Deewana (A crazy lover)Part:12

0
5821

Deewana (A crazy lover)Part:12

Writer: urme prema (sajiana monir)

সয়রা আরসাল নিচে চলে গেল লান্চ করতে ।সায়রা বেশ ভয় পেয়েছে আর আরসাল সায়রার ভিতু চেহারা ইনজয় করছে ।আরসাল ভালো করেই জানে সায়রা কি সে জব্ধ হবে ।

অন্যদিকে …..

মাওয়া নিজের রুম থেকে বের হয়ে দেখে সামনে রুমে দরজায় হেলান দিয়ে সিফাত দাড়িয়ে আছে।মাওয়া সেদিকে লক্ষ না করে নিজের মত হাটতে শুরু করলো ।মাওয়াকে যেতে দেখে সিফাত মাওয়ার সামনে এসে পথ আটকিয়ে বলতে লাগলো

সিফাত:hi miss angry bird

মাওয়া:(চোখ গরম করে তাকিয়ে)আপনার কি কোন প্রবলেম আছে?

সিফাত:কেন ?

মাওয়া:অলওয়েজ পিছনে পড়ে থাকেন ।

সিফাত:আপনার কি কোন প্রবলেম আছে ?

মাওয়া:(ভ্রু কুচকিয়ে)কেন?

সিফাত:এই যে সব সময় আমাকে দেখলে আপনি রেগে যান ইগনোর করেন।

মাওয়া:আমার আপনাকে ভালো লাগে না তাই আমি আপনাকে ইগনোর করি।

মাওয়া বলে যেতে নেয় ।হঠাৎ পিছন থেকে হাতে টান অনুভব করে ।তাকিয়ে দেখে সিফাত হাত ধরে আছে হঠাৎ মাওয়ার হাত টান দিয়ে নিজের সাথে জরিয়ে ধরে বলতে লাগে

সিফাত:কেন এমন ইগনোর করেন একবার আমার সাথে ফ্রেন্ডসিপ করে তো দেখতে পারেন কখনো আপনাকে একা হতে দেব না ।

মাওয়া সিফাতের চোখের দিকে তাকিয়ে আছে ।সিফাতের কথা গুলো চোখের চাহনি যেন অন্যকিছু প্রকাশ করছে।মাওয়া সিফাত থেকে হাত ছাড়িয়ে নিচে চলে যায়।সিফাত মাথা চুলকাতে চুলকাতে বলতে লাগে

সিফাত:(মাথা চুলকাতে চুলকাতে)না জানি আরো কত কি করতে হবে এই মেয়েকে পাবার জন্য ।

সবাই নিচে যেয়ে একসাথে লান্চ করে ।ডাইনিং টেবিলে আরসাল সায়রা কে অনেক ভাবে বিরক্ত করেছে কখনো চোখ মেরে আবার কখনো ফ্লাইং কিস করে সায়রা উওরে শুধু নিজের রাগি দৃষ্টি নিক্ষেপ করেছে।যদিও মন থেকে আরসালের এইসব দুষ্টামি সায়রার ভালো লাগছে কিন্তু তা আরসালকে বুজতে দেয় না ।লান্চ শেষে বিকালে সবাই একত্রে আগামীকালকের রঙ খেলার ফাংশনের জন্য সকল কিছু প্লান করলো ।আগামীকাল থেকে সব মেহমান আসতে শুরু করবে ।আগামীকালকে বড়রা কেউ থাকবে না রঙ খেলার অনুষ্টানে ।সারাবিকেল সবাই একত্রে বিভিন্ন রকমের গেম খেলে পার করেছে।কিন্তু আরসাল কোন সুযোগই ছাড় দেয়নি সায়রার সাথে রোমেন্স করার কিন্তু বরাবরের মত সায়রা আরসাল থেকে পালিয়েছে।

রাতে……

সায়রা ডিনার করে রিদ্ধির রুমে চলে যায় কালকের প্লান করতে ।১১ টায় রুমে এসে লাইট অফ করে শুয়ে পরে হঠাৎ বারান্ধা থেকে গিটারের টুং টাং আওয়াজ আসছে সায়রা বুজতে বাকি রইলো না কে গিটার বাজাচ্ছে ।সায়রা বারান্ধার দিকে এগিয়ে গেল ।বারান্ধায় গিয়ে দেখে আরসাল চোখ বন্ধ করে গিটারে সুর তোলছে।সায়রা অাস্তে অাস্তে করে আরসালের পাশে গিয়ে বসে ।আরসাল কারো উপস্থিতী টের পেয়ে চোখ খুলে ।পাশে তাকিয়ে দেখে সায়রা আরসালের পাশে বসে আছে ।আরসাল মুচকি হেসে বলতে লাগে

আরসাল:আজ সূর্য কোন দিকে উঠেছে ?

