বৃষ্টি মাখা রোদ্দুর?,part:02

0
5823

বৃষ্টি মাখা রোদ্দুর?,part:02
Writer:TanjiL Mim?
.
.
?
“বেলকনিতে আমায় জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে রিয়াদ ভাইয়া’!!আর আমি হাবলার মতো শুধু দাঁড়িয়ে আছি’!!যেন কি হলো সব মাথার উপর দিয়ে গেল”!!

“কিছুক্ষণ আগে……

“আম্মুর কথা মতো রিয়াদ ভাইয়ার জন্য কফি নিয়ে রুমে ঢুকতেই দেখলাম পুরো রুম অন্ধকার’!!রুমটা অন্ধকার দেখে বেশ অবাক হই আমি’!!বেশ কয়েকবার রিয়াদ ভাইয়াকে ডেকেও কোনো সাড়াশব্দ দিলো না সে’!!তাই রুমের লাইট অন করে কফিটা বিছানার পাশে থাকা টেবিলের উপর রাখলাম’!!হর্ঠাৎই বেলকনির দিকে চোখ গেল আমার’!!ভাইয়া বেলকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে’!!আমিও কোনো কিছু না ভেবে সেদিকে পা বাড়ালাম’!!ভাইয়াকে সেখানে দেখে বলে উঠলাম আমিঃ

———“এখানে কি করছো ভাইয়া আর রুমের লাইট তো জ্বালাও নি…..

“এভাবেই বেশ কয়েকবার ডাকতেই হুট করে ভাইয়া পিছন ঘুরে জড়িয়ে ধরল আমায়’!!ঘটনাটা আচমকা হওয়াতে আমি পুরোই ঘাবড়ে গেলাম’!!কাঁপা কাঁপা গলায় বলে উঠলাম আমিঃ

———-“কি হয়েছে ভাইয়া……

“কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল সেঃ

———-“কিছু ভালো লাগছে না আমার “তানজু” বোনটা কেন চলে গেল রে (নিশ্চুপ কন্ঠে)

“এতক্ষণ পর বুঝতে পেরেছি ভাইয়া কেন মন খারাপ করে এখানে দাঁড়িয়ে আছে’!!আফরিন আপুর জন্য…..!!আমি নিরব কন্ঠে বলে উঠলামঃ

————“তার জন্য মন খারাপ করে দাঁড়িয়ে আছো,আর এটা তো নিয়মই ভাইয়া বিয়ে হয়ে গেলে সব মেয়েরাই শশুড় বাড়ি চলে যায়,আপুও চলে গেছে……!!মন খারাপ করে কি লাভ ভাইয়া, তোমার জন্য কফি এনেছি খেয়ে নেও…..

“বিনিময়ে ভাইয়া কোনো উওর দিলো না’!!আমাকে শক্ত করে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে সে’!!এদিকে আমার অবস্থা শেষ’!!শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে’!!পুরো শরীর থর থর করে কাঁপছে আমার’!!আমার কাঁপাকাঁপি বুঝতে পেরে রিয়াদ ভাইয়া বলে উঠলঃ

————“এতো নড়ছিস কেন,সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারিস না…..

“রিয়াদ ভাইয়ার মুখে এমন কথা শুনে অবাক হলাম আমি’!!

———-“এটা বলার ছিল নাকি,বলা তো উচিত ছিলো সরি…(মনে মনে)

“কিছুক্ষন পর……

~”বলে উঠলাম আমিঃ

———-“ইয়ে মানে ভাইয়া কফি ঠান্ডা হয়ে যাচ্ছে তো……

“এতক্ষণ পর রিয়াদ তার ভাবনা থেকে বেরিয়ে আসলো’!!এতক্ষণ পর তার মনে পরলো সে যে কাউকে জড়িয়ে ধরে আছে’!!হুট করে রিয়াদ ছেড়ে দেয় তানজুকে’!!কিছু না বলেই রুমে ঢুকে যায় সে……

||

“এদিকে আচমকা রিয়াদ ভাইয়া আমায় ছেড়ে দিয়েই জোরে জোরে শ্বাস ফেলতে শুরু করলাম আমি’!!আর কিছুক্ষন এভাবে থাকলে আমি তো হার্টেটাক করতাম’!!এখনও বুক ধরফর করছে…..

