প্রাক্তন,৫+৬ পর্ব
Wendrilla Jahan Nira
বাইরে এসে দেখি সমুদ্রর চোখ নাক সব লাল হয়ে আছে।
__গাড়ি তে ওঠো।
আমি একাই যেতে পারবো।কিছু বলার সুযোগ না দিয়ে হাত টা টেনে গাড়ি তে ছুড়ে মারলেন।
__আপনি কি পাগল??
__ভালো হয়ে দেখলাম লাভ নাই।
__মানে??
__মানে কিছুই না।শুনেন আমাদের বাসা থেকে এগুলো করা যাবে না। মানুষ খারাপ বলতে পারে।আপনার দায় আমরা কেনো নিবো?
__কি আবোল-তাবোল বলছেন আপনি?
আর শুনুন আমি বাসায় ভাড়া থাকি। ফ্রি থাকি না যে মানুষ খারাপ বলবে।আর বললেও আপনার কি? আমাকে বলবে আপনার তো কিছু হওয়ার কথা না।আপনার কি জনাব সমুদ্র?
__আমার অনেক কিছু।
এই কথা টা বলেই জোরে গাড়ি ব্রেক করলো দেখলাম বাসায় এসে গেছি। সে রেগে গাড়ি থেকে বেরিয়ে চলে গেলো।
জোরে ধাক্কা দেওয়ায় পা এর ব্যথা পেয়েছি তখন বুজতে পাই নি।এখন হাটতে যায়ে ঠিকি বুঝতে পারছি।পা খুরিয়ে খুরিয়ে বাসায় ঢুকলাম।
আন্টি দেখেই বললো
ওমা নীরা পায়ে কি হয়েছে মা??
__একটু ব্যথা পেয়েছি গো আন্টি।
কি ভাবে?
__আচ্ছা বাদ দাও না।
সে বলে উঠলো
“মা তোমার ভাড়াটিয়া বাইরে কি করে তার খেয়াল কারো?
__কি হয়েছে রে সমু?? কি করে?
আমি বললাম “বলেন কি করি??”
সে বলল মা সে বাইরে এক ছেলের সাথে রোজ দেখা করে।
__বন্ধু হয় হয়তো
নাহ বন্ধু হয় না।
_তাহলে?
অন্যকিছু হয়।রোজ ক্যাফে তে দেখা করে।মানুষ কি বলবে বলো?
__নীরা কি বলছে সমু এগুলো?
না আন্টি রোজ দেখা করি না আজ নিয়ে ২ দিন দেখা করেছি।বাসা থেকে ছেলে দেখছে আর উনাকে পছন্দ করেছে হয়তো।তাই আম্মু দেখা করতে বলেছিলো।
__ওমা তাই নাকি? ছেলে কি করে? বাসা কোথায়? নাম কি? তোর পছন্দ হয়েছে?
আন্টি আমি ওত্ত কিচ্ছু জানি না, নাম স্পর্শ, ছেলে ইঞ্জিনিয়ার। আর কিছু জানি না।
__বাহ ভালোই তো।
হুম আচ্ছা শুনো রুম এ গেলাম ফ্রেশ হয়ে আসছি।
সে বলে উঠলো মা তুমি উনাকে কিছুই বললে না??
__কি বলবো আর কেনো বলবো?বাড়ি থেকে ছেলে দেখছে।আর ওর পছন্দের কেউ থাকলেও তো কিছু বলতাম না। ও একজন প্রাপ্তবয়স্ক, পছন্দ থাকতেই পারে।
এই নীরা শোন একদিন ছেলে টাকে বাড়ী তে নিয়ে আসিস তো।
__আচ্ছা আন্টি (রুম থেকে চেঁচিয়ে বলছি)
সমুদ্র হয়তো রাগ করে চলে গেছে কোথাও।
ফ্রেশ হয়ে এসে দেখি আন্টি টিভি দেখছে। সেই সিরিয়াল উফফ আল্লাহ্ আর পারি না।আম্মু আর আন্টি দুইটাই সেম..
