Deewana (A crazy lover)Part:23
Writer: urme prema (sajiana monir)
রুমে..
সায়রা রুমে বসে কান্না করতে লাগে হঠাৎ দরজা লাগানোর শব্দে পিছনে ফিরে ।পিছনে ফিরে দেখে আরসাল দরজা লাগিয়েছে তার চোখ ছল ছল করছে চোখ ভয়ংকর লাল হয়ে আছে আরসাল সায়রার দিকে এগোচ্ছে সায়রা ভয়ে ভয়ে এক পা এক পা করে পিছনের দিকে যাচ্ছে।সায়রার এভাবে ভয়ে ভয়ে পিছনে যাওয়া দেখে আরসালের বেশ খারাপ লাগছে ।সে সায়রার কাছে আসতে লাগে সায়রা ভয়ে কান্না করতে করতে পিছনে যেতে লাগে ।হঠাৎ আরসাল সায়রার হাত ধরে টান দিয়ে সায়রাকে জরিয়ে ধরে নিজের বুকের সাথে মিশিয়ে ফেলে।সায়রা ভয়ে কাপছেঁ আরসাল সায়রাকে নিজের বুকের সাথে মিশিয়ে চোখ বন্ধ করে আছে ।যেন নিজের সব চেয়ে প্রিয় জিনিস হারিয়ে ফিরে পেয়েছে ।আরসাল সায়রার ঘাড়ে নিজের মুখ ডুবিয়ে রেখেছে আজ কত দিন পর সে নিজের সায়রার এতো কাছে ।সায়রা ভয়ে কাপঁছে আর কান্না করছে ।নিজেকে ছাড়ানোর শক্তি তার মধ্যে নেই ।হঠাৎ সায়রা ভয়ে ভয়ে বলতে লাগে
সায়রা:আ…আ..মাকে ছা..ছা…ড়েন
আরসাল সায়রাকে ঘাড় থেকে মুখ উঠিয়ে সায়রার দিকে তাকালো ।আরসালের চোখে পানি এত সময় সায়রার ঘাড়ে মুখ ডুবিয়ে নিশব্দে নিজের চোখের জল ফেলেছে।আরসাল সায়রার দিকে তাকিয়ে দেখে সায়রা নিচের দিকে চেয়ে আছে ভয়ে কান্না করছে ।আরসাল সায়রার দুগালে হাত রেখে সায়রার মুখ উচুঁ করে সায়রার চোখের দিকে তাকায় ।এতসময় সায়রা আরসালের দিকে ঠি ক ভাবে লক্ষ্য করে নি কিন্তু হঠাৎ সায়রা আরসালের দিকে তাকাতেই দেখে তার চেহারায় আগের মত সেই সতেজতাটা নেই চোখের নিচে বেশ কালি পরে গেছে মাথা চুল গুলো এলোমেলো আরসাল কেমন যেন অগোছালো হয়ে গেছে।সায়রা আরসালের চোখের থেকে চোখ সরিয়ে অন্যদিকে তাকিয়ে চোখের পানি মুছে বলতে লাগে
সায়রা:আমা…কে যে..তে দি..ন প্লি..জ
আরসাল আগের মত একমনে সায়রার দিকে তাকিয়ে ছল ছল চোখে তার দিকে তাকিয়ে বলতে লাগে
আরসাল:পারবো না তো তোমাকে ছাড়তে ।পারবো না তোমাকে যেতে দিতে ।প্লিজ আমার থেকে দুরে যেও না তোমাকে ছাড়া বাচঁতে পারছিনা ।প্রত্যেটা মুহূর্ত্য মরছি
সায়রা আরসালকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে যেতে নেয় ।আরসাল সায়রার হাত টেনে নিজের কাছে এনে কমোড় জরিয়ে ধরে রাখে ।সায়রা বিরক্তের চোখে আরসালের দিকে তাকিয়ে বলতে লাগে
সায়রা:আমার আপনাকে অসয্য লাগছে প্লিজ আমাকে যেতে দিন ।
