সত্যি ভালোবাসো,part_24 (দুরত্ব)

0
2541

সত্যি ভালোবাসো,part_24 (দুরত্ব)
writer Fatema Khan

আকাশ ভেঙে পড়লো আমার মাথায় যাকে নিজের জীবন থেকেও বেশি ভালোবাসি সে আজ আমার ভাইকে মারতে চায়।কিন্তু কেনো?

আরিশঃতাহিয়া তুমি ভুল বুঝছো।তুমি যা দেখছো তা সম্পূর্ণ ভুল।আমি ইচ্ছে করে এমনটা করি নাই।

তাহিয়াঃতাহলে কিভাবে হলো,তোমার হাতে পিস্তল ভাইয়ার হাতে রক্ত।বলো কিভাবে?

তূর্যঃতাহিয়া আরিশ আমাকে এতোদিন আটকে রেখেছিলো যানিনা কেনো,কিন্তু আজ যখন আমি পালানোর চেষ্টা করি তখনই আরিশ এসে আমাকে গুলি করে।

আরিশঃ তূর্য একদম মিথ্যা বলবি না(কলার ধরে)

তাহিয়াঃআমার ভাইকে ছাড়ো(আরিশ আর তূর্যকে ছাড়াতে ছাড়াতে)

তাহিয়া তূর্যকে ছাড়িয়ে আরিশকে এক থাপ্পড় মেরে বলে-

তাহিয়াঃআমার ভাইয়ের গায়ে আর একটা আঘাত করেছো তো আমার চেয়ে খারাপ কেউ হবে না।ভুলে যাবো আমি তুমি আমার কে হও,আমি তোমাকে ভালোবাসি।

আরিশঃতুমি পাগল হয়ে গেছো,কি সব বলছো তুমি!

তাহিয়াঃআমি একদম ঠিক বলছি মিস্টার আরিশ খান।দূরে থাকবেন আমার থেকে এবং আমার ফেমিলি থেকে।

আরিশঃতাহিয়া তুমি আমার কথা শুনো।

তাহিয়াঃআমি আপনার কোনো কথা শুনতে চাই না।যা নিজের চোখে দেখেছি তাই যথেষ্ট।(চোখের পানি মুছে)

তূর্যঃ তারাতাড়ি চল বোন না হলে এই আরিশ তোকে মারতেও এক মূহুর্ত ভাববে না।

আরিশঃতাহিয়া প্লিজ বউ তুমি আমার কথাটা শুনো তারপর না হয় চলে যেও।

তাহিয়াঃআপনার ওই নোংরা মুখে আমাকে বউ বলবেন না।আমার থেকে দূরে থাকুন।

(তাহিয়া আরিশের কোনো কথা না শুনে তূর্যকে নিয়ে চলে গেলো)

_____________________________________

দুইদিন ধরে তার কোনো খবর নেই।আমি যে তাকে কল করে যাচ্ছি মোবাইলটাও বন্ধ করে রেখেছে।আমি যে পরশু বাংলাদেশ যাবো তার সেদিকে কোনো খেয়াল আছে।(রেজোয়ান রুমে পায়চারি করে নিজেই বলছে এসব।তখনই তার মোবাইলে কল আসে)

রেজোয়ানঃহ্যালো(গম্ভীর হয়ে)

মাস্কপরা ব্যাক্তিঃহ্যালো।আসলে……

রেজোয়ানঃআসলে নকলে শুনতে আসি নাই আমি।এই দুইদিন কই ছিলা তুমি?আর তোমার মোবাইল বন্ধ ছিলো কেনো?

মাস্কপরা ব্যাক্তিঃঅনেক বড় ঝামেলা হয়ে গেছে।

রেজোয়ানঃকিহ ঝামেলা?

মাস্কপরা ব্যাক্তিঃসে অনেক কিছু জেনে গেছে,আর আমি এইজন্যই এই দুইদিন আপনার সাথে যোগাযোগ করতে পারি নাই।

রেজোয়ানঃতাহলে এখন

মাস্কপরা ব্যাক্তিঃআমাদের খুব সাবধান থাকতে হবে এই দুই-তিন দিন।

রেজোয়ানঃ হুম বুঝলাম

মাস্কপরা ব্যাক্তিঃপরশু আপনি আসলে আমরা কাজ শেষ করে পরেরদিন প্রথম ফ্লাইটে আপনি দুবাই চলে যাবেন।বাংলাদেশে থাকা খুব রিস্ক হয়ে যাবে।

রেজোয়ানঃঠিক আছে এখন রাখছি।তুমি সাবধানে থেকো।

__________________________________

কেনো করলে তুমি এমনটা আমার সাথে? আমি তো ভালোবেসেছি মন থেকে।নিজের মন প্রাণে শুধু তোমার নাম এতো ভালোবাসার পরও তুমি আমার ভাইয়ের সাথে এমনটা কিভাবে করলে।সবকিছু এতোই তুচ্ছ তোমার কাছে।

আফসানাঃতাহিয়া দরজা খোল মা কি হয়েছে মাকে তো বল(দরজায় নক করে)

তাহিয়াঃকিছু হয়নি মা।

আফসানাঃতুই দরজা খোল আগে

(তাহিয়া দরজা খুলে দিলো)

আফসানাঃএবার বল কি হলো আরিশের সাথে জগড়া হয়েছে।আর তূর্যকে কোথায় পেলি।

তাহিয়াঃকিছু হয়নি মা।ভাইয়া এসেছে তো তাই ভাবলাম কয়দিন থেকে যাই।

আফসানাঃভালো করছিস।কিন্তু ছেলেটার হাতে ব্যান্ডেজ কেনো?তূর্য ঘুমিয়ে গেছে না হলে ওকেই জিজ্ঞেস করতাম

তাহিয়াঃজানিনা মা,ভাইয়ার তো এমনই ছিলো। হয়তো ব্যাথা পেয়েছে।

আফসানাঃঅহ কই ছিলো এই কয়দিন কিছুই বললো না।আচ্ছা তুই ঘুমিয়ে পড়।

তাহিয়াঃআচ্ছা মা।

(তারপর আফসানা চলে গেলেন)

চলবে ,,,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here