টক্সিক রিলেশনশীপ,২,৩

0
1770

টক্সিক রিলেশনশীপ,২,৩
ঈপ্সিতা শিকদার

“মাত্র বিশ হাজার টাকা মাইনে পাওয়া তোমার আছেটা কী আমাকে রাখার মতোন? তার উপর জুটিয়েছো একখান প্যারালাইজড মা আর উড়নচণ্ডী এক বোন। আমার ভরা যৌবন তোমার সংসারে খেটেখুটে শেষ করতে পারব না ফাহিম। আমি তোমার চেয়েও ভালো কিছু ডিজার্ভ করি।”

চৈতালির কথায় ক্ষিপ্ত হয়েও নিজেকে শান্ত রাখার অদম্য প্রচেষ্টা ফাহিমের। সে বেশ শান্ত সুরেই শুধায়,
“বিয়ে করার সময় বা প্রেম করার সময় তো সবই জানতে। আমি তো কিছুই লুকোইনি তোমার থেকে। সব জেনে-শুনে নিজ ইচ্ছেতেই আমার ঘরে এসেছিলে। তবে কেন…?”

“তখন বয়স কম ছিল বুঝতে পারিনি। এখন দেখো সব বুঝতে শিখেছি, ভালো থাকতে শিখেছি, আরাম-আয়েশে থাকছি।”

“ওহ তাই বুঝি? আরেক জনের জামাইয়ের টাকায় তার সংসারে জায়গা নিয়ে আরাম-আয়েশে থাকছো। মানে তোমার সামান্য টুকু লজ্জা বোধও নাই?”

বেশ চড়া মেজাজেই এইবার বলে ফাহিম। চৈতালিও বিপুল রেগে যায়। কলটা কেটে নাম্বার ব্লকলিস্টে ফেলে দেয়। অথচ, সে চাইলেই নিজের পক্ষে কিছু শুনাতে পারত। হয়তো সে জানে তার নিকট বলার যুক্তি নেই কিংবা যুক্তি থাকলেও বলার ইচ্ছে ফুড়িয়ে গেছে।

কল কাট হয়েছে টের পেতেই আবারও কল দিতে উদ্যোত হয় ফাহিম। কিন্তু ব্লক করে রাখায় আর তা সম্ভব হয়নি। নিজেকে আজ বড় বেশিই অসহায় বোধ হচ্ছে ফাহিমের।

পুরুষ হয়েও তার হাত-পা মেলে কাঁদতে ইচ্ছে করছে। কিন্তু কাঁদতে আর পারল কই? এমনিতেই সংসারজীবনে ব্যর্থ সৈনিক সে, এ নিয়ে পাড়া-পড়শি ও বন্ধু-বান্ধবদের ঠাট্টার শেষ নেই, কাপুরুষের ছাপটা আর যোগ করতে চায় না সে।

ক্রিংক্রিং আওয়াজে বেল বেজে উঠে। ফাহিমের মা ফারজানা রহমান শয্যাশায়ী, ডান হাতের আঙুলগুলোই শুধু কিছুটা কার্যকর। কোনো প্রয়োজনেই সেই আঙুলগুলোর দ্বারাই কোনোরকম বেল বাজায়।

“মায়ের হয়তো কিছু লাগবে।”
ভেবেই যেতে তৎপর হয় ফাহিম। আজ প্রায় সপ্তাহ চাকরি থেকে ছুটি নিয়েছে সে, কাল বাদেই ছুটি শেষ জয়েন করতে হবে কিন্তু মাকে দেখবে কে। তার বোন সাজিয়া বেশ কিছুদিন ছিল, কিন্তু তারও তো স্বামী-সংসার আছে।

___

নায়িম স্টুডিওতে এসেছে গান রেকোর্ড করাতে। কিন্তু অবাককর বিষয় হলো সে একবারেই কাজ শেষ করে ফেলা আর্টিস্ট, আজ চারবারেও ঠিক-ঠাক রেকর্ড করতে পারল না। কখনো তাল ভুল হচ্ছে, তো কখনো সুর।

