বৃষ্টি মাখা রোদ্দুর?,part:12

0
3939

বৃষ্টি মাখা রোদ্দুর?,part:12
Writer:TanjiL Mim?
.
.
?
“হুট করেই ভাইয়ার হাত ধরে টেনে একটা রুমের মধ্যে দিয়ে আসলাম আমি’!!এনেই দেয়ালের সাথে চেপে ধরে রেগেমেগে চেঁচিয়ে বলে উঠলাম আমিঃ

————“তোমার সাহস তো কম না আসতে না আসতেই অন্য মেয়েকে জড়িয়ে ধরো,,আবার মিষ্টি করে বলো “হুম ভালো তুমি”……,ঠাটিয়ে দুটো দিতে পারলে না গালে……বেয়াদব মেয়ে কোথাকার তোমায় জড়িয়ে ধরে……

||

“এদিকে রিয়াদ হা হয়ে তাকিয়ে আছে তানজুর মুখের দিকে’!!যেন কি হচ্ছে সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে’!!রিয়াদ হয়তো কল্পনাও করতে পারে নি যে তানজু তার সাথে এমন কিছু করতে পারে’!!তানজুর রাগান্বিত ফেস দেখে মনে মনে প্রচন্ড হাসলো রিয়াদ কিন্তু বাহিরে তা প্রকাশ করলো না’!”তার মানে কি তানজু জ্বেলাস ফিল করছে….. রিয়াদের ভাবনার মাঝে আবারো বলে উঠলাম আমিঃ

————-“কি হলো কথা বলছো না কেন??

“রিয়াদ হালকা দমকের স্বরে বলে উঠলঃ

————–“এসব কি করছিস তুই……

————–“যা করেছি বেশ করেছি আমায় ছেড়ে অন্য মেয়েকে জড়িয়ে ধরা হচ্ছে ?

—————“আমি কখন জড়িয়ে ধরলাম ওই তো এসে জড়িয়ে ধরল,,

—————“হুম জড়িয়ে ধরেছে তাহলে তুমি ওর গালে দুটো দিতে পারলে না……

—————“এটা তুই কি বলছিস বল তো…..

————–“যা বলছি ঠিক বলছি (রেগে)

————-“তুই তো জানিস সেই ছোট বেলা থেকেই ও আমার উপর একটু দূর্বল আর ওর ফেমিলিও নেই আমি জানি ওর মনে খুব দুঃখ তাই আমি চাই না ওকে কোনো আঘাত দিতে……

“ভাইয়ার মুখের কথা শুনে একটু কেমন লাগলো আমার’!!হুট করেই ভাইয়াকে ছেড়ে দিলাম আমি!তারপর আনমনেই বলে উঠলামঃ

—————“ঠিক আছে……..

“তারপর রুম থেকে বেরিয়ে আসলাম আমি’!!ভালো লাগলো না কিছু,,আঘাত দিতে চায় না মানে,এখন যদি ও বলে রিয়াদ ভাইয়াকে বিয়ে করবে তাহলে কি ভাইয়া আঘাত দিতে পারবে না বলে বিয়ে করে নিবে নাকি…….

“এসব ভাবতে ভাবতে চলে আসলাম আমি নিচে….

||

“এদিকে রিয়াদ হর্ঠাৎ তানজুর এমন আচরণ দেখে একটু অবাক হলো’!!সে বুঝে গেছে তানজু তার উপর রাগ করেছে’!!তারপর সেও আর কিছু না বলে বেরিয়ে যায় রুম থেকে…….

_____________________

“পুকুর পাড়ে সিঁড়ি উপর বসে আছি আমি’!!এই মুহূর্তে ভালো লাগছে না কিছু,, রিয়াদ ভাইয়ার কথাগুলো মটেও পছন্দ হলো না আমার….কড়া রোদের তাপ,,পাশে একটা বড় গাছ থাকায় ছায়া পড়েছে গায়ে’!!তারসাথে ঠান্ডা বাতাস পরিবেশটা খুব সুন্দর…….

“হালকা একটা দীর্ঘ শ্বাস ফেললাম আমি’!!কড়া রোদের তাপে পুকুরের পানি পুরো চিক চিক করছে’!!এক দৃষ্টিতে তাকিয়ে আছি আমি পুকুরের পানির দিকে’!!হর্ঠাৎ হর্ঠাৎ দু একটা মাছ লাফিয়ে লাফিয়ে উঠছে খুব……

“এমন সময় পিছন থেকে বলে উঠল কেউঃ

————“একা একা বসে আছো কেন?

