অভিমানেই আছো তুমি?,part:01

0
1995

অভিমানেই আছো তুমি?,part:01
Writer: TanjiL Mim

ভরা বিয়ে বাড়ির মাঝখান থেকে আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে মিষ্টার “আদ্রিয়ান আহমেদ আদিত্য”!!পুরো বিয়ের বাড়ির মানুষজন স্থির হয়ে তাকিয়ে আছে আমাদের দিকে’!!কেউ কিছু বলতে পারছে না আমার আব্বু আম্মু আর ছোট ভাই সবাই শুধু তাকিয়ে আছে’!!আমার উডবি সেও কিছু করতে পারছে না’!!সামান্য কিছু ফটোর পাওয়ার এত হতে পারে জানা ছিল না আমার’!!আজকের এই পরিস্থিতির জন্য শুধুমাএ আমি দাই’!!আমার জন্যই এই রকম একটা পরিস্থিতি সৃষ্টি হলো’!!সেদিন যদি ছবিগুলো না তুলতাম তাহলে আজ এগুলোর কিছুই হতো না’!!আদ্রিয়ান আহমেদ আদিত্য এমন নয় যে এই মানুষটাকে আমি চিনি না’!!একটা সময় ছিল যখন আমি এই মানুষটাকে পাগলের মতো ভালোবাসতাম’!!তার অবহেলা অপমান অনেককিছু সহ্য করেও তাকে পাগলের মতো ভালোবেসেছিলাম আমি’!!কিন্তু সেদিনের তার দেওয়া কঠিন অপমান আমি মরে গেলেও তার কিছু যায় আসে না এটা জানার পর আর তার দিকে ফিরেও তাকাতে ইচ্ছে করে নি আমার’!!তার থেকে সরে এসেছি আমি’!!প্রায় একমাস হয়ে গেছে তার মুখটাও আমি দেখি নি’!!কিন্তু এইভাবে আমার বিয়ের মাঝখানে এসে এইভাবে জোরজবরদস্তি করে বিয়ে করে নিবে এটা আমার কল্পনার বাহিরে ছিল’!!রাগ হচ্ছে ভিষণ’!!আমি মরে গেলেও যার আসে না সে কিনা সামান্য ফটো নিয়ে বাজে কথা বলে এই ভাবে বিয়ে করে নিবে’!!কিছুক্ষণ আগে……

“কাজী আমায় কবুল বলতে বলবে এমন সময় আদিত্য তার সাঙ্গ পাঙ্গদের নিয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হলো’!!তাকে দেখে রীতিমতো চোখ রসগোল্লা হয়ে গেল আমার’!!আদিত্য আমার সামনে এসে বললোঃ

———-“ডারলিং এইভাবে বিয়ে করে নিলে কিভাবে হবে…..

“আদিত্য কথা শুনে আমি জাস্ট হা হয়ে তাকিয়ে ছিলাম’!!বলতে কি চাইছে উনি’!!এমন সময় আব্বু এসে আদিত্যের সামনে দাঁড়িয়ে বললোঃ

———–“তোমার সাহস তো কম নয় আমার মেয়ের বিয়েতে এসে এইভাবে কথা বলছো…..

————“শশুর মশাই এত কথা কেন বলছেন বলুন তো’!!আর আমি আপনার মেয়েকে বিয়ে করবো’!!আমায় রেখে অন্য ছেলের সাথে বিয়ে কি করে দেন আপনি’!

———–“একদম বাজে কথা বলবে না’!!(আদিত্যের কলার চেপে)

“আদিত্য আব্বুর কাজ দেখে হেঁসে বললোঃ

————“কুল ডাউন শশুর মশাই….!!আপনার মেয়ে আমায় ভালোবাসে’!!আমরা একসাথে অনেকটা সময় কাটিয়েছি এখন ওই সময়গুলোতে আমরা কি কি করেছি এটা আপনাকে হয়তো ভালোভাবে বুঝাতে হবে না’!!আর এখন আপনি আমায় রেখে অন্য ছেলের সাথে বিয়ে কি করে দেন!!

“এমন সময় আমার উডবি রাসেল এসে বললোঃ

———-“তোর সাহস তো কম নয় আমার উডবিকে নিয়ে বাজে মন্তব্য করছিস….

“সাথে সাথে আদিত্যের মাথা গরম হয়ে গেল’!!আদিত্য রেগে বললোঃ

———–“একদম তুই তুকারি করবে না’!!এই বলে আদিত্য কতগুলো ফটো বের করে রাসেলের হাতে দিল আর বললোঃ

————“এইগুলো ভালোমতো দেখ আর বলো আমি মিথ্যা বলছি কিনা….