এবার মিউজিক কোম্পানির মালিক বেশ বিরক্তি ভরা চেহারা নিয়ে,

“শোনো নায়িম, আমার মনে হয় তুমি অনেক স্ট্রেস্পড্। আজ বাদ দাও, কাল নাহয় করা যাবে। প্যাক আপ গাইস।”
বলে চলে যায়।

নায়িম সুগভীর এক শ্বাস ফেলে। তার আরও বেশি রাগ জমছে বাসন্তীর উপর। হুট করেই একবার মনে হলো,
“মেয়েটাকে এভাবে মারা আমার বোধহয় ঠিক হয় নাই। ইশ্ কেমন জানোয়ারের মতোন মেরেছিলাম!”

পরক্ষণেই ভাবে,
“না, না, ও যা করেছে সেটারই ফল এটা। মেয়েটা আজকাল বড় বেশিই অবাধ্য হতে শুরু করেছে। আমার কথা অমান্য করে প্র্যাগনেন্ট হলো। আজকাল যখন তখন ছাদে যায়।

আবার আমার নিষেধ থাকা সত্ত্বেও আমার কথা অমান্য করে ঐ মহিলা আর মহিলার স্বামীর সাথে দেখা করতে গেছে। আল্লাহই জানে কী এত দরকার ঐ বেটির। ঐ বেটির না, বেটির জামাইয়ের সাথে দরকার তাও একটা প্রশ্ন।”

নিজ মনেই সিদ্ধান্ত নিয়ে ড্রাইভারকে কল করে গাড়ি বের করার জন্য। বাড়ি যাওয়ার এখন বড়ো বেশি প্রয়োজন তার, মাথা ধরেছে, সূক্ষ্ম এক ব্যথার সঞ্চার হচ্ছে কপালের দুই কোণে।

___

ফাহিম মাকে ঘুম পাড়িয়ে বাড়ি থেকে বের হয়। মাকে সে কিছুই বলেনি, কিন্তু তিনি নিজেই হয়তো বুঝতে পেরেছেন, তাই তো অকারণেই নীরব নোনাজল বেয়ে যায় তার আঁখিজোড়া হতে। হয়তো বোন আর তার তর্ক থেকেই জেনেছে

তার খাণিক খোলা হাওয়ায় শ্বাস নেওয়ার প্রয়োজন, কাউকে নিজের মনের কথাগুলো বলার প্রয়োজন। সামনের মোড়েই টম দোকান, এই রাতে সেখানেই এলাকার বন্ধুদের সিগরেট-চায়ের আসর জমে। অনেকদিন যায় না, প্রিয়তমার নিষেধ ছিল যে, কিন্তু আজ প্রিয়তমা নেই যখন তখন কীসের নিষেধ আর কীসের কী?

“কী রে? এমন দেখা যাইতেসে কেন তোরে? বউ বুঝি ঠিকমতো ঠিক মতো খাইতে দেয় না…”

দ্বীপ প্রথম কথাটা সিরিয়াস হয়ে বললেও শেষ বাক্যটায় ঠাট্টার শ্লেষ ছিল। ফাহিম বুঝল কিন্তু কিছুই বলল না। তার শব্দ ভাণ্ডারে অভাব পড়েছে বেশ আগেই।

“কী রে? এমন হয়ে আছিস কেন? কিছু হয়েছে না কি?”

এবার তিন বন্ধুর ললাটেই সূক্ষ্ম ভাজ দেখা গলা চিন্তার। ফাহিম নিজের ঠোঁট ভিজিয়ে নিল। মৃদু হেসে বলল,

“আসলেই ভালো নেই রে।”

“কী বলিস?”

