Deewana (A crazy lover)Part:20

0
5701

Deewana (A crazy lover)Part:20

Writer: urme prema (sajiana monir)

আরসাল সায়রার কপালে চুমু দিয়ে নিজের সাথে জরিয়ে ধরে ।সায়রা আরসালের বুকে মাথা রেখে মনে মনে ভাবতে লাগে

সায়রা:এতোটা কেউ কি ভাবে ভালোবাসতে পারে ?যে কিছু বলার আগেই সব বুজে যায় যে আমাকে আমার চেয়ে বেশি বুজে। সত্যি কি আমি এত ভালোবাসা পাবার যগ্য ছিলাম ?এই এত ভালোবাসা আমার কপালে সইবে তো? সব কিছু এক স্বপ্নের মত লাগছে যেই স্বপ্ন থেকে কখনো বাস্তবে ফিরতে চাইনা সারাজিবন এভাবেই থাকতে চাই।

রুমে….

সায়রা সায়রার রুমে রেডি হচ্ছে আজ আরসালের দেওয়া সেই লেহেঙ্গাটা পড়েছে নিচের পার্টটা লাল-সাদা কম্বিনেশনে ,উপরের পার্টটা লাল , উরনা লাল সাদা সেডের মধ্যে পুরোটা স্টোনের ভারি কাজ করা ,গর্জিয়াস মেকওভার ,মাথায় চুল গুলে খোপা করা ,খোপায় লাল সাদা গোলাপ লাগানো ,সিম্পল জুইলারী কমোড়ে স্টোন আর মোদির কাজ করা বিছা ,হাতে স্টোনের চিকন চুড়ি ।সব মিলিয়ে আজ সায়রা কে অসম্ভব সুন্দর লাগছে ।সায়রা রেডি হয়ে নিচে নামতে নিলে সামনে সিড়ির কাছে আরসালকে দেখে ।আজ আরসাল সায়রার লেহেঙ্গার সাথে মেচিং শেরোয়ানী পড়েছে সব সময়ের মত হেন্ডসাম লাগছে সায়রা আরসাল একে অপরের চোখের দিকে তাকিয়ে আছে সায়রা আরসালের দিকে তাকিয়ে নিচে নামছে হঠাৎ শেষ সিড়িতে এসে পরে যেতে নেয় আরসাল সায়রার কমোড় জরিয়ে ধরে মুচকি হেসে কানের কাছে চুমু দিয়ে ফিস ফিস করে বলতে লাগে

আরসাল:আজ আমার হুরকে একদম বউ বউ লাগছে ইচ্ছে করছে আজ বিয়ে করে নিজের করে ফেলি ।কি বল জান (চোখ মেরে)

সায়রা বুকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে

সায়রা:জি না এতো তারাতারি ধরা দিচ্ছি না ।‌অপেক্ষা করুন ।অপেক্ষার ফল মিঠা হয় ।(দুষ্টু হাসি দিয়ে)

আরসাল বুকের বা পাশে হাত দিয়ে

আরসাল:উফফফ এই হাসি হায়য় !একদম বুকে যেয়ে লাগে ।এভাবে আমার সামনে আসলে নিজেকে কি করে সামলাবো জান? অপেক্ষা করা যে খুব কষ্টকর হয়ে যাচ্ছে (সায়রার কাছে এসে কমোড় জরিয়ে ধরে)

সায়রা লজ্জায় মাথা নিচু করে রেখেছে।আরসাল সায়রার কপালে চুমু দিয়ে

আরসাল:অনেক ভালোবাসি বুজেছেন

সায়রা লজ্জাময় হাসি দিয়ে শুধু হ্যা বোধক মাথা নাড়ালো।

অনুস্টান শুরু হয়ে গেল পুরো বাড়িতে গেস্ট রয়েছে হৈ চৈ খুশির আনন্দে পুরো বাড়ি মেতে উঠেছে ।রিদ্ধি সায়নের বিয়ে হয়ে গেল রাতে রিদ্ধিকে বিদায় দেওয়া হলো ।রিদ্ধির বিদায়ের সময়ে সবাই অনেক কান্না করে ।

