর মলম নিয়ে আসলো’!!তারপর নিচে বসে আমার পায়ে হাত দিতেই বলে উঠলাম আমিঃ

———–“ভাইয়া এগুলো কি করছো…..

———–“তোকে চুপ করে থাকতে বলেছি আমি….

———-“কিন্তু ভাইয়া……

“ভাইয়া রেগে গিয়ে দমক দিয়ে বলে উঠলঃ

———–“আর একটা কথা বললে ঠাসস করে একটা দিবো তোর গালে…..

“ভাইয়ার দমকে কেঁপে উঠলাম আমি’!!তারপর মুখে হাত দিয়ে আমি চুপ…..

—‘!!

“এদিকে রিয়াদ আস্তে আস্তে আমার পায়ের জুতো খুলে ফেললো’!!পায়ে অবস্থা খারাপ হয়ে গেছে,,ফোস্কাও পড়েছে’!!ভাইয়া সেগুলো দেখে রেগে বলে উঠলঃ

———–“যেগুলো পড়তে পারিস না সেগুলো পরিস কেন??

————“আসলো রুহি তিশা বলে ছিল….

———–“চুপ কর তুই ওরা বললেই তোকে পরতে হবে নাকি,কি অবস্থা করেছিস পায়ের…..

“রিয়াদ স্যাভলন দিয়ে আগে জায়গাটা পরিষ্কার করে মলম লাগিয়ে দিল আমার পায়ে’!!প্রচন্ড জ্বলছে পা তারপরও কিছু বলতে পারছি না…….

“এভাবে কিছুক্ষন পর…..

“ভাইয়া বলে উঠলঃ

————“আজকে আর নিচে যাওয়ার দরকার নেই তোর, মামুনিকে বলে তোর খাবার রুমে দিয়ে যেতে বলবো’!!খেয়ে দেয়ে চুপচাপ ঘুমিয়ে থাকবি,,যদি এই রুম থেকে বাহিরে বের হতে দেখছি তাহলে তোর একদিন কি আমার একদিন……

“বলেই হন হন করে রুম থেকে বেরিয়ে গেল ভাইয়া’!!আর মন খারাপ চুপ করে বসে রইলাম’!!অবশ্যই গায়ে হলুদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে’!!এমন সময় রুমে ঢুকলো রুহি আর তিশা……

“আমার অবস্থা দেখে বলে উঠল তাঁরাঃ

———-“এখন কেমন আছিস তুই……

———-“এই তো আছি দেখিস না সব তোদের জন্য হয়েছে…..

————-“যাগ বাবা আমরা কি করলাম??

————“তোরা কি করলি মানে তোদের জন্যই তো ওই উঁচু হিল পড়ে এখন এই অবস্থা আমার…..

“দুজনেই আমার পায়ের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো লুক নিয়ে বলে উঠলঃ

———–“সলি…..

———-“হইছে তোদের আর নাটক করতে হবে না….

————“কি আমরা নাটক করছি(তিশা)

————“না তোরা তো মজা করছিলি…..

“বলেই তিনজন একসাথে হেঁসে দিলাম’!!

“তারপর একে একে তিনজনই ফ্রেশ হয়ে নিলাম’!!
এমন সময় আম্মু খাবার হাতে নিয়ে রুমে আসলো’!!আমাদের তিনজনকে একসাথে দেখে বলে উঠলঃ

———–“তিন শয়তান তাহলে একসাথে আছিস…….

“আম্মুর কথা শুনে রুহি বলে উঠলঃ

———–“হুম?

“হাসলো আম্মু…..

“তারপর আমার সামনে খাবারের প্লেট রেখে বলে উঠলঃ

————“এগুলো খেয়ে ঘুমিয়ে থাক,রিয়াদ বললো পায়ে নাকি ব্যাথা পেয়েছিস….

“এই রে এখন হাজারটা বকাবকি করবে রে,কি দরকার ছিল আম্মুর কাজে বলা…..

“একটু নিচু আওয়াজে বলে উঠলাম আম্মুকেঃ

———-“একটু আম্মু…..

