প্রাক্তন,৩+৪ পর্ব

0
2038

প্রাক্তন,৩+৪ পর্ব
Wendrilla Jahan Nira.

এই যে নীরা না কি নাম আপনার,আপনি ও নীলশাড়ি পরবেন।
__আমার নীল শাড়ি নেই।
তাহলে পার্টি তে আসার ও দরকার নেই।
আমি এক দৃষ্টি তে তার দিকে তাকিয়ে থাকলাম ২মিনিট এর মত।
এর মধ্যে আন্টি বলছি “সমু তুই কি দিন দিন ছোট হচ্ছিস কথা বলা ভুলে যাচ্ছিস?”
এই নীরা তোর যেভাবে ইচ্ছা তুই আসিস বলে আন্টি রুম এ গেলো।
আমি তার একটু কাছে গিয়ে বললাম “আপনি যখন যা চেয়েছেন তাই তো করে এসেছি,প্রথম থেকে, তাই আজ ও তাই করবো।যাবো না আপনার পার্টিতে।
বলে চলে আসলাম রুম।
কান্না পাচ্ছে কিন্তু কেনো?? আমার তো কান্না পাওয়ার কথা না।আমার তো অভ্যেস হয়ে গেছে শুরু থেকেই তার অবহেলা পাওয়ার।খুব কান্না পাচ্ছে।ওয়াশ রুমে গিয়ে টেপ জোরে ছেড়ে কাঁদতে লাগলাম।
কান্নার পর অনেক টা শান্তি পাওয়া যায়।সস্তি পাওয়া যায়।ওয়াশ রুম থেকে রুমে এসে দেখি একটা সোপিং ব্যাগ বিছানায় পরে আছে।
ওপরে লিখা
“এখন তো শাড়ি পরতে কোনো সমস্যা নেই”
ব্যাগ টা খুলে দেখি একটা কাতান নীল রঙ এর শাড়ি সাথে ২ ডজন পলা লাল রঙ এর রেশমি কাচের চুড়ি।
বুঝতে পারছি না কে দিলো আংকেল আন্টি না সমুদ্রে।ধুর সমুদ্র কেনো দিবে ও তো চায় ই না আমি আনুষ্ঠানে যাই।একবার জিজ্ঞাস করবো আন্টি কে যে সে দিয়েছে নাকি?নাহ থাক।যদি না দেয় আন্টি। যদি সমুদ্র দেন।তখন আন্টি কে কি বলবো যে সমুদ্র আমাকে কেনো দিলো।ধুর মাথা কাজ করছে না।কি করবো? যাবো না থাকবো?
নাহ যাবো না।কিন্তু শাড়ি টা কি করবো? পরবো? না পরবো না।(বাঙালি নারী শাড়ি সামলে পেয়ে চুপচাপ দেখতে পারে?? এটা সম্ভব?)
তাই আমিও আর পারলাম না পরেই ফেললাম।
নীল শাড়ি,হাত ভরতি লাল রেশমি কাচের চুড়ি,চোখে হাল্কা কাজল,ঠোটে হাল্কা লাল লিপস্টিক, কানে ঝুমকা, চুল গুলো ছেড়ে বেশ ভালোই লাগছে নিজেকে। চলার মত আর কি। কালো মানুষ কে এর থেকে ভালো লাগতে পারে না। নিজেকে আয়নায় দেখছিলাম।
আন্টি এসে বললো ওমা নীরা কি সুন্দর লাগছে মা তোকে।
__তাই?
আয় কালো টিকা লাগিয়ে দেই।কারো নজর না লাগে যেনো।
__হুম দাও।
তখন সমুদ্র সাহেব মা মা করে চেঁচাচ্ছেন “মা মা কই তুমি? আর উপরে কে লাইট ডেকোরেশন করছে?
আন্টি কিছু বলার আগেই আমি বললাম আমি করেছি।
__যে কাজ পারেন না সেটা না করাই ভালো মীস নীরা।সব কাজ সবাইকে দিয়ে হয় না।
আন্টি কে কে জানি ডাকলো আন্টি চলে গেলো।
এইবার আমি বললাম,
_হুম জানি।আপনাকে দিয়ে যেমন ভালো ভাবে কথা বলা হয় না ঠিক তেমন ই সবাইকে দিয়ে সব কাজ হয় না।সে আমার দিকে তাকিয়ে আছে।কোনো জবাব দিলো না।
শুধু বলবো “নীরা তোমায় খুব সুন্দর লাগছে”।
আমি বললাম কি??
__কিছু না।
আর হ্যা উপরে আসেন কাজ আছে অনেক।
আচ্ছা যাচ্ছি।
উপরে গিয়ে দেখি লাইটস সব ঠিক আছে।
সে তার ফ্রেন্ডস নিয়ে আড্ডা দিচ্ছে।আমি আর আন্টি খাবার নিয়ে তাদের দিচ্ছিলাম এক জন বললো আন্টি এই মেয়ে টা কে তো নতুন দেখছি কে উনি।
সমুদ্র সাহেব বলে উঠলেন আমাদের বাসায় ভাড়া থাকে। ভাড়াটিয়া।
আন্টি বললেন আমার মেয়ের মতই।বলেই চলে গেলেন।
খুব জোরে গান বাজছে আমি এক কোনায় বসে আছি সেই সময় একজন বললো।
হাই আমি রেহান!!সমুদ্র ভাইয়ার বেষ্ট ফ্রেন্ড রাজ ভাইয়ার ছোট ভাই।
__হ্যালো আমি নীরা।শুনলেন ই তো ভাড়াটিয়া।
তা যা হোক আন্টি তো বললেন মেয়ে হোন।
তো আপনি বসে আছেন একা একা। তো আমারা গল্প করতে পারি।
__হ্যা সিয়র।
আমরা গল্প করছিলাম আর আমাদের দিকে জনাব সমুদ্র আহমেদ তাকিয়ে আছে। আমি তার চাহনি আবার ও সম্পুর্ন ভাবে উপেক্ষা করলাম।
সাবার মধ্যে একজন বলে উঠলো পার্টি টা মরা মরা লাগছে।ড্যান্স না হলে হয়।আয় সবাই।
__চলেন ড্যান্স করি?(রেহান)
নাহ নাহ থাক।
_আরেহ আসেন না।প্লিজ
_আচ্ছা
ড্যান্স এ পার্টনার চ্যঞ্জ করা হচ্ছে।
এক পর‍্যায়ে আমি সমুদ্রের কাছে চলে গেছি।লাইটস ও খুব একটা উজ্জ্বল না।
বুঝতে পেরে চলে যেতে চাইছিলাম যে জোরে নিজের কাছে টেনে নিয়েছে।অনেক চেষ্টা করলাম কিন্তু নিজেকে ছাড়াতে পারছি না।আর এত্ত জোরে ধরে আছে আমার ব্যথা লাগছে।
সহ্য না করতে পেরে বলেই উঠলাম
“সমুদ্র আমার লাগছে।ব্যথা পাচ্ছি আমি”
সে বললো “কেবল তো শুরু নীরা, অরো অনেক পাওনা আছে তোমার।”
__কেনো?? কি করেছি আমি?
নিজের মুখ টা আমার কাধের কাছে এনে বলো “কষ্ট দিয়েছো আমায়, আমি সব সোধ নিবো”।
কিছু বলতে যাবো লাইটস জ্বলে উঠলো আমি বলবো এবার ছাড়ুন মানুষ খারাপ বলবে। সে ছেড়া দিলো।
পার্টি শেষ হতে হতে ১২;৩০ এর মত বেজে গেলো আংকেল আন্টি ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে গেছে।সবাই চলেও গেছে।
আমি ছাদে জিনিষ গুলো গুছাচ্ছি।
সমুদ্র সাহেব সিগারেট টানছেন।
হঠাত পিছনে কাউকে অনুভব করলাম। পিছনে ঘুরতেই দেখি সে আমার খুব কাছে সরে যাচ্ছিলাম সে টেনে কাছে নিয়ে নিলো