রিদ্ধির বিদায় শেষে সায়রা নিজের রুমে বসে থাকে তার মন বেশ খারাপ রিদ্ধি তার কাছে আপন বোনের মত ছিল রিদ্ধির বিদায়ে বেশ কষ্ট পেয়েছে ।কিছুসময় পর সায়রার ফোনে অমিতের ফোন আসে অমিত ৩০ মিনিটের মধ্যে এখানে পৌছিয়ে যাবে ।সায়রা রশ্নি অমিতকে তার বার্থডে সারপ্রাইজের কথা টের পেতে দেয় নি ।সায়রা বলেছে অমিতের সাথে রশ্নির ব্যপারে কথা বলবে অমিত বেশ ভয় পেয়ে ছুটে আসছে ।সায়রা রশ্নিকে নিজের রুমে নিয়ে আসে রশ্নিকে অমিতের আসার কথা বলে ।রশ্নি চিন্তিত হয়ে বলতে লাগে

রশ্নি :কিন্তু সায়রু বাড়ি থেকে কি করে বের হবো ?ভাইয়া তো ধরে ফেলবে রাতে ভাইয়া যদি আমার রুমে এসে আমাকে না পায় পরে প্রবলেম হবে

সায়রা:আরে ইয়ার এমন কিছু হবে না আমি আছি তো ।

রশ্নি :কিন্তু সায়রু কি করে সম্ভব হবে?

সায়রা:(একটু ভেবে )দেখ ভাইয়া রশ্নিকে মানে তোকে বাহিরে যেতে দেখলে প্রবলেম হবে কিন্তু সায়রাকে মানে আমাকে দেখলে তো আর প্রবলেম হবে না ।

রশ্নি:তাহলে কি অমিতের সাথে দেখা করতে তুই যাবি??

সায়রা রশ্নির মাথায় বারি মেরে বলতে লাগে

সায়রা:আরে গাধিঁ আমি কেন যাবো ?তুই যাবি। তুই আমার ড্রেস পড়ে আমার মত রেডি হয়ে পুলের সাইডে যাবি যাতে ভাইয়া অন্ধকারে তোকে দেখলেও ভাবে আমি আর পুলের সাইডে সব কিছু এরেন্জমেন্ট করা আছে অমিত ভাইয়া সেখানে আসছে ।আর আমি তোর ড্রেস পরে তোর রুমে তোর বেডে শুয়ে থাকবো তাহলে ভাইয়া ভাববে তুই রুমেই আছিস ।

রশ্নি :ওয়াও সায়রা তুই গ্রেড

সায়রা:আমি জানি আমি গ্রেড (ভাব নিয়ে)

রশ্নি:থেংক ইউ সায়রু

সায়রা:থেংক্স পরে দে আগে তুই রেডি হয়ে যা ভাইয়া আসছে ।

রশ্নি সায়রা নিজেদের ড্রেস চেন্জ করে ।রশ্নি সায়রার লেহেঙ্গা পরে সায়রার মত সেজে পুল সাইডে চলে যায়।অার সায়রা রশ্নির ড্রেস পরে রশ্নির রুমে বেডে মুখে চাদর দিয়ে মুখ ডেকে শুয়ে থাকে ।রশ্নি যাবার সময় রাফি রশ্নিকে পিছন দিক থেকে যেতে দেখে সায়রা ভেবে সেদিকে গুরুত্ব দেয় না ।তার পর রশ্নির রুমে গিয়ে সায়রাকে রশ্নি ভেবে রাফি নিশচিন্তে নিজের রুমের দিকে যেতে লাগে।

অন্যদিকে….

আরসাল মাত্রই অফিসের মিটিং এর ডেট fixed করে মাত্রই ফোন রাখে হঠাৎ তার মেসেন্জারে একটি আইডি থেকে মেসেজ রিকুয়েস্ট আসে আরসাল চেক করে দেখে কিছু ছবি সেন্ড করেছে সাথে মেসেজ

Massage

তোমার ভালোবাসা তোমাকে চিট করছে এই হলো তার প্রমান ।তোমার আরালে সায়রা অন্য ছেলের সাথে affaire আছে।এখন তোমার সায়রা তার প্রেমিকের সাথেই আছে।আমি তোমার ভালো চাই তাই তোমাকে সায়রার আসল রূপ দেখালাম সব জানালাম ।

তোমার শুভাঙ্ক্ষী

আরসাল ছবিগুলো দেখে রাগ উঠে যায় কপালের রগগুলো ফুলে উঠে ।সায়রার সাথে অন্য ছেলের ছবি দেখে মনে হচ্ছে তাদের মাঝে গভীর কোন সম্পর্ক আছে ।আরসালের নিজের রাগকে কন্ট্রোল করে নিজেকে বলতে লাগে