____________________

“রাতে সবাই একসাথে ডিনার করে যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পরলো’!!আজকে আমি, রুহি আর তিশা একসাথে আছি’!!কাল বাদে পরশু আফরিন আপুর বৌ-ভাত!উফ কি মজা হচ্ছে……

“এসব ভাবতে ভাবতে আর আফরিন আপুকে মিস করতে করতে ঘুমিয়ে পরলাম আমরা তিনজন…..

||

~ মাঝখানে কাটলো একদিন……//

||

“আজকে আমরা সবাই মিলে আফরিন আপুর বউভাতে যাবো’!!সকাল থেকে সবাই বিভিন্ন কাজে ব্যস্ত’ সাথে আমরাও’!!তিনজন মিলে ঠিক করেছি আজকে গাউন পরবো….’!!

………

“বেলা এগারোটা বেজে দুই মিনিট……

“সবাই তৈরি হতে ব্যস্ত’!!কিছুক্ষণের মধ্যে সবাই মিলে বাড়ি থেকে বের হবো আফরিন আপুর শশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে……

“আয়নার সামনে দাঁড়িয়ে এখনো তৈরি হচ্ছে রুহি আর তিশা’!!আমার সাজা শেষ’!!হালকা মতো মেকাপ আর ভাড়ি গাউন চুলগুলো খুলে চোখে কাজল আইলাইনার দিয়ে’!!ওরাও সেইম ভাবে সেঁজেছে, একে তো গরম তারওপর বেশি মেকাপ করলে ঘেমে অবস্থা খারাপ হয়ে যাবে’!!তাই হালকা মেকাপ করেই সেজেছি আমরা’!!

“এমন সময় খালামনি রিয়াদ ভাইয়ার আম্মু’ আসলো রুমে’!!আমাদের দিকে তাকিয়ে বলে উঠল সেঃ

———–“কি হলো তোদের……

———–“হুম খালামনি আমরা তৈরি চল…..

“খালামনি আমাদের তিনজনের দিকে তাকিয়ে বললোঃ

————“তোদের তিনজনকেই খুব সুন্দর লাগছে…..

“খালামনির কথা শুনে আমরা তিনজন একসাথে মুচকি হেঁসে বললামঃ

———–“থ্যাংকু খালামনি,..

———-“তবে যাই বলো আমাদের থেকে কিন্তু তোমায় বেশি সুন্দর লাগছে, খালু তো তোমায় দেখলে আর চোখই ফেলতে পারবে না…..

“খালামনি আমার কথা শুনে আমার মাথায় একটা চাটি মেরে বললোঃ

———-“বেশি পেকে গেছিস না…..

“হাসলাম তিনজন…..!!এমন সময় রুহি বলে উঠলঃ

————“খালামনি তুমি যদি থাকো রাজি আমরা তাহলে আবার ডাকি কাজি….

“রুহির কথা শুনে খালামনি হেঁসে বললোঃ

————“হুম আর সেই কাজী দেখে তোদের খালু যে আমায় কি করবে…..

————“কি আর করবে খালামনি……

“কথার মাঝখানেই খালামনি বলে উঠলঃ

————“হইছে হইছে আর বক বক করা লাগবে না দেরি হয়ে যাচ্ছে চল তাড়াতাড়ি…..

“আমরাও আর কথা না বারিয়ে চুপচাপ চলে আসলাম নিচে…….

||

“নিচে নামতেই দেখলাম সবাই তৈরি হয়ে দাঁড়িয়ে আছে হয়তো এতক্ষণ আমাদের অপেক্ষাই করছিল’!!আদিল ভাইয়ারাও আছে শুধু নেই রিয়াদ ভাইয়া আর দিহান ভাইয়া গেল কোথায়…….