বেশ বিরক্তি নিয়ে বললাম তুমি টিভি দেখো আমি ছাদে গেলাম।
__আচ্ছা।
ছাদে গিয়ে ভুত দেখার মতো চমকে উঠলাম। দেখি সমুদ্র সাহেব সিগারেট টানছে।তাকে দেখে নেমে যাচ্ছিলাম।
নীরা কথা আছে যেও না।
__কি করে বুঝলেন আমি এসেছি?
তোমার উপস্থিতি এখনো আমি আগের মতো ই টের পাই।এদিকে এসো।
__হুম বলেন?কি বলবেন?
ছেলেটা কে পছন্দ করে ফেলেছো?
__খারাপ না।ভালোই উনি।
ভালোবাসতে পারবে অন্য কাউকে?
__চেষ্টা করে দেখতে হবে।
অহহ।ভালোবাসো আমায় এখনো?
__নাহ। একটু ও না
কিন্তু চোখ তো অন্য কথা বলছে।
__তাহলে ভুল বলছে।
প্রায় দুজন ই ৫ মিনিট এর মত চুপচাপ আছি।
সে বলবো চুপ কেনো?
__নীরবতা ও একধরণ এর ভালোবাসা। সেটা বুঝার সামর্থ্য সবার থাকে না।
হুম তাই তো। আমি তো সামর্থ্যহীন।
__তো কবে থেকে আবার সিগারেট ধরলে?
অনেক দিন হলো।হিসাব করেনি।
সিগারেট টা নিয়ে নিচে ফেলে দিলাম আর সে একটা নীরব হাসি হাসলো।
চলে যাচ্ছিলাম সে পিছন থেকে টেনে কাধে মুখ গুজে বলবো “আমি সিগারেট খেলে তোমার এখনো বুঝি খারাপ লাগে?
__নাহ। আমার গন্ধ টা সহ্য হচ্ছিলো না।
অহ তাই?
__হুম তাই।
সত্যি ই ভালোবাসো না আর আমায়?
কিছু না বলে নিজেকে ছাড়িয়ে নিয়ে নিচে চলে আসলাম।কারন এর উত্তর দেওয়ার সামর্থ্য আমার নেই।
ওমা দেখি চোখ বেয়ে নোলাজলের ভালোবাসা গড়িয়ে পরছে।
কিছুক্ষন তাকে সিড়ি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম।আবার নতুন একটা সিগারেট জ্বালিয়েছে। নেমে এলাম তার সিগারেট খাওয়াটা আমার কোনো কালেই পছন্দ ছিলো না।আজ ও নয়।
এসে দেখি আন্টি খাবার সাজাচ্ছে।
_একা একা করছো ডাকলে না কেনো? দুজন ই মিলে করতাম।
আচ্ছা নীরা। একটা কথা বলি??
__হুম বলো??
সমুর উপর খুব রাগ হয় তোর তাই না রে মা??
__না গো আন্টি রাগ টাগ এখন আর আমি করি না।
সে পিছন থেকে বললো “আগে করতেন বুঝি?”
__হয়তো করতাম।হয়তো খুব করতাম।কেউ তো বুঝতেই পারতো না।
__অহহ ক্ষমতাহীন হয়তো সে যে বুঝতো না।
__হুম হতে পারে।
সমু খেতে আয়।
আন্টি দারাও আমি আংকেল কে ডেকে আনি।
__হুম যা।
সবাই একসাথে খাচ্ছিলাম আন্টি বলে উঠলো “এই নীরা ছেলেটা দেখতে কেমন রে?
__কোন ছেলে??
আরেহ স্পর্শ না কি নাম!!
__অহহ। বেশ ভালো।
পছন্দ হয়েছে তোর?
__খারাপ লাগে নি।
তোর ও বিয়ে হয়ে যাচ্ছে।আমাদের ছেড়ে চলে যাবি??