আরসাল:না না আমার রাগলে হবে না আগে সায়রা কে সত্য টা কি তা জিগাসা করতে হবে ।এটা কারো চাল ও হতে পারে ।আগে আমাকে যাচাই করতে হবে আমার সায়রা কখনো এমন কিছু তরতে পারে না ।এর আরালে হয়তো অন্য কোন সত্য আছে ।আমাকে তা সায়রার কাছ থেকে জানতে হবে ।

আরাসাল সায়রার রুমে চলে যায় রুমে গিয়ে দেখে পুরো রুম অন্ধকার লাইট অফ সায়রা নিজের রুমে নেই ।আরসাল চিন্তায় পরে যায় সায়রাকে নিজের রুমে না দেখে ।আরসাল সায়রার ফোনে ফোন দেয় হঠাৎ করে ফোনের শব্দ সায়রার বেড থেকে আসছে আরসাল বেডের কাছে গিয়ে দেখে সায়রার ফোন বেডে রাখা ফোনটা কেটে হাতে নেয় আরসাল ।ফোনের স্কিনে মেসেজের নোটিফিকেশন দেখে আরসাল মেসেজ অপশনে ডুকে মেসেজ ‌অপশনে ডুকে আরসালের চোখ রাগে লাল হয়ে উঠে অমিতের সাথে রশ্নির conversation গুলোকে আরসাল সায়রার মেসেজ ভেবে সায়রাকে ভুল বোঝে ।অমিতের লাস্ট মেসেজ ছিল ২০ মিনিট আগের

অমিত:আমি পুল সাইডে এসে গেছি তুমি কোথায় ?

আরসাল এই মেসেজটি পরে বারান্দায় চলে যায় বারান্দা থেকে পুলের দৃশ্যটা স্পষ্ট দেখা যায় ।আরসাল বারান্ধায় গিয়ে দেখে আবছা আলোতে দুজনকে দেখা যাচ্ছে একটা ছেলে আর একটা মেয়ে।মেয়েটা ছেলেটার বুকের মাঝে মুখ লুকিয়ে রেখেছে আর ছেলেটা মেয়েটাকে নিজের বাহু ডোরে জরিয়ে ধরে রয়েছে ।আরসাল সায়রা ভেবে দপ করে মাটিতে বসে পরে আরসালের চোখ থেকে অনবরত পানি ঝোরঁছে ।আরসাল কান্না করতে করতে বলতে লাগে

আরসাল:কেন সায়রা কেন এমন করলে ?আমার ভালোবাসার মূল্য তুমি এই ভাবে দিলে ?পাগলের মত করে তোমাকে ভালোবেসেছি আর তুমি এর পরিবর্তে আমাকে ধোকা দিলে ।কেন এমন করলে ?কেন(চিৎকার করে)

এদিকে……

রশ্নি রুমে আসে রশ্নিকে দেখে সায়রা তারাতারি বেড থেকে উঠে বলতে লাগে

সায়রা:সব কিছু ঠি ক ছিল তো ?কেউ দেখে নি তো ?

রশ্নি :সব ঠিক ছিল কেউ দেখেনি । থেংক ইউ সায়রু এত সুন্দর একটা সার্প্রাইজ প্লান করার জন্য এত কিছু করার জন্য।আমার জন্য এত কিছু করার জন্য থেংক ইউ সো মাচ আজ তোর জন্য এতো দিন পর আজ আমি আমার অমিতের সাথে দেখা করতে পেরেছি ।(জরিয়ে ধরে কান্না করতে করতে )

সায়রা রশ্নির চোখের পানি মুছে দিয়ে বলতে লাগে

সায়রা:রশ্নি তুই কাদঁছিস কেন ? আমি তোর জন্য কিছুই করি নি আমার ভাইয়ের জন্য করেছি বুজেছিস ।এখন তো তুই আমার ভাবি আর আমি যা করেছি তা আমার ভাইয়া আর ভাবির জন্য করেছি বুজেছিস (মুচকি হেসে )

রশ্নি :লাভ ইউ সায়রু

সায়রা:(মুচকি হেসে)লাভ ইউ টু ভাবি

সায়রা :আমার এখন রুমে যেতে হবে আরসাল আমাকে খুঁজছে মনে হয় রুমে না পেলে আবার রেগে যাবে ।

