Black Rose?Season_04,Part_01

0
4489

Black Rose?Season_04,Part_01
The Dark king of Vampire kingdom♚
Lamiya Rahaman Meghla

ঘুমের মধ্যে অনুভব হচ্ছে কেউ আমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে।
কিন্তু এতো ঘুম পাচ্ছে না আমার সাথে হচ্ছে কি তা বুঝতে পারছি না আমি।
ঘুম ঘুম চোখ দুটো খোলার সাথেই সামনে থাকা মুখটা দেখে একটা চিৎকার দিতে
সামনে থাকা মানুষ টা মুখটা চেপে ধরলো,
–কি হইছে টা কি।
–ম ম
আমার এমন শব্দের কারনে আদ্রিয়ান ভাইয়া মুখটা ছেড়ে দিলো,
–আপনি আমার রুমে কি করছেন(চিল্লিয়ে)
–চোখ খুলে ভালো করে দেখ এটা আমার রুম৷
–মানে কি।
আমি এক ধাক্কায় ভাইয়াকে উঠিয়ে দিয়ে ভালো করে পর্যবেক্ষণ করলাম সত্যি আমি তার রুমে।
আমার পরনে বেনারসি।
–এগুলা কি হচ্ছে টা কি আমি আপনার রুমে কি করছি
–ও মা কি হবে কাল তোমার আমার বিয়ে হলো আজ তুমি কই থাকবা আমার রুমেই তো থাকবা।(বাঁকা হেঁসে)
–বিয়ে কিসের বিয়ে কার বিয়ে কখন বিয়ে৷
আপু…………
–এই মেয়ে এতো জোরে চিৎকার করছো কেন৷ (ধমক দিয়ে)
–আপু কই
আমি দৌড়ে রুম থেকে বেরিয়ে এলাম৷
–আপুনি কি হচ্ছে টা কি এগুলা।
–কি হচ্ছে তুই সকাল সকাল চিল্লাছিস কেন আদ্রিজা৷ তাও নতুন নতুন শ্বশুর বাড়ি এসে (কিছুটা রেগে)
–আরে শ্বশুর বাড়ি কার শ্বশুর বাড়ি বিয়ে হলো কখন।
–আদ্রিজা তুই কি মজা করছিস।
–মজা কেন করবো আপু কি হচ্ছে আমার সাথে এগুলা।
–আদ্রিজা একটা থাপ্পড় দিবো তোকে তুই কি শুরু করলি নতুন বৌ তুই বাসার সবাই দেখছে (রেগে গিয়ে আনিশা)
–অনিশা(আদ্রিজার বড়ো আপু) চিল্লিও না ওর হয়তো ভুল হইছে সমস্যা নেই আমি দেখছি (আবির অনিশার হাসবেন্ড )
–ভাইয়া কি বুঝাবেন কাল আপনাদের বিয়ে হবার কথা ছিলো আমার বিয়ে কি করে হলো এটা বলুন প্লিজ৷
–আদ্রিজা অনেক সিনক্রিয়েট করে ফেলেছো রুমে চলো (আদ্রিয়ান)
–না আমি যাবো না আপু প্লিজ বল কি হচ্ছে এগুলা।
আদ্রিজার আর কোন কথা না শুনে আদ্রিয়ান তাকে ভেতরে নিয়ে এলো। । দরজা ঠাস করে বন্ধ করে দিলো৷
–তোমার সমস্যা কি (রেগে)
–সমস্যা কি মানে আমার সাথে এগুলা হচ্ছে কি।
–যা হচ্ছে মেনে নেও চুপচাপ নাইলে সমস্যা তোমারি হবে তুমি কল্পনাও করতে পারবে না কি হবে।
তোমার আর একটা সিনক্রিয়েট এ আবির ভাইয়া আর অনিশা ভাবির বিয়ে ভেঙে যাবে কথাটা মাথায় রাখো।
–মানে কি৷
–মানে যা বলছি তাই চুপচাপ গিয়ে আটা ময়দা তুলে ফ্রেশ হয়ে সুন্দর একটা শাড়ি পরে বৌ এর মতো নিচে আসো।
নাহলে আমি যা বলি তাই করি এর প্রমান তোমার সামনেই।
বলেছিলাম না বিয়ে আমাদের কালকেই হবে তুমি কিছু করতে পারবে না।
–আপনি,
–চুপ করো তোমার কাছে ১০ মিনিট আছে
কথাটা বলেই আদ্রিয়ান রুম ত্যাগ করলো।
কি হচ্ছে কি এগুলা।
আমি আদ্রিজা রহমান।
অনার্স ১ ম বর্ষের ছাত্রী।
বাবা মায়ের ছোট সন্তান। অনিশা আমার বড়ো আপু। ঘরোয়া দেখায় অনিশা আপু আর আবির ভাইয়ার বিয়েটা হইছে৷ আবির ভাইয়ার ছোট ভাই আদ্রিয়ান আবরার খান। আপুকে দেখতে এসেছিলো যে দিন তার ১০ দিন পর বিয়ে ঠিক হয়৷
বেশ ধুমধামে বিয়ে টা হয়।
হলুদের দিন হটাৎ আদ্রিয়ান ভাইয়া ফোন দিয়ে বলে,
তোমার আমার বিয়ে কাল হবে রেডি থেকো।
আমি ভেবেছিলাম হয়তো মজা করছে।
আমি আমার মতোই ছিলাম৷
বিয়ের দিন আপুকে সাজানো হলে রুমে এসে শাড়ি পরছিলাম।
পানি পিপাসা পেতে পানি খেয়ে শাড়িতে মন দিলাম।
হটাৎ সব ঘোলাটে হয়ে আসলো৷
তার পর কিছুই মনে নেই সকালে উঠে এই সব।
মানলাম কোন কারনে বিয়েটা হলো কিন্তু আপু এভাবে ব্যাবহার করছে যেন আমি ইচ্ছে করে বিয়েটা করেছি।
আল্লাহ আমার মাথায় কিছু আসছে না হচ্ছে টা কি।

–আদ্রিজা।
হায় হায় আন্টি ডাকছে আমি তো কিছুই করি নি।
জদি সত্যি আদ্রিয়ান যা বললো তাই হয়৷
না না আমি রেডি হই।
গোসল করে একটা গাড়ো নীল রঙের শাড়ি পরে একটু সেজে মাথায় ঘোমটা দিয়ে নিচে এলাম।
আদ্রিয়ান আমার পাশে দাঁড়ালো।
–মাসআল্লাহ সুন্দর দেখাচ্ছে তোদের (আদ্রিয়ান এর মা আমার শ্বশুর মা)
সবাই এতো ভালো ব্যাবহার করছে যেন সব আগে থেকে ঠিক ছিলো৷
আল্লাহ মাথায় আর একটু চাপ দিলে আমি পাগল হয়ে যাবো।
–আজ রাতে তোদের রিসিপশন পার্টি আমি চাই তোমরা দুই বোন ভালো করে রেডি থাকো সময় মতো। (অনিলা বেগম)
–জি মা চিন্তা করবেন না (অনিশা)
–হুম চলো সবাই খেতে বসি।
–তোমরা যাও একটা ফোন পিক করে আসছি (আদ্রিয়ান)
আমরা সবাই খেতে বসলাম আদ্রিয়ান একটু সাইডে গেল।
–প্রিন্সেস কে বিয়ে করে এটা ভেবে নিও না সব মিটে গেছে। বি রেডি ফর দ্যি নেক্সট স্টেপ।
–king আদ্রিয়ান কাউকে ভয় পায় না। যা ইচ্ছে কর।

চলবে,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here