“একটু অপরিচিত কন্ঠ বুঝতে পেরে পিছন ঘুরে তাকালাম আমি’!!সামনে সোহানকে দেখে কোনো রিয়েকশন না দেখিয়ে নরম কন্ঠে বলে উঠলাম আমিঃ

————–“তেমন কিছু না এই জায়গাটা আমার খুব প্রিয় তাই বসে আছি…..

“সোহানও হালকা নরম গলায় বলে উঠলঃ

————–“ওহ…..

“তারপর সেও বসে পরলো সামনে থাকা একটা সিমেন্টের তৈরি করা বেঞ্চে……!!নেমে আসলো কিছুক্ষনের নীরবতা’!!হর্ঠাৎই নীরবতা ভেঙে সোহান বলে উঠলঃ

————-“আচ্ছা ওই মেয়েটা কে বলো তো??

“আচমকা সোহানের মুখে এমন কথা শুনে তার মুখের দিকে তাকিয়ে বলে উঠলাম আমিঃ

————“কোন মেয়েটা…….

————–“আরে ওই মেয়েটা ঢুকতে না ঢুকতেই এসে রিয়াদকে জড়িয়ে ধরল….

“চট করেই মুডটা আবার নষ্ট হয়ে গেল আমার’!!তবে তা প্রকাশ করলাম না বাহিরে কিছুটা ক্ষিপ্ত মেজাজে বলে উঠলাম আমিঃ

—————–“ওহ হলো আরু!আমার নানাভাইর দূরসম্পর্কের একজন আত্মীয়ের মেয়ে কোনো একটা এক্সিডেন্টে ওর ফেমিলি মারা যায় তারপর থেকেই ওর সব দায়িত্ব আমার নানাভাই নেয়……

—————“ও এইবার বুঝতে পারছি,কিন্তু তাই বলে এত বড় মেয়ে সবার সামনে রিয়াদকে জড়িয়ে ধরল বিষয়টা মটেও ভালো লাগে নি আমার’!!সবচেয়ে অবাক যে বিষয়টা লাগলো সেটা হলো রিয়াদ কিছু বললো না,”রিয়াদ ভালোবাসে নাকি মেয়েটা”……

“সোহানের মুখে এমন কথা শুনে বুকের ভিতর হর্ঠাৎই ছেদ করে উঠল আমার’!!হতাশ হয়ে বললাম আমিঃ

————–“না তেমন কিছু নয়!ছোট বেলা থেকেই আমরা একসাথে আছি আর ভাইয়া চায় না ওকে আঘাত দিতে তাই কিছু বলে নি…..

—————“তা তুমি যাই বলো না কেন আমার মটেও সেটা মনে হচ্ছে না,,আরু জায়গায় অন্য কেউ থাকলে ঠিকই রিয়াদ কোনো রিয়েকশন দিতো তাই না,,আর বাকি সবাইও তো কিছু বললো না….যাগ গে ওটা তোমাদের পারিবারিক ব্যপার আমার ঢুকে কাজ নেই যেটা মনে হলো তাই বললাম তোমায়……

“হর্ঠাৎই মাথাটা একটু চক্কর দিয়ে উঠলো আমার’!আমি বলে উঠলামঃ

————–“আপনি সিওর ভাইয়া,যে রিয়াদ ভাইয়া ভালোবাসে আরুকে…..

—————“না না সিওর নই জাস্ট মনে হলো তাই বললাম……

—————“ওহ (হাল্কা মন খারাপ করে)

————–“আচ্ছা এটাকে কি বলে বলো তো…..

“আমি অবাক হয়ে বললামঃ

—————“আপনি পুকুর চিনেন না ভাইয়া…….

—————-“না তেমনটা নয় চিনি তো আমি বলতে চাইছি এখানে মুখ ধোঁয়া যাবে….

—————“হুম কেনো যাবে না যান না পানি খুব সুন্দর তবে সাবধানে পিছল জায়গা পড়ে যেয়েন না……

“সোহানও একটা তিনশো পঞ্চাশ ডিগ্রি ভাব নিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে বললোঃ

—————“আরে আমি পরবো তাও আবার পুকুরে….

————–“আচ্ছা আপনি সাঁতার জানেন তো ভাইয়া……

————–“সাঁতার জানি না মানে আমি হলাম সাঁতারের বাপ…..

————–“ওহহহ….

—————-“হুম…..

“বলেই হন হন করে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো সোহান’!!এমন সময় সিঁড়ির পিছলে পা বেজে ধপাশ করে পড়ে গেলো সোহান….

||

“এদিকে আমি সোহানের এমন কান্ড দেখে হাসতে হাসতে শেষ’!!উনি নাকি পরবে না…..

“হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে যাচ্ছে আমার’!!হাসতে হাসতে বলে উঠলাম আমিঃ

———-“ভাইয়া আপনি নাকি পরবেন না….

“সোহান চুপ!তার মানসম্মান সব প্লাস্টিক হয়ে গেল…..

“কিছুক্ষণ পর……

“আমি আমার হাসি থামিয়ে বলে উঠলামঃ

————“হয়েছে ভাইয়া আর লজ্জা পেতে হবে না এখন উঠে আসুন….

“এদিকে সোহান পড়ে গেছে মহা বিপদে কারন সে পায়ে ব্যাথা পেয়েছে……!উঠতে কষ্ট হচ্ছে তার….

“সোহান উঠছে না দেখে আবারো বলে উঠলাম আমিঃ

————-“কি হলো ভাইয়া উঠবেন না……

“সোহান চুপ….

“সোহানের চুপ থাকা দেখে আবারো বলে উঠলাম আমিঃ

————–“কি হলো ভাইয়া কথা বলছেন না কেন পায়ে ব্যাথা পেয়েছেন নাকি…..

“বলেই সোহানের দিকে তাকাতেই মাথা নাড়ালো সে…….

“আমিও কোনো কিছু না ভেবে বসা থেকে উঠে দাঁড়ালাম’!!তারপর তার দিকে এগিয়ে হাত বারিয়ে দিয়ে বললামঃ

————–“আমার হাত ধরে উঠে আসুন ভাইয়া!বেশিক্ষণ বসে থাকলে ঠান্ডা লেগে যাবে আপনার…..

“তানজুর কাজে সোহান মহা খুশি কারন সে তো এটাই চাইছিল’!!সোহান হালকা হেঁসে হাতটা বারিয়ে দিল’!!তারপর সোহান তানজুর হাত উঠতে লাগলো’!!

||

“ওদিকে দূর থেকে এদের এমন দৃশ্য দেখে রেগে যায় রিয়াদ’!!তানজুর রাগ ভাঙানোর জন্যই এসেছিল সে এখানে’!!কিন্তু এই মুহুর্তে ওদের এমন দৃশ্য দেখে রাগে চোখ লাল হয়ে যায় রিয়াদের…..

||

———-“আপনি এখানে বসুন ভাইয়া আমি কাউকে পাঠিয়ে দিচ্ছি আপনার জামাকাপড় নিয়ে আসবে……সোহানকে সিঁড়ি ওপর বসিয়ে কথাটা বলে উঠলাম আমি’!!সোহান পায়ে প্রচন্ড ব্যাথা পেয়েছে আঙুল কেটে রক্ত বের হচ্ছে….

“তা দেখে আমি বলে উঠলামঃ

———–“আপনার পা দিয়েও তো রক্ত বের হচ্ছে ভাইয়া আপনি বসুন আমি এক্ষুনি আপনার জন্য ঔষধ নিয়ে আসছি…..

“বিনিময়ে সোহান আর কিছু বললো না’!!কারন তার পায়ে অসম্ভব জ্বালা করছে’!!এই জন্যই বলে বেশি ভাব নিতে নেই…..

||

“সোহানকে ছেড়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিতেই সামনে রিয়াদ ভাইয়াকে দেখে কিছুটা ঘাবড়ে গেলাম আমি’!!কিছু বলতে যাবো তার আগেই ভাইয়া রেগেমেগে আমার হাত শক্ত করে চেপে ধরে নিয়ে গেল বাড়ির পিছনে……

“হুট করেই ভাইয়া এমন হতাশ আমি’!!একটু রেগেই বলে উঠলাম আমিঃ

———-“কোথায় নিয়ে যাচ্ছো তুমি ছাড়ো আমায় সোহান ভাইয়ার পা কেটে গেছে ঔষধ দিতে হবে……

“কিন্তু রিয়াদের কোনো হেলদোল দেখতে পেলাম না আমি’!!হর্ঠাৎই ভাইয়া ফোনটা হাতে নিয়ে দিহান ভাইয়াকে ফোন করে বলে উঠলঃ

———–“দিহান সোহানের পা কেটে গেছে ওর জন্য ঔষধ নিয়ে পুকুরের কাছে আয়….