সায়রা :কেন?(ভ্রু কুচকিয়ে)

আরসাল:এই যে তুমি নিজের থেকে আমার কাছে ধরা দিলে তাছাড়া অন্য সময় তো আমার থেকে পালাও ।

সায়রা:আপনার গান শুনতে এসেছি।কেন এখন এসেছি বলে কি খুব অপরাধ হয়ে গেছে(আরসালের চোখের দিকে তাকিয়ে)

আরসাল সায়রার কমোড় জরিয়ে ধরে সায়রাকে কাছে টেনে সায়রার মুখের কাছে মুখ নিয়ে চোখের দিকে তাকিয়ে বলতে লাগে

আরসাল:আমি চাই তুমি সব সময় আমার কাছাকাছি থাকো।সারাজিবনের জন্য আমার হয়ে থাকো ।প্রত্যেকটা মূহুর্ত তোমাকে চাই।

সায়রা একটু দূরে সরে বসে বলতে লাগে

সায়রা:আমি গান শুনতে এসেছি প্লিজ গান শুনাবেন?

আরসাল :অকে মেম আপনার জন্য জান ও হাজির

আরসাল গিটার নিয়ে বাজাতে শুরু করলো

আমার সকল অভিযোগে তুমি

তোমার মিষ্টি হাসিটা কি আমি

আমার না বলা কথার ভাজে

তোমার গানের কত সুর ভাসে

তোমায় নিয়ে আমার লেখা গানে

অযথা কত স্বপ্ন বোনা আছে

আমার হাতের আঙুলের ভাজে

তোমাকে নিয়ে কত কাব্য রটে…হে

ভুলিনিতো আমি তোমার মুখের হাসি ,

আমার গাওয়া গানে তোমাকে ভালোবাসি

আসো আবার কাছে ,হাতটা ধরে পাশে

তোমায় নিয়ে যাবো আমার পৃথিবীতে

হে….হে…..এ

এই পৃথিবীতে। এ….এ….

পুরোটা গান শেষ করে সায়রার দিকে তাকিয়ে দেখে সায়রা আরসালের কাধেঁ মাথা রেখে একহাত জরিয়ে ধরে ঘুমিয়ে গেছে ।আরসাল সায়রা দিকে বেশ কিছুসময় তাকিয়ে থাকে তার এই ভাবে থাকতে ভালো লাগছে ।তার পর আস্তে করে কলে উঠিয়ে নিয়ে রুমে নিয়ে যায়।বেডে শুয়িয়ে দিয়ে কপালে ঠোটেঁ গভীর কিস করে বলতে লাগে

আরসাল:তুমি আমার কাছে রহস্যের মত কখন কি করো কিছুই বুঝে উঠতে পারিনা।আমার রহস্য পরি তুমি জান ।তোমার উওরের অপেক্ষায় আছি জান।লভ ইউ

আরসাল নিজের রুমে চলে গেল ।

সকালে….

পুরো বাড়িতে উৎসব শুরু হয়ে গেছে আজ সবাই লাল সাদা ড্রেস পড়বে আজ অনুষ্টানের theme সবাই বাঙালী ড্রেস আপ ।সকাল থেকে আরসাল নিচে বাড়ির সামনে সব কিছু দেখাশোনা করছে।সায়রা রুমে রেডি হচ্ছে আরসাল সকাল থেকে সায়রাকে দেখছে না ।আড় চোখে সে শুধু সায়রাকে খুঁজছে।হঠাৎ পিছন থেকে কেউ আরসালকে জরিয়ে ধরে আরসাল পিছনে তাকিয়ে দেখে রিসা দাড়িয়ে আছে ।আরসাল রিসাকে ঝাড়ি দিয়ে দূরে সরিয়ে দেয়।আরসাল রেগে ফেটে যাচ্ছে ।রেগে বলতে লাগে

আরসাল:তুমি এখানে কি করছো?

