বৃষ্টি মাখা রোদ্দুর?,part:10

0
4194

বৃষ্টি মাখা রোদ্দুর?,part:10
Writer:TanjiL Mim?
.
.
?
“Meri duao main haa mannat teri……
Tujko para ha tu haa ayat mari….
.
.
.
“ছাঁদের উপর বসে সবার সামনে নিরব কন্ঠে গানটা গাইলাম আমি’!হুট করে এমন একটা গান কেন মাথায় আসলো বুঝলাম না…….সবার জোরাজোরিতেই গান গাইলাম আমি’!!এই গানটাই মাথায় আসলো দেন গাইলাম আমি…….

||

“করো তালির মাধ্যমে নিজের গানের ধ্যান থেকে বেরিয়ে আসলাম আমি’!!সবার দিকে তাকাতেই দেখলাম সবাই নীরবভাবে তাকিয়ে আছে আমার দিকে…..হালকা হেঁসে বলে উঠলাম আমিঃ

———–“কি হলো তোমরা এভাবে তাকিয়ে আছো কেন??

“আমার কথা শুনে আফরিন আপু বলে উঠলঃ

————“তুই এতো ভালো গান গাস জানতাম না তো…..

“বিনিময়ে হালকা হেঁসে বলে উঠলাম আমিঃ

————-“হু,, ওই একটু আকটু…..

“বিনিময়ে সবাই হাসলো!হুট করেই রিয়াদ ভাইয়ার কথা মনে পরল আমার’!!এক পলক তাকালাম আমি রিয়াদ ভাইয়ার মুখের দিকে’!!রিয়াদ ভাইয়ার চোখে চোখ রাখতেই আবার নামিয়ে নিলাম আমি……

“এমন সময় রুহি বলে উঠলঃ

“এখন তাহলে রিয়াদ ভাইয়ার পালা’!!রিয়াদের কথা শুনে অতি আগ্রহ নিয়ে তাকালাম আমি রিয়াদ ভাইয়ার দিকে’!!রিয়াদ একবার আমর মুখের দিকে তাকিয়ে বললোঃ

————“আজ নয় অন্য আরেকদিন……

“রিয়াদের কথা শুনে তিশা বলে উঠলঃ

———-“কেন ভাইয়া এখন কি হয়েছে……

“রিয়াদ হালকা হেঁসে বললোঃ

———–“কি হয়েছে এখনি বুঝতে পারবি……

“রিয়াদ ভাইয়ার কথা শুনে সবাই অবাক চোখে তাকালো’!কারন কেবল বুঝতে পারছে না কি হয়েছে??

“এমন সময় সময় মাগরিবের আজান দিতে শুরু করলো’!!রিয়াদ ভাইয়ার দিকে তাকাতেই সে বলে উঠলঃ

————“এখন বুঝতে পেরেছিস কি হয়েছে….

“সবাই একসাথে বলে উঠলঃ

————“হু……

“এতটা সময় হয়ে গেল আমরা আড্ডা দিচ্ছিলাম’!!বুঝতেই পারি নি’!!তারপর রিয়াদ ভাইয়া আবারো বলে উঠলঃ

————–“এখন তাহলে চল সবাই নিচে যাওয়া যাক……

“তারপর আর কেউ কথা না বারিয়ে একে একে সবাই চলে যেতে লাগলাম নিচে…..

||

“সবার পিছনে আনমনে হাঁটছি আমি’!!এমন সময় হুট করে কানের কাছে এসে বললো রিয়াদঃ

————“গানটা কিন্তু খুব সুন্দর ছিল প্রিয়সী’!!একদম তোমার মতো….

“বলেই দ্রুত বেগে চলে রিয়াদ ভাইয়া’!!আচমকা এমনটা হওয়াতে প্রথমে একটু ঘাবড়ে গেলেও পরক্ষনেই মুচকি হাসলাম আমি’!!

_________________________________________

____________________

“সন্ধ্যা_৭ঃ০০টা…….