আমি শুধু হাসলাম।
এবার সে বলে উঠলো “ধনী ছেলে পেয়েছে ভালোই থাকবে মা তোমার ভাড়াটিয়া”
হঠাৎ একটা শব্দ শুনতে পেলাম দেখি সমুদ্র গ্লাস টা হাত দিয়ে চেপে ভেঙেছে ফেলেছে।
রক্ত হাত দিয়ে পরছে।
__সমু হাত কাটলো কি করে?
আংকেল বললেন সমুদ্র __হাত কাটলে কি করে?
সে কোনো কিছুর উত্তর না দিয়ে আমার দিকে তাকিয়ে বললেন “মা কোন নাকি মেয়ে দেখেছো আমার জন্য?তোমার বান্ধবীর মেয়ে,আমি দেখা করতে চাই।
কথা টা শুনেই কেমন জানি লাগলো বুঝতে পারছি না কেমন লাগছে।
সে আর কিছু না বলে রুম এ চলে গেলো ঠাস করে দরজা লাগিয়ে দিলো।
আংকেল আন্টি সমুদ্রর দরজা ধাক্কাধাক্কি করছে। কিন্তু কোনো সাড়াশব্দ নেই তার।
আংকেল আন্টি আর খেলো না, না খেলেই রুম এ চলে গেলেন।
আমি সব গুছিয়ে রাখালাম ঘুমোতে যাবো।
বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছি।ঘুম আসছে না। একটা অস্থিরতা কাজ করছে।ও কি ব্যান্ডেজ করেছ?
সমুদ্রর দরজা খুলার শব্দ পেলাম…
প্রায় ১০ মিনিট রুম ই পাইচারী করলাম আর পারলাম না চলে গেলাম ওর রুম এ।দেখি হাতে রক্ত জমাট বেধে কালছে হয়ে গেছে।ব্যান্ডেজ করেন নি এখনো।আর ঘুমোচ্ছে সে।কেউ কি করে এত্তটা নিজেকে অবহেলা করতে পারে?
রুম থেকে ফাস্টএইড বক্স টা নিয়ে গেলাম রুম এ।হালকা আলো আছে বারান্দা থেকে আসছে।সে ঘুমোচ্ছে।
আচ্ছা হুমায়ূন আহমেদ স্যার ঘুমন্ত নারী নিয়ে বলেছেন যে নারী ঘুমন্ত অবস্থায় সুন্দর সেই আসল রুপবতী।আচ্ছা পুরুষ নিয়ে কেনো বলেন নি? কেউ কি সুদর্শন পুরুষ নিয়ে কিছু বলেছে??
তুলোয় সেভলন নিয়ে হাতে লাগাতেই সে ঘুম থেকে উঠে গেলো আর হাত সরিয়ে নিলো।
__হাত টা দিন।সেফটিক হয়ে যেতে পারে।
__হোক
জোর করে হাত টা নিয়ে নিলাম সে সড়ানোর চেষ্টা করছে।
__একদম হাত সড়াবেন না খুব খারাপ হয়ে যাবে কিন্তু।
__তাই কি? খারাপ হবে?
__সেফটিক হয়ে যেতে পারে।ড্রেসিং করতে দিন।
__আমার হবে তোমার কি??
__আমার কিছুই না। আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন তার কপাল পুড়বে এই আর কি..
_মানে?? বিয়ের সাথে সেফটিক এর কি সম্পর্ক?
__যদি সেফটিক হয় তাহলে ৩/৪ বছর পর আপনার হাত টা কাটা লাগতে পারে। এতে আপনার বিয়ে হয়ে যাবে।তো আপনার বউ এর ই তো সমস্যা হবে তাই না? আর একটা মেয়ে হয়ে অন্য মেয়ের খারাপ দেখি কি করে??
__তাই?? সামনে মানুষ টা আছি তার কোনো চিন্তা নাই।আর যে তাই তার চিন্তা?? হাহা হায় রে মানুষ।
__তার চিন্তা করা ছেড়ে দিয়েছি।কারন তাকে যত চিন্তা করি পরে কষ্ট টা আমার ই বেশি হয়।আপনার ড্রেসিং হয়ে গেছে। আমি আসছি। এই যে পেইন কিলার রেখে গেলাম খেয়ে নিয়েন।আসছি শুভ রাত্রি।
__খাবো না।
__তা আপনার ব্যাপার।
দেখলাম আন্টি উঠেছে শিট আন্টি কি ভাববে এত্ত রাত্রে আর ছেলের ঘরে।আল্লাহ এখন কি করবো??