“অনেকদিন ধরেই চৈতালির সাথে আমার মনোমালিন্য চলছিল। মাস কয়েক হবে হুট করেই অফিস এসে দেখি ও চলে গেছে।”

“আরে এ আর তেমন কী? সব বউরাই একটু-আধটু রাগ করে, একটু ঠাণ্ডায় মাথায়, ভালোবাসার সহিত বুঝা, কিছু গিফট্ দে ঠিক হয়ে যাবে।”

“তার তো এসব চাই না। তার আমার বিশ হাজার টাকা মাইনেতে সমস্যা, আমার মা তে সমস্যা, আমার বোন থেকে সমস্যা।”

মৃদু হেসে ফাহিম একে একে খুলে বলতে শুরু করে সবকিছু। তিন বন্ধুরই চেহারায় ক্রোধ স্পষ্ট। তা শুধুমাত্র চৈতালির উদ্দেশ্যে নয়। ফাহিমের উদ্দেশ্যেও বটে।

“তুই কেমন পুরুষ এমন মেয়েকে আজও ঘরে আনতে চাস। আমি হইলে তো উষ্টা দিয়া তালাক দিতাম।”

খাণিক ব্যগ্র করেই শুধায় মিন্টু।

“সংসার, পরিচিত মায়া ছাড়া কি এতই সহজ রে?”

“কেমন কাপুরুষের মতোন কথা বলছিস? তোর কি কোনো দিক দিয়ে কমতি আছে? মাইয়া না কি তুই, একখান মেয়ে খুঁজে এই মেয়ের মুখে ঝামটা দিয়া বিয়া কইরা দেখায় দে।”

একদম নিঃশ্চুপ হয়ে গেল ফাহিম। এখন প্রতিটি বন্ধু তাদের চেনা-জানা ভালো মেয়েদের ইতিহাস শুনাচ্ছে। আনমনেই ভাবল,

“সংসার, মানুষের মায়া ছাড়া বুঝি এতই সহজ, যেমনটা সবাই বলে? পুরুষ হলেই কী মায়া থাকতে নেই, ভালোবাসা থাকতে নেই কারো প্রতি! সব ভালোবাসা, মায়া বুঝি মেয়েদেরই অধীনে থাকে?

না, মিথ্যে বলে এবং বলছে সবাই। নিজেকে আড়াল করতে ব্যস্ত সকল পুরুষ। পুরুষ ভালোবাসতে জানে, মায়ায় আটক হয় তারাও। তবে ঐ যে ছোট থেকেই তাদের আশেপাশে সমাজ তৈরি করে দেয় শক্ত এক খোলস।

কঠোরতা, নিষ্ঠুরতা, ক্রুর স্বভাবের খোলসে বন্দী তারা। কচ্ছপ যেমন খোলসের বাহিরে বের হলেই অসহায় হয়ে যায়, ঠিক তেমনই পুরুষ এই খোলসের বাহিরে বের হলে লোকসমাজে জ্ঞাত হয় কাপুরুষ হিসেবে। পুরুষ কঠোর হয় না; আমরা তাদের কঠোর বানাই।”

___

বাসন্তী বিছানায় শায়িত হয়ে ঘুমানোর চেষ্টা। তারপরও রমণীর চোখ জোড়া ঘুম হানা দিচ্ছে না একদম। বরং, গভীর এক ভাবনা বুনে চলেছে তার মস্তিষ্ক। তার মনে পড়ছে বিখ্যাত ফ্রানকোইস ডি লা রোচেফউকোল্ডের বিখ্যাত এক উক্তি। তা ভেবেই অন্যমনস্ক সে।

“ফ্রানকোইস ডি লা রোচেফউকোল্ড তো বলেছেন, ‘আমরা তাকেই বেশি সন্দেহ করি, যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি।’ তবে কি নায়িম আমাকে অনেক ভালোবাসে? ভালোবাসলে বুঝি এমন পশুর মতো টর্চার করতে পারত? ভালোবাসা, সম্পর্ক বুঝি এমনই বিষাক্তকর হয়।”

চলবে…

#টক্সিক_রিলেশনশীপ
||৩য় পর্ব||
-ঈপ্সিতা শিকদার
নায়িমের বাড়ি ফিরার মাঝে ঘটল আরেক বিপত্তি। প্রডিউসার ও কয়েকজন জানায় তারা নায়িমকে নিয়ে নাইট ক্লাবে যেতে চায়। নায়িম খোশামোদি করলে প্রডিউসার সাহেব তার ভারী শরীর দুলিয়ে হেসে বলে,
“এমন শুরু করসো বাড়িতে বউ অপেক্ষা করছে! ব্যাচেলর ছেলে তুমি এত কীসের প্যারা?”