সায়রা আবার ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে যেতে নেয় এবার আরসাল সায়রার কাছে গিয়ে তাকে কোলে নিয়ে বেডে বসিয়ে নিজে তার পায়ের কাছে বসে সায়রার কমোড় দু হাত দিয়ে শক্ত করে ধরে কোলে মাথা রাখে ।সায়রা নোড়তে পারছে না বার বার নড়ার চেষ্টা করছে কিন্তু পারছে না ।আরসাল আরো শক্ত করে কমোড় জরিয়ে ধরে কান্না করতে করতে বলতে লাগে
আরসাল:জানি জান খুব কষ্ট দিয়ে ফেলেছি অনেক বড় অন্যায় করে ফেলেছি বিনা দোষে তোমাকে শাস্তি দিয়েছি সবচেয়ে যগন্য কাজ করেছি তোমার গায়েঁ হাত তুলেছি যার শাস্তি সারাজিবন পেলেও হয়তো কম হবে ।আমি বলছি না আমাকে মাফ করে দেও আমাকে তুমি শাস্তি দেও সবচেয়ে কঠোর শাস্তি দেও কিন্তু প্লিজ আমাকে ছেড়ে যেওনা জান ।এই শাস্তি দিও না, আমার সাথে থেকে সারাজিবন আমাকে শাস্তি দেও আমি তা মাথা নত করে মেনে নিবো কিন্তু প্লিজ দুরে যেওনা ।তোমার দুরে যাওয়াটা সয্য করতে পারছিনা ।এই কয়েকদিন পাগলের মত ছটফট করেছি তোমাকে এক নজর দেখার জন্য ,তোমার কন্ঠ একবার শুনার জন্য নিজের ভিতরে ভিতরে প্রত্যেকদিন প্রত্যেক মূহুর্ত মরেছি।সেদিন নিজের রাগের বসে তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি তোমার কথা না শুনে তোমাকে যা না তাই বলে দিয়েছি ।সেদিন রশ্নির কাছে তোমার সত্য জানার পর নিজের প্রতি নিজেরই ঘৃনা হচ্ছিল ।নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছিল ।তার পর তুমি যখন Engagement রিং ফিরিয়ে দিয়ে বলেছিলে তুমি আমার সাথে থাকলে ভিতরে ভিতরে শেষ হয়ে যাবে মরে যাবে বিশ্বাস কর আমি সেদিন তোমার জিবন থেকে সারাজিবনের জন্য চলে যাবার জন্য মরতে গিয়েছিলাম কারন বেচেঁ থাকলে তোমার কাছে আমি বার বার আসবো আমি জানতাম ।আর আমার কাছে তোমাকে রাখবোই তুমি আমার কাছে থাকলে ধুকে ধুকে মরবে তুমি বলেছিলে আর আমি তোমাকে কষ্টে দেখতে পারবো না তোমার জিবনের সব কষ্টের কারন আমি তাই নিজেকে শেষ করা ভালো মনে করেছিলাম সেদিন হসপিটাল থেকে বের হয়ে ইচ্ছে করে কার এক্সিডেন্ট করি কারন যে জিবনে তুমি নেই সেই জিবনের ও কোন প্রয়োজন নেই কিন্তু ভাগ্যের জোরে কিভাবে যেন বেচেঁ যাই ।হসপিটালে আমাকে লোকজন এডমিট করে যখন রাতে জ্ঞান ফিরে তখন দেখি তুমি যেই হসপিটালে এডমিট আমাকে সেই হসপিটালেই রাখা হয়েছে ।গভীর রাতে সবাই যখন গভীর ঘুমে মগ্ন তখন তোমার কাছে ডক্টোর সেজে আসি তোমার সাথে কথা বলার জন্য কিন্তু এসে তোমাকে সেই অবস্থায় দেখে নিজের বুক ফেটে যাচ্ছিল ।শুধু নিজের চোখের জল ফেলেছি ।তারপর তোমার সাথে যোগাযোগ করার দেখা করার অনেক চেষ্টা করেছি ।তোমার পরিবার দাদাজী কেউ আমাকে দেয়নি তুমি আমার একবার ও কথা শুনার চেষ্টা করনি ।আমার কি অবস্থা ছিল তুমি জানো?পাগল হয়ে গিয়েছিলাম তোমাকে না দেখে ,এক পলক দেখার জন্য তোমার বাড়ির সামনে সারাদিন তাকিয়ে থাকতাম তোমার গলার আওয়াজ শুনার জন্য বার বার বিভিন্ন নাম্বার থেকে ফোন দিয়েছি কিন্তু কথা বলার সাহস পাইনি ।আজ অনেক কষ্টে অনেক সাহস জুটিয়ে তোমার কাছে এসেছি এখন তোমাকে নিজের কাছ থেকে দূরে যেতে দেবনা ।প্লিজ আমাকে ছেড়ে যেওনা জান ।আর কথাগুলো শুন বুজার চেষ্টা কর জান প্লিজ ।