“রিয়াদ ভাইয়াদের বাসায় বসে আছি আমরা সবাই’!এমন সময় খালামনি চা নিয়ে হাজির সন্ধ্যা পর চা বিস্কুট এটা হলো ডেইলি রুটিন এ বাড়ির’!!একে একে সবাই চা খেতে শুরু করল’!!এমব সময় আদিল ভাইয়া বলে উঠলঃ

———–“আচ্ছা খালামনি অনেকদিন তো হলো নানু বাড়ি যাওয়া হয় না’!!যাবে নাকি কিছু দিনের জন্য বেড়াতে’!!সাথে নানু আর নানার সাথেও দেখা হয়ে যাবে……

“আদিল ভাইয়ার কথা শুনে খালামনি বলে উঠলঃ

———–“কথাটা মন্দ বলিস নি,,,
দাঁড়া আজকেই তোর খালুর সাথে কথা বলবো…..

“বলতে না বলতেই এমন সময় খালু এসে হাজির’!!খালামনির কথা হালকা শুনতে পেয়ে বলে উঠল সেঃ

———–“কি ব্যাপার আমায় কি বলার কথা বলা হচ্ছে শুনি……

“খালুর কথা শুনে দিহান ভাইয়া’ বলে উঠলঃ

———–“আসলে খালু আমরা সবাই মিলে ঠিক করছি কিছুদিনের জন্য নানু গিয়ে ঘুরে আসলে কেমন হবে…….

“খালু কিছুক্ষন চুপ থেকে বলে উঠলঃ

————“ওহ এই ব্যাপার?হুম ভালো তো সবাই মিলে বেড়াতে যাবো তার সাথে সবাই মিলে একটা পিকনিক করা যাবে কি বলো সবাই……

“খালুর কথা শুনে নিমিষেই সবাই খুব খুশি হয়ে গেল’!!আদিল ভাইয়া তো খুশি হয়ে বলে উঠলঃ

———-“জিও খালু,,খুব সুন্দর আইডিয়া…….

“খালু হাসলো’!তারপর বললো তোমরা বস তাহলে আমি একটু ফ্রেশ হয়ে আসি….

“বলে খালু চলে গেল উপরে…..

“সবাই খুব খুশি……

||

“অবশেষে সবাই মিলে ঠিক করেছে কালকে রাতে ট্রেনে করে রাজশাহী যাবে……’!!আম্মু এবং খালামনিরা সবাই খুব এক্সাইটেড বিষয়টা নিয়ে কারন বহুদিন তারা আবার তাদের বাড়িতে যাবে…….!!আর সঙ্গে যাবে আফরিন আপু,সায়ান দুলাভাই আর সোহান’!!এই নামটা শুনতেই ভালো লাগছে না আমার’!!কি দরকার ওনাকে যাওয়ার…..

“আপুর ননদের দেবর তার এতো আমাদের সাথে যাওয়ার কি দরকার…..

____________________

“রাত_১টা বেজে দু মিনিট…….

“নিজের রুমের বিছানায় শুয়ে আছি আমি’!!ঘুম আসছে না’!!আম্মু সেই রাতেই সব গোছগাছ শুরু করে দিয়েছে’!!বলতে গেলে আম্মু খুব খুশি’!!আম্মু এতোটাই খুশি যে আদিল ভাইয়াকে দুটো মিষ্টি খাইয়ে দিয়েছে’!!কারন আদিল ভাইয়াই বলে ছিল তাই……..

“টুং” করে মেসেজের শব্দ আসতেই এক প্রকার লাফ মেরে উঠলাম আমি’!!এতরাতে মেসেজ…..
ভাবতেই একটু কেঁপে উঠলাম আমি’!!ফোনটা হাতে নিতেই চোখ রসগোল্লা হয়ে গেল আমার’!!কারন মেসেজটা রিয়াদ ভাইয়া দিয়েছে’!!সে লিখেছে…

———–“আমি জানি তুই এখনো ঘুমাস নি,তাই চুপ করে নিচে আয়…..

“মেসেজ পরতেই আরো অবাক আমি!আমি ঘুমাই নি তা রিয়াদ ভাইয়া কিভাবে জানলো…..!কিন্তু কথা হলো এতরাতে নিচে গিয়ে কি করবো…..