সূক্ষ্ম ঘাম বেয়ে পড়ে নায়িমের ললাট থেকে। দামী এসির মাঝেও ঘামতে তৎপর সে। তার মনে আজ বহুকাল পর কাজ করছে চেনা ভয়।

“বাসন্তী যেমন অবাধ্য হতে শুরু করেছে, কবে যেন এই বিয়ের কথা পুরা বাংলাদেশকে জানিয়ে দেয়। তাহলে তো আমার পুরো মোস্ট ইনোসেন্ট এন্ড ডিসেন্ট ব্যাচেলর এর ইমেজই নষ্ট হয়ে যাবে। না, না, যেভাবেই হোক মেয়েটাকে আবার হাতের মুঠোয় আনতে হবে।”

“কী হলো নায়িম? এত কী ভাবছো? আরে বেটা চলো, এখনই তো সময় ইঞ্জয় করার জীবনটাকে।”

ঘোর ভাঙে তার। প্রডিউসারের কথায় বিরক্ত হলেও, তা লুকিয়ে মিথে সায় জানায়। অতঃপর সবাই প্রডিউসারের বিশাল গাড়িতে চড়ে বসে। সবাই গল্পগুজুব ব্যস্ত থাকলেও নায়িম গভীর ভাবনায় ডুবে।

“তারপরও যদি বাসন্তী বলে দিতে চায় তাহলে আর কী! খুব একটা সমস্যা হবে না। কারণ শুধু ধর্মীয় দিক থেকে আমরা বিবাহিত। তবে এ কথা ও কখনো প্রমাণ করতে পারবে না।
ওর সাথে আমার বিয়ের কোনো লিগেল পেপার নাই, না ওর ফোনে আছে কোনো বিয়ের ছবি। আংশিক তো মানহানি হবে বটে। তবে ওর সম্মান যাবে এর চেয়ে হাজার গুণ বেশি।
আর মেয়ে যাবে কই আমাকে ছেড়ে? রাস্তার কুকুর যখন মানুষ পোষ বানাতে যায় তখন কিন্তু তার দাঁতটা আগে ভেঙেই নেয়। আমিও তাই করেছি, কাঙালকে নিঃস্ব করে পোষ মানিয়েছি।”

খুব দ্রুতোই দ্বিতীয় ফন্দী এঁটে নেয় সে। তার মুখেও ফুটে উঠে জয়ের হাসি। এবার সেও বেশ স্বাচ্ছন্দ্যে আড্ডাবাজী করছে।

___

বাসন্তীর হঠাৎ করেই মনে হলো তার এখন হাতে হাত রেখে বসা উচিত না। পালিয়ে যাওয়া উচিত বহু দূরে, নিরাপদে। হাতে তার একটা কানাকড়িও নেই। রাস্তাঘাট কিছুই সে চেনে না। কীভাবে যাবে? কোথায় যাবে? তার একমাত্র আশ্রয় নায়িমই।

“মৈত্রী ভাবি? সে হয়তো ফেরাবে না।” কথাটা উপলব্ধি করেই মৈত্রীকে কল করে বাসন্তী।

“হ্যালো, বাসন্তী বলো। ঠিক আছো তো তুমি?”

খাণিক আমতা আমতা করে বাসন্তী বলে,
“জী। আপনার অজানা নয় আমার অবস্থা। আমি আর এখানে থাকতে চাই না। আপনি কি কোনো ব্যবস্থা করে দিতে পারবেন আমার দূরে কোথাও থাকা? অথবা, যদি কোনো কাজ খুঁজে দিতেন বা কিছু টাকা…?”