চলবে…………..

প্রাক্তন
চতুর্থ পর্ব
writer :Wendrilla Jahan Nira

হঠাৎ পিছনে কাউকে অনুভব করলাম। পিছনে ঘুরতেই দেখি সে আমার খুব কাছে সরে যাচ্ছিলাম সে টেনে কাছে নিয়ে নিলো।
ছাড়ানোর চেষ্টা করছি কিন্তু পারছি।এত শক্ত হাত!!
জরিয়ে ধরে আমার কাধে মুখ গুজে আছে।
বুঝলাম ওর মন খারাপ বা কোনো কিছু নিয়ে আপসেট হয়ে আছে।আগে যখন ওর মন খারাপ হতো ঠিক এই ভাবেই শক্ত করে জরিয়ে ধরে কাধে মুখ গুজে থাকতো।
বললাম তাকে “মন খারাপ আপনার? কি হয়েছে জনাব?”
সে আরও কাছে টেনে বললো “কিছু না নীরা”।
__অহহ আচ্ছা।তাহলে ছাড়ুন আমায়। কেউ দেখলে ব্যাপার টা সভনীয় হবে না তাই না?
সে কাধে একটা আপ্পা(চুমু) দিয়ে ছাদ থেকে নেমে গেলো।
সব প্রায় গোজগাজ করে আমিও রুম এ আসলাম।
ফোন টা রুমেই রেখে গেছিলাম দেখি স্পর্শের ৫টা মিসডকল। তাই ফ্রেশ হয়ে কল ব্যাক করবো ভাবলাম।তার আগেই তার কল চলে এলো।
আসসালামু আলাইকুম
__ওয়ালাইকুম আসসালাম।কেমন আছেন? ব্যস্ত কি আপনি?
আলহামদুলিল্লাহ ভালো আছি।জ্বী ব্যাস্ত ছিলাম। আমার ল্যান্ডলর্ড এর ছেলে বিদেশ থেকে ফেরায় বাসায় একটা ছোট্ট পার্টি ছিলো।
__অহহ।কি করছেন?
অনেক ক্লান্ত। ঘুমোবো ভাবছি।
__অহহ আচ্ছা ঠিক আছে। কাল একটু দেখা