———-“চোখ কোথায় থাকে তোর,চোখ কি মাথার পিছনে নিয়ে হাঁটিস কাঁনা মেয়ে কোথাকার,এমন আরো পাঁচশো বকাঝকা করে চলে গেল আম্মু…..

“এদিকে আমি চুপচাপ শুধু আম্মুর কথা গুলো শুনে গেলাম’!!কিছু বললাম না,কারন এখন কিছু বলা মানে আরো বকাঝকা শোনা……

“এভাবেই রুমে বসেই কাটলো রাতটা”!!

_________________________________________

____________________

“পরেরদিন সকালে,

“সূর্যের আলোতে ঘুম ভাঙলো আমার’!!পাশে রুহি আর তিশা সাথে আফরিন আপুও ঘুমিয়ে আছে চুপটি করে'”!!!আস্তে আস্তে বিছানা ছেড়ে উঠলাম আমি’!!পায়ের অবস্থা আগের চেয়ে অনেকটাই ভালো এখন……’!!আস্তে আস্তে ওয়াশরুমে চলে গেলাম আমি’!!তারপর ফ্রেশ বের হতেই সবার ঘুম ভাঙল,,সবাই বিছানায় একসাথে বসে আছে’!!সবাইকে একসাথে বসে থাকতে দেখে বলে উঠলাম আমিঃ

———–“গুড_মর্নিং……

“আমার কথা শুনে সবাই আমার দিকে তাকিয়ে বলে উঠলঃ

———–“মর্নিং…..

||

“আজকে আফরিন আপুর বিয়ে’!!পুরো বাড়ি খুব সুন্দর করে সাজানো হয়েছে’!!আফরিন আপুও আজকে খুশি তার ভালোবাসার মানুষ সায়ানের সাথে বিয়ে হবে’!!আফরিন আপু আর রিয়াদ ভাইয়া হলো আপন ভাইবোন, রিয়াদ ভাইয়ার থেকে একবছরের বড় আফরিন আপু’!!কিন্তু বলতে গেলে একসমানই…..আফরিন আপু আর সায়ান ভাইয়ার সম্পর্কের কথা রিয়াদ ভাইয়াই বলে ছিল খালামনি আর খালুর কাছে,,তারপর সবাই মিলে সায়ান ভাইয়ার ফেমিলির সাথে কথা বলে রাজি হয়ে যায়…..

“সবাই খুশি বিষয়টায়……..

_____________

“আজকে আফরিন আপুকে খুব সুন্দর করে কনে সাজানো হয়েছে,,আমরা তিনজনও খুব সুন্দর করে সেঁজেছি’!!তিনজনই লেহেঙ্গা পড়েছি, একেক জনের চুল একেক স্ট্যাইলে বাঁধা…….

||

“সুষ্ঠুভাবেই আফরিন আপুর বিয়ে’ হয়ে গেল’!!এখন বিদায়ের পালা’!!এই বিদায় বরাবরই কষ্টের’!!আপু রিয়াদ ভাইয়াকে জড়িয়ে ধরে অনেক কাঁদলো,তারপর খালামনি,খালুকে ধরেও’!!আমরাও কাঁদলাম……

“দেন শেষমেশ আফরিন আপুকে গাড়ি করে পাঠিয়ে দেওয়া হলো শশুড় বাড়ি…..’!!তারপর একে একে পুরো বাড়ি খালি হতে শুরু করলো’!!

__________________

“সন্ধ্যা_৭ঃ০০টা…….

“সবাই মনমরা হয়ে বসে আছে রুমে’!!সবার চা বানাতে লাগলো আম্মু আর আমি হেল্প করতে লাগলাম’!!আমাদের বাসা থেকে রিয়াদ ভাইয়াদের বাসায় আসতে মাএ ১০ মিনিট লাগে’!!আর আজকে যেহেতু সবার মন খারাপ তাই আজকে আম্মু যায় নি বাসায়’!!তবে ভাইয়া আর আব্বু চলে গেছে’!!আমার ভাবনার মাঝেই আম্মু বলে উঠলঃ

———“যা এই কফিটা রিয়াদের রুমে দিয়ে আয়…..

———-“আমি……..

চলবে……..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here