সত্যি ভালোবাসো,part_15

0
2628

সত্যি ভালোবাসো,part_15
writer Fatema Khan

সকালে ঘুম থেকে উঠে তাহিয়া নিচে গিয়ে দেখে সবাই নিচেই আছে।সকালের নাস্তা করেই চলে যাবে।কিছুক্ষণ পর ডাইনিংয়ে নাস্তা দিলে সবাই খেতে বসে।

রায়হানঃআরে আবির ভাই তাহসিনকে দেখছি না যে,সে কোথায়?

(এতোক্ষণে খেয়াল করলাম তাহসিন ভাইয়া নেই।)

আবিরঃআসলে তাহসিনের কি কাজ ছিলো তাই সকালেই চলে গেছে।একটু আগে আমাকে কল করে বললো।

নীলিমাঃতাই বলে না খেয়ে চলে গেলো ছেলেটা।

আবিরঃ কোনো ব্যাপার না ও অফিসে কিছু খেয়ে নিবে।

(তারপর সবাই খেয়ে কিছুক্ষন কথা বলে আমাদের বিদায় দিয়ে চলে যায়।)

_________________________________

রাত ৮ঃ০০

আবিরঃদাড়াও। কোথায় ছিলে সারাদিন? আর ওই বাসায় কাওকে না বলে আসা কোন ধরনের কাজ।(রেগে কথাগুলো বললো)

তাহসিনঃওই বাসায় কাওকে না বলে আসার জন্য সরি বাবা।আর সারাদিন আমি বন্ধুদের সাথে ছিলাম।

আবিরঃআর এখন রাত ৮ঃ০০ টা বাজে তোমার আসার সময় হলো?

তাহসিনঃবাবা আমার খুব খিদে পেয়েছে,আমি ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিই।তারপর তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে।

আবিরঃকি কথা?

তাহসিনঃআমি এসে বলছি।

(তারপর তাহসিন সিড়ি দিয়ে উপরে উঠে চলে যায়)

________________________________

তাহসিনঃতনিমা কাল প্লিজ তাহিয়াকে একটু কলেজ নিয়ে আসবি।ওর সাথে আমার কিছু কথা আছে।

তনিমাঃকি কথা?জরুরি কিছু নাকি?

তাহসিনঃঅনেক দরকারি কথা,কাল আসলেই জানতে পারবি।

তনিমাঃওকে আমি কাল তাহিয়াকে কলেজ নিয়ে আসব।

তাহসিনঃঅনেক অনেক থ্যাংকস দোস্ত।

___________________________________

(রাত ১১ঃ০০ টা আবির আহমেদ গম্ভীর হয়ে বসে আছেন।তাহসিনের এই ছন্নছাড়া জীবন আর মেনে নেয়া যায় না।তাকে কিছু একটা করতে হবে।)

তাহসিনঃবাবা ভিতরে আসবো?

আবিরঃভিতরে আসো।

(ভিতরে এসে তাহসিন তার বাবার সামনে এসে বসে।)

তাহসিনঃবাবা আমি একটা সিদ্ধান্ত নিয়েছি।আমার মনে হয় তুমি শুনে খুশি হবে।

আবিরঃ কি সিদ্ধান্ত নিয়েছো তুমি যাতে আমি খুশি হবো?

তাহসিনঃবাবা আমি এই সপ্তাহে দেশের বাইরে চলে যেতে চাই।কানাডা চলে যাবো আমি।ওইখানেই স্টাডি কম্পলিট করতে চাই।সব রেডি করে ফেলেছি আমি।তুমি অনুমতি দিলে আমি কাল টিকিট কেটে নিবো।

আবিরঃতোমার কথা শুনে সত্যিই আমি খুব খুশি হয়েছি।আর আমিও চাই তুমি নিজের জীবনে এগিয়ে যাও।

তাহসিনঃথ্যাংকস বাবা।তাহলে আমি কাল টিকিট কেটে ফেলি।যাতে এই সপ্তাহে যেতে পারি।

আবিরঃঠিক আছে।তবে নিজের খেয়াল রাখবা।কোনো অযত্ন করবে না।

তাহসিনঃকরবো না বাবা।

আবিরঃ তুমি ভালো থাকলেই আমি ভালো থাকবো।তুমি ছাড়া আমার আর কেউ নেই এটা মনে রেখো।

(তাহসিন তার বাবাকে জড়িয়ে ধরলো)

_________________________________

(তাহিয়া তাহসিনের সামনে দাড়িয়ে আছে।কিন্তু কোনো কথা বলছে না।মুখ ফুলিয়ে তাকিয়ে আছে তাহসিনের দিকে।)

তাহসিনঃকিরে কথা বলবি না আমার সাথে?

তাহিয়াঃনা তুমি পচা।

তাহসিনঃ হুম খুব পচা।আমাকে একদম দেখতে ইচ্ছে করে না তোর তাই না।

তাহিয়াঃহ্যা তাই।ওইদিন রাতে তুমি আমাকে হাতে ব্যাথা দিয়েছো।আমি কত ভয় পেয়েছিলাম যখন তুমি আমার এতো কাছে ছিলে।

তাহসিনঃসরি।মাফ করে দে সব কিছুর জন্য।মাফ করে দিবি তো

তাহিয়াঃকি হয়েছে তোমার,এমন করে বলছো কেনো?

তাহসিনঃআমি চলে যাচ্ছি।

তাহিয়াঃকোথায় যাবে তুমি?

তাহসিনঃকানাডা চলে যাবো,ওইখানেই স্টাডি শেষ করে ওইখানেই থেকে যাবো।

তাহিয়াঃভাইয়া তুমি আমাদের ছেড়ে চলে যাবে?

তাহসিনঃআমি একটু ভালো থাকতে চাই।আর এখানে আমি ভালো নেই।তোকে আরেকটা কথা বলার ছিলো

তাহিয়াঃকি বলো

তাহসিনঃআমি তোকে খুব ভালোবাসি রে প্রেয়সী।আমার ছোট্ট প্রেয়সী।

(বলেই আমাকে জড়িয়ে ধরলো।কিছুক্ষণ আমাকে জড়িয়ে রেখে সে আমাকে ছেড়ে দিলো।আমাকে কিছু বলতে না দিয়েই সে কলেজের গেইট পেরিয়ে গেলো।)

তাহিয়াঃকি বলে গেলে তুমি এটা?তুমি কি আমাকে #সত্যি_ভালোবাসো?

(কথাটা বলতেই আমার চোখ দিয়ে দু’ফোটা পানি গড়িয়ে পরলো।আর আমি গেইটের দিকে তাকিয়ে আছি।ভাবতেই এতো কষ্ট হচ্ছে আর কোনোদিন দেখা হবে না এই লোকটার সাথে।বিদায়…….)

চলবে,,,,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here