রশ্নি :ওকে যা

সায়রা:আজ উনাকে সব বলবো কোন কিছু তার কাছে লুকাবো না তাকে সব সত্যি জানিয়ে দেব ।

রশ্নি:হুম জানিয়ে দিস

সায়রা ড্রেস চেন্জ করে নিজের রুমে চলে যায় ।রুমের ভিতর প্রবেশ করে দেখে পুরো রুম অন্ধকার ভিতরে আরসাল মাথা নিচু করে বসে আছে ।সায়রা ঘরে প্রবেশ করে লাইট অন করে ।কারো আসার শব্দ পেয়ে আরসাল মাথা তুলে তাকায় ।সায়রা আরসালের চেহারার দিকে তাকিয়ে ভয় পেয়ে যায় পুরো মুখ লাল হয়ে আছে চোখ গুলো ফুলে রক্তবর্ন হয়ে আছে ।সায়রা আরসালের দৌড় দিয়ে আরসালের কাছে যায় আরসালের কাছে যেয়ে আরসালের গালে হাত রেখে বলতে লাগে

সায়রা :আরসাল আপনার কি হয়েছে ? (আতংকিত হয়ে)

আরসাল মুহূর্তে সায়রার হাত ঝাড়ি দিয়ে সায়রাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় ।তার পর আবার সায়রার কাছে যেয়ে সায়রার দু বাহুতে শক্ত করে ধরে বলতে লাগে

অারসাল:কোথায় ছিলি ?(রেগে চিৎকার করে)

আরসালের চেহারে দেখে সায়রা বেশ বুজতে পারছে আরসাল রেগে আছে সায়রা আরসালের ভয়ে ভয়ে বলতে লাগে

সায়রা:র…রশ্নির রু..রুমে

হঠাৎ আরসাল সায়রা গালে ঠাস করে থাপ্পর দেয় সায়রা আরসালের দিকে অবাক চোখে তাকিয়ে থাকে ।আরসাল নিজের মধ্যে নেই কি করছে সে নিজে ও জানে না ।সায়রার গায়েঁ আরসাল হাত তুলবে তার কল্পনার বাহিরে ছিল সায়রার চোখ থেকে অনবরত পানি ঝোরছে সায়রা কথা বলা ভুলে গেছে আরসাল সায়রার চুলের মুঠি ধরে কাছে এনে বলতে লাগে

আরসাল :মিথ্যা বলছিস তুই ।আর কত মিথ্যা বলবি তুই ?তুই এতোক্ষন তোর আশিকের সাথে ছিলি ।আচ্ছা কি আছে ঐ ছেলের মাঝে যা আমার মাঝে নেই ? কেন তুই এমন করলি আমার সাথে ?কেন এসব করলি ?আমি তোকে পাগলের মত ভালোবেসেছি যার ফল তুই আমাকে এই দিলি ?(সায়রার চোখে নিজের চোখ রেখে দুজনের চোখ থেকে অনবরত পানি জোরছে)

সায়রা:(কান্না করতে করতে বলতে লাগে)আপনি কি বলছেন আমি কিছুই বুজতেছিনা ?

আরসাল:বুজছিস না তাই না ?তা হলে এগুলো কি হুম ?

আরসাল সায়রার সামনে ফোনের ছবিগুলো আর সায়রার ফোনের মেসেজ গুলো দেখায় ।সায়রা অবাক চোখে তাকিয়ে থাকে সায়রা নিজের চোখ ফিরিয়ে আরসালের দিকে তাকিয়ে কান্না করতে করতে বলতে লাগে

সায়রা:আরসাল আপনার কোথাও ভুল হচ্ছে আমি এ…

আরসাল:চুপ এক দম চুপ(জোরে ধমক দিয়ে)

সায়রা ভয়ে কেপেঁ উঠে ।

আরসাল:তোর মুখে আর কোন কথা শুনতে চাই না ।তুই কাল ঐ ছেলের সাথে দেখা করতে গিয়েছিলি কিন্তু আমাকে বলেছিস তুই মার্কেটে গিয়েছিস ।একটু আগে পুল সাইডে ঐ ছেলের বুকে মাথা রেখে ছিলি আমি নিজের চোখে তোকে দেখেছি ।(রেগে চিৎকার করে চেয়ারে লাথি মেরে )

সায়রা আরসালকে জরিয়ে ধরে কান্না করতে করতে বলতে লাগে

সায়রা:প্লিজ আমার কথাটা তো একবার শুনুন ।আপনার ভুল হচ্ছে

আরসাল সায়রাকে ধাক্কা দিয়ে দুরে সরিয়ে দেয় সায়রাকে বলতে লাগে

আরসাল:আমি তোর কোন কথা শুনতে চাই না ।আমি নিজের চোখে তোকে ঐ ছেলের বুকে দেখেছি ।প্লিজ মিথ্যা বলা বন্ধ কর ।

