About us

আমাদের সম্পর্কে

কাছে আসার গল্প ডট কম  এ আপনাকে স্বাগতম । একটি অনলাইন প্লাটর্ফম। মন ছুঁয়ে যাওয়া সব গল্প-কবিতা নিয়ে সাজানো আমাদের এই প্লাটর্ফম যেখানে রয়েছে আপনাদের প্রিয় সব লেখক লেখিকাদের অসাধারণ সব গল্প এবং কবিতা। আশা করা যায়, আমাদের কাছে আসার গল্প ডট কম-এর আন্তরিক প্রচেষ্টা আপনাদের নিরাশ করবে না।