(চলবে…………….)
প্রাক্তন
ষষ্ট পর্ব
Writer: Wendrilla Jahan Nira.
দেখলাম আন্টি উঠেছে শিট আন্টি কি ভাববে এত্ত রাত্রে তার ছেলের ঘরে।আল্লাহ এখন কি করবো??আন্টি কে কি বলবো।
আমি রুম থেকে বেরিয়ে যাচ্ছিলাম সে উঠে আমায় টেনে ওয়াশরুম এ নিয়ে চলে গেলো।
__আরেহ কি করছেন?
__চুপ।চুপ করো।মা আসছে বুঝতে পারছো না? এত রাত এ তোমায় আমার রুম এ দেখলে কি ভাববে?
__তাই তো চলে যাচ্ছিলাম??
__আক্কেল কি তোমার ঘাস খাইতে গেছে?
__নাহ ঘাস খাইতে কেনো যাবে?
সে কি যেনো বলতে যাচ্ছিলো আন্টি রুম এ এসে বলছে” সমু কই তুই?”
__এইতো মা ওয়াশরুম এ।দারা ও যাচ্ছি।
আমার মুখ চেপে ধরে বললো “তুমি এখানে থাকো। বের হয়ো না এখন।
__আচ্ছা।
সে বেরিয়ে গেলো।আমি একাই ওয়াশরুম এ আটকা পরে আছি। আমার আবার ঘুম ও পেয়েছে।ঘুমিয়ে না গেলে হয়!!
_হ্যা রে সমু কি হয়েছিলো রে তোর কখন?
__কিছু না মা।
__তুই ঠিক আছিস তো বাবা?
__হুম
__আচ্ছা একটা কথা জিজ্ঞাস করবো?
__হুম করো?
__নীরা আর তোর কি কিছু হয়েছে?
__কি হবে মা?কোনো কিছু তো ছিলো না যে কিছু হবে।
__নীরা অনেক ভালো মেয়ে বাবা।ওর সাথে খারাপ ব্যাবহার করিস না।খারাপ লাগে আমার।
__করতে তো চাই না মা, হয়ে যায়।
মা ছেলের কথা চলতেই আছে আমিআমি যে কখন ঘুমিয়ে গেছি টের ই পাই নি।
আমি হলাম এক গাধা ওয়াশ রুম এ ঘুমিয়ে গেছি।ওয়াশরুম কেউ ঘুমায়??