রিসা:ও আরসাল আমি তোমার টানে এসেছি

আরসাল:ফালতু কথা বন্ধ কর ।এখানে কেন তুমি?

রিসা:ওকে তাহলে শুনো আমার পাপা রিদ্ধির বাবার সাথে বিজনেজ ডিল করেছে তাই আমাদের পুরো ফেমেলি কে ইনভাইট করেছে ।

সায়রা আজ রেডি হয়ে নিচে আসে আজ শুধু আরসালের জন্য সে সেজেছে।হঠাৎ নিচে এসে আরসালের সাথে রিসাকে কথা বলতে দেখে রেগে চলে যায়।আরসাল রিসার সাথে কথা না বাড়িয়ে চলে যায়।হঠাৎ আরসাল সায়রাকে দেখলো সাদা জরজেটের ড্রেস, লাল উড়না ,চুল গুলো ছাড়া ,হালকা মেকঅাপ ,নাকে নত ,কানে বড় ঝুমকা ,হাতে কাচের চুড়ি ।আরসাল সায়রাকে দেখে হা করে আছে অপূর্ব লাগছে ।আরসাল সায়রা কাছে যেয়ে সায়রাকে পিছন থেকে জরিয়ে ধরে ঘাড়ের কাছের চুল সরিয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলতে লাগে

আরসাল :জান আজ কি আমার জান নেওয়া ইচ্ছে আছে নাকি ?তোমার এই লুক আমাকে ঘায়েল করে দিয়েছে ।

সায়রা আরসালকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে চলে যায়।আরসাল অবাক চোখে সায়রার যাওয়ার দিকে তাকিয়ে থাকে ।আরসাল সায়রার এই ব্যবহারে কারন খুজেঁ পাচ্ছে না ।

আরসাল:বুঝি না ওর কি হয় কাল রাতে তো সব ঠি কই ছিল এখন আবার এমন কি হলো ? এই মেয়েকে বুজতে হলে আমার সারাজিবন পার হয়ে যাবে তার পর ও বুজবো না।

সায়রা রেগে পুকুরের পাড়ে চলে যায়।

সায়রা:উনি এমন কেন ?কাল রাতেই তো বলছিল আমাকে ভালোবাসা আর আজ সকালে ঐ চুড়েঁল কামিনীর সাথে কথা বলছে ।উনি জানে আমি ঐ মেয়েকে কত ঘৃনা করি তার পর ও কেন এমন করে উনি?আমার উনাকে অন্য কারো সাথে দেখলে কষ্ট হয় সয্য করতে পারি না তার পর ও কেন এমন করে উনি ?

হঠাৎ করে সায়রা পা পিছলিয়ে পরে যেতে নেয় সুইমিংপুলে সায়রা সাথে সাথে চোখ বন্ধ করে ফেলে কেউ একজন সায়রা হাত ধরে ।সায়রা আস্তে করে চোখ খুলে তাকিয়ে দেখতে লাগে তার হাত কে ধরেছে ।দেখে সামনে একজন দাড়িয়ে আছে লম্বা ৫ফিট৯” হবে দেখতে বেশ সুদর্শন তার দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে ।সায়রা ঠি ক ভাবে দাড়িয়ে বলতে লাগে

সায়রা:থেংক ইউ ।আপনি না থাকলে না জানি কি হতো

রিসাদ: (মুচকি হেসে)থেংকস বলতে হবে না ।by the way অামি রিসাদ হায়দার (হাত বাড়িয়ে)

সায়রা:আমি উর্মি আহমেদ সায়রা (হাত মিলিয়ে)

রশ্নি:সায়রা এদিকে আয় তো

সায়রা:(জোরে)আসছি ।(রিসাদের দিকে তাকিয়ে)নাইস টু মিট ইউ আমাকে এখন যেতে হবে ।

রিসাদ:বায়

সায়রা:বায়

সায়রা চলে যায়।রিসাদ সায়রার দিকে তাকিয়ে বলতে লাগে

রিসাদ:সা….য়রা উফফ প্রথম দেখায় হৃদয়ে দাগ টেনে দিয়েছে ।(মুচকি হেসে)

সায়রা রশ্নির কাছে চলে যায় গিয়ে দেখে সবাই কি জানো খাচ্ছে ।কেমন জানো তাদের মধ্যে মাতলামো ভাব হেলছে আর দুলছে

সায়রা:তোদের কি হয়েছে এভাবে হেলছিস কেন?