“আবারো “টুং” শব্দ হলো ফোনে’!!ভাইয়া আবার মেসেজ দিয়েছে লিখেছে….

————“ভয় নেই প্রিয়সী,অল্প কিছুক্ষনের জন্যই…..

“আবারো অবাক আমি’!!কি করবো যাবো কি যাবো না ভাবতে ভাবতেই আস্তে আস্তে রুম থেকে বের হলাম আমি’!!সবাই ঘুমিয়ে আছে….

“তাই খুব একটা অসুবিধা হলো না আমার’!!

“বাড়ির থেকে বের হতেই দেখলাম ভাইয়া আমার কাছ থেকে কিছুটা দূরে দাঁড়ানো’!!আমিও এক বুক সাহস নিয়ে চলে গেলাম রিয়াদ ভাইয়ার দিকে’!!আমি সামনে গিয়ে বলে উঠলামঃ

———–“ভা……

“আর কিছু বলার আগেই হুট করে ভাইয়া শক্ত করে জড়িয়ে ধরল আমায়’!!আচমকা এমনটা হওয়াতে আমি পুরো ভ্যাবাচেকা খেয়ে গেলাম সাথে অবাক হলাম ভিষণ…..

————“এটা কি হলো……

||

“এইবার তাহলে রিয়াদের এখানে আসার কারনটা বলা যাক’!!বেঘোরে ঘুমোচ্ছিল রিয়াদ’!!হর্ঠাৎই ঘুমের ঘোরে স্বপ্নে দেখে তানজু তার কাছ থেকে অনেকটা দূরে চলে যাচ্ছে তাও আবার অন্য কারো হাত ধরে’!!এমন অদ্ভুত স্বপ্ন দেখে আচমকা লাফ দিয়ে উঠল রিয়াদ’!!হুট করেই তার ভিতর একটা ভয় কাজ করে’!!পুরো শরীর ঘেমো একাকার হয়ে যায়’!!আর তার এই ভয় কমানোর জন্যই এখানে আসা’!!ভেবেছিল তানজু ঘুমানো পরক্ষণেই তানজুর রুমে লাইট জ্বালানো দেখে রিয়াদ বুঝে যায় তানজু এখনো ঘুমায় নি…..

||

———-“কি হয়েছে তোমার, হুট করেই কথাটা বলে উঠলাম আমি রিয়াদ ভাইয়াকে……

“বিনিময়ে রিয়াদ ভাইয়া কিছু বললো না আরো শক্ত করে জড়িয়ে ধরল আমায়’!!ভাইয়ার হুট করে এইভাবে ডেকে জড়িয়ে ধরার কারনটা এখনও অজানা আমার কাছে’!!আমি আবারো অবাক হয়ে বলে উঠলামঃ

————“না বললে বুঝবো কি করে কি হয়েছে???

————“আমায় ছেড়ে কখনো যাস না তাহলে আমি সত্যি মরে যাবো রে….

”হুট করে ভাইয়ার মুখে এমন কথা শুনে বুকের ভিতর দক করে উঠলো’!!কি বলছে ভাইয়া মরে যাবে মানে আর আমি বা কোথায় যাবো……

————-“এসব কি বলছো তুমি কোথায় যাবো আমি…..

————-“জানি না, প্লিজ আমায় ছেড়ে কোথাও যাস না………

“রিয়াদ ভাইয়ার এমন কাজে রীতিমতো অবাকের উপর অবাক হচ্ছি’!!এমনভাবে জড়িয়ে ধরে আছে মনে হচ্ছে ভাইয়া কোনো একটা কারনে খুব ভয় পেয়েছে……..

————–“তুমি কি কোনো কারনে ভয় পেয়েছো ভাইয়া…..।|

“বিনিময়ে ভাইয়া কোনো জবাব দিলো না’!!পরক্ষণেই আমি বলে উঠলামঃ

————-“ভাইয়া এখানে এইভাবে দাঁড়িয়ে থাকলে কেউ দেখে ফেললে সমস্যা হবে’!!তার চেয়ে তুমি আমার রুমে চলো…..

