বৃষ্টি মাখা রোদ্দুর?,part:06

0
4845

বৃষ্টি মাখা রোদ্দুর?,part:06
Writer:TanjiL Mim?
.
.
?
“ভয়ে কাচুমাচু হয়ে বসে আছি আমি’!!আর আমার সামনে চোখ লাল করে তাকিয়ে আছে রিয়াদ ভাইয়া’!!রিয়াদ ভাইয়া তো মনে হয় দিব্বি সুস্থ আছে’!!এখন তোর কি হবে তানজু রিয়াদ ভাইয়া তো এখন চেঁচিয়ে বকাঝকা করবে……
এখনই বলবে…

——–“ইচ্ছে করছে তোকে এখনি ঠাটিয়ে একটা থাপ্পড় মারি’!!সারাদিন শুধু ড্যাং ড্যাং করিস নিজের একটু যত্ন নিস না’!!আমার ভাবনার মাঝখানে আমায় অবাক করে দিয়ে রিয়াদ ভাইয়া বলে উঠলঃ

———-“এখন কেমন আছিস তুই……

“লাইক সিরিয়াসলি ভাইয়া আমায় বকলো না’!!আমার ভাবনার মাঝখানে ভাইয়া আবারো বলে উঠলঃ

———–“কি হলো কথা বলছিস না কেন???

“ভাইয়া কথা শুনে কাঁপা কাঁপা গলায় বলে উঠলাম আমিঃ

————-“এই তো ভাইয়া মোটামুটি…..

“হুট করেই ভাইয়া আমার কপালে হাত দিল’!!হাত দিয়ে বলে উঠলঃ

————-“জ্বর তো আসে নি…..

————–“একটু ঠান্ডা লাগছে ভাইয়া এ আর কি…..!একটা কথা বলবো ভাইয়া…..

————-”হুম বল??

————”তোমার দেওয়া ড্রেসটা খুব সুন্দর ছিল…..

————-“সুন্দর তো হবেই দেখতে হবে না কে দিয়েছে…….

————-“হুম!থ্যাংকু ভাইয়া……

————-“হইছে তবে খালি থ্যাংকুতে কাজ হবে না,সুস্থ হয়ে আমাকে নিজ হাতে রান্না করে খাওয়াতে হবে……

————“এ্যাঁ…….

————“এ্যাঁ নয় হ্যাঁ!তোকে কি এমনি এমনি কিনে দিসি নাকি এর জন্যই দিসি এখন ওসব বাদ দে আগে সুস্থ হ……

“এমন সময় রুমে ঢুকলো!আফরিন আপু,দুলাভাই,রুহি তিশা,দিহান ভাইয়া,আদিল ভাইয়া আর সোহান’!!আফরিন আপু হাতে এককাপ আদা চা দিয়ে বললোঃ

———–“তাড়াতাড়ি খেয়ে নে আমরা বের হবো!

“আফরিন আপুর কথা শুনে আমি রিয়াদ ভাইয়া দুজনেই অবাক হয়ে বললামঃ

———-“এখন…….

———–“হুম!

———–“কোথায়……

———–“ঘুরতে যাবো!প্রচুর মজা করবো সাথে ফুচকাও খাবো আর ডিনার করে বাড়ি ফিরবো…..

“এতকিছুর মধ্যে ফুচকার কথা শুনে ঠোঁটে পানি চলে আসলো আমার’!!নাচতে নাচতে বলে উঠলামঃ

————-“আমিও যাবো…..!আমার কথা শুনে রিয়াদ ভাইয়া বলে উঠলঃ

————-“তুই যাবি মানে, তোর শরীরের অবস্থা ভালো না’!

————-“এতটুকু শরীর খারাপে কিছু হবে না ভাইয়া…….

এমন দিহাব ভাইয়া পাশে এসে মাথায় হাত দিয়ে বললোঃ

———–“রিয়াদ তো ঠিকই বলেছে তোকে যেতে হবে না আমরা তোর জন্য ফুচকা কিনে নিয়ে আসবো…..

“সাথে সাথে মনটা খারাপ হয়ে গেল আমার’!!আমি মন খারাপ করে বলে উঠলামঃ

———–“প্লিজ ভাইয়া এমন বলো না আমিও যাবো তোমাদের সাথে,,আমি একা একা বাসায় বসে থাকবো আর তোমরা সবাই বাহিরে মজা করবে না এটা হবে না……

“এমন সময় দুলাভাই বলে উঠলঃ

————-“এজন্য বলে ছিলাম!ওকে না বলে যেতে…..’!!এমনিতেই শরীর খারাপ মাঝরাস্তায় শরীর আরো খারাপ হলে তখন…..

————-“কিছু হবে না দুলাভাই আমি একদম ঠিক আছি প্লিজ প্লিজ আমিও যাবো তোমাদের সাথে…….

“শেষমেশ অনেকবার বোঝানোর পর রাজি হলো সবাই শুধু হলো না রিয়াদ ভাইয়া!বাহির থেকে যেতে বললেও ভিতর থেকে নারাজ সে……

_________________________________________

____________________

“রাত_৯ঃ০০টা……..