“রাসেল ফটোগুলো নিয়ে দেখতে শুরু করলো’!!আর ফটোগুলো এমন ছিল’!!রাতের বেলা অনেকটায় কাছাকাছি এসে দুজন মানুষের ছবি তোলা”!!একটার ভিতর তো আরুশি আদিত্যের গালে কিস করেছে’!!এসব ফটো দেখে রাসেল আর আব্বুর মাথা গরম হয়ে আসলো’!!আব্বু সব ফটোগুলো নিয়ে এসে আমার সামনে দাঁড়ানো তারপর বললোঃ

————“এসব কি দেখছি আমি আরুশি তুমি ছিঃ ছিঃ,তোমাকে আমার মেয়ে বলতেও ঘৃণা হচ্ছে শেষে কিনা তুমি এই গুন্ডা টার সাথে এই বলে যেই না আব্বু আমার গালে থাপ্পড় মারতে যাবে’!!সাথে সাথে আদিত্য এসে আব্বুর হাত ধরে বললঃ

————“এই ভুলটা একদম করবেন না শশুর মশাই……

“আমি রেগে আদিত্যকে বললামঃ

———–“আপনি কোন সাহসে আমার বাবার হাত ধরেন কোনো অধিকার নেই আপনার’!!

“সাথে সাথে আদিত্য হেঁসে বললোঃ

———“অধিকার লাগবে ওয়েট…..

“এই বলে আদিত্য আমার হাত ধরে টানতে টানতে বিয়ের আসরে নিয়ে গেল’!!তারপর কাজীকে বললোঃ

———-“কাজী সাহেব বিয়ে পড়াতে শুরু করুন’!!

“আদিত্যের কথা শুনে আমি হা হয়ে গেলাম’!!তারপর বললামঃ

———–“আমি আপনাকে বিয়ে করবো না…..

“হুট করেই আদিত্য আমার কানের কাছে ঝুঁকে বললোঃ

———–“আমি জানতাম ডারলিং তুমি এমন কিছুই বলবে,চুপচাপ যা বলছি তাই করো তা না হলে….

———-“তা না হলে কি করবেন আপনি…..

———-“তোমার পুরো পরিবারে লাশ বানিয়ে দিবো,তুমি জানো এটা করতে আমার হাত কাঁপবে না…..

“সাথে সাথে কালো অন্ধকারে ঢেকে গেল সব’!!আমি মিনতির স্বরে বললামঃ

————“প্লিজ এমনটা করবেন না…..

————“তাহলে যা বলছি তাই কর ডারলিং…

————“এমনটা কেন করছেন….

“বিনিময়ে আদিত্য কিছু বললো না….

“আদিত্যের কথা শুনে চোখ বেয়ে পড়লো পানি’!!আদিত্যের উপর ঘৃনা বেড়ে গেল আমার’!!শেষে কিনা…..

“কেউ কিছু বলতে পারলো না সবাই আদিত্যের পাওয়ারকে ভয় পায়’!!তাই সবাই শুধু চুপ করে তামাশা দেখছিল’!!
“কবুল বলার মাধ্যমে বিয়ে হয়ে গেল’!!সবাই শুধু অবাক হয়ে আমাদের কাহিনির দেখে মজা নিচ্ছিল’!!হর্ঠাৎই আদিত্য বলে উঠলঃ

———-“তাহলে বিয়ের কাজ শেষ এখন তাহলে যাওয়া যাক বউ….

“হা হয়ে শুধু আদিত্যের কান্ড দেখলাম আমি’!!এমন সময় আব্বু বুকে হাত দিয়ে বসে পরলো নিচে’!!সাথে সাথে আমি দৌড়ে গেলাম আব্বুর কাছে…….

————–“বাবা….

“অসুস্থ শরীর নিয়ে বাবা চেঁচিয়ে বলে উঠলঃ

————“একদম ওই মুখে আমায় বাবা বলবে না…..

————“বাবা…..

————“অপর্ণা(আরুশির আম্মু)তুমি ওকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বলো’!!আমি ওর মুখ দেখতে চাই না……..

“চোখ বেয়ে পরলো পানি’!!এদিকে বাবার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে’!!সাথে সাথে রাসেল দেখতে শুরু করলো আব্বুকে’!!কারন ও একজন ডাক্তার’!!এমন সময় আদিত্য আমার হাত ধরে টানতে টানতে নিয়ে আসলো’!!আদিত্যের কাজে ঘৃনা রাগ দুটোই হচ্ছিল কিন্তু কিছু করতেও পারচ্ছিলাম না’!!

“বর্তমানে……

“আদিত্য আমার হাত ধরে গাড়িতে বসিয়ে দিল’!!তারপর নিজে ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাতে শুরু করল……

“চোখ বেয়ে পরছে পানি আর ভাবতে লাগলাম আজ থেকে ঠিক কয়েকমাস আগে ঘটনা…..