“বলেই ভাইয়া ধরে আস্তে আস্তে দরজা টপকে রুমে নিয়ে আসলাম আমি’!!তারপর রুমে ঢুকে সোজা দরজা বন্ধ করে দিলাম……

“রিয়াদ এখানো আমায় জড়িয়ে ধরে আছে’!!আমি বুঝতে পেরেছি আমায় নিয়ে খুব বড় একটা ভয় পেয়েছে সে……

————-“ভাইয়া তুমি এই বিছানায় বসো আমি তোমার জন্য পানি আনছি’!!বলেই যেই না উঠতে যাবো তখনি ভাইয়া হাত চেপে ধরে বললঃ

———–“তোকে কোথাও যেতে হবে না তুই বস আমার সাথে……

———–“কিন্তু……

“টেবিলের উপরেই ছিল পানির গ্লাস’!!আমি পানির গ্লাসটা হাতে নিয়ে বলে উঠলামঃ

————“ঠিক আছে আমি কোথাও যাবো না তুমি এই পানি টুকু খেয়ে নেও।।।

“বলেই পানির গ্লাস এগিয়ে দিতেই ঢকঢক করে সব পানিটুকু খেয়ে নিলো ভাইয়া…..

“পানির গ্লাস টেবিলে রেখে বলে উঠলাম আমিঃ

———–“এখন তাহলে বল কি হয়েছে……

“ভাইয়া কিছুক্ষণ নিজেকে শান্ত করে বলে উঠলঃ

———–“আমি স্বপ্নে দেখলাম তুই আমায় ছেড়ে অন্য কারো হাত ধরে চলে যাচ্ছিস…..

“ভাইয়ার এমন আহামরি কথা শুনে হাসবো না কি করবো বুঝতে পারছি না’!!আমি হালকা হেঁসে বলে উঠলামঃ

————-“তুমি এই সামান্য বিষয় নিয়ে এত ভয় পেয়েছো…..,,আমি ভাবলাম কি না কি??

————–“তুই হাসছিস আর আমি কতোটা ভয় পেয়েছি বলতো…..

————-“তুমি জানো না ঘুমের স্বপ্ন কখনো সত্যি হয় না!

“কিন্তু ভাইয়া টা মানতে নারাজ!আমায় জড়িয়ে ধরেই ভয়ে কাচুমাচু হয়ে ঘুমিয়ে পরলো সে’!!

||

“বেশকিছুক্ষন পর…….

“হর্ঠাৎই আমার হাত চলে গেল ভাইয়ার কপালে’!!হাত দিয়ে চুলগুলো আনমনেই নাড়াচ্ছি আমি’!!হুট করেই মাথায় প্রশ্ন আসলো মনে…….

———-“আচ্ছা সত্যি কি ঘুমের ঘোরে দেখা স্বপ্ন সত্যি হয় নাকি”…….

?[তোমরা কেউ জানলে বইলো আমায়]?

_________________________________________

____________________

||

“ভোরের আবছা আলোতে ঘুম ভাঙল রিয়াদের’!!সে যে কাউকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে বুঝতে পেরেই হুট করে উঠে গেল সে’!!খাটের কোনায় হেলান দিয়ে ঘুমিয়ে আছে তানজু’!!তানজুর ঘুমন্ত ফেস দেখে ছোট্ট একটা শ্বাস ফেললো রিয়াদ’!!তারপর চটজলদি তানজুকে সুন্দর করে বিছানায় ছুয়ে দিয়ে কপালে ছোট্ট একটা চুমু দিয়ে বললো রিয়াদঃ

———–“আমি সত্যি খুব ভয় পেয়ে গিয়েছিলাম প্রিয়সী’!!প্লিজ আমায় ছেড়ে যেও না তুমি…….

“বলেই তার ঠোঁটের গভীর চুম্বন দিল তানজুর কপালে তারপর কাঁথা মুড়িয়ে দিয়ে চলে যায় রিয়াদ…….

চলবে………

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here