“সবাই তৈরি হয়ে চলে গেছে নিচে’!!আর আমি এখনো আয়নার সামনে দাঁড়িয়ে আছি’!!শরীরের অবস্থা ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে মনে হয়’!!কিন্তু মন চাইছে না এখন বাসায় বসে থাকি’!!হাতে একটা রুমাল আর সাদা রঙের থ্রি-পিচ পড়ে তৈরি হয়ে নামলাম আমি’!!কিছু বলতে যাবো তার আগেই রিয়াদ ভাইয়া বলে উঠলঃ

———-“তোকে ওই গাড়িতে যেতে হবে না’…

“আমি অবাক হয়ে বললামঃ

————“কেন ভাইয়া……

————-“আমি বলেছি তাই…..

“এমন সময় সোহান ভাইয়া বলে উঠলঃ

————-“কি হলো দাঁড়িয়ে আছো কেন আসবে না…….

“আমি কিছু বলবো তার আগেই রিয়াদ ভাইয়া বলে উঠলঃ

————“ও ওই গাড়িতে যাবে না!তোমরা এগোও আমি ওকে নিয়ে আসছি…..

————“কিন্তু…….

————-“কোনো কিন্তু নয় এত গাদাগাদিতে ওর যেতে অসুবিধা হবে তার সাথে ওর শরীরও ভালো নেই বলেই আমার হাত ধরে নিয়ে আসলো রিয়াদ ভাইয়া…….!আর আমি শুধু হাবলার মতো তাকিয়ে রইলাম ভাইয়ার দিকে…….

__________

“সোহানও আর কিছু বলতে পারলো না!মুখ গোমরা করে সেও বসে পরলো গাড়িতে……

||

“আফরিন আপুদের গাড়ি চলতে শুরু করল’!!আর আমরা এখনো দাঁড়িয়ে আছি’!!কিছুক্ষনের মধ্যেই ভাইয়া গাড়ি নিয়ে আসলো আমার সামনে’!!আমিও আর কিছু না বলে বসে পরলাম গাড়িতে…’!!আমি বসতেই ভাইয়া গাড়ি চালাতে শুরু করলো’!!হর্ঠাৎ ভাইয়া ড্রাইভ করতে করতে বলে উঠলঃ

————“ওই ছেলেটার সাথে বেশি মিশবি না, বেশি কথাও বলবি না……

“আচমকা ভাইয়ার মুখে এমন কথা শুনে আমি অবাক হয়ে বললামঃ

———–“কোন ছেলের সাথে ভাইয়া…..

————“ওই তো তোকে যে গাড়িতে বসার জন্য বলছিলো…..

“এতক্ষণ পর বুঝতে পারলাম আমি ভাইয়া কার কথা বলছে……

————-“ওহ তুমি সোহান ভাইয়ার কথা বলছো…..

————“হুম…….

———–“কিন্তু কেন???

————“ছেলেটা ভালো না…..

———–“কেন ভালো না ভাইয়া…..

“হুট করেই রিয়াদ রেগে গিয়ে বললোঃ

———–“তোকে বারন করেছি তাই করবি না এত প্রশ্ন কেন করিস তুই……

“হুট করে ভাইয়া রেগে যাওয়াতে আমি পুরো কেঁপে উঠলাম’!!সাথে সাথে কাঁপা কাঁপা গলায় বলে উঠলামঃ

———–“ঠিক আছে ভাইয়া বলবো না এতে রেগে যাওয়ার কি আছে…….

“বিনিময়ে রিয়াদ ভাইয়া কিছু বললো না’!!নিজের ড্রাইভিং এ মনোযোগ দিলো’!!

___________

“হর্ঠাৎই শরীরের তাপমাত্রা বেড়ে যেতে শুরু করলো আমার’!!জানালার থেকে বয়ে আসা হালকা বাতাসে অসম্ভব শীত করছে আমার’!!চোখ জ্বলছে আমি বুঝে গেছি আমার জ্বর আসতে চলেছে’!!এই মুহূর্তে মনে হচ্ছে না আসাটাই ভালো ছিলো হয়তো…..

“ক্লান্ত লাগছে খুব’!!গাড়ির জানালার পাশে মাথা হেলিয়ে দিলাম আমি’!!আর ভালো লাগছে না’!!কিন্তু এখন কি করবো’!!ভাইয়াকে কিছু বললেও তো রেগে যাবে….এর জন্যই বলে “অতি লোভে তাঁতি নষ্ট”!!বেশি বুঝলে যা হয় আর কি??

“গায়ে থাকা ওড়নাটা পুরো গায়ে জড়িয়ে নিলাম আমি’!!অসম্ভবভাবে শীত করছে আমার’!!

_____________

“এদিকে রিয়াদ তানজুর এমন কাজ দেখে বলে উঠলঃ

————“কি করছিস তুই শরীর ঠিক আছে তো…….

