তুমি আমারই থাকবে,part:1

0
10067

তুমি আমারই থাকবে,part:1
writer:zunaisha mahira

পাত্রপক্ষের সামনে বসে ছিল তানহা। হঠাৎ করেই তনয়
দৌড়ে এসে সবার সামনে জড়িয়ে ধরে পাগলের মতো চুমু খায় তানহা চোখে মুখে। পাত্রসহ রুমে উপস্থিত সবাই হতবাক তনয়ের ব্যবহারে।
তানহার বাবা চিল্লিয়ে উঠে তনয়কে ধরতে যাবেন এমন সময় তনয় তানহাকে ছেড়ে সোফায় বসে বলে,
-“রিল্যাক্স শ্বশুরজী। এই বয়সে এত হাইপার হইলে আমার শাশুড়িমার সাথে বেশিদিন কেমনে থাকবেন?” (চোখ টিপ মেরে)

তানহার বাবা চিল্লিয়ে উঠে বলেন,
-“বেয়াদব ছেলে,কেন এসেছো এখানে? এতকিছু করেও শান্তি হয়নি তোমার যে আমার মেয়ের বিয়েটাও এখন ভাঙতে এসেছো?”

তনয় হেসে উঠে তানহার হাত চেপে ধরে বলে,
-আপনার মেয়ের বিয়ে তো হয়েই গিয়েছে একবার। এত হ্যান্ডসাম, ফিট এন্ড ফাইন জামাই থাকতে আপনি আবারও জামাই খুজছেন? নট ফেয়ার শ্বশুরমশাই!”(বাকা হেসে)

তানহার বিয়ে হয়ে গিয়েছে শুনে পাত্রপক্ষ তানহার বাবার আর কোন কথা না শুনেই সেখান থেকে চলে গেলো এবং তানহার বাবাও তনয়ের দিক তাকিয়ে রেগে বাসার ভেতরে চলে গেলেন।

তনয় তখন তানহার গাল চেপে ধরে বলল,
-“খুব শখ হয়েছে না তোর আবার বিয়ে করার? আমাকে আর ভাল্লাগে না তাই না? এইজন্যই তো এত ঢ্যাংঢ্যাং করে পাত্রের সামনে এসেছিস?”

-কেন করছেন আপনি আমার সাথে এমন? মুক্তি চেয়েছিলেন না আপনি? দিয়েছি তো মুক্তি আপনাকে। (অশ্রুভরা চোখে)

-এই, একদম কাদবা না আমার সামনে। আর কিসের মুক্তি হ্যাঁ? ডিভোর্স হয়নি এখনও আমাদের।

-হয়ে যাবেই তো কয়দিন পর। তখন আপনি আপনার রাস্তায় আর আমি আমার রাস্তা..

আর কিছু বলার আগেই ওকে দেয়ালের সাথে চেপে ধরে তনয় বলে,

– আমার ধৈর্যর পরীক্ষা নিয়োনা সুইটহার্ট। তোমাকে আমি ছাড়বো না। দেরিতে হলেও বুঝেছি তোমাকে ছাড়া আমার চলবে না। তাই তুমি আমার না হলে তোমাকে আর কারও হতে দিবেনা এই তনয়।
(তারপর তানহার শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছে দিয়ে কপালে চুমু দিয়ে চলে গেল)

তানহা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে আর ভাবছে কেন করলো তনয় এমন..ও তো নিজেই মুক্তি চেয়েছিলো তানহার থেকে।

৬ মাস আগে এক বিকেলে তানহার সাথে দেখা হয় তনয়ের..

চলবে?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here