কিছু মানুষ থাকে যারা কথা দিয়েই অপরকে সহায়তা করবে, অনুভূতিতে, সহানুভূতিতে। মুখে অপরের জন্য অনেক কিছু ফেলবে। কিন্তু এদের কথায় বিশ্বাস রাখতে নেই, কথায় ছাড়া আর কোনো ক্ষেত্রে সহায়তা করারই তাদের ঠাঁই নেই।

তেমনই একজন মানুষ মৈত্রী। বেশ হচকচিয়েই যায় বাসন্তীর কথা। এই যুবতীকে একটু বেশিই ফুলিয়ে ফেলেছিল ভেবে নিজের উপরই রাগ হলো।

“আমি সবে মাত্র একটা চাকরি পেয়েছি। তোমার ভাইয়াও খুব বেশি কামায় না, দুটো বাচ্চা… আমরাই আছি কোনোরকম। তোমাকে কীভাবে…?”

এটুকু কথাতেই সব বুঝে গেল বাসন্তী। তাচ্ছিল্যের হাসি ফুটল তার ম্লান মুখশ্রীতে।

“থাক, সমস্যা নেই। আমি বুঝেছি ভাবি।”
কলটা কাট করে দিল সে। তাতেই স্বস্তির নিঃশ্বাস ফেলল মৈত্রী।

যুবতী আনমনেই ভাবল,

“বহু ধরনের মানুষের বাস পৃথিবীতে না কি একই মানুষ ভিন্ন ভিন্ন রূপ এঁকে চলে? আমি তো জানি এরা এমনই হয়। সবাই মুখ দিয়ে করে একদম ধুয়ে ফেলে, কিন্তু আসল কাজে কাউকে পাওয়া যায় না। তিনি তো দুপুরে খুব সুন্দর ভাবে বলল সন্তানের নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে। কী করে দিব?

জীবনটা কি কোনো সিনেমা না কি? আজ এখানে আছি, মার খেয়েও বেঁচে আছি। বাহিরে বের হলে হয় জানোয়ারগুলো খুবলে খেয়ে মারবে নাহয় ক্ষুধা-প্রয়োজনের তাড়নায় এমনেই শেষ হয়ে যাব। যেই ভুলটা আমার আম্মা করেছিল, তা আমি করব না। পরের কথা শুনে সর্বস্ব হারাব না।”

মনে পড়ে যায় বাবা নামক মানুষটার ধূসর ও ঘোলাটেময় স্মৃতি। মানুষটার যতটুকু স্মৃতি তার মনে আছে। ততটুকুর পুরোটাই মমতাময়, হাসি-খুশি জীবনের স্মৃতি। মায়ের সাথে এতকিছু হলেও তাকে কখনো বকেছে কি না সন্দেহ।

সে যখন খুব বেশি হলো বছর দশের তখনই বাবা আর মায়ের তালাক হয়। সবটাই হয়েছিল মায়ের একান্ত উদ্যোগে।
বাসন্তীর বাবা ছিলেন নিম্নবিত্ত একজন জেলে আর মা ছিলেন উচ্চ মধ্যবিত্ত ঘরের সন্তান। যার বাবাত টাউনে দুটো দোকান, বেশ ভালোই অবস্থা। তাহলে কেন বিয়ে করল নিম্নবিত্ত জেলেকে? প্রেমের বিয়ে ছিল না কি?

বাসন্তীর মা বদরুন্নেসা কয়লা রঙা এক নারী, স্বভাবও ছিল তার উড়নচণ্ডী, পাড়ায় পাড়ায় তার দুর্নাম আচার-ব্যবহারের জন্য। তার জন্য ছেলে পাওয়াই যেখানে অসাধ্য, সেখানে গরীব-ধনী, টাকা-পয়সা দেখার সাহস ছিল না। অতঃপর গরীব ঘরের সুদর্শন পুরুষ মাসুদের সাথে বিয়ে হয়।