সায়রা নিচে হাটুঁ ভেঙ্গে বসে চিৎকার করে কান্না করতে করতে বলতে লাগে

সায়রা:আপনার ভুল হচ্ছে সেটা আমি ছিলাম না রশ্নি ছিল প্লিজ আমার কথাটা বিশ্বাস করেন।

আরসাল:আবার নতুন মিথ্যা ?আমি তোর কোন কথা বিশ্বাস করি না ।তুই আমার বিশ্বাস ভেঙ্গে চুরমার করে দিয়েছিস

আরসাল রেগে যেই হাত দিয়ে সায়রাকে থাপ্পর দিয়েছে সেই হাত আয়নায় ঘুষি মারে হাত থেকে রক্ত ঝোরতে লাগে আরসাল সবকিছু ভাংচুর করতে লাগে সায়রা আরসালের কাছে যেয়ে আরসালকে থামানোর চেষ্টা করে ।আরসাল তার পর ও ভাংচুর করছে সায়রা কোন উপায় না পেয়ে আরসালের পা জরিয়ে ধরে বসে কান্না করতে করতে বলতে লাগে

সায়রা:আরসাল প্লিজ থামুন ।প্লিজজজ আমার কথা বিশ্বাস করুন আমি আপনাকে ভালোবাসি ।(চিৎকার করে)

আরসাল :আমি তোকে বিশ্বাস করিনা ।ভালোবাসার কথা তোর মুখে মানায় না ।

আরসাল নিজের পা ছাড়িয়ে চলে যেতে নেয় সায়রা আরসালকে আটকায় কান্না করতে করতে বলতে লাগে

সায়রা :প্লিজ থামুন আমার কথাটা শুনুন

আরসাল:তুই আমার সামনে থাকলে আমি তোকে এখন কি করবো নিজে ও জানি না আমাকে এখন যেতে দে ।(দাতঁ দাতঁ চেপে )

সায়রা আটকানোর চেষ্টা করে আরসাল সায়রাকে ধাক্কা দিয়ে চলে যায় সায়রা বেডের কোনায় বারি খায় হাতে আয়না ভাংগা কাচ লেগে কেটে যায় মাথা আঘাত পাওয়ায় কেটে যায় জ্ঞান হারায় ।

সকালে…..

আদো আদো চোখে সায়রা চারদিকে তাকায় দেখার চেষ্টা করে কোথায় আছে চার দিকে তাকিয়ে দেখে হসপিটালের বেডে আছে ।মাথা অসয্য যন্ত্রনা করছে হাতের দিকে তাকিয়ে দেখে হাত বেন্ডেজ করা ।আস্তে আস্তে বসার চেষ্টা করে কিন্তু শরিরে শক্তি পাচ্ছে না ।হঠাৎ এক নার্স দৌড় দিয়ে এসে সায়রাকে ধরে বলতে লাগে

নার্স :আরে ম্যাম আপনি কি করছেন ?এখনো অনেক দূর্বল আপনি।

সায়রা:আমি এখানে কি করে আসলাম ?(আস্তে আস্তে )

নার্স :কাল রাতে আপনাকে এখানে নিয়ে আসা হয়েছে আপনার মাথায় আঘাত পেয়ে আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন আপানার ফেমিলি আপনাকে এখানে নিয়ে এসেছে ।

সায়রা :ওহ (আস্তে করে)

নার্স :এখন কেমন ফিল করছেন ম্যাম ?

সায়রা:বেটার ।সবাই কোথায় ?

নার্স :সবাই বাহিরে আপনার জ্ঞান ফিরার জন্য অপেক্ষা করছে সবাই ।ওয়েট আমি তাদের ভিতরে আসতে বলছি….

চলবে….

Plz সবাই সবার মতামত জানাবেন ???

আরসাল বা সায়রা কাউকে দোষারোপ করবেন না ।দু দিক বিবেচনা করে মতামত জানাবেন ❤️❤️❤️।জানি সবাই রেগে আছেন কিন্তু গল্পে নতুন মোর আনাটা জরুরি ছিল ।আরসাল আর সায়রার love story নতুন করে শুরু হবে আরসালের পাগলমো ভালোবাসা নিয়ে।

Thanks for supporting me ❤️❤️❤️

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here