Black Rose?Season_04,Last_Part 10

1
5279

Black Rose?Season_04,Last_Part 10
The Dark king of Vampire kingdom♚
Lamiya Rahaman Meghla
Last Part 10

আদ্রিজা তার চোখ খুলে।
–এর পর আমি এলাম এদের মাঝে মা অনেক ভালো আমাকে অনেক ভালোবাসেন মা সবি জানেন৷
তোমায় পেয়েছিলো তোমার পালিত বাবা মা ওনারাও নেহাতি অনেক ভালো মানুষ।
তাই আমার কলিজাকে নিজেদের সব টুকু দিয়ে ভালোবেসেছেন।
–তোমার অনেক কষ্ট হয়েছে না৷
–কষ্ট তো করেছি আদ্রিজা কিন্তু আমার মন ক্ষত বিক্ষত হয়েছিলো সে দিন যে দিন জানলাম তুমি আদ্রের সাথে কোন রিলেশন এ আছো৷
–আম,
,–থাক কিছু বলো না এখন সব ঠিক পুরোন কথা ভুলে যাও।
–(ওকে দেখে অবাক হবার শেষ নেই একটা মনুষ কি করে সহ্য করেছে নিজের ভালোবাসার মুখে অন্য কারোর নাম৷
তাও আদ্রের নাম আর ঠিকি আমাকে বাঁচানোর জন্য জীবনের পরোয়া করে না৷ এটাই বুঝি ভালোবাসা)
–কি ভাবছো আদ্রিজা৷
–আদ্রকে কি করেছো?
–অন্ধকার পুরিতে পাঠিয়ে দিয়েছি৷
–আমাদের আমাদের রাজ্য যাবা উচিৎ।
–হুম উচিৎ।
–কিন্তু মা বাবা আপু ভাইয়া।
–এক দিন না এক দিন তো যেতেই হতো।
আদ্রিজার চোখের কোনে পানি জমেছে।
আদ্রিয়ান তা মুছে দিয়ে তাকে জড়িয়ে নেয়৷
–কষ্ট পেও না সব ঠিক হয়ে যাবে।

পরের দিন,
সবাইকে সব টা বলার পর,
–আদ্রিজা ভাইয়া আপনারা চলে যাবেন (আদ্রিজার বড়ো আপু)
–যেতে তো হবে তুমিও বুঝতেছো ভাবি ৫ বছর দুরে থেকে কাজ করেছি কিন্তু আর কতো (আদ্রিয়ান)
–আমি তো সবি জানতাম আমার ছেলেটা বির আমি এটাও জানতাম কখনো না কখনো সে আমাদের ছেড়ে যাবে (আদ্রিয়ানের আম্মু)
–কাঁদবেন না মা আমরা তো আসবো (আদ্রিজা)
–কবে যেতে চাইছো (আবির)
–আজ।
–ঠিক আছে (আবির)


সবাইকে বিদায় দিয়ে চলে এলো তারা ভ্যাম্পায়ার রাজ্য।
সবাই তাদের রাজা এবং রানি কে পেয়ে অনেক খুশি৷
♚?♛



রাজ্যে উৎসবের আমেজ।
সবাই অনেক খুশি।
আদ্রিজা পুরো ৫ বছর পর এলো তার আসল বাড়ি৷
আদ্রের বাবা মারা গেছেন৷
আদ্র অন্ধকার পুলিতে আছে ওখানে থেকে ও মারা যাবে।
সবই ভালো হলো।



একটি কালো গোলাপ সজ্জিত বিছানার মাঝে ব্লাক কুইন সাজে বসে আছে আদ্রিজা৷
এখনে এসে তাদের ২য় বিয়ে টা হলো।
আদ্রিয়ান রুমে এসে আদ্রিজার কোলে শুয়ে পরে।
–ভালোবাসি৷
–আমিও।
–বৌ।
–হুম বলো।
–আমার একটা মেয়ে প্রিন্সেস লাগবে।
–তুমিও না৷
–লজ্জা পাই নাকি আবার৷
–এক মিনিট৷
–কি।
–আগে বলো ১ ম বার বিয়ে হয়েছিলো কি করে।
–তোমার সে কথা মনে আছে।
–হ্যা আছে জলদি বলো কি করেছিলে আমার সাথে।
–শোন তবে,
বিয়ের দিন তোমার উপর জাদু প্রয়োগ করে তোমায় এমন বানিয়ে ফেলেছিলাম যে তুমি যা বলবে তা হলো সব আমার শিখিয়ে দেওয়া৷
তোমায় বলেছিলাম সবাই কে বলতে আমি আদ্রিয়ানকে ভালোবাসি ওকে ছাড়া বাঁচবো না৷
–ও মা আমি এ কথা বলে বিয়ে হোলো আমি কেন কিছু জানলাম না৷
–আমি জানতে দেয় নি তাই সিম্পিল।
–তবে রে।
–হ্যাঁ তবে এর পর আমার কাজ বাকি আছে।
–না।
–আজ না নেই শুধু হ্যাঁ।
–আদ্রিয়ান…


______________সমাপ্ত_____________

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here