“বলেই ফোন কেটে দিল রিয়াদ!আমি রিয়াদ ভাইয়ার কাজে রীতিমতো অবাক হচ্ছি’!!এসব কি করছেন উনি……

“আমি যথারীতি রিয়াদের কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি!কিন্তু বরাবরই ব্যর্থ আমি’!!রিয়াদ আমাকে বাড়ির পিছনের দেয়ালের সাথে চেপে ধরে রেগেমেগে বলে উঠলঃ

————“তুই কোন সাহসে সোহানের হাত ধরেছিস…….বলেই নিজের হাতে স্ব-জোরে কয়েকটা ঘুষি মারলো দেয়ালে…….

“আচমকা ভাইয়ার এমন ভয়াবহ চেহারা আর কান্ড দেখে ভয়ে ঘাবড়ে গেলাম আমি’!!রাগে পুরো চোখ লাল হয়ে গিয়েছে তার……!!রিয়াদ ভাইয়ার এমন রূপ দেখে ভয়ে পুরো শরীর কেঁপে উঠল আমার…..

“আমার ভাবনার মাঝে আবারো রিয়াদ ভাইয়া চেঁচিয়ে বলে উঠলঃ

————–“কথা বলছিস না কেন তুই……

“আমি কাঁপা কাঁপা গলায় বলে উঠলামঃ

————-“ভাইয়া তুমি যা ভাবছো তেমনটা নয়!একটু শান্ত হও আমি তোমায় সবটা বলছি……

————–“কি বলবি তুই,,তুই শুধু বল কেন তুই সোহানের হাত ধরেছিস……

“এই মুহুর্তে রিয়াদ ভাইয়ার উপর প্রচন্ড বেগে রেগে গেলাম আমি’!!নিজে যখন আরুকে জড়িয়ে ধরে ছিল তখন…!!আমিও রেগেমেগে বলে উঠলামঃ

————-“তাতে কি হয়েছে হাত ধরেছি উনি পুকুরে পড়ে গিয়ে পায়ে ব্যাথা পেয়েছে উঠতে পার ছিল না তাই তো…..

————“তাই তুই হাত ধরবি ওর….

————“বেশ করেছি হাত ধরেছি তুমি যখন আরুকে জড়িয়ে ধরে ছিলে তখন….!

“বিনিময়ে রিয়াদ কিছু বলতে পারলো না’!!আমি রিয়াদকে ছাড়িয়ে বলে উঠলামঃ

————“আমায় কি তোমার হাতের পুতুল পেয়েছো নাকি যে যখন যা বলবে তাই শুনবো….ব্যস অনেক হয়েছে এই মুহুর্তে ভালো লাগছে না আমার বলেই হন হন করে চলে আসলাম আমি’!!

———”বললাম কেন হাত ধরেছি তারপরও এতো রাগ দেখায় আমার রাগের দাম নেই নাকি…….হুহ??

||

“আর এদিকে রিয়াদ কি করবে বুঝতে পারছে না’!!রাগ হচ্ছে তার ভিষন তবে সেটা তানজুর ওপর নয় নিজের ওপর’!!রিয়াদ বেশ কয়েকবার দেয়ালে স্ব-জোরে আঘাত করলো নিজের হাতে…কিন্তু তারপরও তার রাগ কমছে না……..

_________________________________________

____________________

“রাত_১০ঃ০০টা…..

“রুমের মধ্যে পায়চারি করছি আমি’!!এই মুহূর্তে নিজের ওপর রাগ হচ্ছে ভিষণ’!!কেন যে তখন ভাইয়ার সাথে ওমন ব্যবহার করলাম আমি'”!! খাবার খেতেও আসলো না ভাইয়া’!!সকালের সেই ঘটনার পর ভাইয়াকে আর দেখিনি আমি’!!অবশ্য দেখবো কি আমি নিজেই রাগ করে রুম থেকে বের হইনি’!!শুধু দু-বার খেতে গিয়েছিলাম নিচে’!!কিন্তু তখন ভাইয়ার সাথে দেখা হয় নি….রাতেও খাবে না বলেছে….এর কারনটা বাকি সবার কাছে অজানা থাকলেও আমার কাছে অজানা নয়….তাই ভাবছি একবার যাবো ভাইয়ার রুমে’!!কিন্তু দোষ আমার নয় কেনো যাবো আমি’!!এই ইগো বার বার ফিরিয়ে দিচ্ছে আমায়……
.
.
.
.
“শেষমেশ নিজের ইগোকে দূরে সরিয়ে রেখে রুম থেকে বের হলাম আমি’!!রুহি তিশা দুজনেই জিজ্ঞেস করলো আমায় কোথায় যাচ্ছি……

কিন্তু কোনো উওর দিলাম না আমি…….

চলবে………..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here