__নীরা? এই নীরা??ঘুমিয়ে গেছো?
__হুম।
__ঘুমিয়ে গেলে কেউ কথা বলতে পারে?
__হুম। আমি আমি!
__কি তুমি তুমি?
__ঘুমোবো টাটা।
__এখানে?
__হুম।
কিছু না বলেই কোলে তুলে নিলো।এবার বুঝতে পেরেছি ঘুমের ঘোরে কি আবোলতাবোল বকছি।
__এই কি করছেন?? নামান আমায়।
__তুমি নাকি ওয়াশ রুম এ ঘুমাবা?
তার থেকে আমার বিছানায় ঘুমাও।
__নাহ আমি আমার রুম এ যাচ্ছি।আমায় নামিয়ে দিন।
__তাই আচ্ছা যাও।
__হুম
__নীরা??(পেছন থেকে ডেকে ওঠলেন)
__হুম
__কিছু না যাও।গুড নাইট
__হুম। ইউ টু।
রুম এ এসে ধারাম করে বিছানায় শুয়ে মরার মত ঘুমিয়ে গেছি…
__এই নীরা ওঠ। (আন্টি)
__হুম
__হুম না। ওঠ
__জল্লাদ হলে কবে থেকে গো আন্টি।একটু ঘুমোচ্ছি।ঘুমাই না। প্লিজ
__না আর ঘুমোতে হবে না।
১২টা বাজে।আর আমার বান্ধবীর মেয়ে রাইসা কে ডেকেছি।ও চলে আসবে।
ওঠ না মা।
__কে রাইসা?
__আরেহ কাল সমু বললো না?? ও আমার বান্ধবীর মেয়ে টা কে দেখতে চায়।ওই মেয়েটাই।
কথা টা শুনে বুকে জানি কেমন করে উঠলো। বললাম
__অহহ যাও আমি যাচ্ছি।
__হুম আয়।
ফ্রেশ হয়ে দেখি সমুদ্র খাচ্ছে।
কলিং বেল বেজে ওঠলো রাইসা হয়তো এসে গেছে।কেমন জানি লাগছে।
__আসসালামু আলাইকুম আন্টি।
__ওয়ালাইকুম আসসালাম। আসো ভিতরে আসো।
__জ্বী আসছি।
__বসো। এই হলো সমু। আর ও নীরা আমার মেয়ের মত।
__হাই, হাই আপু।
__হ্যালো রাইসা।
আন্টি পরিচয় করিয়ে দিয়ে রান্না ঘরে চলে গেলো।ওরা ভালোই গল্প শুরু করেছে।আমার কেমন জানি লাগছে।তাই বললাম
“তোমরা গল্প কর আমার একটু কাজ আছে।”
সমুদ্র বলবো হ্যা আপনি যেতে পারেন। ফোন টা সোফায় সমুদ্রর একটু কাছে।ফোন টা বেজে ওঠলো স্পর্শ কল করেছে। আমি ফোন টা ধরতে যাবো উনি ফোন ধরে বলে দিলেন ” নীরা ব্যস্ত আছে।পরে কল করিয়েন।
আমি তো অবাক এইটা কি হলো?
__এইটা কি করলেন??(আমি)
__আমার যা ইচ্ছা তাই করেছি।
__মানে টা কি?? কল টা আমার জন্য ছিলো?
__ তো??
__তো মানে? অন্য কারো কল ধরতে হয় না জানেন না?
__আমার ইচ্ছে হয়েছে আমি ধরেছি।এই ধরেন আপনার মোবাইল। এখন যান,যেখানে যাচ্ছিলেন।আমি একটু রাইসার সাথে কথা বলি। আপনি যান।
আমাকে উপেক্ষা করে সে রাইসার সাথে কথা শুরু করলো।
আমিও মোবাইল নিয়ে চলে এলাম রুমে। এসে স্পর্শ কে কল দিলাম।
__আসসালামু আলাইকুম নীরা।
__ওয়ালাইকুম আসসালাম।
__কেমন আছেন নীরা?
__এই তো আলহামদুলিল্লাহ ভালোই।আপনি??
__হুম আমিও ভালো আছি।কে জানি ফোন ধরেছিলো সে বললো আপনি ব্যস্ত।তো এখন ফ্রি আছেন?
__হুম আছি।
__কে ফোন ধরেছিলো??
__সমুদ্র।আমার ল্যান্ড ওনার এর ছেলে।
__অহহ তো আজ দেখা করতে পারবেন??
__কখন?
__৪টে নাগাদ।
__আচ্ছা। কিন্তু কোথায় দেখা করবেন?
__আপনার বাড়ির সামনের ক্যাফে টা খারাপ না।যাওয়া যায়।
__আচ্ছা।আমি চলে যাবো।
এখন ২টা বাজে সমুদ্র এখনো রাইসার সাথে গল্প করছে।সে ভালোই জমেছে দুজন এর।
আন্টি খেতে ডাকলো।
খাওয়া শেষ করে আবার ও সমুদ্র রাইসার সাথে গল্প শুরু করেছে।সাথে এইবার আংকেল আন্টিও আছে।
আমি চলে এলাম।
খুব শাড়ি পরতে ইচ্ছে করছে। আলমারি থেকে একটা কালো শাড়ী বের করে পরে ফেললাম।হাতে ৩টা লাল চুড়ী,অন্য হাতে ঘড়ী,চোখে হালকা কাজল বেস বের হচ্ছিলাম।দেখি ওরা এখনো গল্পই করছে।
আন্টি আমায় দেখে বললো
__ওমা নীরা শাড়ী পরেছিস যে? কোথাও যাবি?
__হুম।
কোথায় যাবি?