?[“ছোট্ট একটা কথা তিশা আর আদিল দুইজন ভাইবোন আমার মেজো খালার ছেলে মেয়ে’!!আর রুহি হলো রিয়াদ ভাইয়ার ফুফাতো বোন’!!আর আমরা তিনজনই একসাথে অর্নাস ফাস্ট ইয়ারে পড়ি আর আদিল ভাইয়া একজন ডাক্তার’!!আর রিয়াদ সে তার বাবার বিজনেস সামলায়’!!আর আমরা দুই ভাইবোন আমি আর দিহান ভাইয়া’!!ভাইয়া বড় আমি ছোট, ভাইয়াও পড়াশোনা শেষ করে আব্বু বিজনেসে যোগ দিয়েছে…]?

“আমার ভাবনার মাঝে আদিল ভাইয়া বলে উঠলঃ

———-“কি হলো দাঁড়িয়ে আছিস কেন??

———-“ওহ এই তো যাচ্ছি ভাইয়া চল…..

“তারপর একে একে সবাই বাড়ি থেকে বের হলাম’!!বাড়ি থেকে বের হতেই দেখলাম’! আমাদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে রিয়াদ আর দিহান ভাইয়া’!!রিয়াদ ভাইয়ার পরনে ব্লাক শার্ট, ব্লাক জিন্স, হাতে ব্লাক ওয়াচ,চুলগুলো সুন্দর করে সাজানো এক কথায় বলতে গেলে অসম্ভব সুন্দর লাগছে তাকে’!!বাড়ি থেকে মোট তিনটে গাড়ি বের করা হয়েছে’!!একটায় আব্বু আম্মু আর রিয়াদ ভাইয়ার আম্মু আব্বু,আর রুহির আব্বু আম্মু’!!আর একটায় আরো কিছু আত্মীয় স্বজন’!!আর লাস্ট গাড়িতে আমরা সবাই’!!সব গাড়ি একে একে চলতে শুরু করল’!!এমন সময় আমি গিয়ে দিহান ভাইয়ার সামনে দাঁড়িয়ে বললামঃ

———–“আমায় কেমন লাগছে ভাইয়া……

“দিহান ভাইয়া কিছু বলবে তার আগেই রিয়াদ বলে উঠলঃ

———–“তোকে একদম পেঁচার মতো লাগছে…..

“রিয়াদ ভাইয়ার কথা শুনে সবাই হেঁসে দিল’!!আমি রেগে বলে উঠলামঃ

———-“কি……

“এমন সময় আদিল ভাইয়া বলে উঠলঃ

———–“ওর কথা কানে নিস না তানজু তোকে খুব সুন্দর লাগছে……

“আদিল ভাইয়ার কথা শুনে মুচকি হেঁসে বললাম আমিঃ

————“থ্যাংকু ভাইয়া যা তোরা কেউ ভালো না শুধু আদিল ভাইয়া ভালো……

“তারপর আর কথা না বারিয়ে সবাই মিলে উঠে পরলাম গাড়িতে…….
আমি,রিয়াদ,আদিল,দিহান,রুহি,তিশা……..

“ড্রাইভ করছে রিয়াদ ভাইয়া…….

“ফুড়ফুড়ে আলোতে আর সুন্দর পরিবেশের মাঝখানে……

_________________________________________

____________________

“সবাই মিলে গল্প করতে করতে যাচ্ছি আমরা…….

||

“আর একজন গাড়ির সামনের আয়নার দিকে তাকিয়ে রাগে ফুলছে কারন আদিলের সাথে তানজু অতিরিক্ত হাসাহাসি করে কথা বলছে’!!যেটা মটেও রিয়াদের সহ্য হচ্ছে না…….

চলবে……..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here