রিদ্ধি:(হাতে একটা গ্লাস দিয়ে)এটা খা দেখ কি টেস্ট মনে হবে তুই আকাশে উড়ছিস ।

সায়রা:দি এতে এমন কি আছে?(ভ্রু কুচকিয়ে)

রিদ্ধি :খেয়েই দেখ না (জোর করে খায়িয়ে )

সায়রা পুরোটা খেয়ে নেয়।খাওয়ার পর কেমন যেন মাথা ঘুড়াচ্ছে নিজের মধ্যে নেই সায়রা আবার আর একটা গ্লাস নিয়ে নেয় আবার খেতে থাকে ।এমন করে তিন গ্লাস শেষ করে এখন সায়রার পুরো নেশা হয়ে গেছে ।সায়রা নিজের কন্ট্রোলে নেই।

সিফাত সায়ন রোহান অমি তাদের হাতে ভাং এর গ্লাস দেখে তাদের দিকে এগিয়ে আসে বলতে লাগে

সিফাত :বলতে লাগে এটা তোমরা কি করেছো ?এটা তো ভাং গের গ্লাস ছিল যা আমাদের ছেলেদের জন্য ছিল ।

মাওয়া সিফাতের কাছে হেলে দুলে এসে বলতে লাগে

মাওয়া:আচ্ছা ভাং কি ?এটা খায় নাকি মাথায় দেয়?যদি মাথায় দেয় আমি ভাং মাথায় দেব আমার অনেক হেয়ারফল প্রবলেম ।

সিফাত রেগে বলতে লাগে

মাওয়া :ওটা খায় যা তোমাদের সবার খাওয়া একদম উচিত হয়নি ।

সায়রা:কেন এটা তো খুব টেস্টি তাই না?

সিফাত :ভাবি যদি আরসাল ভাইয়া জানে আপনি ভাং খেয়েছেন আমাকে খুন করবে কারন ভাং আমি এনেছিলাম আমাদের সবার জন্য ।

সিফাত সায়ন অমি রোহান তাদের থামানোর চেষ্টা করছে কিন্তু থামাতে পারছে না তাদের পাগলামি আরো বাড়ছে ।আরসালের অফিস থেকে important কল এসেছে তা এটেন্ড করতে সে বাড়ির ভিতরে গিয়েছে ফিরে এসে সবার এমন পাগলামি দেখে সায়নকে বলতে লাগে

আরসাল:কি হয়েছে ওরা এমন করছে কেন?

সায়ন:আসলে আরসাল ও..ও..ওরা

আরসাল: কি ও ও করছিস ক্লিয়ারলি বল

অমি:আমাদের জন্য আনা ভাং ওরা খেয়েছে (ভয়ে ভয়ে)

আরসাল:(রেগে)কি ?এখন এদের সামলাবো কি করে?

সায়ন:তাই ভাবছি

আরসাল:ভাং কে এনেছে?

সিফাত কিছু বলার আগেই সামনের টেবিলের উপর থেকে সায়রার কন্ঠ শুনতে পেল।সায়রা টেবিলে উপর উঠে হেলে দুলে হাতে ভাং এর গ্লাস নিয়ে মাতাল কন্ঠে হাসি দিয়ে বলতে লাগে

সায়রা:আমি উর্মি আহমেদ সায়রা ।আমি এখন ভাং খাচ্ছি এটা খুব টেস্টি বিলিভ মি ।আপনারা খাবেন ? ডেলে দেই ?ডেলে দেই?

আরসাল সায়রার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে

আরসাল:(রাগে দাতঁ কট কট করে )ডালাচ্ছি তোমাকে ।সায়রা আজ তোমার খবর আছে ….

চলবে…..
❤️❤️❤️❤️

Plz সবাই সবার মতামত জানাবেন???

Thanks for supporting me ❤️❤️❤️

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here