__সামনের ক্যাফে টা তে।স্পর্শ দেখা করতে বললো।তাই যাচ্ছিলাম আর কি।
অহহ খুব সুন্দর লাগছে তোকে।
__তাই??
হুম।
__ধন্যবাদ তো আন্টি।আচ্ছা আমি আসি।
শুন সমুদ্র ও রাইসা কে নামিয়ে দিতে যাচ্ছে। তোকে ও ক্যাফে তে নামিয়ে দিবে।
__না না লাগবে না আমি একাই যেতে পারবো।
সমুদ্র সাহেব যে এতো ক্ষন আমার দিকে তাকিয়ে ছিলো তা বুঝতে পারলাম আমার দিকে হা করে তাকিয়ে থাকা দেখে।
এখন সে বললো ” আমি ই নামিয়ে দিয়ে আসবো।”
__না না লাগবে না।
কি লাগবে না লাগবে তা আমি আপনার থেকে ভালো বুঝি। রাইসা চলো তোমায় নামিয়ে দিয়ে আসি।
মনে মনে ভাবছি প্রথম দেখাতেই তুমি?? বাহ ভালো তো।
কি হলো নীরা আসুন(সমুদ্র)
__হুম যাই।
আমি ব্যাক সিট এ বসলাম সে আর রাইসা ফ্রন্ট সিটে বসলো। লক্ষ করলাম সে ফ্রন্ট মিরর দিয়ে আমাকে দেখছে।
আমিও দেখছি তার চোখের দিকে যদি বেশি ক্ষন তাকিয়ে থাকতে পারবো না জানি।
তাও দেখছি। তাকানোর পরেই কেমন জানি ভয় লাগলো চোখ নামিয়ে নিলাম।জানতাম পারবো না তার চোখের দিকে তাকাতে। আগেও পারতাম না এখনো পারি না।
চলে এসেছি আমি নেমে যাচ্ছিলাম
রাইসা বললো আপু ভালো থাকবেন। মেয়েটা বেস মিশুক আমার ভালো লেগেছে।
__হুম আপু। তুমি ও।
__আসি আপু।
__হুম সবধানে যেও।
সমুদ্র বললো নীরা আপনার কত ক্ষন লাগবে??
__ঠিক জানি না।কেনো?
না এমনি
বলেই সে চলে গেলো।
আমি ক্যাফে তে গিয়ে দেখি এখনো স্পর্শ আসেন নি।
ভাবলাম অর্ডার টা দেয়ে দেই ২০ মিনিট বেচে যাবে।
__সরি সরি। ভেরি সরি। আপনাকে ওয়েট করালাম।(স্পর্শ)
আরেহ না না। ব্যাপার না।আর কোথাও লিখা আছে নাকি যে মেয়েরা ওয়েট করতে পারবে না??
__বলা যেতে পারে। মেয়েদের কত নিয়ম।
আমার তা নাই।
__তাই। থেক্স।আর আপনাকে খুব সুন্দর লাগছে কালো শাড়ীতে আজ।
ধন্যবাদ জনাব স্পর্শ।
__হুম। স্বাগতম। অর্ডার করি। বলেন কি খাবেন??
আমি অর্ডার করে ফেলেছি। একটু পরে চলে আসবে।
__অহহ।
গল্প করতে করতে দেখি।আমার সমনে সমুদ্র আসে বসে গেছে মানে অন্য টেবিল এ আমার সামনে।হাতে একটা কোকের ক্যান।
আমি ও এবার তাকে উপেক্ষা করে স্পর্শ এর সাথে গল্প করছি সে দেখছে আর ফুলছে।
আমার বেশ মজা লাগছে কেনো জানি।
চলবে………