“ভাইয়ার কথায় হকচকিয়ে উঠলাম আমি’!!এখন কি করে বলবো যে আমি ঠিক নেই…..!সত্যি বললে প্রচুর বগবে মিথ্যা বলতেও ইচ্ছে করছে’!!একরাশ অনিচ্ছা থাকা সত্ত্বেও বলে উঠলাম আমিঃ

————“কিছু হয় নি ভাইয়া আমি ঠিক আছি…..

“রিয়াদ কিছুটা সন্দেহ নজরে তাকিয়ে বলে উঠলঃ

———–“সত্যি বলছিস তুই…….

———-“হুম একদম সত্যি বলছি…….

“রিয়াদ আর বললো না’!!

||

“এদিকে আমার অবস্থা শেষ’!!শরীরে জ্বর এসেছে’ অসম্ভব’!!জানালায় হেলান দিয়েই চোখ বন্ধ করে নিলাম আমি’!!

_________________________________________

____________________

“বেশকিছুক্ষন পর……..

“রিয়াদদের গাড়ি এসে থামলো একটা বড় রেস্টুরেন্টের সামনে…..!!রিয়াদ গাড়ি থামিয়ে বলে উঠলঃ

———–“বের হ আমরা চলে এসেছি…….

“বিনিময়ে কোনো উওর দিল না তানজু……

“প্রথমবার শুনতে না পেয়ে রিয়াদ আবারো বলে উঠলঃ

———-“কি হলো শুনতে পাচ্ছিস না…….

“এবারও উওর দিলো না তানজু’!!এবার রিয়াদ কিছুটা অবাক হলো’!!!এতোবার ডাকছে উঠছে না কেন??

“রিয়াদ কোনোকিছু না ভেবে তানজুর হাত স্পর্শ করলো’!!সাথে সাথে রিয়াদ চমকে উঠল’!!পুরো শরীর গরম হয়ে গেছে তানজুর’!!রিয়াদ তানজুর কপালে হাত দিতেই বুঝে গেছে তানজুর অসম্ভব রকম জ্বর এসেছে’!!রিয়াদ কিছুক্ষন ভেবে ফোনটা হাতে নিলো…….

||

“রেস্টুরেন্টের ভিতরে গোল হয়ে টেবিলে বসে আছে সবাই’!!আফরিন আপু,সায়ান দুলাভাই,রুহি,তিশা, আদিল,দিহান আর সোহানও…..

“তারা এখানে এসেছে অনেকক্ষণ হলো’!!কিন্তু রিয়াদ আর তানজু এখনো এসে পৌঁছায় নি তাদের মাঝে’!!এমন সময় আফরিন আপু বলে উঠলঃ

———–“ওরা এখনো আসছে না কেন???

———–মনে হয় আমাদের খুজে পাচ্ছে না (আদিল)

“বলতে না বলতেই ফোন বাজলো দিহানের’!!দিহান ফোনটা হাতে নিয়ে বলে উঠলঃ

————“এই তো রিয়াদ ফোন করেছে দাঁড়া……

———-“দেখ(আফরিন)

“দিহান কল রিসিভ করে বলে উঠলঃ

———-“কই তোরা…..

অপাশ থেকে রিয়াদের কথা শুনে দিহান চিহ্নিত গলায় বলে উঠলঃ

————“কিভাবে হলো এইজন্যই বলে ছিলাম ওকে না আসতে……

“দিহানের মুখে এমন কথা শুনে সবাই একটু ঘাবড়ে গেল…..!!
দিহান আবারো বলে উঠলঃ

————-“ঠিক আছে তুই ওকে নিয়ে বাসায় যা……

“এতটুকু বলেই ফোনটা কেটে দিল দিহান’!!দিহান ফোন রাখতেই রুহি চিহ্নিত স্বরে বলে উঠলঃ

————-“কি হয়েছে দিহান ভাইয়া ওরা আসবে না……..

————–“না আসবে না!তানজুর প্রচন্ড জ্বর এসেছে’ তাই রিয়াদ ওকে নিয়ে বাসায় যাচ্ছে……

————-“এই জন্যই ওকে বারন করেছিলাম তখন…..(সায়ান)

————-“এখন কেমন আছে তানজু(আফরিন)

————-“বলতো ঠিক আছে আমাদের চিন্তা করতে বারন করেছে রিয়াদ সব বুঝে নিবে(দিহান)

“সবাই কিছুক্ষন মুড করে বসে রইল’!!তারপর খাবার অর্ডার করলো সায়ান ভাইয়া……

____________

“এদিকে রিয়াদ রেস্টুরেন্টের সামনে থেকে আবার গাড়ি ঘুরিয়ে বেক করলো বাড়ি ফেরার উদ্দেশ্যে’!!রিয়াদ তানজুকে নিজের সাথে মিশিয়ে নিলো যাতে ওর শীত না করে’!!তানজুও জ্বরের ঘোরে রিয়াদকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পরল’…..

চলবে………

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here