বদরুন্নেসা মানিয়ে নিতে পারছিলেন না ভরা সংসার থেকে হুট করেই অভাবে এসে। মাসুদও প্রথম প্রথম এমন কালো রঙা নারীকে মানতে পারছিল না স্ত্রী রূপে। কিন্তু এক ছাদের নিচে থাকার মায়া, কবুলের মায়ার শক্তি যে রূপের মোহের চেয়ে বহু বেশি। তবে হয়তো বেশি হয়নি অভাবে থাকার অতৃপ্ততার চেয়ে।

বদরুন্নেসা সারাক্ষণ খ্যাচখ্যাচ করতেন। মাসুদ বাড়ি আসলে তো রীতিমতো আছড়া-আছড়ি শুরু করতেন জিনিস-পত্র। মুখ তো চালুই আছে। মাসুদের খাটনিতে এমনিতেই মেজাজ চটে থাকত, আরও চটে যেত স্ত্রীর কাণ্ডে। ধুরামধুরাম মার লাগিয়ে দিতেন স্ত্রীর গায়ে। অতঃপর মার খেয়ে শান্ত হতেন বদরুন্নেসা, আর দিয়ে শান্ত হতেন তিনি নিজেও।

তবুও জোয়ার-ভাটা পেড়িয়ে ভালোই চলছিল তাদের সংসার। কিন্তু ঐ যে তৃতীয় পক্ষের অভিব্যক্তি, তা একদম ডুবিয়ে দিল তাদের। বাসন্তীর মামী-খালারা আসলেই বলতেন,

“ছাইড়া দে ঐ বেটার সংসার। তোরে আমরাই রাখতে পারুম। আর কত মাইর খাবি?”

নানা-মামাদেরও একই সুর। নানী অবশ্য ভিন্ন সুরে ছিলেন। আস্তে আস্তে তিক্ততায় জড়িয়ে ধরে বদরুন্নেসাকে। তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেন তালাক নেওয়ার। মাসুদ রাজি না হলে রোজ রোজ যথাসম্ভব চেষ্টা করে তাকে উত্যক্ত করার। তারপর উত্যক্ত হয়ে মারলে শালিস বসান। তালাক হয়ে যায় তাদের।

বদরুন্নেসা মেয়েকে নিয়ে চলে আসেন বাপের বাড়ি। প্রথমদিকে ভালো ব্যবহার করলেও বছর ঘুরতেই তার মূল্য বাড়িতে পাহাড়া দিতে থাকা কুকুরের চেয়ে নিচু হয়ে যায়। যে যখন তখন যা তা শুনিয়ে যায়, সারা বাড়ির কাজ তার করত হয়। ছোট্ট বাসন্তীও বাদ যায়নি। ভুল হলেই মার পড়ত তার ছোট্ট দেহে। নানাও ভিষণ বিরক্ত তাদের উপর। ভেবেছিল কোনো বড়লোক, অর্ধবয়স্ক লোকের কাছে আবার বিয়ে দিতে পারবে। কিন্তু তাও সম্ভব হয়নি।

অপরদিকে বছর ঘুরতেই টুকটুকে বউ নিয়ে আসে মাসুদ। সে ভুলে যেতে থাকে স্ত্রীর স্মৃতি। নতুন সন্তানের মায়ায় ধোয়াশা হয়ে যায় নিজের রক্তের সন্তানের স্মৃতিও।

বদরুন্নেসা প্রায়শয়ই কাঁদতেন নিজের কর্মের জন্য। কারণ ঐখানে থেকে মার খেলেও সম্মান ছিল, তার সন্তান ভালো ছিল। দোষ তো তারও কম ছিল না… কিন্তু তালাকের পর এখানে এসে সে শুধু নিজেই নয় তার মেয়েও হয়েছে বাবাহারা, সম্মানহীন আশ্রিতা ও মূল্যহীন চাকরানি।

___

ক্লাবে ঢুকে বসতেই, একঝাঁক সুন্দরী উঠতি বয়সী নারী এসে আঁকড়ে ধরে তাকে। সে বিরক্ত হয়, তবুও মুখশ্রীতে তা বিন্দুমাত্র আনে না। বাংলাদেশি মানুষ প্রচণ্ড আবেগী, একটু থেকে একটু হলেই বড় বড় শব্দে কাল নিউস ছেপে যাবে “ভক্তকে অপমান করা অহংকারী গায়ক”।