করতে পারবেন?
__কোথায়?.
যেখানে আপনি ভালো মনে করেন।আপনার বাসার কাছের ক্যাফে টা কিন্তু ভালোই।চাইলে ওখানেও করতে পারেন।
__আচ্ছা।ঠিক আছে। কয়টায় দেখা করবেন?
বিকেল ৫টা??
__আচ্ছা।শুভ রাত্রি।
শুভ রাত্রি নীরা।
ঘুম ক্লান্ত ছিলাম বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমিয়ে গেছি।

___নীরা এই নীরা?? ওঠ মা বেলা ১২টা বেজে গেছে।এবার তো ওঠ।
আহ আন্টি একটু ঘুমোই না।
__না আর না ১২টা বাজে মা।উঠ।
কয় টা বাজে??(চোখ গুলো বড় বড় করে)
__১২টা।
আন্টি আমার ৯টায় ক্লাস ছিলো। ডাকো নি কেনো??ধুরু ক্লাস টা মিস গেলো।
__আচ্ছা ব্যাপার না।তুই ঘুমোচ্ছিলি তাই আর ডাকি নি।সমুদ্র ডাকতে দিচ্ছিলো না।বললো অনেক রাত ই নাকি ঘুমিয়েছিস।
__অহহ।
হুম আয় ফ্রেশ হয়ে খেতে আয়।
হুম যাও যাচ্ছি।
পুরো দুপুর টা কেটে গেলো এরকম করেই আংকেল আর আন্টির সাথে গল্প করে।
সমুদ্র সাহেব বাসায় নেই।বন্ধুদের সাথে ঘুরতে গেছে।
বিকেল ৫টায় স্পর্শর কল এলো।
নীরা আপনি চলে এসেছেন?
__না যাই নি।আমার যেতে ২০মিনিট এর মত লাগবে।
অহহ আচ্ছা আসেন।
__আচ্ছা।
ক্যাফে তে এসে দেখি উনি সেদিন কার জায়গাতেই বসে আছেন।
__হাই নীরা।
হ্যালো।কেমন আছেন?
__হুম ভালো।বসুন।আমি খাবার অর্ডার করে দিয়েছে।
অহহ।ভালো।
__হুম।
তো আজ ডাকলেন কেনো??
__এমনি।তেমন কোনো কারন নেই।
কিছু বলতে যাবো দেখি সমুদ্র তার বন্ধুদের নিয়ে ক্যাফে তে ঢুকছে।
এর মধ্যে খাবার ও চলে এলো।
__নীন নীরা শুরু করুন
জ্বী আপনি ও নীন।
খেতে খেতে অনেক কথা ই হলো তার পছন্দ, আপছন্দ আমার পছন্দ অপছন্দ এগুলোই।
সমুদ্র দেখে আছেন।গোমরা মুখ করে।অনেক রেগে আছে মনে হয়।
খাওয়ার এক পর‍্যায়ে আমার ঠোটে কিছু লেগে যায়।
__নীরা আপনার ঠোঁটে কি জানি লেগে আছে।
__কোথায়?? দেখতে তো পাচ্ছি না।
সে নিজেই টিস্যু দিয়ে মুছিয়ে দিলেন
এটা দেখার সাথেই সমুদ্র আমার কাছে এসে বললেন “মীস নীরা মা আপনাকে ডেকেছে।চলুন।
আমি চমকে গিয়ে বললাম আমাকে তো ফোন দেয় নি।
স্পর্শ কিছুই বুঝছে না।
আমি বললাম স্পর্শ উনি আমার বাড়ি ওয়ার ছেলে সমুদ্র।
__হাই সমুদ্র।
__হ্যালো। নিরা চলুন।

আপনি যান আমি আসছি। আচ্ছা স্পর্শ আজ আমি উঠি।অন্য দিন কথা হবে।
__আচ্ছা নীরা ভালো থাকবেন।
আপনি ও
বাইরে এসে দেখি সমুদ্রর চোখ নাক সব লাল হয়ে আছে।
__গাড়ি তে ওঠো।
আমি একাই যেতে পারবো।কিছু বলার সুযোগ না দিয়ে হাত টা টেনে গাড়ি তে ছুড়ে মারলেন।
__আপনি কি পাগল??
__ভালো হয়ে দেখলাম লাভ নাই।

চলবে………..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here