আরসাল আস্তে আস্তে মাথা তুলে সায়রার দিকে তাকিয়ে দেখে সায়রার চোখ থেকে জল গড়িয়ে পরছে সায়রা নিশব্দে নিজের চোখের জল ফেলছে ।আরসাল সায়রার হাতে যেই জায়গায় সেদিন রাতে হাতে যেই জায়গায় কেটে গিয়েছিল সেই জায়গায় একের পর এক চুমু দিতে লাগলো সায়রা নিজের হাত সরিয়ে নিতে চাইলে জোর করে সায়রার হাত শক্ত করে ধরে নিজের বুকের সাথে জরিয়ে ধরে তার পর আবার চুমু দিতে শুরু করে।তারপর কপালে কাটা জায়গায় যেখানে আঘাত পেয়েছে চুমু দিতে শুরু করে একের পর এক সায়রা বুকের মধ্যে ধাক্কা দিয়ে দূরে সরাতে চাইলে আরসাল নিজের বুকের সাথে জরিয়ে ধরে আবার কপালে চুমু দিতে লাগে তারপর গালে চোখে চুমু দিতে লাগে ।আরসাল এতদিনের দূরত্ব যেন আজ সায়রাকে কাছে টেনে পুসিয়ে নিচ্ছে।আরসাল সায়রার ঠোঁটের কাছে নিজের ঠোঁট নিতেই সায়রা ধাক্কা দিয়ে শব্দ করে কেঁদে উঠে আরসাল সায়রার কাছে আসতে নিলে সায়রা চিৎকার করে কান্না করতে করতে বলতে লাগে
সায়রা:আমাকে ছোঁবেল না !!কেন এমন করছেন আপনি এসব?? আমাকে এত কষ্ট দিয়ে আপনার মন ভরে নি ?আবার কেন আমার কাছে এসে আমাকে কষ্ট দিচ্ছেন ?আপনি কেন বুজছেন না আপার যেই স্পর্শ গুলো আমাকে আগে শান্তি দিত আজ আপনার সেই স্পর্শ গুলো আমাকে কষ্ট দিচ্ছে ।আপনার প্রত্যেকটা স্পর্শ আমাকে আপনার সেইদিনের কথা মনে করিয়ে দিচ্ছে বার বার।আমি সব ভুলতে চাই আপনাকে আপনার স্পর্শ গুলোকে আপনার কথা আপনার সব স্মৃতি প্লিজ বার বার আমার কাছে এসে আমাকে এসব মনে করিয়ে দিয়েন না ।আমি এসব নিতে পারছি না ।
আরসাল:(সায়রার কাছে আসতে আসতে)আমার কথা গুলো শুনো প্লিজ আমাকে বোঝার চেষ্টা কর..
সায়রা:(কান্না করে)থামুন কাছে আসবেন না প্লিজ।কেন এখন আপনার কথা শুনবো বলতে পারেন ?সেদিন কি আপনি আমার কথাগুলো শুনেছেন?কেন আপনাকে আমি বুজবো ?সেদিন কি আপনি আমাকে বোঝার চেষ্টা করেছিলেন? সেদিন আপনার পা জরিয়ে ধরে আপনার কাছে মিনতী করেছিলাম আমার কথা শুনার জন্য আপনি কি আমার কথা শুনেছিলেন?তো আমি কেন শুনবো আপনার কথা ?আপনার যখন ইচ্ছা কাছে টেনে নেন যখন ইচ্ছা দূরে সরিয়ে দেন ।আমার সাথে খারাপ বিহেব করেন ।আমার চরিত্রে আঙ্গুল তোলেন তাহলে আমি কেন আপার কাছে থাকবো ?কেন আপনাকে বোজবো ?কেন আপনার কথা শুনবো বলেন?