__________________________________________

_______________________

“ভার্সিটি শেষে হেঁটে বাড়ি ফিরছি আমি’!!এমন সময় দেখলাম আমার দেখে কিছুটা দূরে আদিত্য গাড়ি পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে’!!ওকে দেখেই মুখে হাসি ফুটে উঠলো’!!আদিত্য হলো একজন বড় মাপের মাফিয়া’!! দেখতে অসম্ভব সুন্দর’!!উনি মাফিয়া হলেও মনটা খুব ভালো’!!উনি সেইসব মানুষদের সাথে খারাপ আচরণ করেন যারা গরীব মানুষদের কাছ থেকে তাদের শেষ সম্বল কেঁড়ে নিয়ে নিজের নামে করে’!!কিন্তু কখনো প্রকাশ করে না’!!আর এসব দেখেই আদিত্যের প্রতি ভালোলাগা থেকে ভালোবাসায় চলে যাই আমি’!!বহুবার বলেছি আদিত্যকে ভালোবাসি’!!কিন্তু আদিত্য পাত্তা দেয় নি’!!!নানা ভাবে তাকে প্রপোজ করেছি কখনো ফুল দিয়ে তো কখনো চিঠি দিয়ে’!!কিন্তু আদিত্য সেগুলো ঠিক মতো দেখেও নি’!!দেওয়ার সাথে সাথে ফেলে দিয়েছে’!!আদিত্যকে প্রথম টিভিতে দেখেই সেই লেভেলের ক্রাশ খাওয়া আমি’!!তারপর তার কাজ দেখে ফিদা’!!আদিত্য বলতে পাগল আমি’!!কিন্তু এই আদিত্য ঠিক মতো আমার দিকে তাকায় ও না পর্যন্ত’!!তারপরও বেহায়া মনটা তার দিকে এগিয়ে যায় বেশি’!!হুট করেই দৌড়ে আদিত্যের সামনে দাঁড়িয়ে বললামঃ

———-“জানেমন তুমি এখানে কি করছো……

“আমায় দেখে আদিত্য রেগে বললোঃ

———-“আবার তুমি তোমার সমস্যা কি কতোবার বলেছি এইসব ফালতু নাম দিয়ে ডাকবে না আমায়’!!আর তোমার কি আমায় দেখে ভয় হয় না’!!এই আদিত্যের নাম শুনে বড় বড় মন্ত্রীরা পর্যন্ত ভয় পায়’!!আর তুমি…..

————“এমন কেন করেন বলুন তো আমি আপনাকে ভালোবাসি…..

———–“ভালোবাসা হাসলো আদিত্য…..

“তারপর আমার পাশ কাটিয়ে চলে গেল’!!আর বললোঃ

———–“নেক্সট টাইম যেন না দেখি তোমায় একদম খুন করে দিবো……

“সাথে সাথে ভেংচি কেটে বললামঃ

———–“একদম খুন করে দিবো ভালো না বাসলে…..

“বিনিময়ে আদিত্য কিছু বললো না’!!গাড়ি করে চলে গেল’!!আর আমিও দীর্ঘশ্বাস ফেলে বলে উঠলঃ

———–“মিষ্টার মাফিয়া কবে যে তুমি আমায় ভালোবাসবা’!!তবে আমি জানি আজ নয় কাল ভালো তুমি আমাকেই বাসবে’!!এই ভেবে নাচতে নাচতে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হলাম আমি……….

_________________________

“রাতে_৮ঃ০০টা………

“বিছানায় শুয়ে আদিত্যের ছবির দিকে তাকিয়ে আছি আমি’!!আর ছবির সাথে কথা বলছিঃ

———-“মাফিয়া জানেমান কবে যে তুমি বলবে আরুশি আই লাভ ইউ’!!কাছে গেলে শুধু তোমার সমস্যা কি’!!আরে জানেমান আমার সমস্যা কি জানো না তুমি তোমায় আমি ভালোবাসি কেন বুঝতে পারো না তুমি’!!যেখানে আমার জন্য অর্ধেক ছেলেরা পাগল সেখানে এই ছেলেটা আমায় পাওা দিচ্ছে না’!!দাঁড়াও যেদিন তোমার সাথে বিয়ে হবে’!!সব শোধ নিবো আমি’!!হর্ঠাৎই উঠে বসে বেলকনিতে গিয়ে দাঁড়িয়ে পরলাম আমি’!!আকাশটা খুব সুন্দর’!!এমন সময় বিছানার উপর ফোনটা বেজে উঠল!!ফোনটা তুলে দেখলাম মিষ্টি মাই বেস্টু’!!খুশি হয়ে ফোনটা তুলে বললামঃ

————-“হুম বল……

————-“মেলায় যাবি……

————-“এখন……

————-“হুম…..

————“আচ্ছা তুই বের হ আমি তৈরি হয়ে আসছি…..

————“আচ্ছা…..

“তারপর তৈরি হয়ে আম্মুকে একটু মেনেজ করে বেরিয়ে পরলাম আমি’!!

চলবে………..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here