বেশিরভাগ তরুণী চলে গেলেও একজন থেকেই যায়। এই তরুণীলে সে চেনে, বিখ্যাত বিজনেস কোম্পানির মালিক কে.কে এর রক্ষিতা শবনম। একে কিছু বলা মানে ইন্ডাস্ট্রিতে নিজের বড় শত্রু পয়দা করা। শবনম আপন উদ্যোগে গল্প করতে শুরু করে নায়িমের সাথে। নায়িম নিজের আসল মনোবাসনা চেপে বেশ হেসে-খেলেই অংশগ্রহণ করে আলাপে। প্রডিউসার সাহেব তা দেখে চোখ মারেন।

বেশ খাণেক ক্ষণ ড্রিংক করার পর “এক্সকিউজ মি” বলে ওয়াশরুমের দিকে যায় যুবক। এদিকটা বেশ নীরব। ওয়াশরুম থেকে বের হলে মেয়েটা অকস্মাৎ তাকে ঝাপটে ধরে। গা ঘিনঘিন করে উঠে নায়িমের, তবুও চুপ থাকে সে।

“নায়িম বেব, চলো না একটু ইঞ্জয় করি আজ রাতে। কেউ জানবে না।”

“কিন্তু কে. কে.?”

“আরে ঐ বলদটার কথা ছাড়ো। আমাকে নিয়ে ভাব।”
কথাটা শেষ করতেই ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয় তাকে নায়িম।

“বাসায় গিয়েই গোসল করতে হবে। না জানি দিনে কতজন পুরুষকে ছোঁয় এই মেয়ে। ইয়াক! বমি পাচ্ছে। কারো ইউজ করা বস্তুও তার পছন্দ নয়, সেখানে গোটা এক…” ভাবতেই সারা গা রি রি করছে।

“কাজটা তুমি ঠিক করো নাই নায়িম। আমি কে.কে কে বলে…”

“ডিয়ার বি*, আগে নিজের ভিডিও সামলাও।”
বলেই ক্রুর হাসি দিয়ে স্থান ত্যাগ করে নায়িম।

সে আগে থেকেই জানত এমনটা হবে। তাই তো ভিডিও ক্যামেরা অন করে বুক পকেটে ফোন রেখে ওয়াশরুমের দিকে এসেছিল। এই মেয়েটার ধ্বংসের কাউন্টডাউন শুরু এই মুহূর্ত থেকেই। শুধু কে.কে আর মিডিয়ার লোকদের মাঝে ভিডিও বিলিয়ে দিতে দেরি।

___

চৈতালির পরনে নেটের ফিনফিনে এক গেঁড়ুয়া রঙা শাড়ি। এই শাড়ি তার দেহ আড়াল করতে একদমই ব্যর্থ বলা চলে। যুবতী সুবিশাল আয়নায় নিজেকে উপর থেকে নিচ পর্যবেক্ষণ করতে ব্যস্ত।

সে জানে তার চেহারা আহামরি নাহলেও তার মাঝে যে লাস্যময়ী ও মায়াবি ভাব আছে তা যে কাউকে বশ করতে পারে। এই বিষয়টাকে কাজে লাগিয়েই পৃথিবীর বুকে আবহমান সকল সুখ নিংড়ে নিতে চায় সে।

“উহু, আমি কোনো অংশে কম নেই আমি। খেটে-খুটে মরার জন্য আমি নই। আমি এমন কেউ হতে চাই যার চর্চা মুখে মুখে থাকবে, যে হবে আলোছায়ার খেলার রাণী। এখন শুধু নায়িমকে পটাতে দেরি।”

আপন মনেই কথাগুলো বিড়বিড় করে হাসনাহেনার খুশবু সমৃদ্ধ পারফিউম গায়ে ছিটকে দিতে করতে শুরু করে চৈতালি।

চলবে…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here