আরসাল:(সায়রার সামনে নিচে হাটুঁ ভেঙ্গে বসে মাথা নত করে)
তুমি যা বলবে আমি তাই শুনবো আমার অপরাধের যেই শাস্তি তুমি দিবে সব কিছু মাথা পেতে নিবো ।নিজেকে সুধরাবো নিজের সব ভুল সুধরাবো ।আই লাভ ইউ জান।আমাকে ছেড়ে যেও না ।শুধু তুমি আমার পাশে থাকো আমার আগের সায়রা হয়ে যাও ।আমাকে আগের মত ভালোবাসো প্লিজজজজ।
আরসালের চোখের পানিগুলো নিচে মাটিতে পড়ছে।সায়রা নিজের হাতের উলটো পিঠ দিয়ে চোখের পানি মুছতে মুছতে বলতে লাগে
সায়রা:আমার দ্বারা আর সম্ভব না ।আমি পারবো না কিছু ঠি ক করতে ।আপনি আপনার মত থাকেন আমি আমার মত ।আমাদের রাস্তা ভিন্ন ।প্লিজ বার বার এসব কথা বলে আমাকে কষ্ট দিয়েন না ।আমি সব ভুলতে চাই ।আমার সামনে এসে বার বার সব মনে করিয়ে দিয়েন না ।প্লিজ ।আমি আপনাকে শুধু ঘৃনা করি
আরসাল:আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না সায়রা ।প্লিজ আমার থেকে দূরে যেওনা ।নিজেকে আমার থেকে দূরে সরিয়ে দিও না ।প্লিজ সায়রা
সায়রা কান্না করতে করতে দরজা খুলে চলে যায়।আরসাল চিৎকার করে বলতে লাগে
আরসাল:সায়রাাাাাা সায়রাাাাাা পারবো না তোমাকে ছাড়া থাকতে ।প্লিজ আমার কাছে ফিরে এসো প্লিজজজজজ
সায়রা নিচে এসে মায়ের কাছে গিয়ে বলতে লাগে
সায়রা:মা আমি বাসায় যাবো
সায়রার মা সায়রার চোখ মুখ ফোলা দেখে জিগাসা করতে লাগে
মা:সায়রা তোমার কি হয়েছে?কান্না কেন করছো?
সায়রা:মা আমার ভালো লাগছেনা খুব খারাপ সাগছে বাসায় যাবো ।
মা:কিন্তু সায়রা
সায়রা:মা প্লিজ আমি বাসায় যাবো (রেগে)
মা:ওকে চলো
সায়রা বাসায় গিয়ে নিজের রুমে চলে গেল নিজের রুমে গিয়ে দরজা আটকিয়ে বিছানায় ধপ করে শুয়ে বালিশে মুখ গুজে কান্না করতে করতে বলতে লাগে
সায়রা:পারবো না আমি আপনাকে মেনে নিতে ।আপনার কাছে আসাগুলো আমাকে কষ্ট দেয় ।প্লিজ আরসাল দূরে চলে যান আমার জিবন থেকে ।আই জাস্ট হেড ইউ ।
এভাবে দুদিন চলে যায় ।আজ সায়রা university তে যাচ্ছে সব ভুলে নতুন করে সব শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ।
অন্যদিকে…
আরসাল আয়নার সামনে দাড়িয়ে শার্টের বোতাম লাগাতে লাগাতে মুচকি হেসে বলতে লাগে
আরসাল:জান তুমি চাইলেই আমার কাছ থেকে দূরে যেতে পারবে না কারন আমি তোমাকে কখনো দূরে যেতেই দেবনা ।তোমার মনে আমার জন্য আগের মত ভালোবাসা জাগাতে আসছি ।নতুন করে আমাদের লাভ স্টোরির শুরু করতে আসছি ।এবার তোমার অভিমান ভাঙ্গানো মুসকিল কিন্তু আমি আমার ভালোবাসা দিয়ে তোমার মনের অভিমানের বরফ ঠি কই গলাবো ।
আরসালের রুমের দেয়ালে টানানো সায়রার ছবিতে চুমু দিয়ে বলতে লাগে
আরসাল:আই লাভ ইউ জান ।আসছি তোমার কাছে….
চলবে…..
❤️❤️❤️❤️
Plz সবাই সবার মতামত জানাবেন???
সারাদিন বাহিরে ছিলাম busy ছিলাম প্রচুর মাথা ব্যথা করছে লিখতে পারছি না তাই ছোট হয়েছে আর দিতে দেরি হয়েছে সরি ????
Thanks for supporting me ❤️❤️❤️